Jibon's diary

Jibon's diary "আমি তোমাকে ভালোবাসতেই পারি, তাই বলে তুমি আমাকে দুঃখ দেবার কেউ নও "
(1)

মিথ্যে কত গল্প সাজাই ,বদলে বদলে বেশ। সময় শুধু বলতে পারে কি হবে “শেষমেশ”। Directed by Kajal Arefin Ome
17/04/2024

মিথ্যে কত গল্প সাজাই ,বদলে বদলে বেশ।
সময় শুধু বলতে পারে কি হবে “শেষমেশ”।

Directed by Kajal Arefin Ome

এদিকে আমি শত সহস্র আর্তনাদ ; ওদিকে তুমি এক পরমাশ্চর্য না-শোনা..!_মির্জা গালিব
17/04/2024

এদিকে আমি শত সহস্র আর্তনাদ ; ওদিকে তুমি এক পরমাশ্চর্য না-শোনা..!

_মির্জা গালিব

নজরুল তার স্ত্রী নার্গিসকে এক চিঠিতে লিখেছেন, 'তুমি ভুলে যেওনা আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি’। 🤍🌸
16/04/2024

নজরুল তার স্ত্রী নার্গিসকে এক চিঠিতে লিখেছেন, 'তুমি ভুলে যেওনা আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি’। 🤍🌸

ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এক নারীর কারণে। তারনাম হেলেন। এটা আমরা সবাই জানি। কিন্তু StefanieIsak নামটি আমরা অনেকেই জানি না। ...
16/04/2024

