Source Of Knowledge BD

Source Of Knowledge BD Here is information on known and unknown information and technology and education are posted. Like t

বাদ পড়েছিলেন তেমন কোনো মেজর কারণ ছাড়াই। একটা ইস্যু ছিল, তা হলো ফিটনেস। ৩৮ ছুঁয়ে ফেলা শরীর প্রায়ই ফিল্ডিং এর সময় বাঁধা হয়...
30/09/2023

বাদ পড়েছিলেন তেমন কোনো মেজর কারণ ছাড়াই। একটা ইস্যু ছিল, তা হলো ফিটনেস। ৩৮ ছুঁয়ে ফেলা শরীর প্রায়ই ফিল্ডিং এর সময় বাঁধা হয়ে দাঁড়াতো। ঝুঁকে পড়েছিলেন অনেকটা। বাদও পড়লেন সেই সাথে।

চুপচাপ চলে গেলেন আড়ালে। কোনো ইন্টারভিউ দিলেন না, ফেসবুক পোস্ট দিলেন না, ভিডিও দিলেন না। চুপচাপ মিরপুর আসতেন, রানিং করে চলে যেতেন। নিয়মতি ডিপিএল খেলেছেন। অনেকেই বলেছিল অবসর নিতে। ক্যারিয়ারের ইতি টানতে। তিনি হাঁ/না কিছু বলেননি। বোবার মতো নিজের কাজ নিজে করে গেছেন।

অসহ্য গরমেও মিরপুরে স্প্রিন্ট করতে দেখা যেত তাকে। যে ইস্যুতে বাদ পড়েছিলেন, তা রীতিমতো পার্সোনালি নিয়ে নিলেন। নিরলস কাজ করেছেন ফিটনেসে। একটাবারও কোনো সাংবাদিককে ডেকে ইন্টারভিউ দেননি, কারো ওপর আঙুল তুলেননি। আঙুল তুলেছেন নিজের ওপর এবং ফিটনেস ঝালিয়েছেন।

কথায় আছে, তুমি চুপচাপ ৯০% কষ্ট কর, বাকি ১০% সৃষ্টিকর্তা এমনভাবে দিবেন তুমি কল্পনাও করতে পারবে না। পুরো বাংলাদেশ যখন সাকিব-তামিম ঝড়ে মগ্ন, তখন আমরা টেরও পাইনি, কেউ একজন তার পরিশ্রমে আবারো নিজের জায়গা ফিরে পেয়েছে, কোনো মিডিয়া এটেনশন ছাড়াই।

মানুষটা কালকের ম্যাচে মাঠে দৌঁড়ে বেড়িয়েছেন ২৫ বছর বয়সী খেলোয়াড়ের মতো। রানআউট করেছেন দু'দুটো।

ছিটকে যাওয়া যেমনই হোক, প্রত্যাবর্তন হোক মাহমুদুল্লাহ রিয়াদের মতোন...

সোনালী অতীত 💔
29/09/2023

সোনালী অতীত 💔

- যেদিন ভাঙ্গা হাত নিয়ে, দলের স্বার্থে, দেশের স্বার্থে মাঠে নেমেছিলেন? কই সেদিন তো কেউ ফিটনেস নিয়ে কথা বলে নি.!😢
28/09/2023

- যেদিন ভাঙ্গা হাত নিয়ে, দলের স্বার্থে, দেশের স্বার্থে মাঠে নেমেছিলেন? কই সেদিন তো কেউ ফিটনেস নিয়ে কথা বলে নি.!😢

