Story of life - জীবনের গল্প।

Story of life - জীবনের গল্প। তুমি আসবে বলে
কাউকে আসতে দেয়নি আঙিনায়।
নিজেকে পরিপাটি করে গুছানো হয়নি,
তুমি যত্ন করে গুছাইবে বলে🌹🌹

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
09/12/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়...
C P

08/12/2024

আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা কার

স্বামী-স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। ...
05/12/2024

স্বামী-স্ত্রী একসাথে থাকা অবস্থায় স্ত্রীর কাজ হলো স্বামীর প্রতি খেয়াল রাখা তার যত্ন নেওয়া। আর এটি মোটেও সহজ কাজ নয়। যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত নয় সে কখনোই তা করতে সক্ষম হবে না।
ধরুন আপনি একটি চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সেই চাকরি পেতে হলে আপনার অবশ্যই যোগ্যতার প্রয়োজন হবে। সাথে ন্যূনতম দক্ষতাও দরকার। ঠিক এমনি করে একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করার জন্যও যোগ্যতার প্রয়োজন।
আশেপাশে একটু তাকালেই বোঝা যায়- দু'জন মানুষ একই ছাদের নিচে পাশাপাশি থেকেও কতটা দূরে। সবাই স্বামীর মন জয় করতে পারে না। স্বামীর মনে জায়গা পেতেও ন্যূনতম যোগ্যতা প্রয়োজন। আর তা মোটেও সার্টিফিকেটের যোগ্যতা নয়। এক্ষেত্রে একজন আদর্শ স্ত্রীই পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে ভালো কাজের উৎসাহ দিতে তার স্বাস্থের প্রতি খেয়াল রাখতে। পুরুষকে একজন আদর্শ স্বামী কিংবা একজন আদর্শ বাবা হিসেবে গড়ে তোলার পেছনে তার স্ত্রীর ভূমিকা অনন্য ।

সত্যিকার পুরুষ তাকেই বলা উচিত; যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদের সঠিক পথে পরিচালনা করে। আর পুরুষের মাঝে এমন অসাধারণ পরিবর্তন আনার ক্ষমতা মহান আল্লাহ নারীকে দিয়েছেন। একজন নারীই পারে ভালোবাসা দিয়ে একজন পুরুষের স্বভাবে পরিবর্তন আনতে। তবে পরিবারের সুখ ও সমৃদ্ধির পাশাপাশি পরিবারের দুঃখও কিন্তু তার হাতে। একজন নারী তার সংসারকে একটি স্বর্গে পরিণত করতে পারে আবার সে চাইলে তা জ্বলন্ত নরকও হতে পারে। সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুড়ে ফেলতে পারে। একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও বদলে দিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। নারীরা এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়। কেননা- তার যা ইচ্ছে তা ই সে অর্জনকরতে সক্ষম।

স্বামীর সংসার সামলানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে জিহাদ (আল্লাহর পথে পবিত্র যুদ্ধ) এর সমপর্যায়ে নেয়া হয়েছে। আরও বিস্তৃতভাবে বলতে গেলে; জিহাদ বলতে মূলত ইসলামের অগ্রগতি রক্ষা ও সম্মানের জন্য সংগ্রামকে বোঝানো হয়; একে পবিত্র যুদ্ধও বলা যায়। এটি আল্লাহর নিকট সর্বোচ্চ ইবাদতগুলোর একটি। আর স্বামীর খেদমত তাকে সঠিক পথে আনা খুব একটা সহজ কাজ নয়। তাই স্ত্রীর এমন কাজগুলোকে ইসলামে জিহাদের মর্যাদা দেয়া হয়।

আপনার মন খারাপ? হতেই পারে। প্রতিটা দিন মন ভালো থাকবে এমনটা অসম্ভব এবং অবাস্তব। কিন্তু মন খারাপটা সংক্রামক ব্যাধির মতো। এ...
03/12/2024

আপনার মন খারাপ?

হতেই পারে। প্রতিটা দিন মন ভালো থাকবে এমনটা অসম্ভব এবং অবাস্তব। কিন্তু মন খারাপটা সংক্রামক ব্যাধির মতো। একবার হলে তা আমরা পুষতে পছন্দ করি মনের অজান্তে, দূর করতে চাই না।

আমাদের মন খারাপ কেন হয়? আমরা আমাদের মতো সব কিছু পেতে চাই ও দেখতে চাই – না পেলেই আমাদের মন খারাপ হয়ে যায়...

