UMSH Foodie
Travello
Etceteras

https://rkmri.co/RoN05oeI3e05/
14/12/2023

https://rkmri.co/RoN05oeI3e05/

Brand: Haylou, Category: Bluetooth Headsets, Price: 1990.0, Link: www.rokomari.com/electronics/227456 , Summary: Main Features: ●Bluetooth 5.0 Bluetooth 5.0 wireless earphones will give you stable transmission, fast speed transmitting, and low power consumption. ●800mAh Charging Battery The earb...

16/11/2023

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ!!!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ।

- সংগৃহীত পোস্ট

চলে যেতে চাই এই দুনিয়া ছেড়ে,তবে যাইতে কেন পারিনা?
09/08/2023

চলে যেতে চাই এই দুনিয়া ছেড়ে,
তবে যাইতে কেন পারিনা?

11/07/2023
গ্রামবাংলার ঐতিহ্যবাহী "ঘোড়া দৌড়" উৎসব 🦄🐎📍 Madhupur, Tangail©Mahin N Poran
17/01/2023

গ্রামবাংলার ঐতিহ্যবাহী "ঘোড়া দৌড়" উৎসব 🦄🐎
📍 Madhupur, Tangail
©Mahin N Poran

27/10/2022

বারবার উন্নতির কথা বলতে আমার এত ভালো লাগে না: সাকিব

Sylhet City View From 0.5 KM Above.©MR TRAVELLAR
21/10/2022

Sylhet City View From 0.5 KM Above.

©MR TRAVELLAR

বিভিন্ন ওষুধের দামের তুলনামুলক চিত্র
07/10/2022

বিভিন্ন ওষুধের দামের তুলনামুলক চিত্র

28/09/2022

পরিস্থিতি বোধকরি আরও জটিল আকার ধারণ করতে যাচ্ছে। আমাদের এখানকার প্রধানমন্ত্রী বলেছেন- যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে। ১৮ বছরের এই ইউরোপীয় জীবনে এক দিনের জন্যও কখনো বিদ্যুৎ যেতে দেখেনি। সেই আমাদেরকে এখন বলা হচ্ছে- এই শীতে এমনকি কোন রকম এনার্জি-পাওয়ার ছাড়া আমাদের থাকতে হতে পারে।

আমি ঠিক বুঝতে পারছি না হিটার ছাড়া আমরা চলব কি করে। শহরের তাপমাত্রা এর মাঝেই হিমাংকের কাছাকাছি পৌঁছে গিয়েছে। উইন্টার এখনো আসেনি। তাপমাত্রা যখন মাইনাস ১৫-২০ এ নেমে যাবে। তখন যদি হিটার না থাকে, তাহলে কিভাবে কি হবে আমার ঠিক জানা নেই। আশা করছি এমন কিছু হবে না। এরপরও এই দেশের প্রধানমন্ত্রী বলেছেন- এমন কিছু হবার সম্ভাবনা আছে। এই ঘোষণার পর এই দেশে জেনারেটরের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। মানুষ নাকি শুকনো খাবার পর্যন্ত স্টক করে রাখছে।

আমি এর কিছুই করিনি। আমার মনে আশা- সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু চারদিকে যে পরিস্থিতি দেখছি- যুদ্ধ না আবার তৃতীয় বিশ্বযুদ্ধে রুপ নেয়। ইউরোপে গ্যাস সরবরাহের যে পাইপ লাইন; সেই পাইপ লাইনে গত পরশু দুটো বিস্ফোরণ ঘটেছে। এখন সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা গুলো বলছে- এটি কোন স্বাভাবিক বিস্ফোরণ নয়। রাশিয়া এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে ইউরোপে এই শীতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার জন্য। এদিকে দখলে নেয়া ইউক্রেনের অঞ্চল গুলোতে রাশিয়া এর মাঝেই গণভোটের আয়োজন করেছে। ধারণা করা হচ্ছে আজ-কালের মাঝেই হয়ত রাশিয়া এই অঞ্চল গুলোকে তাদের অংশ হিসেবে ঘোষণা করবে।

এরপর কি হয় এটি'ই হচ্ছে এখন দেখার বিষয়। রাশিয়ার অংশ হয়ে যাওয়া মানে হচ্ছে- এই অঞ্চলে যদি ইউক্রেন এরপর কোন হামলা করে, সেটা রাশিয়ার ভূমিতে হামলা হিসেবে বিবেচিত হবে। পশ্চিমা দেশ গুলো বলছে- এই অজুহাতে রাশিয়া পারমাণবিক হামলা চালাতেও পারে। এই সম্ভাবনা নাকি এখন প্রবল হচ্ছে। বড় বড় দেশ গুলো কি করছে এই নিয়ে আমার ভাবনা নেই। আমি ভাবছি বাংলাদেশ নিয়ে।

