KeyaMoni Vlogs

KeyaMoni Vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KeyaMoni Vlogs, Digital creator, gopalganj, dhaka, Gopalganj.

28/12/2023

স্যান্ডি বিডি ইমরানের বিষয়ে কি বলছে এগুলা লাইভে 😳

01/05/2023

❤️❤️

সত্যি তোমার মত মানুষের সাথে যদি আমার সাক্ষাৎ না হতো আমার জীবন খুব সুন্দর থাকতো..!!
27/04/2023

সত্যি তোমার মত মানুষের সাথে যদি আমার সাক্ষাৎ না হতো আমার জীবন খুব সুন্দর থাকতো..!!

23/04/2023

Mamar valobasa ❤️❤️

28/03/2023

আহ প্রাণটা জুড়িয়ে যায় ❤️❤️

11/03/2023

আল্লাহ ভরসা ভাইয়া।কোটি কোটি মানুষের দোয়া আছে আপনার উপর । খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করেন আমীন 🤲😥

07/03/2023

আলহামদুলিল্লাহ আজ পবিত্র শবেবরাত ❤️🕋

23/02/2023

ভালোবাসা🥰🥰❤️

12/02/2023

মশা খাওয়ার সময় আইসা ডিস্টার্ব করে😂😂😁

11/02/2023

🤭🤭🤭😂😂

11/02/2023

হুজুরের ব্যাতের বাড়ি পাছায় লাগিলে তিন হরফ উচ্চারিত হয় 🤭🤭🤭

08/02/2023

Ore hashi🥰🥰🥰❤️❤️

08/02/2023

🥰🥰🥰🥰

08/02/2023

Picchi habiba🥰🥰

03/02/2023

⚜🌹⚜ভাগ্য নিয়ে একটা সুন্দর গল্প⚜🌹⚜

জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন।
কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল।
কৃষি কাজে , ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলা ফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন।

একদিন ঘোড়াটি হারিয়ে গেলো। তাকে আর খুঁজে পাওয়া গেলো না।

কৃষকের স্ত্রীর খুব মন খারাপ।কিন্তু কৃষক লোকটির কোন অস্থিরতা নেই। তার কোন আফসোস নেই।
হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোন দুঃচিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোন কিছুই যেন হারায়নি।

আসে পাশের প্রতিবেশীরা এসে বললো,
"তোমার কি দুর্ভাগ্য ! একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেলো "

এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বললো , "হতে পারে "

তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরোও তিনটি বন্য ঘোড়া।

কৃষকের বাড়িতে অনেক আনন্দ।

শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি , তার সাথে আবার আরোও তিনটা ঘোড়া।

প্রতিবেশীরা আবার দেখতে আসলো , সবাই লোকটিকে বলতে থাকলো ,
"তোমার কি সৌভাগ্য , হারানো ঘোড়া ফিরে পেয়েছো সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া "

কৃষক আগের মতই হাসি মুখে বললো , "হতে পারে"

দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে। কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায়।
এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে।

এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো।
কৃষককে দুঃখ করে বললো ,
"এমন করে ছেলের পা ভেঙে গেলো , সত্যিই বড় দুর্ভাগ্য ! "

কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বললো , "হতে পারে"

পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির।
যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে।

কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেলো।

এইবার প্রতিবেশিরা এসে সবাই বললো ,
"তোমারতো দেখছি অনেক বড় সৌভাগ্য , ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না "

মৃদু হেসে কৃষকের একই উত্তর , "হতে পারে "

এই বৃদ্ধ কৃষকের কথাই সত্যি।
এই জীবনে ভালো -মন্দ সবকিছুকেই মেনে নিতে হয়।

দিনের আলোকে যেমন করে ভালোবেসে গ্রহণ করতে হয় , রাঁতের আঁধারকেও একইভাবে আপন করে নিতে হয়। নীরবে বিশ্রাম নিতে হয়। দুঃখ আছে বলেই জীবনের সুখ এত সুন্দর।
জীবনে সবকিছুই, "হতে পারে"
"অল ইজ ওয়েল"
[সংগ্রহিত]

01/02/2023

দূর আমারে কি কইছেন পাগল হয়ে গেছেন🤭🤭

Address

Gopalganj, Dhaka
Gopalganj
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when KeyaMoni Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share