Sesh Belar Kobita

Sesh Belar Kobita Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sesh Belar Kobita, Video Creator, Gazipur.

10/05/2024

সকলেই ঝড় তুলেন✊
#ভাইরালকরেদাও

জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।সারা দিন...
06/05/2024

জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে।সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়।

হ্যাঁ এটাই নিহোন (জাপান)।

জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি স্টেশন। নিতান্তই অজ পাড়া-গাঁ বলতে যা বোঝায় অনেকটা তাই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা কোথাও যাওয়া-আসা করেন না। এ কারণেই রেল দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু পরিদর্শকরা তখন লক্ষ করেন, একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তাঁর স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে। তাই ওই ছাত্রীর জন্যই একটি গোটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধু তাই নয়, মেয়েটি যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য ট্রেনের টাইমও পাল্টে দেওয়া হয়। সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। রেল দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে যে, যত দিন না মেয়েটি স্নাতক হচ্ছে, তত দিন এই ট্রেন পরিষেবা চালু রাখা হবে।


#ছবি #অকারনে #সংগৃীত

28/04/2024

কিছু ভুল ক্ষমা করার যোগ্য নয়,যার যায় সে বুঝে হারানোর কিযে যন্ত্রনা।😥
আপনেরা কি বলেন ক্ষমা করা যায়?

ছবিতে যে নারীকে দেখছেন তিনি "লেডি মেহেরবাঈ টাটা"তার গলায় ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।এটির আকার কোহিনূর হীরার দ্বিগুণ।...
27/04/2024

ছবিতে যে নারীকে দেখছেন তিনি "লেডি মেহেরবাঈ টাটা"
তার গলায় ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা ।এটির আকার কোহিনূর হীরার দ্বিগুণ।এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন।
লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন।তিনি শাড়ী পরতে ভালোবাসতেন। তাই সবসময় শাড়ীই পরতেন।তিনি ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান।
এরপর তার স্বামী ডোরাবজী টাটা তাঁর সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল গঠন করেন এবং সেই তহবিল থেকেই " টাটা ক্যান্সার হসপিটাল " এর সৃষ্টি হয়।
হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিং বলেছেন
" মেয়েরা বোকা দেখেই তাঁরা পুরুষের সমান অধিকার দাবি করে । কারন মেয়েরা জানে না,তাঁরা পুরুষের চেয়ে অনেক বেশী উচ্চতর। মেয়েদের আপনি যাই দেন না কেন,সে সেটাকে আরও উচ্চতর কিছু বানিয়ে দিবে।
আপনি মেয়েদের শুক্রাণু দিবেন,সে আপনাকে সন্তান দিবে।
আপনি তাকে একটা ঘর দিবেন,সে সেটাকে বাড়ি বানিয়ে ফেলবে।
আপনি তাকে বাজার দিবেন, সে আপনাকে রান্না করে খাবার বানিয়ে দিবে।
আপনি তাকে হাসি দিবেন, সে আপনাকে হৃদয় দিয়ে দিবে।
আপনি যাই দিবেন সে তাই কয়েক গুন মহৎ করে ফেরত দিবে।
আর আপনি যদি তাকে যন্ত্রণা দেন,তবে রেডি থাকুন,সে আপনার জীবন জাহান্নাম বানিয়ে দিবে "
তথ্যঃ সংগ্রহ
ছবিঃ হিন্দুস্থান টাইমস

 #ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানবিক আবেদন।আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খাবেন,খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গ...
21/04/2024

#ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানবিক আবেদন।

আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খাবেন,
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে জলে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।

ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।।🇧🇩💓
"
"
"
"
"
"
"
"

"গত একযোগে রেল খাতে ৯৪ হাজার কোটি টাকা খরচের পর গরমের তাপে বেঁকে যাওয়া রেললাইনে কচুরিপানা থেরাপি চলছে।এভাবেই এগিয়ে যাও...
18/04/2024

"গত একযোগে রেল খাতে ৯৪ হাজার কোটি
টাকা খরচের পর গরমের তাপে বেঁকে যাওয়া রেললাইনে কচুরিপানা থেরাপি চলছে।

এভাবেই এগিয়ে যাও আমার ডিজিটাল বাংলাদেশ 😢
#রেললাইন #ব্রেকিং #নিউজ #বাংলাদেশ Sesh Belar Kobita

ক্ষুধা, ভয়,  মৃত্যু ও প্রেম                 একটা  ফ্রেমেই  নিহিত!                  মা  এবং  শিশুর  মায়ার                ...
02/03/2024

ক্ষুধা, ভয়, মৃত্যু ও প্রেম
একটা ফ্রেমেই নিহিত!
মা এবং শিশুর মায়ার
অমোঘ বন্ধন এর আর
নির্ভরতার ছবিটি
এক সেরা ছবি
হিসেবে পুরস্কৃত হয়েছে!

চিতাবাঘটি জাম্বিয়ার দক্ষিণ লুয়াংওয়া জাতীয় উদ্যানে একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা! সূত্র ...ডেইলিমেল




01/03/2024

বেলী রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট এর বিল্ডিং এ ভয়াবহ অগ্নিকাণ্ড। াই

29/02/2024

আমি প্রথমে মনে করেছিলাম সুরিয়া আপুর গেন্ডারি খাচ্ছে,পরে বুঝতে পারলাম অন্য কিছু

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sesh Belar Kobita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like