Anikistic

Anikistic Food Nature Travel Activists Life

24/08/2023

Collected post: Lets make some difference to our future generation.

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি ইম্পর্ট্যান্ট। এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। আর মুরুব্বিরা দেখলেন মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!
বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ এন্টারটেইন্মেন্টের মাধ্যম গুলো একে একে বন্ধ করে দেয়া হল- এরা সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল। কোথাও কিশোর গ্যাং তৈরী হল।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, আরে এই জেনারেশনটা এমন যাচ্ছেতাই কেন!

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল সমবয়সী কাজিনদের সাথে একাডেমিক রেজাল্ট কম্পেয়ার করারটা হেলদি কম্পিটিশন। এই র‍্যাট রেইসে ঠেলতে ঠেলতে আমরা মিউচুয়াল রেস্পেক্টের জায়গাটা নস্ট করলাম। এরা এখন অন্যর success সহজে নিতে পারে না। প্রচন্ড শো-অফ করে রিকগনিশন চায়, ইনফিরিওরিটি কম্পপ্লেক্স থেকে উতরে আসতে চায়। বন্ধুদের নিয়ে হ্যাং আউট করলেও, ফ্যামিলি গ্যাদারিং থেকে দূরে দূরে থাকতে চায়।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হল, 'আরে এই জেনারেশনটা এমন এন্টি সোশ্যাল হয়ে যাচ্ছে কেন!'

প্যারেন্টিং এর নামে বড় বড় ব্লান্ডার করে ফেলার পর আমরা এখন ব্লেইম গেম খেলি, নিজেদের দোষটা চাপিয়ে দেই নিউ এইজ সাইকোলোজির উপর। অথচ একটু আয়নায় ভালোকরে তাকান, দেখতে পাবেন একটা ফুল জেনারেশনকে সাইকোলজিক্যালি আন্সট্যাবল করে দেয়া রক্তচক্ষু দুটো এখনো আগের মতই হিংস্র।

লেখক: অজানা

https://youtu.be/D-J_T9qN0FY
23/06/2023

https://youtu.be/D-J_T9qN0FY

#পুঠিয়া_রাজবাড়ী #পুঠিয়া #রাজবাড়ি #রাজবাড়ী #জমিদারবাড়ি ...

Anikistic
10/06/2023

Anikistic

19/05/2023

সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর। নারায়ণগঞ্জ।
#ভ্রমন #এক #একদিন #ভিজিট #বাংলাদেশ #ভিজিটবাংলাদেশ #মিউজিয়াম #লোকশিল্প #লোক_ও_কারুশিল্প #সোনারগাঁও #জাদুঘর

04/05/2023

বড় সরদার বাড়ি। সোনারগাঁও।

25/04/2023

একটি ভূতুরে বাড়ি বা পোড়া বাড়ি হলো সেই সকল বাড়ি বা ভবন, যা সেই সম্পত্তির সাথে পরিচিত বা কোন সাবেক বাসিন্দাদের মৃত আত্মা বা ভূত দ্বারা অধ্যুষিত বলে মনে করা হয়। এক্ষেত্রে মৃতের আত্মাতে পূর্বের কোন মানসিকতা এবং আত্মার মধ্যে পূর্বের কোন হিং-সাত্মক বা বিয়োগান্তক ঘটনা যা অতীতে উক্ত ভবনে সম্পন্ন হয়েছিল; যেমন, খু-ন, দূর্ঘটনায় মৃ-ত্যু, বা আ-ত্মহ-ত্যা ইত্যাদি যুক্ত হয়।এসব ক্ষেত্রে বৈজ্ঞানীক ব্যখ্যা হলো, পুরাতন বাড়িগুলোতে বিষা # ক্ত কিছু পদার্থ থাকে যা থেকে মানুষ তার অবচেতন মনে বিভিন্ন শব্দ শুনতে পেয়েছে বলে মনে করে, স্বপ্নের মধ্যে হাটাহাটি করে বা কোন কোন সময় হ্যালোসিনেশনে ভোগে।
# #ভূতুড়েগল্প #ভূতের_গল্প #ভূতুড়ে_গল্প #পোড়াবাড়ি #গাজীপুর #রাজেন্দ্রপুর gazipurtour

20/04/2023

#ভাওয়াল #রাজ #শ্মশানেশ্বরী #শ্মশান #গাজীপুর #ভ্রমণ

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anikistic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share