STV বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য,সাংস্কৃতি ও প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা প্রচার করবে এই অনলাইন টিভি চ্যানেল।

সিরাজগঞ্জ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম।

সিরাজগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও প্রতিদিন ঘটে যাওয়া ঘটনা প্রচার করবে এই জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল। যমুনা নদীর তীরবর্তী এই জনপদের মাটি ও মানুষের কথা তুলে ধরবে সিরাজগঞ্জ টিভি চ্যানেল। নিভূল তথ্য ও সংবাদ মানুষের মাঝে পৌছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

সিরাজগঞ্জ টিভি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

"রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিকশা চালাই।" রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে ...
07/06/2024

"রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিকশা চালাই।" রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এ কথাগুলো বললেন মো. মনিরুজ্জামান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এই শিক্ষার্থী প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের ও ছোট দুই বোনের পড়াশেনার খরচ যোগাড় করছেন। গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী প্রতিবেদককে জীবন যুদ্ধের এই গল্প শোনান।

মনির জানান, রাজশাহীতে নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী প্রাইভেট পড়ালেও মাসে দুইশ-পাঁচশো টাকার বেশি পাওয়া যায় না। অথচ ঢাকায় প্রতিদিন রিকশা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন। মনির বলেন, ‘এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয়। কিন্তু সৎ পথে থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি।’ এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বোনদের বিশ্ববিদ্যালয়ে ‘অনার্স’ পড়াতে পারেননি। বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ‘ডিগ্রি’ পড়ছেন।

এসএসসি পাশ করার পরই মনির প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় রিকশা চালানো শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি শুধু মিরপুর এক নম্বরের তাইজুল মিয়ার গ্যারেজের রিকশাই চালান এবং ওই গ্যারেজেই থাকেন।

মনির বলেন, "এই কাজটি কখনোই আমার খারাপ লাগেনি। কাজ তো কাজই। আমি তো আর চুরি-ছিনতাই করছি না।"

কয়েক বছর আগে মাস তিনেকের জন্য চাকরিও করেছিলেন মনির। কিন্তু পরীক্ষার আগে ছুটি না পাওয়ায় তিনি সেটি ছেড়ে দেন। মনির আরো জানান, এ বছরের মাঝামাঝি সময়ে মাস্টার্স শেষ হওয়ার পর তিনি বিসিএস পরীক্ষা দেয়ার প্রস্তুতি নেবেন।

তুমি এই নষ্ট সমাজের একজন আদর্শ শিক্ষার্থী। জীবনে সফলতার চূড়ান্ত সীমা অতিক্রম করো এই কামনা করি।

আজ চা প্রেমীদের দিন, বিশ্ব চা দিবসবিশ্বে চা প্রেমী মানুষের সংখ্যা অগণিত। আড্ডায় কিংবা ঘুম ভাঙা ভোরে এক কাপ চা হৃদয়ে প্রশ...
21/05/2024

আজ চা প্রেমীদের দিন, বিশ্ব চা দিবস

বিশ্বে চা প্রেমী মানুষের সংখ্যা অগণিত। আড্ডায় কিংবা ঘুম ভাঙা ভোরে এক কাপ চা হৃদয়ে প্রশান্তি এনে দেয়। তবে কি জানেন ‘চা দিবস’ বলেও একটি দিন রয়েছে। এই দিনটি উদযাপনের পেছনেও রয়েছে কারণ।

আজ মঙ্গলবার (২১ মে) বিশ্ব চা দিবস। তাই বলা যায়, আজকের দিনটি চা প্রেমীদের দিন। তারা চাইলে আজকের দিনটি উদযাপনে একত্রিত হতে পারেন, কিংবা মেতে উঠতে পারেন চা আড্ডায়।

ন্যাশনাল টুডে'র তথ্য অনুযায়ী, প্রতি সেকেন্ডে মানুষ ২৫ হাজার কাপ চা পান করেন। অর্থাৎ প্রতিদিন দুই বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়।

২০০৫ সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। এই দেশগুলো হলো- শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে হ্যাঁ বলে। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে।

ধারণা করা হয়, বিশ্বের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চা পানকারীদের সংখ্যাও বাড়বে। ভারত ও চীনে চায়ের ব্যাপক জনপ্রিয়তা আছে। চা পানে এই দুটি দেশ বিশ্বের মোট জনসংখ্যার ৩৭ শতাংশ অবদান রাখে।