ট্রয় নগরী ধ্বংস হয়েছিল এক নারীর কারণে। তার
নাম হেলেন। এটা আমরা সবাই জানি। কিন্তু Stefanie
Isak নামটি আমরা অনেকেই জানি না। ১৬ বছরের এই
ইহুদী মেয়েটির কারণে সারা দুনিয়া ধ্বংস হবার
উপক্রম হয়েছিল।
১৯০৬ সাল, ভিয়েনা শহরে বসবাসরত মেয়েটির বয়স
তখন ১৬। ধনী ব্যবসায়ীর মেয়ে। একদিন রাস্তার ধাঁরে
বসে থাকা এক আর্টিষ্ট কে দিয়ে শখ করে মেয়েটি
তার একখানা পোট্রেট বানালো। অসম্ভব রূপবতী এই
নারীর ছবি আঁকতে গিয়ে মনের অজান্তে আর্টিষ্ট
তার প্রেমে পড়ে গেল।
আর্টিষ্ট এর বয়স তখন ১৮। ছেলেটির স্বপ্ন
চিত্রশিল্পী হওয়া। একাডেমি অব ফাইন আর্টস্
ভিয়েনা (Academy of Fine Arts Vienna) তে চেষ্টা
করছে ভর্তি হবার জন্য। কিন্তু পারছে না। ছেলেটির
অবসর কাটে রাস্তার ধাঁরে ছবি একে। আবার মাঝে
মাঝে পথচারীদের পোট্রেইট এঁকে দু চার পয়সা
রোজগার করে।
শিল্পীদের মন অনেক রোম্যান্টিক হয়। এটাই
স্বাভাবিক। তো পরদিন মেয়েটিকে সে প্রোপোজ
করে। মেয়েটি হা কিংবা না, কিছুই বলেনা।
ছেলেটি মাঝে মাঝে মেয়েটির বাড়ির সামনে
গিয়ে বসে থাকতো। একপলক দেখার জন্য। বিশাল
বাড়িটি উচু প্রাচীরে ঘেরা। বিশাল লোহার গেট।
মাঝে মাঝে ছেলেটি তার পোষা কুকুরকে গেটের
ফাঁক দিয়ে প্রবেশ করিয়ে দিত বাড়ির ভিতরে।
কুকুরটির মুখে থাকত প্রেম পত্র।
কুকুরটি ছিল ছেলেটির অনেক প্রিয় ভিয়েনা আসার
সময় তার মা এই কুকুরটিকে তার সাথে দিয়েছিল। বলা
যায়, কুকুরটি ছিল মায়ের দেয়া শেষ উপহার। কারণ,
এইপর আর কোনদিন ছেলেটির দেখা হয়নি তার মা
ক্লারা (Clara) এর সাথে। তিনি মারা যান। মেয়েটির
পরিবার বিষয়টি আমলে নিলো। ছেলেটি চাল
চুলোহীন, রাস্তার ছেলে। তার উপরে non-Jewish… এই
সম্পর্ক কিছুতেই সম্ভব নয়। আর ছেলেটির 'ভবিষ্যৎ'
বলে কিছু নেই। তারা ছেলেটিকে বারবার বারণ করে
দিলো। কিন্তু প্রেম কি আর বারণ শোনে?
ছেলেটি সুযোগ পেলেই মেয়েটিকে দূর থেকে
দেখতো। উত্তর না এলেও প্রেম পত্র দিতো। তো
একদিন প্রেমপত্র সমেত কুকুরটিকে আবার পাঠালো
মেয়েটির বাড়িতে। কিন্তু এইদিন আর কুকুরটি ফিরে
এল না। ছেলেটি সারারাত অপেক্ষা করে, সকালে
চলে গেল। পরদিন আবার মেয়েটির বাড়ির সামনে
গেল। বাড়ির সামনে রাস্তার পাশে ছেলেটি তার
সেই প্রিয় কুকুরটির মৃতদেহ খুঁজে পেল। নির্মমভাবে
তাকে মেরে ফেলা হয়েছে।
সেইদিন কাঁদতে কাঁদতে ছেলেটি চলে এলো। আর
কোনদিন ঐ বাড়ির সামনে যায় নি সে। চালচুলোহীন
ওই রাস্তার ছেলেটি পরে যা করেছিলো তা ইতিহাস!
বলা যায় রাস্তার সেই ছেলেটি নিজ হাতে গত
শতাব্দীর ইতিহাস লিখে গেছে এমনকি,
পরবর্তীতে তার পোষা কুকুর Blondi, এতটাই বিখ্যাত
হয়েছিল যে তার wiki page এর সাইজ অনেক বিখ্যাত
সেলিব্রেটিদের চেয়ে বড়!!
অনেক পরে মেয়েটি নাকি বলেছিল, সে ছেলেটিকে
মনে মনে ভালবাসত। সাহস করে বলতে পারে নি। যাই
হোক, ছেলেটির
নাম ছিল - 'এডলফ হিটলার'! হ্যা; হিটলার ছোটবেলায়
পোষ্ট কার্ড আঁকিয়েই জীবিকা নির্বাহ করতেন।

আমাদের জোভানাপু। শত শত মেয়েদের ক্রাশ এখন নিজেই চিবিলেস হয়ে পর্দায় উপস্থিত হয়েছেন। রঙিন পেয়ালায় বাহারি সুধার মতো দিনশেষে ...
16/04/2024

আমাদের জোভানাপু। শত শত মেয়েদের ক্রাশ এখন নিজেই চিবিলেস হয়ে পর্দায় উপস্থিত হয়েছেন। রঙিন পেয়ালায় বাহারি সুধার মতো দিনশেষে তারা আসলে আমাদেরকে এমন এক ভয়াবহ বিষ পান করতে সচেষ্ট হচ্ছেন যে, এখনি যদি আমরা নিজেরা সচেতন না হই, তো আগামীকাল আপনার-আমার ছেলেমেয়েরাও যুগের হাওয়ায় আপন সত্তা খুইয়ে ফেলবে।

15/04/2024

চোখের নিচে ডার্ক সার্কেল, চেহারার বিষন্নতা। ভালো নেই.....

