05/03/2024
মহা শিবরাত্রি ব্রত কবে কীভাবে পালন করবেন?
৫ মিনিট সময় নিয়ে পড়ুন 👇
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী ব্রত পালিত হয়। এই বছর (২৪)➡️
৮ মার্চ (শুক্রবার) = শৈবগণ
৯ মার্চ (শনিবার) = বৈষ্ণবগণ
❓ কিন্তু কেন ❓
কারণ ৮ মার্চ ত্রয়োদশী বিদ্বা রয়েছে।
⭕ হরিভক্তিবিলাসের চতুর্দশ বিলাসের ৬৯ নং শ্লোকঃ
দুদিন ব্যাপী চতুর্দশী তিথি থাকলে - প্রথম দিনে ব্রত পালন করা অন্য উপাসকের কর্তব্য।
[৮ মার্চ সন্ধ্যার পর থেকে চতুর্দশী শুরু হয়ে ৯ মার্চ সন্ধ্যা পর্যন্ত থাকবে। ৮ মার্চ রাতে থাকছে চতুর্দশী তিথি কিন্তু এর আগ পর্যন্ত ত্রয়োদশী তিথি। যেহেতু ৮ মার্চ ব্রাহ্মমুহুর্ত থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশী তিথি, সে কারণে সেটি হচ্ছে ত্রয়োদশী বিদ্বা। অর্থাৎ ৮ মার্চ ত্রয়োদশী ও চতুর্দশী উভই রয়েছে। তাই ত্রয়োদশী বিদ্বা উপবাস অন্য উপাসক চাইলে পালন করতে পারে,তবে বৈষ্ণবগণের ক্ষেত্রে তা অনুচিত।]
⭕ পদ্মখন্ডের স্বর্গখন্ডের ৪২ নং অধ্যায় ১২২ নং শ্লোকঃ
তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী এবং চতুর্দশী পূর্ব বিদ্বা হলে, পূর্ব বিদ্বা ব্রত পালন করবে না।
⭕ পদ্মখন্ডের ব্রহ্মখন্ডের ২৪ নং অধ্যায়ঃ
যদি চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা দূষিত বা বিদ্বা হয়, সেক্ষেত্রে সেটি বর্জন করতে হবে।
⚜️ ব্রত কীভাবে পালন করবো?
➡️ সাধারণত বৈষ্ণবরা দুপুর ১২ টা পর্যন্ত উপবাস পালন করেন। এরপর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন। তবে কেউ চাইলে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থেকে এরপর ফলমূল গ্রহণ করে পরদিন পারণ করতে পারবেন। অথবা চাইলে সারা দিনরাত উপবাস পালন করে পরদিন পারণ করবেন।
পরদিন পারণঃ সূর্যোদয়ের পর থেকে ৯ বা ৯:৩০ এর মধ্যে।
⚜️ এদিন কি কি করবো?
1️⃣ ব্রাহ্মমুহুর্তে উঠে স্নান করতে হবে।
2️⃣ বেশি বেশি হরিনাম করতে হবে।
3️⃣ আরতিতে অংশগ্রহণ ও ভগবানের বিশেষ সেবা পূজা করতে হবে।
4️⃣ অভিষেকঃ ওঁ নমঃ শিবায় (শিবের পঞ্চাক্ষর মন্ত্র) বলে সহজেই অভিষেক করতে পারবেন।
তাছাড়া ধাপে ধাপে দুধ, দই, ঘী, মধু,খীর, বিভিন্ন ফলের রস, বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করতে পারেন।
⛔ শিবের অভিষেক কালে শঙ্খ ব্যবহার করা যাবে না তবে অর্ঘ্য প্রদান করার সময় যাবে।
5️⃣ গন্ধ, পুষ্প, তিল, বিল্বপত্র দ্বারা শিবের বিশেষভাবে অর্চন করতে হবে। তিন পাতাযুক্ত বিল্বপত্র অর্পণ করতে হবে।
↪️ বিল্বপত্র অর্পণের নিয়মঃ
গাছে যেরকমভাবে বিল্বপত্র থাকে তা থেকে উল্টিয়ে বিল্বপত্র অর্পণ করতে হবে। তবে যখন আমরা ভগবানকে তুলসীপত্র অর্পণ করি তখন কিন্তু তুলসীপত্র বৃক্ষে যেমনভাবে থাকে তেমনভাবেই অর্পণ করি, উল্টিয়ে না। কিন্তু শিবকে বিল্বপত্র অর্পণের সময় সেটা উল্টিয়ে অর্পণ করতে হয়।
6️⃣ প্রিয় ফুলঃ ধুতুরা, আকন্দ, অপরাজিতা, নীলকন্ঠ এগুলো অর্পণ করতে পারেন।
7️⃣ ব্রতের আগের ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে।
8️⃣ ব্রতের পূর্ণ ফল লাভ করার জন্য দক্ষিণা দান করতে হয়। তাই পারণের পূর্বে শুদ্ধ কৃষ্ণভক্ত বা শুদ্ধ ব্রাহ্মণকে দক্ষিণা দান করতে পারেন।
⚜️ শিবের কাছে কি চাইবো?