চা মূলত চীন থেকে এসেছে। আর গরম চায়ের আছে একটি দীর্ঘ ইতিহাস। যা প্রায় ৫ হাজার বছর আগের। চা নিয়ে একটি গল্প প্রচলিত আছে- একজন চীনা সম্রাট গরম পানির কাপ নিয়ে একটি গাছের নীচে বসেছিলেন। তখন কিছু কিছু শুকনো পাতা ওই কাপে এসে পড়ে। পরে সম্রাট সেই পানীয় পান করে মুগ্ধ হন। এভাবে গরম চায়ের সঙ্গে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে। যদিও এই গল্প কতটা সত্যি তা বলা মুশকিল। কিন্তু, এটাতো সত্যি কথা যে- শত শত বছর ধরে মানুষ গরম চা পান করে আসছেন।

যারা প্রতিবাদে অংশ নিয়ে এতদিন তরমুজ কেনেন নি তাদের ধন্যবাদ।ফলাফল : তারা এখন ডেকে ডেকে কম দামে তরমুজ বিক্রি করছে পিস হিসে...
27/03/2024

যারা প্রতিবাদে অংশ নিয়ে এতদিন তরমুজ কেনেন নি তাদের ধন্যবাদ।ফলাফল : তারা এখন ডেকে ডেকে কম দামে তরমুজ বিক্রি করছে পিস হিসেবে ! তবুও ক্রেতা পাচ্ছে না !! জনগন এক হলে বিজয় আসবেই !! 🌿🌿♥️

 #সুবহানাল্লাহ শিলাবৃষ্টি গাজীপুর 🌧️💧☁️⛈️
23/03/2024

#সুবহানাল্লাহ
শিলাবৃষ্টি গাজীপুর 🌧️💧☁️⛈️

ইংরেজির চৌদ্দগুষ্টি পেয়ে গেলাম যার যার লাগবে নিয়ে নেন তাড়াতাড়ি।
22/03/2024

ইংরেজির চৌদ্দগুষ্টি পেয়ে গেলাম
যার যার লাগবে নিয়ে নেন তাড়াতাড়ি।

বাংলা সাহিত্যের অন্যতম সেরা ১০০টি বইয়ের তালিকা।📖এর মধ্যে কয়টি পড়া হয়েছে আপনার?? ১। হাজার বছর ধরে- জহির রায়হান২। চোখের বা...
19/03/2024

বাংলা সাহিত্যের অন্যতম সেরা ১০০টি বইয়ের তালিকা।📖
এর মধ্যে কয়টি পড়া হয়েছে আপনার??

১। হাজার বছর ধরে- জহির রায়হান

২। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর

৩। চিলেকোঠার সেপাই - আখতারুজ্জামান ইলিয়াস

৪। দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

৫। পথের পাচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৬। নিষিদ্ধ লোবান- সৈয়দ সামছুল হক

৭।ট্রিলজি ( সেই সময়, প্রথম আলো, পুর্ব পশ্চিম) - সুনীল গঙ্গোপাধ্যায়।

৮। সূর্য দীঘল বাড়ি - আবু ইসহাক

৯। গঙ্গা - সমরেশ বসু

১০। জীবন আমার বোন লেখক- মাহমুদুল হক

১১। কৃষ্ণকুমারী - মাইকেল মধ্যসুদন দত্ত

১২। সাতকাহন - সমরেশ মজুমদার

১৩। নীল দর্পণ -দীনবন্ধু মিত্র

১৪। কড়ি দিয়ে কিনলাম - বিমল মিত্র

১৫। রক্তাক্ত প্রান্তর - মুনীর চৌধুরী
১৬। দুর্গেশ নন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৭। সুবচন নির্বসনে - আবদুল্লাহ আল মামুন

১৮। জননী -- শওকত ওসমান

১৯। যে জলে আগুন জ্বলে - হেলাল হাফিজ

২০। রাজবন্দীর জবানবন্দী - কাজী নজরুল ইসলাম

২১। দিবারিত্রির কাব্য - মানিক বন্দ্যোপাধ্যায়

২২। গর্ভধারিণী - সমরেশ মজুমদার

২৩। লোটাকম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়

২৪। পুতুলনাচের ইতিকথা - মানিক বন্দ্যোপাধ্যায়

২৫। পথের দাবি - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৬। জোৎস্না ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ

২৭। গাভী বিত্তান্ত - আহমদ ছফা

২৮। ঝিলাম নদীর দেশ-বুলবুল সারওয়ার

২৯। দিপু নাম্বার টু - জাফর ইকবাল

৩০। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৩১। কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৩২। শেষের কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