14/09/2023

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০০টি ভাস্কর্য
__________
ভাস্কর্যের নাম ------- স্থপতি ------ অবস্থান
১) জাতীয় স্মৃতিসৌধ ➟ সৈয়দ মাঈনুল হোসেন ➟ সাভার
২) জাতীয় সংসদ ভবন ➟ লুই আই কান ➟ শেরে বাংলা নগর, ঢাকা
৩) কেন্দ্রীয় শহীদ মিনার ➟ হামিদুর রহমান ➟ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ
৪) মুজিবনগর স্মৃতিসৌধ ➟ তানভীর কবির ➟ মেহেরপুর জেলার মুজিবনগর
৫) রাজারবাগ স্মৃতিসৌধ ➟ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ➟ গগনবাড়ি, সাভার
৬) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ➟ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ➟ ঢাকা মিরপুর
৭) স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ➟ এ কে এম ইকবাল ➟ ঢাকা সেনানিবাস
৮) শহীদ স্মৃতিস্তম্ভ ➟ এ আর খন্দকার তাজউদ্দিন আহমদ ➟ মিরপুর
৯) স্বাধীনতা সংগ্রাম ➟ শামীম শিকদার ➟ ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়
১০) অপরাজেয় বাংলা ➟ সৈয়দ আব্দুল্লাহ খালেদ ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন
১১) রাজু ভাস্কর ➟ শ্যামল চৌধুরী ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
১২) স্বোপার্জিত স্বাধীনতা ➟ শামীম শিকদার ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
১৩) শান্তির পাখি ➟ হামিদুজ্জামান খান ➟ টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪) বেগম রোকেয়া ভাস্কর্য ➟ হামিদুজ্জামান খান ➟ রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫) স্বামী বিবেকানন্দ ➟ শামীম শিকদার ➟ জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬) মা ও শিশু ➟ নভেরা আহমেদ ➟ মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭) নারী, শিশু ও পুরুষ ➟ নভেরা আহমেদ ➟ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮) কৃষক পরিবার ➟ নভেরা আহমেদ ➟ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা
১৯) ক্যাকটাস ➟ হামিদুজ্জামান খান ➟ ঢাকা বিশ্ববিদ্যালয়
২০) দোয়েল চত্বর ➟ আজিজুল জলিল পাশা ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল
২১) শাপলা চত্বর ➟ আজিজুল জলিল পাশা ➟ মতিঝিল
২২) সাবাস বাংলাদেশ ➟ নিতুন কুন্ডু ➟ রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৩) সংশপ্তক ➟ হামিদুজ্জামান খান ➟ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৪) সর্বোচ্চ শহীদ মিনার ➟ রবিউল হুসাইন ➟ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৫) অমর একুশে ➟ জাহানারা পারভীন ➟ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৬) স্মরণ ➟ সৈয়দ সাইফুল কবির ➟ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৭) স্মারক ➟ মর্তুজা বশীর ➟ চট্টগ্রাম বিশ্ববিদ্যায়
২৮) একাত্তরের গণহত্যা ভাস্কর ➟ রাশা ➟ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২৯) জয় বাংলা জয় তারুণ্য ➟ আলাউদ্দিন বুলবুল ➟ ঢাকা বিশ্ববিদ্যালয়
৩০) মুক্তবাংলা ➟ রশিদ আহমেদ ➟ ইসলামী বিশ্ববিদ্যালয়

06/09/2023

কাছের মানুষগুলোর সাথে জেতার জন্য ঝগড়া করা মানে নিজে হেরে যাওয়া।

এটা আমাদের ইগো। আর কিছু না।
ইগোর জন্য প্রচন্ড ভালো বন্ধুত্ব, ভাই বোনের ভরসার সম্পর্ক, স্বামী-স্ত্রীর ভালোবাসার বন্ধন, বাবা মা সন্তানের পৃথিবীর সবচেয়ে মজবুত আস্থার সম্পর্কও চোখের পলকে ভেঙ্গে যায় বা ধীরে ধীরে মরে যায়।

তাই নিজেকে এবং নিজের ইগোকে বুঝুন। নিজের ইগো নিয়ে কাজ করুন।

এর আগে কখনও কালো জাদুর এমন উদাহরণ দেখিনি, ছবিতে থাকা পাখিটির নাম ডাহুক ( বাংলাদেশ বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত...
06/09/2023

এর আগে কখনও কালো জাদুর এমন উদাহরণ দেখিনি,
ছবিতে থাকা পাখিটির নাম ডাহুক ( বাংলাদেশ বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে )
পাখিটির বুক বরাবর কাটা হয়েছে। একটি বোতলের মধ্যে কিছু তাবিজ দিয়ে বোতলটি পাখিটির বুকের ভেতর ঢুকিয়ে ও পাখির মাথায় তাবিজ দিয়ে বেধে তা তারের সাথে বেধে রাখা হয়েছে।

ছবিটি তোলা হয়েছিল পাবনা জেলার ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ।

ছবি Imagination

এত টুকুই বলব মানুষ ভীষণ ভয়ংকর প্রাণী। 💔
@

এই ধরনের জিনিস দেখে ভয়ে ফেলে রাখবেন না। যাদু বা তাবিজ নষ্ট করবেন।

সন্দেহজনক কিছু বা কোন তাবিজ যদি পাওয়া যায় তাহলে সেটা নষ্ট করার জন্য একটি পাত্রে পানি নিন। তারপর সেই পানিতে সুরা আ'রাফ ১১৭-১২২ নং আয়াত, ইউনুস ৮১-৮২, সুরা ত্বহা ৬৯, সূরা ফালাক্ব ৩ বার, সূরা নাস ৩ বার পড়ে ফুঁ দিন। ১। তাবিজ,পুতুল,কাগজ,যাদুকরের দেয়া যেকোনকিছু উপরের আয়াতগুলো পড়া পানিতে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ।