➡️ জড় আসক্তি সম্পন্ন মানুষরা, জড় জিনিস বা বাসনা লাভ করার জন্য এই ব্রত পালন করেন। যেমন - মেয়েরা ভালো স্বামী পাওয়ার উদ্দেশ্যে এই ব্রত পালন করে। কেউ ধন, যশ, সম্মান ইত্যাদি লাভের জন্য এই ব্রত পালন করেন।
কিন্তু কৃষ্ণভক্তগণ এই ব্রত পালন করেন শুধুমাত্র কৃষ্ণ প্রেমভক্তি লাভ করার জন্য। যাতে শিবের কৃপায় তার মনে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়।
চার প্রহর যারা উপবাস ও অভিষেক পালন করবেন➡️
১ম প্রহর = অভিষেক - দুধ দিয়ে = মন্ত্র : ওঁ নমঃ শিবায়।
২য় প্রহর = অভিষেক - দই দিয়ে = মন্ত্র : ওঁ শঙ্করায় নমঃ
৩য় প্রহর = অভিষেক - ঘী দিয়ে = মন্ত্র : ওঁ মহেশ্বরায় নমঃ
৪র্থ প্রহর = অভিষেক - মধু দিয়ে = মন্ত্র : ওঁ রুদ্রায় নমঃ
[ অর্চন, অর্ঘ্য, প্রার্থনা মন্ত্র আলাদা আলাদা ]
নিশীথ পূজার সময়সূচিঃ
বাংলাদেশঃ
চতুর্দশী তিথি শুরুঃ 10:27 PM, march 8, শেষঃ 6:47 PM, march 9.
নিশীথ পূজার সময়ঃ 11:44 PM -- 12:33 AM
১ম প্রহরঃ 6:05 PM - 9:07 PM
২য় প্রহরঃ 9:07 PM - 12:09 AM
৩য় প্রহরঃ 12:09 AM - 3:11 AM
৪র্থ প্রহরঃ 3:11 AM - 6:13 AM
পশ্চিমবঙ্গঃ
চতুর্দশী তিথি শুরুঃ 9:57 PM, march 8, শেষঃ 6:17 PM, march 9.
নিশীথ পূজার সময়ঃ 11:23 PM - 12:11 AM.
১ম প্রহরঃ 5:43 PM - 8:45 PM
২য় প্রহরঃ 8:45 PM - 11:47 PM
৩য় প্রহরঃ 11:47 PM - 2:49 AM
৪র্থ প্রহরঃ 2:49 AM - 5:51 AM
বিঃ দ্রঃ যেসব কৃষ্ণভক্ত শিব বা শিবভক্তের নিন্দা করে তারা বৈকুণ্ঠধাম ও কৃষ্ণপ্রাপ্তি করতে পারবে না। যেসব শিবভক্ত কৃষ্ণ বা কৃষ্ণভক্তের নিন্দা করেন তারা শিবের কৃপা লাভ করেন না।
অনেক লম্বা পোস্ট ছিল, যারা আগ্রহ নিয়ে পড়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। "নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিন"।
🔱⚜️ হর হর মহাদেব ⚜️🔱
❤️🙏 হরে কৃষ্ণ 🙏❤️