৩৩। ছাড়পত্র - সুকান্ত ভট্টাচার্য

৩৪। ন হন্যতে - মৈত্রেয়ী দেবী

৩৫। শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়

৩৬। নকশীকাঁথার মাঠ। - জসীমউদ্দীন

৩৭। ক্রিতদাসের হাসি -শওকত ওসমান

৩৮। বিষাদসিন্ধু - মীর মোশাররফ হোসেন

৩৯। শাম্ব - সমরেশ বসু

৪০। লাল সালু - সৈয়দ ওয়ালিউল্লাহ

৪১। রাইফেল রোটি আওরাত-আনোয়ার পাশা

৪২। হাঙর নদী গ্রেনেড - সেলিনা হোসেন

৪৩। চাঁদের অমাবস্যা - সৈয়দ ওয়ালীউল্লাহ

৪৪। মৃত্যুক্ষুধা - কাজী নজরুল ইসলাম

৪৫। সুলতানার স্বপ্ন - বেগম রোকেয়া

৪৬। দেশে বিদেশে- সৈয়দ মুজতবা আলী

৪৭। মাধুকরী - বুদ্ধদেব গুহ

৪৮। প্রমথ চৌধুরী - তেল নুন লকড়ি

৪৯। ছাপ্পান্ন হাজার বর্গমাইল -হুমায়ূন আজাদ

৫০। বরফ গলা নদী - জহির রায়হান

৫১। চিতা বহ্নিমান - ফাল্গুনী মুখোপাধ্যায়

৫২। মা- আনিসুল হক

৫৩। লাল নীল দীপাবলি - হুমায়ূন আজাদ

৫৪। কাছের মানুষ - সুচিত্রা ভট্টাচার্য

৫৫। মেমসাহেব - নিমাই ভট্টাচার্য

৫৬। সঞ্চিতা - কাজী নজরুল ইসলাম

৫৭। কাঁদো নদী কাঁদো -ওলালিউল্লাহ

৫৮। সবিনয় নিবেদন - বুদ্ধদেব গুহ

৫৯। তেইশ নাম্বার তৈলচিত্র- আলাউদ্দিন আল আজাদ

৬০। সারেং বউ - শহিদুল্লাহ কায়সার

৬১। সুর্য তুমি সাথি - আহমদ ছফা

৬২। সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

৬৩। পদ্মা নদীর মাঝি - মানিক বন্দ্যোপাধ্যায়

৬৪। শ্রীকান্ত - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬৫। খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস

৬৬। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে - শামসুর রাহমান

৬৭। বনলতা সেন - জীবনানন্দ দাশ

৬৮। সোনালি কাবিন - আল মাহমুদ

৬৯। রাখালি - জসিম উদ্দিন

৭০। মেঘনাদবধ কাব্য - মাইকেল মধুসূদন দত্ত

৭১। দৃষ্টিপাত-যাযাবর

৭২। জাহান্নাম হইতে বিদায় - শওকত ওসমান

৭৩। তিতাস একটি নদীর নাম - অদৈত মল্লবর্মন

৭৪। নন্দিত নরকে - হুমায়ূন আহমেদ

৭৫। আমি বিরাঙ্গনা বলছি - ডঃ নীলিমা ইব্রাহীম

৭৬। জমিদার দর্পন - মীর মশাররফ হোসেন

৭৭। সংশপ্তক - শহিদুল্লাহ কায়সার

৭৮। ফেলুদা সমগ্র -সত্যজিত রায়

৭৯। কলকাতার কাছেই - গজেন্দ্রকুমার মিত্র

৮০। হাজার চুরাশির মা - মহাশ্বেতা দেবী

৮১। পল্লীসমাজ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৮২। রূপমঞ্জরী- নারায়ণ সান্যাল

৮৩। আগুন পাখি- হাসান আজিজুল হক

৮৪। বিমল মিত্র- সাহেব বিবি গোলাম

৮৫। গীতাঞ্জলি- রবীন্দ্রনাথ ঠাকুর

৮৬। অগ্নিবীণা - কাজী নজরুল ইসলাম

৮৭। ঝরা পালক - জীবনানন্দ দাশ

৮৮। মতিচুর- বেগম রোকেয়া

৮৯। আলালের ঘরের দুলাল - প্যারিচাঁদ মিত্র

৯০। গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর

৯১। বিলেতে সাড়ে সাতশ দিন- মুহাম্মদ আব্দুল হাই

৯২। আবদুল্লাহ - কাজী ইমদাদুল হক

৯৩। আরন্যক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৯৪। একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম

৯৫। হাঁসুলি বাঁকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-

৯৬। প্রদোষ প্রাকৃতজন - শওকত আলী

৯৭। ক্রাচের কর্নেল - শাহদুজ্জামান

৯৮। সঞ্চয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর

৯৯। উপনিবেশ - নারায়ন গঙ্গোপাধ্যায়

১০০। নুরজাহান- ইমদাদুল হক মিলন

*জনপ্রিয়তার ক্রমানুসারে না

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল জনজনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন ইসলাম ধর্ম গ্রহণ ক...
18/03/2024

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল জন

জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি।

লিল জনের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালিমা পাঠ করছেন।

লিল জন ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায় জন্ম গ্রহণ করেন, তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ২০০০ এর শুরুতে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

