17/11/2023
জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশির সাথে ঝ'গ'ড়া করাটা ভু'ল ছিল। রাত জেগে মি'থ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভু'ল ছিল। কারো সাথে ত'র্ক করে বড় কথা বলে তার মনে ক'ষ্ট দেয়াটা ভু'ল ছিল। দু'র্ব'ল কাউকে চোখ রা'ঙি'য়ে ক্ষমতা দেখানোটা ভু'ল ছিল।
জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষ'তি কিছু ছিল না৷ অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষ'তি হত না। জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, ক'ষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃ'ত্যু'ই শে'ষ চাওয়া।
জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল, যেটা অর্জন করতে পারিনি। জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে মানুষের মনে ক'ষ্ট দেয়াটাই সবচেয়ে বড় ভু'ল ছিল। শেষ বয়সে শ্বা'স'ক'ষ্টে আটকে থাকা নিঃশ্বাস ফেলতে ফেলতে অনেক গভীরে গিয়ে মনে হবে; মানুষের ভালবাসাটাই সবচেয়ে বেশি দরকার!