শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ

  • Home
  • Bangladesh
  • Gazipura
  • শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ

শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ ভণ্ডামি প্রকাশ।
(1)

15/12/2024

মাহফিলে গেলাম। এলাকার নাম বললে আমারই ইজ্জত থাকে না। এড়িয়ে গেলাম। সকালে এসে দরস করতে হয় বলে সাধারণত প্রাইভেট ছাড়া যেতে চাই না। গেলাম আ'দত মতই। নসিহত ফরমাইলাম। আমি সেকেন্ড বক্তা। সেকেন্ড হওয়ার আলাদা স্বাদ আছে। মাহফিলের মূল জমায়েতটা তখন হয়। অবশ্য প্রধানের তিনভাগের একভাগ হাদিয়াও সেকেন্ড বক্তা পায় না যদি না চুক্তি করে। আমার মত যারা আছে আর কি!

কণ্ঠ নাই। তবুও সুর দেওয়ার চেষ্টা করি। কাকের সুর আর কি! তবে নস বেশি বলার চেষ্টা করি। যৎসামান্য চিল্লাচিল্লিও করি। যাই হোক, আমার মতো আমি আলোচনা করলাম। স্টেজে যাওয়ার সময় দুই তিনজন ইস্তেকবাল করে নিয়ে গেলেও স্টেজ থেকে নেমে আসার সময় কোনো সঙ্গী নাই। যুবক হিসাবে কারো ধরাধরি করে নেওয়ার দরকার নাই। জাতি ধরাধরির বরকত থেইক্কা বঞ্চিত হইলো আর কি!🥴

এসে রুমে বসে থাকলাম। প্রধান বক্তা মাশাআল্লাহ, বয়ান করছেন। বয়ান চলছে তো চলছে! আমার কাছে মাছি আসতেও এবার ভুলে গেছে। কারো লেঞ্জার হদিস না পেয়ে বিসমিল্লাহ বইলা গাড়িতে উইঠা গন্তব্যে রওয়ানা করলাম। তাদের কাছে আমার নম্বর থাকার পরও একটা ফোনও দেয়নি। হয়তো ভেবেছে, বেচে গেলাম! দুই দিন পরে ফোন দিয়ে বললাম, আমি গরিব মানুষ। নিজের খরচে ওয়াজ করার সাধ্য নাই। ভাড়াটা পাঠায়া দিয়েন। হয়তো আয়োজনগণ বিকাশ করেছেন, কিন্তু এক বছর হলেও আমার গাড়ি ভাড়া ৪৫০০ টাকা এখনো আসেনি। আলহামদুলিল্লাহ।

আত্মমর্যাদাবোধের কারণে আমি আর দ্বিতীয়বার ফোনই দিইনি। সে হিসাবে নম্রভদ্র প্রিয় ভাই মাওলানা উবাইদুর রহমান হুযাইফী শান্তনা লাভ করতে পারে। পাঁচশ টাকার মহাদৌলত তো অর্জন করেছে। 😄

স্বামী রাগ করার পর সকালে স্ত্রীর তৈরি নাস্তা!বউয়ের একটু চালাক না হলে হয় না! 🤗
07/11/2024

স্বামী রাগ করার পর সকালে স্ত্রীর তৈরি নাস্তা!

বউয়ের একটু চালাক না হলে হয় না! 🤗

আলহামদুলিল্লাহ।তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের মুয়াজ মাহমুদ।
01/11/2024

আলহামদুলিল্লাহ।
তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের মুয়াজ মাহমুদ।

ময়মনসিংহ, শেরপুর রোডে ইমাদপুরে দুই বাসের মুখামুখি ভয়াবহ সং*ঘর্ষ!
17/10/2024

ময়মনসিংহ, শেরপুর রোডে ইমাদপুরে দুই বাসের মুখামুখি ভয়াবহ সং*ঘর্ষ!