আপনার এই উদ্যোগের ফলে হয়ত আল্লাহ তা'লা কারো ক্ষতি থেকে রক্ষা করতে পারেন এবং আপনি সওয়াবের ভাগীদার হবেন।

c

ঠান্ডা লাগার পর আমার নাকের অবস্থা.!'🙂
20/08/2023

ঠান্ডা লাগার পর আমার নাকের অবস্থা.!'🙂

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রায় ৪,৬০০ বছর আগে বর্তমান জার্মানিতে নি /হ ত হয় এই চারজন বলেই ধারণা গবেষকদের। তারা একই পরিবার...
13/08/2023

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রায় ৪,৬০০ বছর আগে বর্তমান জার্মানিতে নি /হ ত হয় এই চারজন বলেই ধারণা গবেষকদের। তারা একই পরিবারের সদস্য; বাবা-মা এবং তাদের দুই ছেলে। চারজনকে একইসাথে কবর দেয়া হয়েছে। হাড় ও দাঁত থেকে প্রাপ্ত ডিএনএ বিশ্লেষণ করে সময়ের ব্যাপারে নিশ্চিত হয়েছেন গবেষকগণ।

জমির দলিল আছে দখল নাই। তাহলে করণীয় কী?আপনার কাছে জমির দলিল আছে, খতিয়ান আছে কিন্তু জমিটি ভোগ করতেছে অন্য কেউ। এ ক্ষেত্রে ...
04/08/2023

জমির দলিল আছে দখল নাই। তাহলে করণীয় কী?

আপনার কাছে জমির দলিল আছে, খতিয়ান আছে কিন্তু জমিটি ভোগ করতেছে অন্য কেউ। এ ক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে আপনি কি জোর খাটিয়ে থানা পুলিশের মাধ্যমে জমির দখলে যাবেন নাকি আদালতে যাবেন; বুঝতে পারেন না। কোনটি করলে আপনি আপনার জমি ফেরত পাবেন?

👉প্রথমে দেখি আপনি আপনার জমি থেকে কী কী কারণে বেদখল হতে পারেন?

✏️প্রভাবশালী মহল কতৃক জোরপূর্বক বেদখল,

🖍️বেদখল হওয়ার সময় নাবালক ছিলেন,

🖍️অন্যান্ন মালিকেরা আপনার অংশ সহ বিক্রি করে দিয়েছে,

🖍️ওয়ারিশ হিসেবে আপনার ভাগ আপনি পাননি,

🖍️জমির মালিক জমি বিক্রি করার পর পুনরায় অন্য কাউকে বিক্রি করেছেন এবং সে ব্যক্তিই এখন দখলে আছেন

👉👉দখল উদ্ধারে যে আইনগুলি সম্পর্কিত:👈👈

ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮; ধারাসমূহ: ১৪৪, ১৪৫
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭; ধারাসমূহ: ৮, ৯, ৪২
তামাদি আইন, ১৯০৮; ধারাসমূহ: ৫, ৮, ২৮

সাধারণত ভুক্তভোগী যেখানে প্রতিকার চাইতে পারে

১. এলাকার বা মহল্লার মাতব্বর বা সভাপতি, মেম্বার-চেয়ারম্যান বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি:
এভাবে সালিশ বসিয়ে বিরোধের সমাধান করতে পারলে ভালো, তবে ঘুষের লেনদেন না করা উচিত। কারণ সালিশের সিদ্ধান্ত আদালতের কাছে গ্রহণযোগ্য নয় শুধু দু পক্ষ মেনে নিলেই এর গ্রহণযোগ্যতা থাকে। আর সালিশের মাধ্যমে সমাধান করতে গিয়ে যেন কোনভাবেই কাল ক্ষেপন না করেন। বিশেষ করে সর্বোচ্চ এক মাসের মধ্যে সমাধান করা ভালো।কারণ কালক্ষেপন করার ফলে আপনি অনেক আইনি প্রতিকার থেকে বঞ্চিত হতে পারেন।
দুষ্ট পক্ষের সালিশের নামে ষড়যন্ত্র ও করতে পারে যাতে করে কালক্ষেপন করে আপনার আইনি প্রতিকার পাওয়া থেকে বঞ্চিত করতে পারে।

২. থানা:
জমিজমার মালিকানা বা বিরোধ বিষয়ে থানা পুলিশের কোন ভূমিকা বা সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা নেই। যদিও থানায় বসে কেউ কেউ জমি বিরোধের নিষ্পত্তির চেষ্টা করা হয়। অবশ্য এ ক্ষেত্রে ঘুষের লেনদেন থেকে বিরত থাকা উচিত কেননা থানার সিদ্ধান্ত দেয়ার কোন ক্ষমতা নেই যে কারণে এটি অমান্য করলে থানার কিছু করার থাকেনা। জমি বিরোধের ক্ষেত্রে পুলিশ আনুষঙ্গিক ভূমিকা পালন করে, আইন অনুযায়ী আদালতের নির্দেশ পালনে কাজ করে কিন্তু প্রত্যক্ষ ভাবে পুলিশের কোন ভূমিকা নেই। জমির মালিকানা ইস্যুতে একমাত্র দেওয়ানি আদালতকে একচ্ছত্র সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু জমি নিয়ে বিরোধের ফলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলে

