Gazipur City

Gazipur City The government approved country's 11th city corporation at Gazipur comprising about 330sq km area fr

The government Monday approved country's 11th city corporation at Gazipur comprising about 330sq km area from Tongi and Gazipur municipalities, report agencies. The decision was taken at the 107th meeting of NICAR held at Bangladesh Secretariat with Prime Minister Sheikh Hasina in the chair. The Local Government Ministry will publish a gazette notification in this regard fixing boundary for the ci

ty corporation divided into numerous wards. The first polls to the City Corporation will be held in 180 days from publishing of the notification. Cabinet Division's Additional Secretary Nazrul Islam, after the meeting, told journalists that the city corporation of 329.9 sq km would have 2.5-million populations. An Administrator will be appointed once the city corporation comes into being, and he will hold the polls to elect a Mayor for the city corporation. The NICAR meeting also approved a proposal for upgrading Tarakanda thana in Phulpur upazila of Mymensingh into a new upazila comprising 10 unions, with a size of 315.69 square kilometres and a population of 2,92,456. The meeting also decided to establish a pourasava at Pirganj upazila sadar in Rangpur district with a population size of 50,000 and another pourashava at Uzirpur upazila sadar in Barisal district with a population of 51,597 both under the Local Government (Pourashava) Act, 2009.

05/08/2024

বিজয়ের অন্তিম সময় লাইভ ♥♥

04/08/2024

ধানমন্ডিতে আন্দোলন ঠেকাতে অটোমেটিক রাইফেল ব্যবহার! | BanglaVision

04/08/2024

রংপুরে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের ধাওয়া দিল শিক্ষার্থীরা | Rangpur News | Channel 24

04/08/2024

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন | DBC NEWS

04/08/2024

জেলায় জেলায় আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষ, নিহত ২ | Quota Protest | Student Movement | Awami League

04/08/2024

ঢাকার সিএমএম আদালতে হামলা, পুলিশের প্রিজন ভ্যান ভাংচুর | CMM Court | News24

04/08/2024

উত্তরায় দুই গ্রুপের সংঘ-র্ষ, পালালেন আ.লীগ নেতাকর্মীরা | Student Protest | Awami league | SATV

04/08/2024

সড়কে নেই পুলিশ, আওয়ামিলীগ, রাজপথের দখলে শিক্ষার্থীরা | Daily Manabzamin

04/08/2024

আন্দোলনকারীদের দখলে শাহবাগ, ছাত্রলীগকে ধাওয়া | Daily Manabzamin

04/08/2024

শাহবাগে হামলা পাল্টা-হামলা, বিএসএমএমইউতে ভাঙচুর-অগ্নিসংযোগ | BSMMU | Dhaka | Jamuna TV

04/08/2024

সিরাজগঞ্জে বিক্ষোভ, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া | Sirajganj protest | Jamuna TV

04/08/2024

বরিশালের রাস্তায় লাঠি হাতে সাধারণ শিক্ষার্থীদের মিছিল | Barishal News | Channel 24

03/08/2024

Live ○ ব্রাক ইউনিভার্সিটির দিকে যাচ্ছে শিক্ষার্থীরা

03/08/2024

🔴সরাসরি | শনিবারে সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ | Quota Reform Protest | Student Protest

03/08/2024

Live: মিছিল নিয়ে শহীদ মিনারের অভিমুখে, সরাসরি... | ছাত্র আন্দোলন |

একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। গতকাল রাতে জয়দেবপুর রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় চিত্র টা সামনে আসে। একটা লোক একটা বড়...
13/03/2024

একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। গতকাল রাতে জয়দেবপুর রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় চিত্র টা সামনে আসে। একটা লোক একটা বড় ঝুড়ি তে করে এভাবেই মিষ্টি গুলো বিক্রি করছে। ব্যাপার টা খুব ভালো লাগছে আমার, নতুন এই আইডিয়া কে আমি সেলুট জানাই। একজন মানুষ মিষ্টির দোকান থেকে ইচ্ছে করলেই এত অল্প মিষ্টি কিনতে পারেনা বা লজ্জায় কিনেনা। একটা কাপ মাত্র ২০ টাকা একজন মানুষের মন চাচ্ছে তো ২০ টাকা দিয়ে কিনে খেতে পারছে। সেল ও হচ্ছে অনেক। মিষ্টির ছবি নিতে চাইলে হাসি হাসি মুখ করে বললো আমার ছবি তুলবেন না। বললাম আসেন আপনারও ছবি তুলি। জায়গাটা অন্ধকার হওয়ায় ছবি গুলো ভালো আসেনি। তবু ছবি দেখে খুব খুশি। কথা বলে জানতে পারলাম ওনি নিজেই মিষ্টি গুলো বানিয়ে পেকেট করে বিকেল হলে এভাবেই মাথায় করে, এখানে সেখানে বসে সেল করে। সেলও ভালো হয়।

কানাডায় মানবপাচার চক্রের ২ সদস্য গাজীপুরে গ্রেফতারগাজীপুর মহানগরীর বাসন থানা ও টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকা থেকে কানা...
15/02/2024