ঢাকা থেকে আসার পথে সোহাগ গাড়ীটি এই মাত্র নরসিংদী নারায়ণপুর এক্সিডেন করেছে। বার বার যাত্রীরা ড্রাইভারকে বলছিল, প্রয়োজনে এ...
13/10/2024

ঢাকা থেকে আসার পথে সোহাগ গাড়ীটি এই মাত্র নরসিংদী নারায়ণপুর এক্সিডেন করেছে। বার বার যাত্রীরা ড্রাইভারকে বলছিল, প্রয়োজনে এক ঘন্টা পরে যাব। তারপরও সাবধানে চালান। কিন্তু হতভাগা ড্রাইভার শুনল না। বেশ কিছু যাত্রী আহত হয়েছে।

আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।

 #আপন দুই ভাইবোন বাইক দিয়ে যাচ্ছিলো ভালুকা বাস স্টেন্ড ব্রিজ পারি দেওয়ার সময় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাইকে লাগিয়ে দ...
12/10/2024

#আপন দুই ভাইবোন বাইক দিয়ে যাচ্ছিলো ভালুকা বাস স্টেন্ড ব্রিজ পারি দেওয়ার সময় ট্রাক ওভারটেক করতে গিয়ে বাইকে লাগিয়ে দেই, মূহর্তেই ছিটকে পরে চাকার নিচে বোন পিষ্ট হয়ে ঘঠনা স্থলেই মারা যায়, ভাগ্যক্রমে ভাই বেচে যায়।
আল্লাহ পাক বোনটিকে জান্নাতুল ফেরদৌস দান করুণ #আমিন

আমি আমার স্বামীর ২য় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধু মাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভাল ভা...
05/10/2024

আমি আমার স্বামীর ২য় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধু মাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য।

এই জিনিসটা আমি খুব ভাল ভাবে বুঝতে পারি৷ আমার স্বামীর ১ম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের পাঁচ মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে।তাদের ডিভোর্স কেন হয়েছে, কি কারনে হয়েছে সেটা কেউ জানেনা। আমি অনেক কেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি৷ আমার শাশুড়ী মা কেউ জিজ্ঞাসা করেছিলাম। কোন লাভ হয়নি। তিনিও কিছু জানেননা।

আমার বিয়ে হয়েছে এক মাস আগে। এই এক মাসে আমার যা মনে হয়েছে আমার স্বামী এখনো তার ১ম স্ত্রীকে ভুলতে পারেনি৷ এখনো তিনি তার ১ম স্ত্রীকে ভালবাসেন।
তার ১ম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল( আমার স্বামী) আর তুলি টানা দুই বছর প্রেমের পর বিয়ে করেন৷ তারা দুজন দুজনকে খুব ভালবাসতো৷ পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে৷ আমার শশুর শাশুড়ী কোন উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের এক মাত্র ছেলে। একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেননা। তাদের বিবাহিত জীবন ছিল দুই বছর। যেই দুইটা বছর তুলি এবাড়িতে ছিল সব কিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সব সময় হাসি খুসি থাকতেন। দুজন দুজনকে সব সময় সঙ্গ দিতেন।
কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল কেউ জানেনা। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছু দিন পরেই ডিভোর্স হয়ে গেল। এই সব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ী বলেছেন। নিজের মা কোন দিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দূর সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনিও এই সেইম কথাই বললেন।
রাতুল মাঝে মাঝে ঘুমের ঘোরে তুলি তুলি বলে নিজে নিজেই বিড় বিড় করে।রাতুলের বুকের ঠিক বা পাশটাতে এখনো তুলি নামের ট্যাটু করা আছে৷ তাদের বিয়ের কিছু দিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতেই রাতুল ট্যাটু করেছিল। এখনো সেটা সেভাবেই রয়ে গেছে।
যদি তারা দুজন দুজনকে এতই ভালবাসতো তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল। রাতুলের মধ্যে কোন সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হল। কিছুই জানিনা। এই ডিভোর্সের পিছনে কিছু একটা তো আছে। কোন না কোন রহস্য নিশ্চিই আছে এর ভিতর।
আমি খুবি গরিব পরিবারের মেয়ে। দিন এনে দিন খায় এমন অবস্থা৷ কোন ভাই নেই। তিন বোন৷ বাবা মা আর তিন বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমিই বড় মেয়ে। রাতুলের মত এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথেই হ্যা বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাবো এটাই তো আমার ভাগ্য।
বিয়েতে আমার বাবাকে এক পয়সাও খরচ করতে হয়নি। সব কিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছেন। আমাকে দামি দামি শাড়ি গয়না দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে এক লাক্ষ টাকাও দিয়েছেন। ছোট বেলা থেকে শুনে এসেছি মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলে পক্ষকে যৌতুক দিতে হয়। কিন্তু আমার বিয়েতে সবটাই হল উলটা। মেয়ের বাবাই ছেলে পক্ষ থেকে যৌতুক পেল।
রাতুল যদি আমাকে কোন দিন ভাল নাও বাসে তবুও আমার এখানে থাকতে হবে। কারন আমার যাবার কোন জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে এলাম। ভালবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমোঠা খেতে দিচ্ছে ঠিক ঠাক ভাবে থাকতে দিচ্ছে এটাই তো বেশি। আবার ভালবাসা!!!! ভালবাসা হচ্ছে বড়লোকের জিনিস।
আমি প্রায় প্রতিদিনই এইসব কথা ভাবি। সারাদিন করার মত কোন কাজ নেই তো তাই। কাজ থাকবেই বা কি করে। বাড়িতে কাজ করার জন্য তিন জন বুয়া আছে। আমাকে কোন কিছু করতেই হয়না। আমার নিজের চা টাও বুয়া আসে দিয়ে যায়। "চলবে".....
লিলাখেলা
১ম_পর্ব
লেখা- Oronnonil
(যারা গল্প পড়েন তারা একটু কমেন্টে রেসপন্স করবেন কেমন লাগলো। কারণ ফেসবুকের রিচ নেই বললেই চলে।)