15/03/2024

চাউবি পুনর্মিলনীর নৃত্য

11/03/2024
09/03/2024

সিরাজগঞ্জে প্রাক্তনীদের পুনর্মিলনীর নামে রুচিহীন অ*শ্লীল নৃত্য প্রদর্শন

গতকাল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের মিলনমেলার আয়োজন করা হয়।প্রাণে প্রাণপাতা,জোছনায় নকশীকাঁথা শিরোনামে আয়োজনে কমতি ছিলনা কিছুতেই।১৯৭২ ব্যাচ হতে ২০২৩ ব্যাচের প্রায় ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন আয়োজনের আভাস দিয়ে শুরু করলেও সবশেষে নোংরা উত্তাল অসামাজিক নৃত্য দিয়ে আয়োজকেরা আমন্ত্রিত অতিথি ও সিনিয়র,জুনিয়রদের চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন।এই মিলন মেলায় একই পরিবারের বাবা,মা,ভাই,বোন নিয়ে অনেকেই উপস্থিত হয়েছিলেন কিন্তু এসব দেখে লজ্জিত হয়ে বেরিয়ে গেছেন বেশ কিছু প্রাক্তনী।সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এসব বেহাপনার মানে কি তা আমাদের বোধগম্য নয়।এসব নোংরা ও অসামাজিক নৃত্য দেখে বেশ কিছু প্রাক্তন শিক্ষার্থী সরাসরি প্রতিবাদ করলে উন্মাদনার অসভ্য নৃত্য সাময়িক বন্ধ করতে বাধ্য হয় আয়োজক কমিটি।আর সন্ধ্যার পরপরই লজ্জার সীমা অতিক্রম করে আবারো শুরু হয় বেহায়াপনা।সব ভিডিও STV এর হাতে এসে পৌঁছেছে।কিছু ভিডিও প্রচারযোগ্য নয় তাই প্রচার করতে পারলাম না।

গত ৩০ বছর যাবৎ এই মঞ্চে চালিতাডাঙ্গা দারুস সালাম কওমী মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল চলে আসছে।এই প্রথম কোন এক আয়োজক কমিটি মঞ্চটিকে কলংকিত করলো যা সত্যিই দুঃখজনক।

কবে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে?কবে আমাদের রুচির দুর্ভিক্ষ কেটে যাবে?এই অপসংস্কৃতি থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখবে?সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসব অ*শ্লীল,রুচিহীন পরিবেশনা দেখে বিদ্যাপীঠের নতুন শিক্ষার্থীরা কি শিখবে?

09/03/2024

পুনর্মিলনীর নামে অশ্লীল নৃত্য প্রদর্শন

গতকাল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীদের মিলনমেলার আয়োজন করা হয়।প্রায় ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্ন আয়োজনের আভাস দিয়ে শুরু করলেও সবশেষে নোংরা উত্তাল অসামাজিক নৃত্য দিয়ে আয়োজকেরা আমন্ত্রিত অতিথি ও সিনিয়রদের চরম অপমান করেছেন আর অনেকেই বিব্রতবোধ করেছেন।এই মিলন মেলায় একই পরিবারের বাবা,মা,ভাই,বোন নিয়ে অনেকেই উপস্থিত হয়েছিলেন কিন্তু এসব দেখে লজ্জিত হয়ে বেরিয়ে গেছেন বেশ কিছু প্রাক্তনী।সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এসব বেহাপনার মানে কি তা আমাদের বোধগম্য নয়।

গত ৩০ বছর যাবৎ এই মঞ্চে চালিতাডাঙ্গা দারুস সালাম কওমী মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল চলে আসছে।এই প্রথম কোন এক আয়োজক কমিটি মঞ্চটিকে কলংকিত করলো।সত্যিই দুঃখজনক।কবে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে?কবে আমাদের রুচির দুর্ভিক্ষ কেটে যাবে?এই অপসংস্কৃতি থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখবে?সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসব অ*শ্লীল,রুচিহীন পরিবেশনা দেখে বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কি শিখবে?

04/03/2024

ঘুমের ঘোরে স্বপ্নে দেখি - ভাইরাল গান

03/03/2024

৯৫ বন্ধুদের মহামিলন মেলায় সঙ্গীত পরিবেশনা ৩
শিল্পীঃ মনিকা ইয়াসমিন

24/02/2024

শেখ রাসেল পার্ক থেকে
৯৫ বন্ধুদের মহামিলন মেলার সঙ্গীত পরিবেশনা ১

18/02/2024

অসাধারণ ভয়েস

04/02/2024

আপনারা দেখছেন জনপ্রিয় টকশো

29/01/2024

আজকের জনপ্রিয় টকশো

29/01/2024

আজকের টকশো

Address

Tongi
Gazipur
1200

Telephone

+8801819221292

Website

Alerts

Be the first to know and let us send you an email when STV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to STV:

Videos

Share