কানাডায় মানবপাচার চক্রের ২ সদস্য গাজীপুরে গ্রেফতার

গাজীপুর মহানগরীর বাসন থানা ও টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকা থেকে কানাডায় মানবপাচার ও জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামীরা হলো মোস্তাকিম ইসলাম (২০) এবং জুয়েল ইসলাম (২৬)। তারা উভয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানার মুশরুত দুলিয়া সর্দারপাড়া এলাকার যথাক্রমে মো: মানিক হোসেন ও মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুর এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকা থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ কামাল হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, সিঙ্গাপুর ফেরত যুবক সোহেল রানা (৪০) আরো ভালো চাকরীর আশায় কানাডায় যাওয়ার উদ্দেশ্যে গ্রেফতারকৃতদের ৯ লাখ টাকা দেয়। পরে তারা সোহেল রানাকে ভূয়া ভিসা ও অন্যান্য কাগজপত্র দিয়ে প্রতারণা করে। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে মহানগরীর বাসন থানায় একটি মামলা দায়ের করেন।

ঐ পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ চক্রটি দেশের বেকার যুবকদের উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচার ও ভূয়া কাগজপত্র তৈরী করে প্রতারণা করে আসছিল। এ কারণে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখি। পরে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবৎ তারা কানাডার জাল ভিসা প্রস্তুত করে প্রতারণার মাধ্যমে সাধারণ জনগণের নিকট হতে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।

---

প্রতারণার কৌশল সম্পের্কে আসামীরা জানায়, এ চক্রটি https://www.visaschack.com নামে একটি ওয়েব সাইট চালু করে। পরে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেয়, যেখানে কানাডার ভিসা সম্পর্কে লোভনীয় প্রস্তাব দেয়া হয়। ফেসবুকে বিজ্ঞাপনের প্রেক্ষিতে অনেকে এই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে। প্রতারক চক্রের যোগাযোগের মাধ্যম ছিল হোয়াটসঅ্যাপ, যেখানে তারা কানাডার নাম্বার ব্যবহার করত এবং এই বিদেশী নাম্বার গুলো তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নেয়। কানাডায় ভিসা প্রাপ্তির জন্য যোগাযোগকারীদের প্রতারক চক্র তাদের তৈরী নিজস্ব ওয়েবসাইট দেয় এবং আবেদন করতে বলে। আগ্রহীরা মনে করে এটি কানাডার সরকারি ওয়েবসাইট, প্রকৃতপক্ষে এই ওয়েবসাইট গুলো প্রতারক চক্র নিজেরাই চালাতো এবং কানাডায় যেতে আগ্রহীদের ডাটা এন্ট্রি করে রাখত। এসব সাইটে প্রতারক চক্র আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা তাদের কাছ থেকে নিয়ে পূর্বেই এন্ট্রি করে রাখতো। যার ফলে কানাডা যেতে আগ্রহী এইসব ভিকটিমদের তথ্য এ সকল ওয়েব সাইটে দেখা যেত এবং তারা ভাবতো তাদের ভিসা কনফার্ম হয়েছে। প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এ সকল ব্যক্তিদের একটি জাল ভিসার ছবি দেখাতো এবং বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নিতো।

তিনি আরো বলেন, আসামীরা জিজ্ঞাসাবাদে আরও প্রতারক চক্রের কয়েকজন সদস্যের নাম প্রকাশ করেছে। তাদেরকে সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গাজীপুর পরিবহনের বাস চাপায়  বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান নিহতের ঘটনায় অভিযুক্ত  বাস চালক...
15/02/2024

গাজীপুর পরিবহনের বাস চাপায় বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ ০২ জন গ্রেফতার।

গত ০৮/০২/২০২৪ খ্রিঃ গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ), জিএমপি, গাজীপুর এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমান বন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে (পশ্চিম পার্শ্বে) ফুট ওভার ব্রিজের নিচ হতে বাস চাপায় এএসআই হাসানুজ্জামান নিহতের ঘটনায় জড়িত ০২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ১. মোঃ ফয়সাল আহম্মেদ(৩০),পিতা- আব্বাস আলী, মাতা-মৃত রাশিদা বেগম, সাং- আন্দারিয়া পাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ (ড্রাইভার)২. মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা-মান্নাফ মোল্লা, মাতা-মোছাঃ সবিরন নেছা, সাং-যশোবন্তপুর, থানা- মোহাম্মদপুর, জেলা-মাগুরা,(হেলপার)।

মাননীয় পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপনকৃত সিসিটিভির রিয়েল টাইম ভিডিও ডেটা বিশ্লেষণ করে বাসটি সনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বাস ও চালক - হেলপারকে আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা হতে আগত বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানাধীন স্টেশন রোডে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গত ০২/০২/২০২৪ খ্রিঃ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকায় পূর্ব থানাধীন মাছিমপুর এলাকাস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশ্ব ইজতেমা ডিউটিতে নিয়োজিত থাকাকালীন এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দ্বয়কে বাস চালক বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ী চালাইয়া গুরুতর আহত করে বাসটি নিয়ে পালিয়ে যায়।

তাদের চিকিৎসার গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক
হাসপাতাল, ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এএসআই হাসানানুজ্জামান কে মৃত ঘোষনা করেন এবং তার সঙ্গীয় এসআই আমির হামজা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন আছে।

Address

GAZIPUR SADAR
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share