-

দেশে ফিরে এসেছেন মিজানুর রহমান আজহারী!
02/10/2024

দেশে ফিরে এসেছেন মিজানুর রহমান আজহারী!

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছ...
27/09/2024

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছর যাবত তাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল। বহু চেষ্টা করেও সংসার জোড়া লাগানো যাচ্ছে না। প্রায় ছয় মাস আগে চুড়ান্ত সিদ্ধান্ত হয় তারা সংসার বিচ্ছেদ করবে। আমি নানা ভাবে তাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোন ভাবেই কিচ্ছু হচ্ছে না।

পরিশেষে গতকাল তাদের ডিভোর্স করার তারিখ ঠিক করা হয়। দুঃখের বিষয় তাদের ডিভোর্স দেয়ার মতো যৌক্তিক কোন কারণ ছিলো না। স্ত্রীর ধর্মীয়,রাষ্ট্রিয় সামাজিক সব পাওনা বুঝিয়ে দেয়া হলো।এখন ডিভোর্স পেপারে স্বাক্ষর দেয়ার সময়। স্ত্রী অনেক কান্নাকাটি করছে। কোন ভাবেই স্বাক্ষর দিতে চাচ্ছেন না।অনেক চাপাচাপির পর স্ত্রী যখন স্বাক্ষর দিতে যাবেন তখনই আল্লাহর রহমত নেমে আসে। স্বামী স্ত্রী কে বাধা দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। এই সময় উপস্থিত সকলের চোখে আনন্দ অশ্রু প্লাবিত হয়। পরিশেষে তাদের মিলিত করতে পেরে খুবই মনে শান্তি পাচ্ছি। সবাই ওদের নতুন পথ চলায় দোয়া করবেন।

(ঘটনাটি শিল্পাঞ্চল খ্যাত টঙ্গি থেকে তুলে আনা মনির হুসেন সাগর নামক এক বন্ধুর ওয়াল থেকে নেওয়া )

কালেক্টেড।

তুমি পাহাড়ি, তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পারো, চাকরি করতে পারো  পড়ালেখা করতে পারো। তাহলে সমতলের, আমি কেন আম...
26/09/2024

