26/02/2020
আকাশে আসতে যাচ্ছে নতুন ধামাকা!!
আকাশ ডিটিএইচ নতুন প্যাকেজ আসছে...
পছন্দ মত সাজাতে পারবেন আপনার প্যাকেজ....
আকাশ নিয়ে আসছে ২৫০ টাকায় "আকাশ লাইট" আর বিভিন্ন দামে "Add-on প্যাক" !!
অনুগ্রহ করে পুরো পোস্ট না পড়বেন-
আকাশ লাইট প্যাকে আপনি ২০ টি HD চ্যানেল সহ মোট ৭০ টি চ্যানেল পাচ্ছেন। সেই সাথে থাকছে সুবিধামত এন্টারটেইনমেন্ট,কিডস,স্পোর্টস ও ইনফোটেইনমেন্ট প্যাক এড করে নেওয়ার সুবিধা। এন্টারটেইনমেন্ট প্যাকের দাম পড়বে ৭৫, কিডস প্যাক ৩০,স্পোর্টস প্যাক ৭১ আর ইনফোটেইনমেন্ট প্যাক ৪৫ টাকা!!
*আপনি চাইলে শুধু ২৪৯ টাকায় ৭০ টি চ্যানেল দেখতে পারেন|
**আবার সাথে যেকোন একটি বা একাধিক Add-on প্যাক নিতে পারেন। যেমন ধরুন - বেসিক প্যাক নিলেন ২৪৯ টাকায় এবং আপনার স্পোর্টস চ্যানেল দরকার, অন্য ক্যাটাগরির চ্যানেল দরকার নেই। আপনি ২৪৯ + ৭১ = ৩২০ টাকায় আপনার প্যাক সাজালেন। আপনার মাসিক ৭৯ টাকা বেঁচে গেল।
***আমার কথা যদি বলি, আমার দরকার স্পোর্টস আর ইনফোটেইনমেন্ট চ্যানেল। আমি প্যাক সাজাবো এভাবে - লাইট প্যাক ২৪৯ টাকা+ স্পোর্টস প্যাক ৭১ টাকা + ইনফোটেইনমেন্ট প্যাক ৪৫ টাকা = আমার মাসিক বিল ৩৬৫ টাকা। আমার মাসে বেঁচে যাচ্ছে ৩৪ টাকা।
****আর আপনি যদি সব চ্যানেল দেখতে চান তাহলে ৩৯৯ টাকায় আকাশের স্ট্যান্ডার্ড প্যাক তো রয়েছেই!!
*****এখন অনেক বলতে পারেন, প্যাক আলাদা আলাদা করে নিলে খরচ বেশি পড়ছে!! মূলত Add-on প্যাক গুলো সারা দুনিয়াতে দেওয়াই হয় গ্রাহকের পছন্দের ক্যাটাগরি রেখে অপ্রয়োজনীয় ক্যাটাগরি বাদ দেওয়ার জন্য। আপনার যদি সব চ্যানেল দেখতেই ইচ্ছা হয়, আপনি "আকাশ লাইট" প্যাক না নিয়ে ৩৯৯ টাকায় "আকাশ স্ট্যান্ডার্ড" প্যাক নেবেন অবশ্যই! আর আপনার যদি বাজেট কম থাকে বা সব ক্যাটাগরির চ্যানেল প্রয়োজন না হয় তাহলে " আকাশ লাইট" প্যাক আপনার জন্য!!
****** আপনি শুধু "Add-on প্যাক" নিতে পারবেন না| "লাইট প্যাক" নেওয়ার পরেই "Add-on প্যাক" নেওয়া যাবে|
******* লাইট প্যাকে কিভাবে মাইগ্রেট করবেন, Add-on প্যাক কিভাবে নেবেন,কোন প্যাকে কি চ্যানেল থাকবে সবকিছু কিছুদিনের মাঝে আকাশের ওয়েবসাইটে আর পেজে জানতে পারবেন|
সবাইকে ধন্যবাদ, আশা করি সকল কনফিউশন দূর হয়েছে| এর পরেও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন...