মোরশেদ জাহান - Morshed Jahan

মোরশেদ জাহান - Morshed Jahan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোরশেদ জাহান - Morshed Jahan, Digital creator, Gopalganj.

ধোঁকাকোলা
01/12/2023

ধোঁকাকোলা

23/10/2023

সীরাতুন নবী (স.) নিয়ে চমৎকার একটি আলোচনা।

12/10/2023

মনোমুগ্ধকর তিলাওয়াত

12/10/2023

ইসমাঈল হানিয়া'র অসাধারণ মনোমুগ্ধকর তিলাওয়াত।

20/09/2023
20/09/2023

জীবন চলে, জীবিকার তাগিদে।
জীবন ভাসে আবেগের ভেলায়।
জীবন থেমে যায়, চরম বাস্তবতায়।
~ মোরশেদ জাহান

19/09/2023

শোকর ও সবরের গল্প

11/11/2022

মানুষকে তুচ্ছ করে কিছু বলার ব্যাপারে সতর্কতা:

আয়িশা (রযি.) বলেন, 'রাসুল (স.)-এর সামনে এক লোক নিয়ে ব্যঙ্গ করলাম আমি। তিনি তখন বললেন, “যদি দুনিয়ার এত এত সম্পদ আমাকে দেওয়া হতো, তবুও আমি কোনো মানুষের ব্যঙ্গ করা পছন্দ করতাম না।" (১)

"অর্থাৎ কাউকে ব্যঙ্গ করে তার কথা বা কাজ নকল করতে কখনোই আমি সন্তুষ্ট হতাম না; যদিও আমাকে দুনিয়ার অঢেল সম্পদ দেওয়ার প্রস্তাব আসত। (২)

ইমাম নববি বলেন, 'ল্যাংড়িয়ে চলা বা মাথা কাত করে কিবা অন্য কোনো অঙ্গভঙ্গি করে ব্যঙ্গ করা হারাম গিবতের অন্তর্ভুক্ত | (৩)

১. সুনানু আবি দাউদ : ৪৮৭৫, সুনানুত তিরমিজি : ২৫০২। হাদিসের মানঃ সহিহ।
২. আওনুল মাবুদ : ১৩/১৫১।
৩. তুহফাতুল আহওয়াজি : ৭/১৭৬।

11/11/2022

সময়ের আফসোস

অতীতে কাটিয়ে আসা সময়গুলো নিয়ে প্রায়শ আফসোস করে থাকি। ঐ সময়টাতে যদি ঐ কাজটা করতাম তাহলে এই ফল পেতাম। ঐ সময়টা অবহেলায় কাটিয়েছি, আজ তার কুফল ভোগ করছি। অতীতে কাটিয়ে আসা সময়গুলো নিয়ে হাজারো আফসোসের নিঃশ্বাস ঝরে। শুভাকাঙ্খী কেউ কেউ বলে, সময় ফুরিয়ে যায়নি। এখনো শুরু করো ভালো কিছু হবে। বাস্তবে হয়ও। অনেক কঠিন, খারাপ পরিস্থিতি থেকেও উঠে এসে মানুষ সফল হয়, ঘুরে দাড়ায়। এই ঘুরে দাড়ানোর জন্য প্রয়োজন হায়াত। জীবন ফুরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সফলতার পেছনে দৌড়াতে থাকি। পার্থিব জীবনের সফলতার জন্য কত আয়োজন, কত কৌশল অবলম্বন করে থাকি। অতীত জীবন নিয়ে আফসোস থাকলেও হয়তো ঘুরে দাড়ানো, সফলতা অর্জনের সুযোগ থাকে। তবুও সময়ের আফসোস থেকেই যায়।

ক্ষণস্থায়ী জিন্দেগীর জন্য যদি এত সময়ের আফসোস করে থাকি। তাহলে অনন্তকালের জীবনে কি আফসোসের সীমা থাকবে? কিয়ামত দিবসে যখন আমলনামা হাতে আসবে তখন পার্থিব জীবন নিয়ে আপসোসের শেষ থাকবেনা। তখন কেবলই মনে হবে কেন যে আমি ঐ সময়টা ভালো কাজে ব্যয় করিনি, কেন ঐ সময়টা পাপ কাজে লিপ্ত ছিলাম। তখন মহান মালিক আল্লাহর কাছে আবেদন জানাবো আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠানোর জন্য। দুনিয়ায় ঘুরে দাড়ানোর সুযোগ থাকলেও কিয়ামত দিবসে সে সুযোগ থাকবে না।

আর কিছু নয়, কেবল দুনিয়ায় কাটানো সময়ের হিসেবই দিতে পারবো না। হায়াতে জিন্দেগীর প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। আল্লাহর অবাধ্য হওয়া, বিধিনিষেধ মেনে না চলা, অসংখ্য নিয়ামত ভোগ করা, অর্থ-সম্পদ, অঙ্গপ্রত্যঙ্গ এসবের হিসেব না হয় বাদই দিলাম।

কতটা ভয়াবহ হবে সেই কিয়ামত দিবস।

সময়ের আফসোস রয়েই যাবে.....

~~মোরশেদ জাহান

07/11/2022

If you see the moon,
you see the beauty of Allah.
If you see the sun,
you see the power of Allah.
If you see the mirror,
you see the best creation of Allah.

