Nayan & Official

Nayan & Official ▄══▄🌹▄══▄✦
◢◤♦◥◣
◥◣♦️◢◤
♦❖♥❖♦❖♥❖♦
🔴Attitude Boy🔴
♦❖♥❖♦❖♥❖♦
◢◤♦◥◣
◥◣♦️◢◤
✦▄══▄🌹▄══▄✦

11/04/2024
কোলকাতা নাইট রাইডার্স টিম আইপিএলের ২০২৪ সিজনের প্রাকটিস শুরু করলো স্ট্যাম্পে পূজা দিয়ে। সবাই মিলে প্রার্থনা করে নতুন মরশ...
17/03/2024

কোলকাতা নাইট রাইডার্স টিম আইপিএলের ২০২৪ সিজনের প্রাকটিস শুরু করলো স্ট্যাম্পে পূজা দিয়ে। সবাই মিলে প্রার্থনা করে নতুন মরশুমের সূচনা করলো।

মহা শিবরাত্রি ব্রত কবে কীভাবে পালন করবেন?৫ মিনিট সময় নিয়ে পড়ুন 👇ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী ব...
05/03/2024

মহা শিবরাত্রি ব্রত কবে কীভাবে পালন করবেন?
৫ মিনিট সময় নিয়ে পড়ুন 👇

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী ব্রত পালিত হয়। এই বছর (২৪)➡️
৮ মার্চ (শুক্রবার) = শৈবগণ
৯ মার্চ (শনিবার) = বৈষ্ণবগণ
❓ কিন্তু কেন ❓
কারণ ৮ মার্চ ত্রয়োদশী বিদ্বা রয়েছে।

⭕ হরিভক্তিবিলাসের চতুর্দশ বিলাসের ৬৯ নং শ্লোকঃ
দুদিন ব্যাপী চতুর্দশী তিথি থাকলে - প্রথম দিনে ব্রত পালন করা অন্য উপাসকের কর্তব্য।
[৮ মার্চ সন্ধ্যার পর থেকে চতুর্দশী শুরু হয়ে ৯ মার্চ সন্ধ্যা পর্যন্ত থাকবে। ৮ মার্চ রাতে থাকছে চতুর্দশী তিথি কিন্তু এর আগ পর্যন্ত ত্রয়োদশী তিথি। যেহেতু ৮ মার্চ ব্রাহ্মমুহুর্ত থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশী তিথি, সে কারণে সেটি হচ্ছে ত্রয়োদশী বিদ্বা। অর্থাৎ ৮ মার্চ ত্রয়োদশী ও চতুর্দশী উভই রয়েছে। তাই ত্রয়োদশী বিদ্বা উপবাস অন্য উপাসক চাইলে পালন করতে পারে,তবে বৈষ্ণবগণের ক্ষেত্রে তা অনুচিত।]

⭕ পদ্মখন্ডের স্বর্গখন্ডের ৪২ নং অধ্যায় ১২২ নং শ্লোকঃ
তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী, একাদশী এবং চতুর্দশী পূর্ব বিদ্বা হলে, পূর্ব বিদ্বা ব্রত পালন করবে না।

⭕ পদ্মখন্ডের ব্রহ্মখন্ডের ২৪ নং অধ্যায়ঃ
যদি চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা দূষিত বা বিদ্বা হয়, সেক্ষেত্রে সেটি বর্জন করতে হবে।

⚜️ ব্রত কীভাবে পালন করবো?

➡️ সাধারণত বৈষ্ণবরা দুপুর ১২ টা পর্যন্ত উপবাস পালন করেন। এরপর কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন। তবে কেউ চাইলে সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থেকে এরপর ফলমূল গ্রহণ করে পরদিন পারণ করতে পারবেন। অথবা চাইলে সারা দিনরাত উপবাস পালন করে পরদিন পারণ করবেন।
পরদিন পারণঃ সূর্যোদয়ের পর থেকে ৯ বা ৯:৩০ এর মধ্যে।

⚜️ এদিন কি কি করবো?