প্রেমিকাকে মুগ্ধ করতে লাখ টাকার উপহার ডায়মন্ডের আংটি কিংবা সোনায় মোড়ানো নেকলেস হলেই যথেষ্ট, কিন্তু ওই আনন্দ সীমিত সময়ের।...
15/04/2024

প্রেমিকাকে মুগ্ধ করতে লাখ টাকার উপহার ডায়মন্ডের আংটি কিংবা সোনায় মোড়ানো নেকলেস হলেই যথেষ্ট, কিন্তু ওই আনন্দ সীমিত সময়ের। দু'চার দিন কিংবা দু'মাস পরেই ফুরিয়ে যায়। এটাই নিয়ম।

আমি প্রেমিক হয়ে উঠলে তোমাকে ওই লাখ টাকার দামি উপহার না দিয়ে সেই টাকাতে ছোট্ট ছোট্ট উপহার দিয়ে তুমুল মুগ্ধতায় ভসিয়ে রাখব তিন'শো পঁয়ষট্টি দিন। আমি হবো ছেলেমানুষি ট্রাইপ প্রেমিক। আমার জানা থাকবে তোমার পছন্দের সবক'টা রঙ। ফেসবুক স্ক্রল করতে করতে হটাৎ “খুঁত”এর একটা শাড়ি পছন্দ হলে আমি সেটা কিনে পাঠিয়ে দেব তোমার ঠিকানায়। শাড়ির সঙ্গে মেচিং করে কানের দুল খুঁজবো আড়ংয়ে, ঐ রঙের কাঁচের চুড়ি খুঁজতে গিয়ে উলোটপালোট করবো শ'খানেক দোকান তবুও হাল ছাড়বো না। ভুলোমনা স্বভাব আমার থাকালেও কালো টিপের কথা আমি মনে রাখব।

তোমার পছন্দের সবকয়টা লেখকের নাম থাকবে আমার মুখস্থ। মেয়েদের যাবতীয় মেকআপ সব আইটেমের নাম থাকবে ঠোটস্থ। নীলক্ষেতর বইয়ের সমুদ্রে পাশ ঘেসে গেলেই তোমার জন্য কিনব গোটা কয়েক বই। তোমার পায়ের ঝুমঝুম শব্দ শোনার ইচ্ছে জাগলেই আধিখ্যেতা করে কিনব একজোড়া নূপুর। অফিস ফেরৎ পায়ে গাঁথা ক্লান্তি নিয়ে হাঁটতে গিয়েও ফুলের দোকান দেখেলে থমকে দাঁড়াব আমি। তোমার ভয়াবহ রাগী মেজাজে সামলে নেওয়ার উপায় থাকবে আমার নখদর্পণে।ঘুম না আসা রাত্রীতে আমি গেয়ে শোনাব আমার ভাঙা গলায় তোমার পছন্দের গানের লিরিক। সন্ধ্যা যখন কোথাও কোথাও কারো কারো বুকে নেমে আসে গাঢ় বেদনা সেই সময় আমি আমার পথের রেখা বদলে চলে যাব তোমার বাসার নিচে। বলবো, “চলো হেঁটে আসি”। আকাশ উজ্জল করে কোন রত্তিতে হুমায়ুনের উজ্জল বাঁকা চাঁদ উঠলে চমকে দিতে তোমায় ফোন করে ওপাশ হতে বলব, ছাঁদে যাও, চলো হিমু হই, হা করে জ্যোৎস্ন্যা খাই। বর্ষার বিকেলে হঠাৎ বৃষ্টি নামলে কদম হাতে চলে যাব তোমার বাড়ির বারান্দার নিচে। আমন্ত্রণ করবো, “এসো ভিঁজি”।

প্রেমিকাকে খুশী করতে, মুগ্ধ করতে, চমকে দিতে অসীম কোন ক্ষমতা অথবা খুব বেশী টাকাপয়শার প্রয়োজন হয় না। কোথাও যেনো একবার পড়েছিলাম, নারী তাঁর পছন্দের পুরুষের পাগলামি দেখে পৈশাচিক আনন্দ পায়। নারী চায় তাঁর পছন্দের পুরুষ তার জন্য পাগলামী করুক। ভালোবাসার প্রকাশ করুক। ঐ ভালোবাসা হোক চমক প্রবণ। হুটহাট না বলে বাসার নিচে চলে যাওয়া, কলেজ গেইটের কড়কড়ে রোধে পুড়ে একঝলক দেখার অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকা, সাক্ষাৎ শেষে রিক্সা করে তাঁর পছন্দের আইসক্রিম খেতে খেতে শহর দেখা, ইত্যাদি ইত্যাদি।