তুমি পাহাড়ি,
তুমি বাংলাদেশের ৬৪ জেলায় যেকোনো সময় যেতে পারো, চাকরি করতে পারো পড়ালেখা করতে পারো।
তাহলে সমতলের,
আমি কেন আমার প্রিয় জন্মভূমি পাহাড়ে ঘুরতে গেলে আর্মির পাহারা লাগে? আমি কেন সেখানে ইচ্ছেমতো ঘুরতে পারিনা? আমি কেন পার্বত্য চট্টগ্রামে যেতে হলে বারোইয়ারহাটে অনেক বাস একসাথে হয়ে বিজিবির কর্ডনে যেতে হয়? তাও আবার বিকেলের মধ্যেই আমাকে ঢুকতে হবে!!
তুমি পাহাড়ি, কিন্ত তুমি এদেশের যেকোন জায়গায় থাকতে পারে, বাড়ি করতে পারো।
কিন্ত আমার পাহাড়ে থাকার অধিকার কেন তুমি মানো না??🤔
সংগৃহীত

""""আমিই স্ত্রী""".. ❤️-আমি রাগ করবো।😠আমিই ঠান্ডা হলে ক্ষুদা লেগেছে কি না জিজ্ঞেস করবো-আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে ন...
24/09/2024

""""আমিই স্ত্রী""".. ❤️
-আমি রাগ করবো।😠
আমিই ঠান্ডা হলে ক্ষুদা লেগেছে কি না জিজ্ঞেস করবো
-আমি বলবো এই রঙে তোমাকে মানাচ্ছে না।
আমিই তোমার দিকে অপলকে তাকিয়ে বলবো " মাশাআল্লাহ তোমাকে কি সুন্দর লাগছে।😮
-আমি সারা রাত ঝগড়া করবো।
ভোর হলে কাঁথার বদলে তোমাকেই জড়িয়ে শুয়ে পড়বো।🙂
-আমি অভিমান নিয়ে বলবো..😒
থাকবো না আমি তোমার সাথে।☹️
আমিই নামাযে বসে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকেই পাশে চাইবো। 😀
-আমি রাগ হলে তোমার দিকে ফিরে তাকাবো না।😠
আবার তোমার ঘুমের পর,ঘরের হালকা বাতি জ্বালিয়ে তোমার দিকে অপলক তাকিয়ে থাকবো।😊
-আমিই সকালে নামায পড়ার জন্য টেনে টেনে তুলবো।
-আমি ঝগড়া হলে কান্না করে বলবো,, 🥺🥺
তোমার সাথে ভালো নেই আমি। 😪😪
আমিই কোন এক বিকেলে তোমার কাঁধে মাথা রেখে খুশির অশ্রু জড়িয়ে নিজেকে সবচেয়ে সুখী ভাববো।
-❣️ হুম আমি তো তোমার বুকের বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি। একটু তে বাকা হবোই..!😊😊
- আমিই ভালোবাসবো।❤️❤️
আমিই অভিমান করবো। ☹️☹️
আমিই কাছে টেনে নেবো। ❣️❣️
-আমিই আজিবন পাশে থাকবো,,
কখনো প্রেয়সী হয়ে আবার কখনো বন্ধু হয়ে। 🙂🙂
- আমিই তোমার জীবন সঙ্গীনি।😊😊
- আমিতো বার বার প্রমাণ করে দেবো,,
আমার রাগের চাইতে ভালোবাসা টা অধিক। 🙂😊
-" কারন,, আমিই স্ত্রী 💝
i love you my dear hasbend🙈🙈🙊🙊
-"উম্মে আমাতুল্লাহ "_

বিয়ের আগে বোনদের মানসিক প্রস্তুতি:বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ, পুরুষ যত টাকা আয় কর...
21/09/2024

