02/04/2024
নিঃসন্দেহে এটি সারা বাংলাদেশের কেবল অপারেটরের জন্য একটি সুসংবাদ। আমি মনে করি এবার কেবল টিভি ব্যবসাকে ধ্বংস করার জন্য যারা নীল নকশা তৈরি করেছিল তাদের অবসান হওয়ার পালা। মন্ত্রী দয় এর বক্তব্য অনুযায়ী কেবল অপারেটর এবং ডিটিএইচ প্রতিষ্ঠান পাড়ে চ্যানেল ডাউনলিংক এবং প্রদর্শন করতে। অন্যান্য অটিটি এবং আইপি টিভিতে লাইভ টিভি চ্যানেল প্রদর্শন অবৈধ বলে বিবেচিত হয়েছে। আমার মনে হয় অবৈধ সেটটপ বক্স বলতে বোঝানো হয়েছে বাজারে যে সকল এন্ড্রয়েড বক্সের মাধ্যমে ফ্রি চ্যানেল প্রদর্শিত হচ্ছে সেই বক্সগুলোকে। এই অ্যান্ড্রয়েড বক্সগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে কিছু মহল। এই মহল গুলোকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা সময়ের ব্যাপার মাত্র। কেবল টিভির সুদিন ফিরবে ইনশাআল্লাহ।
কেবল টিভি ডিজিটালাইজেশন এর বিকল্প নেই
আসুন আমরা কেবল টিভি ডিজিটালাইজেশন বাস্তবায়ন করে গ্রাহক সেবার মান উন্নত করি এবং সকলে মিলে সরকারের রাজস্ব বাড়াই।