1️⃣ ব্রাহ্মমুহুর্তে উঠে স্নান করতে হবে।
2️⃣ বেশি বেশি হরিনাম করতে হবে।
3️⃣ আরতিতে অংশগ্রহণ ও ভগবানের বিশেষ সেবা পূজা করতে হবে।
4️⃣ অভিষেকঃ ওঁ নমঃ শিবায় (শিবের পঞ্চাক্ষর মন্ত্র) বলে সহজেই অভিষেক করতে পারবেন।
তাছাড়া ধাপে ধাপে দুধ, দই, ঘী, মধু,খীর, বিভিন্ন ফলের রস, বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করতে পারেন।

⛔ শিবের অভিষেক কালে শঙ্খ ব্যবহার করা যাবে না তবে অর্ঘ্য প্রদান করার সময় যাবে।

5️⃣ গন্ধ, পুষ্প, তিল, বিল্বপত্র দ্বারা শিবের বিশেষভাবে অর্চন করতে হবে। তিন পাতাযুক্ত বিল্বপত্র অর্পণ করতে হবে।

↪️ বিল্বপত্র অর্পণের নিয়মঃ
গাছে যেরকমভাবে বিল্বপত্র থাকে তা থেকে উল্টিয়ে বিল্বপত্র অর্পণ করতে হবে। তবে যখন আমরা ভগবানকে তুলসীপত্র অর্পণ করি তখন কিন্তু তুলসীপত্র বৃক্ষে যেমনভাবে থাকে তেমনভাবেই অর্পণ করি, উল্টিয়ে না। কিন্তু শিবকে বিল্বপত্র অর্পণের সময় সেটা উল্টিয়ে অর্পণ করতে হয়।

6️⃣ প্রিয় ফুলঃ ধুতুরা, আকন্দ, অপরাজিতা, নীলকন্ঠ এগুলো অর্পণ করতে পারেন।

7️⃣ ব্রতের আগের ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে।

8️⃣ ব্রতের পূর্ণ ফল লাভ করার জন্য দক্ষিণা দান করতে হয়। তাই পারণের পূর্বে শুদ্ধ কৃষ্ণভক্ত বা শুদ্ধ ব্রাহ্মণকে দক্ষিণা দান করতে পারেন।

⚜️ শিবের কাছে কি চাইবো?

➡️ জড় আসক্তি সম্পন্ন মানুষরা, জড় জিনিস বা বাসনা লাভ করার জন্য এই ব্রত পালন করেন। যেমন - মেয়েরা ভালো স্বামী পাওয়ার উদ্দেশ্যে এই ব্রত পালন করে। কেউ ধন, যশ, সম্মান ইত্যাদি লাভের জন্য এই ব্রত পালন করেন।
কিন্তু কৃষ্ণভক্তগণ এই ব্রত পালন করেন শুধুমাত্র কৃষ্ণ প্রেমভক্তি লাভ করার জন্য। যাতে শিবের কৃপায় তার মনে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়।

চার প্রহর যারা উপবাস ও অভিষেক পালন করবেন➡️
১ম প্রহর = অভিষেক - দুধ দিয়ে = মন্ত্র : ওঁ নমঃ শিবায়।
২য় প্রহর = অভিষেক - দই দিয়ে = মন্ত্র : ওঁ শঙ্করায় নমঃ
৩য় প্রহর = অভিষেক - ঘী দিয়ে = মন্ত্র : ওঁ মহেশ্বরায় নমঃ
৪র্থ প্রহর = অভিষেক - মধু দিয়ে = মন্ত্র : ওঁ রুদ্রায় নমঃ

[ অর্চন, অর্ঘ্য, প্রার্থনা মন্ত্র আলাদা আলাদা ]

নিশীথ পূজার সময়সূচিঃ
বাংলাদেশঃ
চতুর্দশী তিথি শুরুঃ 10:27 PM, march 8, শেষঃ 6:47 PM, march 9.
নিশীথ পূজার সময়ঃ 11:44 PM -- 12:33 AM
১ম প্রহরঃ 6:05 PM - 9:07 PM
২য় প্রহরঃ 9:07 PM - 12:09 AM
৩য় প্রহরঃ 12:09 AM - 3:11 AM
৪র্থ প্রহরঃ 3:11 AM - 6:13 AM

পশ্চিমবঙ্গঃ
চতুর্দশী তিথি শুরুঃ 9:57 PM, march 8, শেষঃ 6:17 PM, march 9.
নিশীথ পূজার সময়ঃ 11:23 PM - 12:11 AM.
১ম প্রহরঃ 5:43 PM - 8:45 PM
২য় প্রহরঃ 8:45 PM - 11:47 PM
৩য় প্রহরঃ 11:47 PM - 2:49 AM
৪র্থ প্রহরঃ 2:49 AM - 5:51 AM