বিয়ের আগে বোনদের মানসিক প্রস্তুতি:
বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ, পুরুষ যত টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামলে রাখেন ঘরের মেয়েরাই। পুরুষরা হলেন ঘরের ড্রাইভারের মতো, আর মেয়েরা হলেন সেই ঘরের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না, ড্রাইভার ছাড়াও গাড়ি চলা অসম্ভব।
তাদের সবচেয়ে বড় মানসিক প্রস্তুতি হলো, এত বছরের চেনা পরিবেশ আর নিজ পরিবারকে দূরে রেখে নতুন এক পরিবেশে গিয়ে নতুন পরিবারকে আপন করে নেয়ার মানসিক প্রস্তুতি। তাদেরকেই এখন থেকে জীবনের সুখ-দুঃখের অংশীদার বানিয়ে নেয়ার প্রস্তুতি।
মেয়েরা স্বাভাবিকভাবেই বাসার সবচেয়ে আদুরে হয়ে থাকে। তাদের আবদারও থাকে বেশি। আবার কেউ কেউ বড্ড অভিমানীও হয়। কিন্তু বিয়ের পর এই মেয়েকেই অনেক আবদার পরিস্থিতি বুঝে মনের মধ্যেই চেপে যেতে হয়।
আগে হয়তো নিজের বাসায় এঁটো বাসনগুলোও ধরতে ঘেন্না হতো, এখন তাকে এসব তো পরিষ্কার করতে হবেই, ক'দিন বাদে সন্তানের মল-মূত্রও নিজহাতে সাফাই করতে হবে। অথচ বিয়ের আগে এর মানসিক প্রস্তুতি না-থাকার কারণে অনেক মেয়েই শ্বশুরবাড়ি এসে ভেঙে পড়ে। মন খারাপ করে বসে থাকে। সবাই এমন তা নয়, অনেকেই ছোট থেকে ঘরের সব কাজ করা শিখে নেয়; তাদের জন্য বিয়ের পর সবকিছু মানিয়ে নেয়া অনেকটাই সহজ হয়ে যায়।
আবার অনেকের অভ্যাস হলো সকালে আটটার আগে ঘুম না ভাঙা। আটটার পর মা এসে টেনেটুনে ঘুম ভাঙান। এ নিয়ে বাসায় প্রতিদিন বকাঝকা শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু বিয়ের পর এমন হলে চলবে না বোন, এখন ফজরের পর উনুনের আগুনটা প্রথমে আপনাকেই ধরাতে হবে। আগে হয়তো বাসায় বুয়া এসে কাপড়চোপড় ধুয়ে দিতেন। শ্বশুরবাড়ি তো বুয়া নাও থাকতে পারে, তখন নিজের কাপড়, স্বামীর কাপড়, প্রয়োজনে খেদমতের নিয়তে শ্বশুর-শাশুড়ির কাপড়ও ধুয়ে দিতে হবে।
বিয়ের পরে মেয়েদের সবচেয়ে বেশি যে জিনিসটি সহ্য করতে হয় তা হলো, শ্বশুরবাড়ির বিভিন্ন আত্মীয়দের কটুকথা। বাবার বাড়ি থেকে কী দিল? কে কে দেখতে আসল? রান্না এমন কেন? শরীর এত শুকনো কেন? মাথায় চুল কম কেন? বাবার বাড়ি এত যাওয়া লাগে না কি, বছরে একবার গেলেই তো হয়!— এসব নানারকম কথা শুনতে হয় মুখ বুজে।
বাবার বাড়ির রাজকন্যা এখানে এসে হয়ে যায় ঘরের বউ। পার্থক্য এটাই যে, বাবার বাড়িতে তার মন জুগিয়ে চলতে হতো সবার। তার অভিমানের কাছে যেন রাজ্যের ক্ষমতাও নস্যি। কোনো কিছু চাওয়ার আগেই যেন তার সামনে তা হাজির করার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যেত। অথচ এখন এখানে তাকে চলতে হবে সবার মন জুগিয়ে। এখানে অভিমানগুলো সব আঁচলেই মুছে যায়। কত আবদার হারিয়ে যায় স্বামীর সামর্থ্য না থাকার কারণে। এসব মেনে চলার জন্য বিয়ের আগেই মানসিক প্রস্তুতি দরকার।
বই: 'বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি' বই থেকে। c

পঞ্চগড়। আজ।
15/09/2024

পঞ্চগড়। আজ।

আহ্!এতদিন কোন দেশে ছিলাম!ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে এতোদিন মাইক ছিলো না। ছাত্রলীগ নেতাদের ঘু...
11/09/2024

আহ্!এতদিন কোন দেশে ছিলাম!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে এতোদিন মাইক ছিলো না। ছাত্রলীগ নেতাদের ঘুমের ডিস্টার্ব হয়, তাই মাইক খুলে রেখেছিল ওরা। আজ বহুদিন পরে হল মসজিদে মাইক লাগানো হয়েছে। প্রকাশ্যে আজান দেয়া হচ্ছে, আল্লাহু আকবর!

