Our CineWorld

Our CineWorld To Share True News First

ঢালিউড কুইন
03/12/2025

ঢালিউড কুইন

14/10/2025

কতটা কষ্টের পরে অপু বিশ্বাস এমন একটা পোস্ট করলো

Joy
13/10/2025

Joy

11/10/2025

Happy birthday dear Apu Biswas....,

Many many happy returns of the day happy birthday joy
27/09/2025

Many many happy returns of the day happy birthday joy

সুন্দর হোক তোমার আগামীর পথ চলা শুভ জন্মদিন জয়
27/09/2025

সুন্দর হোক তোমার আগামীর পথ চলা

শুভ জন্মদিন জয়

আমি আমার একটা ভিডিওতে আগেই বলেছিলাম বুবলির ছেলে বিড়িকে ডিপজলের মত দেখায় কে বলেছে ও শাকিব খানের ছেলে ওর সাথে তো ডিপজলের...
12/09/2025

আমি আমার একটা ভিডিওতে আগেই বলেছিলাম বুবলির ছেলে বিড়িকে ডিপজলের মত দেখায় কে বলেছে ও শাকিব খানের ছেলে ওর সাথে তো ডিপজলের হুবহু মিল

যারা ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’...
08/08/2025

যারা ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ‘দাদীমা’ দেখেনি— তারা এই প্রজন্মের হতে পারে, কিন্তু ঢালিউডের সোনালি দিনের দর্শক না।
ওগুলো শুধু সিনেমা না, ছিল আবেগ, পরিবারে একসাথে বসে দেখার আনন্দ, আর অপু বিশ্বাসের সেরা সময়ের সাক্ষী। 🎬

প্রবাদে একটা কথা আছে না - Once a Cheater Always a Cheater !!! তো অপু বিশ্বাস তুমি এতো বোকা কেন? সব ভূলে যাও কেমনে? যে চর...
08/08/2025

প্রবাদে একটা কথা আছে না - Once a Cheater Always a Cheater !!!
তো অপু বিশ্বাস তুমি এতো বোকা কেন? সব ভূলে যাও কেমনে? যে চরিত্রহীন লু'চ্চা শাকিব ৮ বছর সংসার করার পরও ২০১৭ সালেই তোমাকে আর তোমার ছেলেকে মেনে নিতে চাইনি, আব্রামের প্রথম জন্ম দিনে পর্যন্ত লু'চ্চা শাকিব উপস্থিত না থেকে নষ্টা বুবলির সাথে নষ্টামি করতে গেছিল! লু'চ্চা শাকিব নিজের পরকীয়া ঢাকতে তোমার উপর মিথ্যা অপবাদ পর্যন্ত দিয়েছিলো পুরো দেশের মানুষের সামনে তোমার সম্মান নষ্ট করে দিছিল!! তাহলে অপু বিশ্বাস তুমি কি করে ভাবলে এই লু'চ্চা শাকিব তোমাকে আবার ঠকাবেনা ??
এতো ভয়ংকর ভাবে ঠকে যাওয়ার পর কিসের আশায় শাকিব শাকিব করো?? তোমাকে কেন আত্মসম্মানহীন নারী বলবে মানুষ ?কেন ট্রল করার সুযোগ দেও মানুষকে?
তোমার কি নেই?? নাম খ্যাতি টাকা পয়সা কি নেই রে বইন?? তুমি এখনো ইনকাম করতেছেন বিজনেস করছো। তোমার যা আছে তাতে তো আব্রামের ছেলের ছেলেও বসে খেতে পারবে, তাহলে কেন যাও ঐ লু'চ্চার কাছে??? ভালোবাসার টানে? ওহ আব্রামের ভালো শৈশব দিবেন বাবার ভালোবাসা পাবে এসবের জন্য?? কিন্তু তুমি এটা একবার ও ভাবছো যে আব্রাম বড় হলে তার লুচ্চা বাবারেই সবার আগে ঘৃণা করবে। শাকিব লুচ্চারে ঘৃণা করার জন্য ২০১৭ সালের ভিডিও গুলাই যথেষ্ট। একসময় আব্রাম নিজেই তোমাকে আফসোস করে বলবে এমন বাবার সংস্পর্শে না রাখলেই পারতে। তখন কি জবাব দিবে রেডি করে রাখছো তো?