বিঃ দ্রঃ যেসব কৃষ্ণভক্ত শিব বা শিবভক্তের নিন্দা করে তারা বৈকুণ্ঠধাম ও কৃষ্ণপ্রাপ্তি করতে পারবে না। যেসব শিবভক্ত কৃষ্ণ বা কৃষ্ণভক্তের নিন্দা করেন তারা শিবের কৃপা লাভ করেন না।

অনেক লম্বা পোস্ট ছিল, যারা আগ্রহ নিয়ে পড়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। "নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিন"।

🔱⚜️ হর হর মহাদেব ⚜️🔱
❤️🙏 হরে কৃষ্ণ 🙏❤️

05/03/2024

Joy Shri Ram 🙏🙏🙏❤️❤️❤️🚩🚩🚩

🙏🙏🙏❤️❤️❤️
21/02/2024

🙏🙏🙏❤️❤️❤️

Russell's storm!Comilla Victorians 🆅🆂 Rangpur Riders
21/02/2024

Russell's storm!

Comilla Victorians 🆅🆂 Rangpur Riders

দরিদ্রতা মেধাকে কখনো দমিয়ে রাখতে পারে না আর সফলতা অর্জন করতে আত্মবিশ্বাস, অধ্যবসায় আর পরিশ্রম করে যেতে হবে। ভারতের যুব...
21/02/2024

দরিদ্রতা মেধাকে কখনো দমিয়ে রাখতে পারে না আর সফলতা অর্জন করতে আত্মবিশ্বাস, অধ্যবসায় আর পরিশ্রম করে যেতে হবে। ভারতের যুব ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের জীবন তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি এখন পর্যন্ত মাত্র 7টি টেস্ট ম্যাচে 2টি ডাবল সেঞ্চুরি সহ মোট 861 রান করেছেন (209, 214*)।

11 innings 280 Runs 26 fours 13 sixes Off form? 🧐
21/02/2024

11 innings 280 Runs 26 fours 13 sixes

Off form? 🧐

মহান ২১শে ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।         |
21/02/2024

মহান ২১শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
|

ছেলের নাম অকায়...🙏🙏🙏
21/02/2024

ছেলের নাম অকায়...🙏🙏🙏

দেশ সেরা লিটন কুমার দাদা  কারন টা নিজে দেখেনিন- ২০২টি আন্তর্জাতিক ম্যাচ- ৬৬৬৮* আন্তর্জাতিক রান- ওয়ানডেতে বাংলাদেশি ব্যা...
21/02/2024

দেশ সেরা লিটন কুমার দাদা কারন টা নিজে দেখেনিন
- ২০২টি আন্তর্জাতিক ম্যাচ
- ৬৬৬৮* আন্তর্জাতিক রান
- ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ রান (১৭৬ রান)
- দেশের হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রান (১৯২১ রান)
- ২০২০,২০২১,২০২২ টানা তিন বছর তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক
- দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি (১৮ বলে)
- ওডি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি (৩৮ বলে)
- বাংলাদেশের হয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক পঞ্চাশ (১৬টি)
- বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম এবং বিশ্বের উইকেট কিপারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম স্ট্যাম্পিং (০.১৪ সেকেন্ড)
- এশিয়া কাপের ফাইনালে একমাত্র বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি (১২১ রান বনাম ইন্ডিয়া)
- দেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় (৮)
- দেশের হয়ে দ্রুততম ২০০০ ওডিআই (৬৫ ম্যাচে)
- দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ টেস্ট র‍্যাঙ্ক (১১ তম)
- দেশের হয়ে একটিভ প্লেয়ারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট (কমপক্ষে ১৫ ম্যাচ খেলা)
- দেশের হয়ে আন্তর্জাতিক সব ফরম্যাট মিলিয়ে ৫ম সর্বোচ্চ রান সংগ্রাহক
- দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক
- দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান
- দেশের হয়ে আন্তর্জাতিক টিম-টোয়েন্টিতে ২য় সর্বোচ্চ ফিফটি (১০টি)
- দেশের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ গড় (৪২.৯)
- ওপেনার হিসেবে একক ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান।

21/02/2024

,,হরে কৃষ্ণ হরে রাম,, ❤️🙏🚩

🆅🆂 Sylhet Strikers!   |   |
19/02/2024

🆅🆂 Sylhet Strikers!

| |

ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য, সুনিল নারায়ণ আর আন্দ্রে রাসেল চলে এসেছেন।। 🙏🙏🙏   ...
17/02/2024

ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য, সুনিল নারায়ণ আর আন্দ্রে রাসেল চলে এসেছেন।। 🙏🙏🙏

আপনি কোন জেলা থেকে............???
16/02/2024

আপনি কোন জেলা থেকে............???

