30/09/2023
বাদ পড়েছিলেন তেমন কোনো মেজর কারণ ছাড়াই। একটা ইস্যু ছিল, তা হলো ফিটনেস। ৩৮ ছুঁয়ে ফেলা শরীর প্রায়ই ফিল্ডিং এর সময় বাঁধা হয়ে দাঁড়াতো। ঝুঁকে পড়েছিলেন অনেকটা। বাদও পড়লেন সেই সাথে।
চুপচাপ চলে গেলেন আড়ালে। কোনো ইন্টারভিউ দিলেন না, ফেসবুক পোস্ট দিলেন না, ভিডিও দিলেন না। চুপচাপ মিরপুর আসতেন, রানিং করে চলে যেতেন। নিয়মতি ডিপিএল খেলেছেন। অনেকেই বলেছিল অবসর নিতে। ক্যারিয়ারের ইতি টানতে। তিনি হাঁ/না কিছু বলেননি। বোবার মতো নিজের কাজ নিজে করে গেছেন।
অসহ্য গরমেও মিরপুরে স্প্রিন্ট করতে দেখা যেত তাকে। যে ইস্যুতে বাদ পড়েছিলেন, তা রীতিমতো পার্সোনালি নিয়ে নিলেন। নিরলস কাজ করেছেন ফিটনেসে। একটাবারও কোনো সাংবাদিককে ডেকে ইন্টারভিউ দেননি, কারো ওপর আঙুল তুলেননি। আঙুল তুলেছেন নিজের ওপর এবং ফিটনেস ঝালিয়েছেন।
কথায় আছে, তুমি চুপচাপ ৯০% কষ্ট কর, বাকি ১০% সৃষ্টিকর্তা এমনভাবে দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। পুরো বাংলাদেশ যখন সাকিব-তামিম ঝড়ে মগ্ন, তখন আমরা টেরও পাইনি, কেউ একজন তার পরিশ্রমে আবারো নিজের জায়গা ফিরে পেয়েছে, কোনো মিডিয়া এটেনশন ছাড়াই।
মানুষটা কালকের ম্যাচে মাঠে দৌঁড়ে বেড়িয়েছেন ২৫ বছর বয়সী খেলোয়াড়ের মতো। রানআউট করেছেন দু'দুটো।
ছিটকে যাওয়া যেমনই হোক, প্রত্যাবর্তন হোক মাহমুদুল্লাহ রিয়াদের মতোন...