08/07/2024
একটা কালো মেয়ের খুঁজে দিও তো আমায়।
ওর গালদুটো খাদান থেকে তুলে আনা সদ্য পাথুরে কয়লার মতো হবে,
যাকে এখনও পর্যন্ত গনগনে আঁচে ফেলে বাড়িতে ব্যবহারের উপযোগী করা হয়নি।
ওর ঠোঁট দুটো গ্রাফাইটের মতো হবে,
যাকে এখনও পর্যন্ত সস্তার কাঠের ছাঁচে ভরে কবিদের লেখার জন্য কালো রঙের পেন্সিল তৈরি করা হয়নি।
ওর ঘন কেশের সজ্জা অরন্যের রাত্রির মতো হবে,
যাকে এখনও পর্যন্ত চোরাশিকারির ট্রাকের আলো, ঝলমলে করতে পারেনি।
ওর নাভীর আকার শামুকের খোলার মতো পেঁচানো হবে,
অন্যমনস্ক কোনো মানুষ যাকে এখনও পর্যন্ত পায়ের চাপে গুঁড়িয়ে দেয়নি।
ওর বুকটা গ্রীষ্মের কলকাতার পিচগলা রাস্তার মতোন মনে হবে,
যার ওপর এখনও পর্যন্ত বাসের টায়ার দাগ এঁকে দেয়নি।
কালশিটে দাগগুলো এখনো অবধি পিঠ, হাত পায়ে চেপে বসেনি।
ওই কালো শরীরে লাল রক্ত, জমাট বেঁধে আবার কালো হয়ে যায়নি।
এরকম মেয়ে খুঁজে পেলে জানিও।
ওর হাত ধরে পাহাড়ের দেশে হারিয়ে যাবো ,
হয়তো ফিরবো না কখনো।
আদিম পাহাড়ের কালো পাথরের সাথে ওর গায়ের রঙ মিলিয়ে নেবো।
শুনেছি আদিম মানুষের বুকে সভ্যতা বাসা বাঁধতে পারেনি,
ওদের বুকের লোমকূপ, কংক্রিটের নিঃশ্বাসে অহরহ আঘাত পায়নি।।
-------- অনিবেন্দ্র 🍁