ড. ইউনুসের সাথে বৈঠক শেষে চমৎকার দৃশ্য!
01/09/2024

ড. ইউনুসের সাথে বৈঠক শেষে চমৎকার দৃশ্য!

গিয়েছিলাম বন্যা কবলিত এলাকা কুমিল্লার নাঙ্গলকোট। সকাল থেকে ত্রাণ এবং উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কারণে খুবই ক্ষুধার্ত ছি...
30/08/2024

গিয়েছিলাম বন্যা কবলিত এলাকা কুমিল্লার নাঙ্গলকোট। সকাল থেকে ত্রাণ এবং উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কারণে খুবই ক্ষুধার্ত ছিলাম। হাতে ময়লা এবং সময়ের অভাবে খাবার খাওয়া প্রায় অসম্ভব ছিল।
কিন্তু উনি আমার অবস্থা বুঝতে পেরে আমাকে সাথে বসিয়ে নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিয়েছেন।
কুমিল্লাবাসীর আন্তরিকতা ও ভালোবাসায় আমরা মুগ্ধ 😊

Toufiq Bhuiyan

শায়খে চরমোনাই হাফি.
26/08/2024

শায়খে চরমোনাই হাফি.

25/08/2024

রাত দুইটায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করে বাসায় যখন ঢুকছি তখন উঠানে পায়ের গোড়ালি পর্যন্ত পানি।
বাসায় এসে বন্ধু,ছোট ভাইদের সাথে কথা বললাম, সকাল বেলা ১৫০০ মানুষের খাওয়ার আয়োজন করতে হবে।
গোসল করলাম,ভাত খেলাম, পানি তখন উঠানের কাছে হাঁটুর সমান।
বিশ্বাস ছিলো এত উঁচু আমাদের বাসায় পানি ঢুকবে না!

এক ঘন্টার মত ঘুমিয়েছি, আব্বার ডাকে ঘুম থেকে লাফ দিয়ে উঠে খাট থেকে নিচে নেমে দেখি এক হাঁটু পানিতে ডুবে আছি!

পানি যেনো প্রতি সেকেন্ডে বাড়ছে।
উঠানে এক বুক পানি!
নোমানি ভাই, নাজমুল ভাই, মেজবাহকে টেক্সট করে রাখলাম যদি আটকে যাই, নৌকার জন্য। সেই ম্যাসেজ গেছে দুইদিন পর মনে হয়!
একটা সুটকেসে বাচ্চাদের জামা কাপড় জরুরী কাগজ ভরছি।
আমার স্ত্রী, আম্মা,আব্বা মিলে আরেকটা ব্যাগে অতি জরুরী জিনিস যা পেরেছে নিতে চেষ্টা করলো!

জানালার দিকে তাকিয়ে দেখি, গ্লাস ভেঙ্গে পানি ঢুকছে!
মাথায় নিলাম ছেলেকে, কোলে মেয়ে।
আব্বা,আম্মা, আমার স্ত্রী মাথায় সুটকেস নিলো।

বৃষ্টির পরিমাণ এত বেশী যে এক হাত সামনে কিছু দেখা যায় না।
অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে মনে মনে বললাম, আমার পরিবারকে রক্ষা করবার মত শক্তি দাও!

নাক বরাবর পানিতে রাস্তায় হাঁটতে শুরু করলাম, মাথায় ছেলে, কোলে মেয়ে। পিছনে আব্বা,আম্মা,আমার স্ত্রীর চোখে পানি।
বৃষ্টির পানিতে আলাদা করেও তাদের সব হারানোর কান্না স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম!

একটু উঁচু জায়গার খোঁজে হাঁটছি পিছনে তিল তিল করে সাজানো ঘর ছেড়ে।
পাশ দিয়ে ভেসে আসছে আমার ছেলের শখের খেলনা গুলো, মেয়ের বই গুলো।।

আলহামদুলিল্লাহ বেঁচে আছি।

(Rashed Khan)

Address

গাজিপুর
Gazipura
12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়খে চরমোনাই আল্লামা মুফতি ফয়জুল করিম সমর্থক গ্রুপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Media in Gazipura

Show All