প্রেমিক হয়ে উঠলে আমি ভীষণ রকমের হেঙলা হয়ে যাব। প্রেম ভীষণ মিষ্টি জিনিস, সেই মিষ্টতা ধরে রাখতে ছোটখাটো এইসকল পাগলামী করা যদি লেইম হয়, তবে ঐসব লেইম কার্মকাণ্ডতে গা বাসাতে আমার একটু বাঁধবে না। ওরকম টুকটাক পাগলামি করে প্রিয়জনদের চমকে দেওয়ার পরে তাদের যেই হাস্যউজ্জল মুখচ্ছবির দেখা মিলে সেই মুখচ্ছবি দেখার মতো শান্তি পৃথিবীর দ্বিতীয় আর কোনো পাগলামিতে নেই।

আরিফ হুসাইন

বুকটা আমার তবে থাকো তুমি।
15/04/2024

বুকটা আমার তবে থাকো তুমি।

এই ধুলোমাখা শহরে তুমি জীবন্ত শান্তি...
14/04/2024

এই ধুলোমাখা শহরে তুমি জীবন্ত শান্তি...

"স্বামী আর বাবা হিসেবে তুমি ভালোবাসা পেতে পারো।কিন্তু পুরুষ হিসেবে তুমি একা-ই"
14/04/2024

"স্বামী আর বাবা হিসেবে তুমি ভালোবাসা পেতে পারো।
কিন্তু পুরুষ হিসেবে তুমি একা-ই"

13/04/2024

প্রিয়দর্শিনী, পহেলা বৈশাখে নক কইরো। তোমার এলাকায় আছি... ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত🥰

When a women cries over a men. She really loves him. But......When a men cries over a women. He will never love another ...
12/04/2024

When a women cries over a men. She really loves him. But......
When a men cries over a women. He will never love another women like her 🥀💔

Aisa Eid Pictures toh main bhi deserve karti hoon.❤️
11/04/2024

Aisa Eid Pictures toh main bhi deserve karti hoon.❤️

Eid mubarak 🥰
11/04/2024

Eid mubarak 🥰

জীবনের কাছে এতো অভিযোগ কেনো বন্ধু তোমার।
10/04/2024

জীবনের কাছে এতো অভিযোগ কেনো বন্ধু তোমার।

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
10/04/2024

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

একটা প্রশান্তি আছে 🥰
10/04/2024

একটা প্রশান্তি আছে 🥰

09/04/2024

অনেক দিন পর তৃপ্ত সহকারে খাইলাম। আলহামদুলিল্লাহ 🥰

একটা মানুষ থাকবে।যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"গায়ে গা ঘেঁষে চলবে।রাস্তা পার হতে তোমার ডান ...
08/04/2024

একটা মানুষ থাকবে।
যে একদম হঠাৎ করেই, ভিড় থেকে বেরিয়ে এসে বলবে," ভালোবাসি।"
গায়ে গা ঘেঁষে চলবে।
রাস্তা পার হতে তোমার ডান হাতের একটা আঙুল শক্ত মুঠোয় ধরবে,
রাস্তায় দাঁড়িয়ে লাল চা, একটা পশম দেওয়া সস্তার পুতুল।
গোলাপ না হলেও চলবে,
তবে রামধনু রঙা হাসি আঁকড়ে নিয়ে থাকবে।
একটা মানুষ,
যে হঠাৎ করেই বলবে, " সাথে থাকবো, ব্যস।"
--- অনিবেন্দ্র 🍁

শুধু একটা বিশ্বস্ত হাত দরকার আর কিছু না..!
07/04/2024

শুধু একটা বিশ্বস্ত হাত দরকার আর কিছু না..!