আমরা কত ছোট খাটো বিষয়ে মন খারাপ করি, হতাশ হই, বিষণ্ণতায় ভুগি, তুচ্ছ সব বিষয় পাওয়া না পাওয়ার হিসেব করি, কে পাত্তা দিলো না এটা নিয়েও কেউ কেউ মন খারাপ করে।

ছুটি বাড়ানোর মত মন খারাপের দিনও বাড়তে থাকে। আমরা মন খারাপ দাম দিয়ে কিনতেও পছন্দ করি। অকারণে ও সামান্য কারণেও মন খারাপ হয় আমাদের।

আচ্ছা মন খারাপ হলে কি কেউ আপনাকে টাকা দেয় বা মিষ্টি খাওয়ায়? তাহলে অকারণে বা ছোট ছোট বিষয়ে মন খারাপ করেও তো কোন লাভ নেই...

মন খারাপ হলে যেটা করতে হবে, মন খারাপের ডিউরেসানটা কমাতে হবে।

মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেনঃ
- আমার কেন মন খারাপ?
- কারণটা কি?
- কার জন্য মন খারাপ?
- তার গুরুত্ব আমার জীবনে কতটুকু?
এইখানেই কিন্তু ৫০% মন খারাপের ফুল স্টপ দেয়া যায়।

তারপর আরও কিছু প্রশ্ন নিজে করতে পারেনধার
- এই মন খারাপের জন্য আমি কত টুকু দায়ী?
- মন খারাপ হলে শরীরও খারাপ করতে পারে, আমি কি এটা হতে দিব?
- মন খারাপ হলে কোন কাজ করা যায় না, আমি কি ১টি দিন হারাবো?
- মন ভালো করার জন্য কি কি করা যেতে পারে? সিদ্ধান্তটা কে নিবে? আপনি।
- জীবনের সব চেয়ে খারাপ সময়/দিনটার সাথে তুলনা করুন।

বিষয়টা যদি এর চেয়েও ভয়াবহ হয়, কয়েক দিন মন খারাপ করে থাকাই ভাল।

আপনার জীবনে তেমন গুরুত্ব বহন করে না, তাদের কারণে মন খারাপ হলে তাদের থেকে দূরে থাকুন। কারণ সে আপনার জীবনে কোন স্মাইল দিতে পারবে না।

প্রিয় কোন গান শুনুন, মজার কোন সিনেমা বা নাটক দেখুন বা বই পড়ুন বা বেড়াতে যান। আপনার সবচেয়ে প্রিয় বন্ধু সাথে কথা বলুন বা সময় কাটান এবং নামাজ/প্রার্থনা করুন। নামাজ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায়।

আপনার অপরিচিত কারো কোন একটা উপকার করুন (একটা গরীব বৃদ্ধ বা শিশুকে বাসায় এনে নিজের টেবিলে খাওয়ালেন বা কোন উপহার দিলেন যা সে আজ পাবার কথা কল্পনাও করেনি, তার মুখের হাসি ও খুশি দেখে, আপনার মন ভালো হয়ে যাবে ।

মন খারাপ হলে আশেপাশে কোন হাসপাতাল থেকে ঘুরে আসবেন – দেখে আসবেন একটু সুস্থ থাকার জন্য তাঁরা কতটা ছটফট করছে...অথচ আমরা সুস্থ আছি, আমাদের শরীরের সব গুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে - এর চেয়ে বড় মন ভালো করার মতো বিষয় আর কিছু হতে পারেনা।

তবে না পাওয়ার জন্য আজকের দিনটিই শেষ দিন নয়...

জীবনে হতাশা আসবে এটাই স্বাভাবিক! ক্যারিয়ারে হতাশা, পরীক্ষার রেজাল্টে হতাশা, বিজনেসে হতাশা, প্রেমে হতাশা, সংসারে হতাশা থাকবেই।

কিন্তু আপনি হতাশ থাকবেন, না নাকি কেন হতাশ হলেন তার কারণ বের করে, ওটা নিয়ে কাজ করে বা শিক্ষা নিয়ে হতাশা থেকে দ্রুত বের হয়ে আসবেন – এটা আপনার সিদ্ধান্ত।

আমিও কখনো কখনো কোন কোন ব্যাপারে হতাশ হই, কিন্তু আমাকে কখনো দেখেছেন হতাশা নিয়ে বা কোন নেগেটিভিটি নিয়ে কখনো কোন পোস্ট দিতে বা কথা বলতে। না, এটা আমি করি না, এটা আমাকে হতাশ না হতে বা হতাশা থেকে বের হয়ে আসতে সাহায্য করে।

এগিয়ে যেতে হলে আপনার মনটা ভালো থাকা খুবই জরুরী, না হয় কাজের গতি কমে যাবে।

আজকের জন্য ভালো থাকুন, আগামীকালটা আরও ভালো যাবে।

01/12/2024

তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি...?
চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভাল লাগে বলেই ভালোবাসি...।
তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে.....।
আমি তো কেবল ভাল লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো......।
আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি.....।
যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়......।
যদি কোনদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়..., ভালোবাসাও কি সামান্য ধীর হবেনা.....?