পাহাড় কাটার সময় কয়েক হাজার পুরানো মহাদেব এর মুর্তি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাবা রাজ‍্যের যগর্তা শহরের পাশ...
16/02/2024

পাহাড় কাটার সময় কয়েক হাজার পুরানো মহাদেব এর মুর্তি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাবা রাজ‍্যের যগর্তা শহরের পাশে।। এক সময় ইন্দোনেশিয়া যে শতভাগ হিন্দু দের ছিল তা প্রমাণিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে ঈশ্বর যে সর্বত্র ই বিরাজমান ছিলেন আছেন থাকবেন ও..

হর হর মহাদেব 🔱🔱🔱❤️❤️❤️🙏🙏🙏

16/02/2024

জয় শুক হরি।। শুকসভার গান।। ❤️❤️❤️🙏🙏🙏

Happy Birthday Litton Kumer Das 🎉
16/02/2024

Happy Birthday Litton Kumer Das 🎉

Bhavya and Divya Mandir in Abu Dhabi! A very Special day.... Joy Shri Ram ❤️❤️🙏🙏🚩🚩
14/02/2024

Bhavya and Divya Mandir in Abu Dhabi! A very Special day.... Joy Shri Ram ❤️❤️🙏🙏🚩🚩

সাগরিকায় হয়ে গেলো লিটন দাসের ৩১ বলে ৬০ রানের একটা ঝড়ো ইনিংস। টি ২০ তে কিভাবে ব্যাট চালাতে হয় সেটা আরো একবার দেখিয়ে দিলো ...
13/02/2024

সাগরিকায় হয়ে গেলো লিটন দাসের ৩১ বলে ৬০ রানের একটা ঝড়ো ইনিংস। টি ২০ তে কিভাবে ব্যাট চালাতে হয় সেটা আরো একবার দেখিয়ে দিলো ওপেনার লিটন কুমার দাস। টি ২০ খেলা মানে বল কম খরচ করে দলের জন্য বেশি রান করা। লিটন দাদা সব সময় চেষ্টা করে কম বল খেলে কিভাবে রান করা যায়

নিন্দুকদের যিনি বন্ধু করে নেয় তিনি লিটন দাস।সমালোচনাকারীরা ও মাঝে মাঝে লিটন দাসের ব্যাটিং এর প্রেমে পড়ে।

বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন
দেশের এই ক্লাসিক ব্যাটার লিটন কুমার দা

09/02/2024

Hare Krishna

The Artist Arun Yogiraj ❤️ Joy Shri Ram ❤️
26/01/2024

The Artist Arun Yogiraj ❤️ Joy Shri Ram ❤️

18/01/2024

জয় হরি বল❤️❤️❤️

LKD dada back in action, batted at number four and scored 55 off 63 balls in warm-up match against New Zealand XI.
14/12/2023

LKD dada back in action, batted at number four and scored 55 off 63 balls in warm-up match against New Zealand XI.

12/12/2023

💦💦"ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে, "স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে "অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, "আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।

সৌম্য সরকার 🤜🤛 লিটন দাস { আন্তর্জাতিক ক্রিকেটে পার্টনারশিপে } :২৬ ইনিংসে  -  ৫৩৪ রান  - ২১.৩৬ গড়  -  ৩  ফিফটি  - ৬৮ সর্ব...
12/12/2023

সৌম্য সরকার 🤜🤛 লিটন দাস { আন্তর্জাতিক ক্রিকেটে পার্টনারশিপে } :

২৬ ইনিংসে - ৫৩৪ রান - ২১.৩৬ গড় - ৩ ফিফটি - ৬৮ সর্বোচ্চ

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আবারও দেখা যাবে লিটন🤝সৌম্য পার্টনারশিপ❤️❤️

07/11/2023

যদি কাউকে সাহায্য করতে হয়, অর্থ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সাহায্য করতে হয়।।

Address

Gopalganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayan & Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share