01/11/2022

নিয়তের পরিশুদ্ধতা কত বেশি জরুরি।

28/10/2022

সমাজে প্রচলিত হাদিসের নামে কিছু জাল বর্ণনা।
- মুফতি আরিফ বিন হাবিব

28/10/2022

বিদাআ'ত কাকে বলে?

আলোচনায়- মুফতি আরিফ বিন হাবিব

একটি ভুল উচ্চারণ : মুআজ্জিম বা মুআজ্জেমযিনি আযান দেন তাকে মুআয্যিন বলে। কিন্তু কিছু মানুষ এ শব্দটি উচ্চারণ করেন এভাবে -‘...
17/10/2022

একটি ভুল উচ্চারণ : মুআজ্জিম বা মুআজ্জেম

যিনি আযান দেন তাকে মুআয্যিন বলে। কিন্তু কিছু মানুষ এ শব্দটি উচ্চারণ করেন এভাবে -‘মুআজ্জিম’ শেষে ‘ম’ (আরবীতে ‘মীম’) দিয়ে। এটি এ শব্দের ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হল, ‘মুআয্যিন’।

আযান শব্দ থেকেই মুআয্যিন শব্দটি এসেছে। আযান শব্দটির শেষে যেমন ‘ন’ (আরবীতে ‘নূন’) তেমনি মুআয্যিন শব্দের শেষেও ‘ন’ (আরবীতে ‘নূন’) হবে। সুতরাং মুআজ্জিম না বলে বলতে হবে মুআয্যিন।

[সূত্র : মাসিক আল কাউসার
বর্ষ : ১০, সংখ্যা : ১১
সফর ১৪৩৬ || ডিসেম্বর ২০১৪]

13/10/2022

হানাফি মাযহাবের নামায কী সুন্নাহ সম্মত?
- মুফতি আরিফ বিন হাবিব

06/10/2022

সুশীল সমাজের সদস্য হতে চান?

সমসাময়িক বিষয় নিয়ে সাজিয়ে-গুছিয়ে একটি লেখা তৈরি করুন। লেখনীর মাঝে কৌশলে ইসলামকে ঘায়েল করুন। ইসলামের বিধানকে ব্যাঙ্গাত্মকভাবে উপস্থাপন করুন। কুরআনের আয়াতকে অস্বীকার করুন। এসব করবেন খুব কৌশলে।
আবার শেষে লিখে দিবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।

দেখবেন লাইকের বন্যা বয়ে যাবে। আপনার ছলচাতুরী তো লাইকাররা বুঝতেই পারবেন না। কারণ, ইসলামের মৌলিক বিষয় তথা আক্বিদা সম্পর্কে তাদের জ্ঞান নেই। কুরআন, হাদিসের জ্ঞান নেই।

আর যাদের ইসলামের মৌলিক বিষয় তথা আক্বিদা সম্পর্কে জ্ঞান রয়েছে, তারা যদি ভুল ধরতে আসে তাহলে তাদের উগ্রবাদী, জঙ্গিবাদী বলে উপাধি দিবেন।

এভাবেই আপনি হয়ে উঠবেন সুশীল সমাজের কিংবদন্তি সদস্য। আর সাথে যদি আপনার রাজনৈতিক, সামাজিক পদ-পদবী থাকে, মানবতার সেবক হয়ে থাকেন। তাহলে তো সোনায়-সোহাগা।

আপনি এমন 'সুশীল' হলেও আপনার জন্য রইলো প্রাণভরা ভালোবাসা। মহান মালিকের দরবারে ফরিয়াদ জানাই; তিনি আমাকে, আপনাকে হিদায়াত নসীব করুক।
ফিরে আসুন সঠিক পথে। ইসলাম সম্পর্কে ভালো করে জানুন। কুরআন, হাদিস পড়ুন। আলেমদের নিকট থেকে বুঝে নিন।

~~ মোরশেদ জাহান

05/10/2022

লাগাতার ওয়াজ শোনার পরে যখন পড়তে বসে...

05/10/2022

অবুঝ মনের কতো কথা।
কথোপকথন: বড় আব্বাজান আব্দুল্লাহ আল-আরাফ এবং পাখি

03/10/2022

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলার এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
আহা, পেরেশান মুসাফির দল।
দরিয়া কিনারে জাগে তক্দিরে
নিরাশায় ছবি এঁকে!
পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
একাকী রাতের গান জুলমাত হেরি!

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে,
দরিয়া- অথই ভ্রান্তি- নিয়াছি ভুলে,
আমাদেরি ভুলে পানির কিনারে মুসাফির দল বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা, শশী।
মোদের খেলায় ধুলায় লুটায়ে পড়ি।
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী।
সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি,
ঘরে ঘরে ওঠে ক্রন্দনধ্বনি আওয়াজ শুনছি তারি।
ওকি বাতাসের হাহাকার,- ও কি
রোনাজারি ক্ষুধিতের!
ও কি দরিয়ার গর্জন,- ও কি বেদনা মজলুমের!
ও কি ধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরী।
পাঞ্জেরি!

জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি,
জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি!
দেখ চেয়ে দেখ সূর্য ওঠার কত দেরি, কত দেরি!!

পাঞ্জেরি!

03/10/2022

নারীবাদী...

Address

Gopalganj

Telephone

+8801722155508

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোরশেদ জাহান - Morshed Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোরশেদ জাহান - Morshed Jahan:

Videos

Share