বৈশ্বিক পরিস্থিতি সত্যিই জটিল আঁকার ধারণ করতে যাচ্ছে। এমনকি আমাদের এখানকার মন্ত্রীরা সতর্ক থাকতে বলছেন। আমার ধারণা জ্বালানীর দাম হয়ত আরেক দফা বাড়বে। সেই সঙ্গে জিনিস পত্রের দামও। কিছু দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন- দুর্ভিক্ষ হলেও হতে পারে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি মানুষকে সতর্ক করেছেন এই বলে। এখন সতর্ক হবার সময়। আমি অর্থনীতি বুঝি না। আমি অর্থনীতির ছাত্র নই। তবে সমাজ বিজ্ঞান তো বুঝি। এই বিষয় নিয়েই তো পড়েছি।

জিনিস পত্রের দাম যদি আরেক দফা বাড়ে, তাহলে সত্যি সত্যি'ই অনেক কিছু সাধারণ মানুষের নাগালে আর থাকবে না। তখন সমাজে বিশৃঙ্খলা অনেক বেড়ে যেতে পারে। এটি সামাল দেয়ার প্রস্তুতি এখনই নিতে হবে। যে করেই হোক খরচ কমান এবং উৎপাদন (খাদ্য এবং জ্বালানী) বাড়ান। মনে রাখবেন- ধনী দেশ গুলোতে জিনিস পত্রের দাম বাড়ছে। কিন্তু তারা এরপরও খেয়ে বেচে থাকতে পারবে। কিন্তু আমাদের মত দরিদ্র দেশ গুলোর পক্ষে সেটা সম্ভব হবে না। কারন আমরা বেশি দামে জিনিস কিনতে পারব না। ধনী দেশ গুলো এর মাঝেই বেশি দামে তেল-গ্যাস কিনে রাখছে। যার কারনে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সামনে কি আছে বলা মুশকিল। কিন্তু সতর্ক হতে তো ক্ষতি নেই। তাই সতর্ক হন।

©Aminul Islam

| শুভ সকাল| আজ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২ আশ্বিন ১৪২৯, ৩০ সফর ১৪৪৪| দিনটি আপনার ভাল কাটুক| ছবিটি পাঠিয়েছেন সুলতান ...
27/09/2022

| শুভ সকাল
| আজ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২ আশ্বিন ১৪২৯, ৩০ সফর ১৪৪৪
| দিনটি আপনার ভাল কাটুক
| ছবিটি পাঠিয়েছেন সুলতান মাহমুদ

ইলিশকে ঘিরে প্রায় একশ’ বছর আগে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠে বিশাল হাট। সে হাট চাঁদপুর মাছঘাট হিসেবে পরিচিত। এটি ...
26/09/2022

ইলিশকে ঘিরে প্রায় একশ’ বছর আগে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে ওঠে বিশাল হাট। সে হাট চাঁদপুর মাছঘাট হিসেবে পরিচিত। এটি চাঁদপুর বড় স্টেশনে অবস্থিত। দেশের অন্যতম বৃহৎ ইলিশ অবতরণ কেন্দ্র এটি। ছবি: জুনায়েদ আহমেদ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা তালসড়কে ফসলের মাঠে তিনদিনের তাল পিঠার মেলা। ছবি: বাংলানিউজ
26/09/2022

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা তালসড়কে ফসলের মাঠে তিনদিনের তাল পিঠার মেলা। ছবি: বাংলানিউজ

https://www.facebook.com/968711366581965/posts/5595741200545602/
26/09/2022

https://www.facebook.com/968711366581965/posts/5595741200545602/

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রীর নাম ইসমত শেহরীন ঈশিতা। শেহরীন গোপ....

05/08/2022

#ব্রেকিং_নিউজ
জ্বালানী তেলের দাম বৃদ্ধি-
আজ (শুক্রবার) রাত ১২ টা থেকে অকটেন ১৩৫, পেট্রোল ১৩০, ডিজেল-ক্যারোসিন ১১৪ টাকা লিটার।

Address

Gopalganj
8100

Telephone

+8801716244696

Website

Alerts

Be the first to know and let us send you an email when UMSH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies