20/06/2024
ইতিহাসের ভাওয়াল পরগনাই আজকের গাজীপুর। ভাওয়াল রাজা কালী নারায়ণ রায় চৌধুরী, জাতীয় চার নেতার অন্যতম বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, বিজ্ঞানী মেঘনাদ সাহা, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন ও স্বভাব কবি গোবিন্দ দাসসহ আরো জ্ঞানী-গুণীদের স্মৃতিধন্য এই জেলা।
ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় এবং বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনাময় এই গাজীপুর। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ।
এক সময়কার বিল-ঝিল ও নদ-নদীতে পরিপূর্ণ এবং ঘন জঙ্গলে ঘেরা ছিল ভাওয়াল পরগণা। জল আর বনের আধিক্যের জন্য গাজীপুর ছিল সুস্থ প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্রের এক দারুন উদাহরণ।
গাজীপুরকে কেন ঢাকার উত্তরাংশের রক্ষাকবচ বলা হয়, তার কারণ বিছিয়ে আছে এর প্রকৃতিতেই। সবুজে শ্যামলে ঘেরা এই মাটির বুক চিরে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা, বানার , চিলাই, লবণদহ, শালদহ, গারগারা, তুরাগ, বংশী, বালু, গোয়াল্লার, পারুলীসহ আরো কয়েকটি ছোট নদ-নদী।রয়েছে অনিন্দ সুন্দর বোলাই, মকশ বিলসহ আরো বেশ কয়েকটি স্বাদু পানির জলাধার।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গাজীপুর জেলায় পুকুর,দিঘী, বিল-ঝিলও নালা সহকারে রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার হেক্টর। এর মধ্যে পুকুর রয়েছে ১২১৯টি ও দিঘী ১৫টি। পরিচালনা, পরিকল্পনা ও গবেষণাঃ মুহাম্মদ মনির হোসেন
রাজধানী ঢাকা থেকে ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত ইতিহাসের ভাওয়াল পরগনাই আজকের গাজীপুর। ভাওয়াল রাজা কালী নারায়ণ রা.....