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥কখন জেনেছেন যে! হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল আর আহসান হাবীব ৩ জন ভাই?❣️
28/07/2023

এক মায়ের গর্ভেই বাংলার অর্ধেক সাহিত্য!!💥
কখন জেনেছেন যে! হুমায়ূন আহমেদ,জাফর ইকবাল আর আহসান হাবীব ৩ জন ভাই?❣️

সিগারেট-মাকরূহ-নাকি-হারাম??🎙️ কুরআন-হাদীস কি বলে?? সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না ??- রাসূল (ﷺ) বলেছেনঃনেশা উদ্রেককার...
23/07/2023

সিগারেট-মাকরূহ-নাকি-হারাম??
🎙️ কুরআন-হাদীস কি বলে??
সিগারেট খেলে কি ইবাদাত কবুল হয় না ??
- রাসূল (ﷺ) বলেছেনঃ
নেশা উদ্রেককারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত। আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো সে তার চল্লিশ দিনের সলাতের কল্যাণ হতে বঞ্চিত হলো।
[আবু দাউদঃ ৩৬৮০]

সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]

সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (ﷺ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]

কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (ﷺ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]

সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]

সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (ﷺ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]

সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]

এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?আস্তাগফিরুল্লাহ....
আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন।

আমিন।

09/06/2023

ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ‍্যে এই সাতটা কাজ করার চেষ্টা করো—

একটা ব‍্যাংক একাউন্ট খুলবে। সম্ভব হলে ধার-দেনা, লেনদেন ব‍্যাংকের মাধ‍্যমেই করো। যথাসম্ভব ক‍্যাশ এড়িয়ে চলো।

লিংকডইন-এ একটা একাউন্ট খুলবে। প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তুলবে ধীরে ধীরে।

সম্ভব হলে একটা পাসপোর্ট করে ফেলো। পাসপোর্ট করলেই যে বিদেশ যেতে হবে, তা না। পাসপোর্ট একটা আইডেন্টিটি কার্ডও। পাসপোর্ট করার ঝামেলাটাও আগে আগে চুকে গেলো।

তোমার জন্মসনদ, ন‍্যাশনাল আইডি কার্ড ইত‍্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো গুছিয়ে রাখবে। কোন ভুল থাকলে শুধরে নাও। ডকুমেন্ট গুছিয়ে হাতে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক।

প্রমিত উচ্চারণ শেখার চেষ্টা করো। আমাদের মাতৃভাষা বাংলা হলেও, আমরা সবাই কিন্তু প্রমিত উচ্চারণে কথা বলতে পারি না। প্রমিত উচ্চারণে কথা বলার মানে এই নয় যে, আঞ্চলিক ভাষাকে হেয় করা বা ভুলে যাওয়া। প্রমিত উচ্চারণে কথা বলা প্রয়োজন প্রেজেন্টেশনের জন‍্য। কমিউনিকেশনের জন‍্য।

ইংরেজি ভাষায় দুর্বলতা কাটাতে সময় দাও। প্রতিদিন একটু একটু করে।

কিছু না কিছু উপার্জনের চেষ্টা করো। যদি তোমার প্রয়োজন নাও হয় তবুও। উপার্জন করলে, জীবন সম্পর্কে সম্পূর্ণ আলাদা একটা উপলব্ধি তৈরি হবে।

কার্টেসী: Rauful Alam ভাই

08/06/2023

প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না🙂

06/02/2023

পারিবারিক বিয়ে হলো -ইলেকশন 🙂

প্রেমের বিয়ে হলো – সিলেকশন 😷

আর পালিয়ে বিয়ে হলো- স্ব'তন্ত্র😤

দুই জনের অমতে বিয়ে হলে – স্বৈ'রতন্ত্র😠

প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলে – দলীয় মননয়ন😇

নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলে – বিরোধী দলের ষ'ড়'য'ন্ত্র😑

বিয়ে নাহ করা হচ্ছে – একনা'য়কতন্ত্র😏

নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলো – গণত'ন্ত্র😉

কাজিনের সাথে বিয়ে হলে – রাজত'ন্ত্র😴

তাবিজ করে বিয়ে করলে – তন্ত্র'মন্ত্র-👹

কে কোনটাতে আছেন'!😒

Address

Gazipura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Source Of Knowledge BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category