আমি তোমাকে ভালোবাসি, আমার প্রয়োজনে....।
আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য.....।
আমার হতাশায় ভরসা যোগাবার জন্য....।
আমার কান্নার কারন মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য.......।
আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য আরেহ বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন.....।

আমাদের দু পয়সার জীবন এক থালা ভাত......।
আমাদের ক্লান্ত দিন নৈশব্দ্যের রাত.....।
আমি তোমাকে ভালোবাসি স্রেফ আমার জীবনটাকে আরেকটু অন্যরকম করবার জন্য....।

আমি তোমাকে ভালোবাসি আমাদের বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নতাবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য......।
ধরো আমার জ্বর.....।
তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ্য হয়ে যাবো সেরকমটা নয়.....।
আমি ওই হাতটার জন্য ভালোবাসি.....।
যে হাত পরম মমতা নিয়ে কপাল ছোঁয়....।

আমার বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি.....।
আমার হাইপারটেনশনের ঔষুধ আমার আধভাঙ্গা ঘোলাটে চশমা আমার ভর দেওয়ার লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি.....।
ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করেনা......।

আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য....।
যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন.....।
পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয়না আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি.....।

আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই.....।
ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারেনা কখনোই না..।
আমি তোমাকে স্বার্থপরের মতন ভালোবাসি....।
একদম আমার নিজের জন্য.....।
এর মাঝে কোন লুকোচুরি নেই.....।

24/11/2024

তোমাকে ভালোবেসে আমি যে পাপ করেছি, তার শাস্তিস্বরূপ আমি তোমাকে হারিয়েছি!

লেখা : মারুফ রুসাফী.

24/11/2024

রুমের দরজা বন্ধ করে
নিজেকে প্রশ্ন করলাম ...
কিভাবে জীবন যাপন করতে হবে?
রুমের প্রতিটি জিনিস উওর দিল —
ছাদ বললো‌ -
চিন্তাভাবনা উঁচু রাখো ,
এসি বললো-
মাথাটা সবসময় ঠান্ডা রাখো,
পাখা বললো -
কাজের জন্য ঘুরতে থাকো,
ঘড়ি বললো -
সময়ের মূল্য দিতে শেখো,
ক্যালেন্ডার বললো-
সব সময় রুটিন মেনে চলো,
মানিব্যাগ বললো-
ভবিষ্যতের জন্য সঞ্চয় করো,
আয়না বললো -
নিজের প্রতি যত্নবান হও ,
দেয়াল বললো-
অন্যের কষ্ট ভাগ করে না,
জানালা বললো -
স্বপ্নের পরিধি বৃদ্ধি করো,
মেঝে বললো-
মাটির সাথে মিশে থাকো,
আর দরজা বললো-
অন্যকে ভালবাসতে শেখো।।।🥰🥰

23/11/2024
একটি জরুরী হারানো বিজ্ঞপ্তিপরনে ছিলো  ব্লু শার্ট ও ব্লু পায়জামা বয়স ৯  ডান হাত ভাঙ্গা অবস্থায় হারিয়ে গেছে।  ২২-১১-২০২৪ইং...
23/11/2024

একটি জরুরী হারানো বিজ্ঞপ্তি

পরনে ছিলো ব্লু শার্ট ও ব্লু পায়জামা বয়স ৯
ডান হাত ভাঙ্গা অবস্থায় হারিয়ে গেছে।

২২-১১-২০২৪ইং,
বিকাল বেলা ৪:৩০ মি

নাম : রাজ
পিতার নাম : আলাউদ্দিন মোল্লা
গ্রাম: উদয়পুর গোলারচক।
থানা:মোল্লাহাট, জেলা:বাগেরহাট।

যদি কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন বা দেখে থাকেন, তাহলে দ্রুত নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার
01712583756,01615696152

18/11/2024
16/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

16/10/2024

একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো।
একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।
কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো, তেমনি তোমার রুচিও কালো। দুনিয়েতে এত রঙের ফুল থাকতে তুমি পাঠালে কালো ফুল!"
কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।
বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূরও কাকের খোঁজ নেওয়ার চেষ্টা কোনদিন করে নি।
কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"

কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"
ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"
কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"
কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।
#সংগৃহীত

©️

Address

Gopalganj

Telephone

+966533397754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story of life - জীবনের গল্প। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story of life - জীবনের গল্প।:

Videos

Share