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
06/04/2024

প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।

৩০ সেকেন্ডের খুতবা:বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,"যদি...
05/04/2024

৩০ সেকেন্ডের খুতবা:

বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,

"যদি ৩০হাজার শহীদ, ৭০হাজার আহত,
এবং ২০লক্ষ গৃহহীন ফিলাস্তিনী মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?

খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
স্বলাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি জুময়ার নামাজ শুরু করলেন।

।।তুরস্কের একটি ফোক কবিতা।।“তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।তুমি বলো, তুমি সূর্য ভাল...
05/04/2024

।।তুরস্কের একটি ফোক কবিতা।।

“তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো।
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো।
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও।
তাই আমি ভয় পাই
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো।”

গতবছর যে জুনিয়রকে সবচেয়ে বেশি টাকা সালামি দিয়েছিলাম, সে পরবর্তীতে সেমিস্টার ড্রপ খেয়েছে। আরেকজনকে সামান্য কিছু টাকা দিয়ে...
05/04/2024

গতবছর যে জুনিয়রকে সবচেয়ে বেশি টাকা সালামি দিয়েছিলাম, সে পরবর্তীতে সেমিস্টার ড্রপ খেয়েছে।

আরেকজনকে সামান্য কিছু টাকা দিয়েছিলাম, কিছুদিন পর শুনলাম ওর ব্রেকাপ হয়ে গেছে। ছেলে এখন পাগলের মত আচরণ করে।

অথচ, এক জুনিয়র মেসেজ দিয়ে বলেছিলো, "ভাইয়া শুধু দোয়া করবেন আমার জন্য। সালামি লাগবে না।" ওর এখন বিরাট অবস্থা। সিজি ৩.৯২। মাসিক ইনকাম হাজার চল্লিশেক। গার্ল্ফেন্ড একটা আছে, তাও মেয়েরা পিছে ঘুরঘুর করে।

এখন... তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। তুমি ভেবে দেখো কি চাও। সালামি নাকি সমৃদ্ধি...!!!

আলহামদুলিল্লাহ 🥰🥰Iftar Party_ ইফতার পার্টি Quality Assurance Team Remark HB Limited.
04/04/2024

আলহামদুলিল্লাহ 🥰🥰
Iftar Party_ ইফতার পার্টি
Quality Assurance Team
Remark HB Limited.

আনন্দবাজারের প্রথম পাতায় এক অদ্ভুত খবর-তারিখ আমার সঠিক জানা নেই-“…. লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ার...
03/04/2024

আনন্দবাজারের প্রথম পাতায় এক অদ্ভুত খবর-
তারিখ আমার সঠিক জানা নেই-

“…. লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা একে একে বলে যাচ্ছিল, ওরা কেউ ডাক্তার হতে চায়। কেউ মাস্টার। কারও আবার পুলিশ, সিআইডি অফিসার হওয়ার ইচ্ছে। তৃতীয় শ্রেণির ক্লাসঘরে স্যার জানতে চেয়েছিলেন, কী হতে চাও বড় হয়ে? সবার শেষে মুখ খুলল রিক। রিক বাগদি। অদ্ভুত মায়াভরা এক হাসি নিয়ে সে বলে উঠল, ‘‘আমি বোকা হতে চাই।’’
মাস্টারমশাই অবাক। বললেন, ‘‘বোকা হলে তো তোমাকে সবাই ঠকিয়ে নেবে!’’ রিক হাসতেই থাকে। উত্তর দেয়, ‘‘ঠকিয়ে নেয় তো নেবে! বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারব না।"
বড় হলে সমাজ আমাদের মধ্যে অনেক বিষ মিশিয়ে দেয়, হয়তো না মেশালে টিকে থাকাও দায়, তবু এমন সারল্য মাখা শৈশব দেখে হিংসে তো হয় বলুন?