বোকা মহিলা Apu Biswas এবার একটু চালাক হও নিজেকে ভালোবাসো। আর যদি শাকিব লু'চ্চার প্রতি এতোই ভালোবাসা থাকে অন্য বেডারে বিয়ে করতে না পারো তবে সারাজীবন একা থাকো নিজের ভালোবাসা আবেগ নিজের কাছে যত্নে রাখো, আব্রামকে মানুষের মতো মানুষ করো। ঐ লু'চ্চা চরিত্রহীনের কাছে আব্রামকে দিও না ঐ অসুস্থ পরিবারে দিও না 🙏 আব্রাম শুধু মাত্র তোমার কাছেই নিরাপদে থাকবে ভালো থাকবে।

আমেরিকা থেকে এসে আবার তোমাকে বলবে অপু বুবলিকে তো বাহুডোরে নিছি আর তোমার জায়গা বুকে...! এসব শুনে আর পাগল হয়ে পাগলের বিলাপ করো না 🙏
তোমার ভক্তরা কখনো চাইনি ঐ লুচ্চার সাথে তুমি সম্পর্ক রাখো, ঐ লুচ্চা কখনো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। সে যেমন চরিত্রহীন আরেক চরিত্রহীন নষ্টাকেই তার সাথে মানাবে। শাকিব লু'চ্চাকে তুমি তার মতো থাকতে দেও। আর লম্পটার কথায় গলে যেও না 🙏 অপু বিশ্বাস তুমি সম্মান নিয়ে বাঁচ। জিবনে দুই বার বিশ্বাস করে ভালোবাসা দেখাতে গিয়ে বাঁশ খেয়েছো আর নিশ্চয়ই দরকার নেই? এবার ভক্তদের কথা একটু রাখো 🙏 তোমার আ'ঘাত পেতে দেখলে আমাদের ও লাগে 🙏

সব সময় তোমার পাশে ছিলাম থাকবো।
আব্রাম আর তোমার জন্য দোয়া ও ভালোবাসা ।

Apu Biswas

অপু বিশ্বাসের এই লুকটা তিনি তার কোনো অফিসিয়াল ফেসবুক পেইজ কিংবা ইউটিউব চ্যানেলে প্রকাশ করেনি।অথচ সাদামাটা এই লুকটা কথিত...
07/08/2025

অপু বিশ্বাসের এই লুকটা তিনি তার কোনো অফিসিয়াল ফেসবুক পেইজ কিংবা ইউটিউব চ্যানেলে প্রকাশ করেনি।অথচ সাদামাটা এই লুকটা কথিত নায়িকার ফ্যামিলি পিকচারগুলোকে দারুণভাবে বিট করেছে।চারিদিকে এই লুকটা হইচই ফেলে দিয়েছে ,অপু বিশ্বাসের নিজের ও কোনো ধারণা নাই তিনি কথটা জনপ্রিয় মানুষের কাছে❤️

গাইজ বুবলি যতোই সাকিব খানের সাথে থাকুক, শেষে কিন্তু অপু বিশ্বাস জিতে যায়, পিক পোস্ট করলো বুবলি, কিন্তু অপু বিশ্বাস ফলোয়া...
05/08/2025

গাইজ বুবলি যতোই সাকিব খানের সাথে থাকুক, শেষে কিন্তু অপু বিশ্বাস জিতে যায়, পিক পোস্ট করলো বুবলি, কিন্তু অপু বিশ্বাস ফলোয়ার বেরে গেলো, বুবলির চেয়ে অপু বিশ্বাসের ভাগ্য ভালো, কারণ বাংলাদেশ প্রায় ৯৫% মানুষি অপু বিশ্বাসের পক্ষে!

Apu Biswas আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে দিদি, কিন্তু মানুষকে বুঝতে দিতেছ না, তোমার এই ক্যাপশন আমাকে অনেক কিছু ভাবিয়েছে...
05/08/2025

Apu Biswas আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে দিদি, কিন্তু মানুষকে বুঝতে দিতেছ না, তোমার এই ক্যাপশন আমাকে অনেক কিছু ভাবিয়েছে, এসব আমেরিকার কথা মাথা থেকে ছেড়ে পেলতো, তার চেয়ে তোমার যে ভক্তরা আছে, এ ভক্তদের কথা চিন্তা করে নতুন কি কাজ করবা নিজেকে কিভাবে তৈরি করবা সেটা নিয়ে ভাবো।

Address

Gopalganj Sadar
Gopalganj
8130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our CineWorld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share