তবুও আমি বোকা থাকতে চাই।এটাই আমার এম্বিশন।বুদ্ধিমানদের বড্ডো চাপ কিনা....!

সেদিন ঘর পুড়ে যাওয়ায় কড়াইল বস্তির যে মেয়েটা বলেছিলো, "ঘর পুড়ছে তো কী হইছে আমার মা তো বাঁইচা আছে এইডাই বেশি, সবকিছু পুইড়া...
02/04/2024

সেদিন ঘর পুড়ে যাওয়ায় কড়াইল বস্তির যে মেয়েটা বলেছিলো, "ঘর পুড়ছে তো কী হইছে আমার মা তো বাঁইচা আছে এইডাই বেশি, সবকিছু পুইড়া যাক আমার মা তো আছে! মানুষ থাকলে কামাই কইরা খাইতে পারবো, মানুষ না থাকলে কি আর পারবো!"
সেই বাচ্চা মেয়েটা চ্যানেল আইতে এসেছিলো ছোট্ট একটা ইন্টারভিউ দিতে।

প্রথমে কিছুটা কাচুমাচু করছিলো ছোট মানুষ নতুন পরিবেশ, এতো এতো ক্যামেরা দেখে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলো হয়তো। উপস্থাপিকা ওকে সহজ করার জন্য বিভিন্ন প্রশ্ন করছে, প্রশ্ন উত্তরে এক ফাঁকে জান্নাত জানালো সেই ঘর পুড়ে যাওয়ার পর থেকে ওরা কেবল খিচুড়ি খেয়ে থাকছে। তখন উপস্থাপিকা জিজ্ঞেস করলেন, "রোজ খিচুড়ি খেতে ভালোলাগে?"
জান্নাত উত্তর করলো, "না ভালো লাগলেও কিছু করার নেই এইডা পৃথিবী এখানে লড়াই করেই টিকে থাকতে হইবো। সবাই সবকিছু পায় না! আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী, আমিও একজন নারী। কেন পারবো না, একশ একবার পারা লাগবো। যে লড়াই ভয় পায় সে কিন্তু পৃথিবীতে চইলা খাইতে পারে না, যে সাহস করে আগাইয়া যায় সেই পারে।"

প্রশ্নকর্তা অবাক হলেন সেইসাথে আমি নিজেও। এই একরত্তি একটা মেয়ে কী অসম্ভব মনের জোর তার। আবার এও বললো,"কতো লোকের কতো সম্পদ আছে কিন্তু মা নেই। আমাদের এতকিছু নেই কিন্তু মা তো আছে এই অনেক।"

মেয়েটা বড় হয়ে ডাক্তার হতে চায়। সে বুঝে গেছে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন আর এটুকু বুঝে গেছে বাবা-মা বেঁচে থাকা জীবনের সবচেয়ে বড় সম্পদ।
অনেক বড় হও মা তুমি। তুমি পৃথিবীতে নিজের কর্মময় জীবনের ছাপ রেখে যাওয়া, তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা।❤️

01/04/2024

কথা ফুরানোর আগেই বেলা ফুরায়
আর আশা ফুরানোর আগেই জীবন।


✍️আরিফ আজাদ

একগুচ্ছ লিলি ফুলের শুভেচ্ছা নিও। এপ্রিল ফুলের মতো ভুল করা মানুষ গুলো নক করতে পারো WhatsAppমন খারাপের রাতগুলো কিভাবে কাটা...
01/04/2024

একগুচ্ছ লিলি ফুলের শুভেচ্ছা নিও। এপ্রিল ফুলের মতো ভুল করা মানুষ গুলো নক করতে পারো WhatsApp
মন খারাপের রাতগুলো কিভাবে কাটাও। ইনবক্সে জানিয়ে দিতে পারো।

Address

Gazipur

Telephone

+8801623529785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jibon's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jibon's diary:

Videos

Share

Nearby media companies



You may also like