Valobasar golpo

Valobasar golpo ��
যার রাগ বেশি সে নীরবে অনেক ভালবাসতে জানে,
যে নীরবে ভালবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি.,

27/10/2023

Palestine # | Md Solim | alirazajanbaloch · Original audio | Facebook

27/10/2023

| Aslam Shaikh | moon_aeshtic · Original audio | Facebook

07/10/2023
08/02/2023
08/02/2023
08/02/2023
03/02/2023

তার প্রেমে পড়ো না নারী,
যে তোমার ডার্ক সার্কেলের আড়ালে কন্সিলার দিয়ে ঢেকে রাখা চোখটার প্রেমে পড়ে।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমার চোখের নিচে ডার্ক সার্কেল দেখে ঝাড়ি দিয়ে বলবে,
ইনসমোনিয়ায় ভুগছো নাকি মেয়ে?শুনো আজকের পর থেকে আর রাত জাগা তোমার চলবে না।
তার প্রেমে পড়ো না নারী,
যে তোমার বোঁচা নাকের আড়ালে কন্ট্রোর করা সরু নাকের উপর প্রেমে পড়ে।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমার বোঁচা নাক টিপে ধরে বলবে,
নাকফুল পড়লে তোমার নাকটা আরো বেশি সুন্দর লাগে।

তার প্রেমে পড়ো না নারী,
যে তোমার অগোচরে জামা এলোমেলো হয়ে গেলে বাহির থেকে ই তোমার শরীর মেপে বা চোখ দিয়ে স্ক্যান করে বসে থাকে।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমার গা থেকে তোমার ওড়নাটা একটু এলোমেলো হলে ই চোখ অন্যদিকে করে বলবে,
ওড়নাটা ঠিক করে নাও আর নেক্সট টাইম একটু খেয়াল করো কেমন?।
তার প্রেমে পড়ো না নারী,
যে তোমার শাড়ী পড়ে হিমশিম খেয়ে কুচি ঠিক করতে ব্যস্ত হওয়া তোমার পেট বা স্তন দেখে তা উপভোগ করে।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমার শাড়ী ঠিক করতে অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে হাটু গেড়ে বলবে,
কুচিটা আমি ঠিক করছি,
তুমি পিনটা দাও তো।

তার প্রেমে পড়ো না নারী,
যে তোমার ড্যামিজ চুলটার আড়ালে স্টেইট ও কালার করা চুল দেখে তোমার স্মার্টনেসের উপর প্রেমে পড়ে।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমার ড্যামিজ চুল দেখে বলবে,
সবসময় একটু চুলে তেল দিয়ে বেণী করে রাখলে ই তো পারো।

তার প্রেমে পড়ো না নারী,
যে জনশূন্য কোনো স্থানে আড়ালে সুযোগ পেলে ই তোমার অনুমতি ছাড়া ঠোঁট স্পর্শ বা গায়ে হাত দিতে চায়।
প্রেমে নাহয় তা ই পড়ো,
যে কোনো জনশুন্য স্থানে আড়াল হলেই বলবে,
আমাদের এতো নিরিবিলি জায়গায় থাকা উচিত নয়,
ভুলে যদি আবেগে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে বসি?।
তার প্রেমে পড়ো না নারী,
যে তোমার গায়ে মাখা নামীদামী ব্রান্ডের পারফিউমে পাগল হয়ে যায়।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমার ঘামে ভেজা শরীরের গন্ধ্যে নাক না সিটকে বলবে,
তোমার গায়ের গন্ধ ওমন মিস্টি কেন?কেমন যেন মাতাল করে ফেলে।

তার প্রেমে পড়ো না নারী,
যে তোমায় এটা করো না ওটা করো না,
এভাবে চলবে এই সেই নানা রেস্টিকশন জোর করে তোমায় মানতে বাধ্য করে।
প্রেমে নাহয় তার ই পড়ো,
যে তোমায় তোমার নিজের ব্যক্তিত্ব ও ভালোলাগাকে পিষে মেরে ফেলবে না।
যে তোমায় বলবে,
তোমার যা ভালো লাগে করবে।
কিন্ত কখনো আমি বা কারো জন্য ই নিজের ব্যক্তিত্বকে মেরে ফেলো না প্লিজ।
তুমি যেমন আছো শুধু তেমন ই থেকো।

03/02/2023

ডিপ্রেশনে ভুগছে এমন মানুষের সংখ্যা বেড়েই চলছে গোটা দুনিয়া জুড়ে।
আমাদের আশেপাশেও কিন্তু অসংখ্য মানুষ আছে যারা ডিপ্রেশনের শিকার।
আমরা হয়তো এদের অনেক সময় বুঝিনা কিংবা বুঝতে চাই না।
অনেকেই হয়তো মনের অজান্তেই এসব মানুষদের নিজের কথা দিয়ে আঘাত করে ওদের কষ্টগুলো আরও বাড়িয়ে দেই।
কিন্তু একটু ভেবে দেখুন তো! প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে এমন মানুষদের এই কথা গুলো বলে তাদের মনের বোঝাটা আরও বাড়িয়ে তোলা কি খুব দরকার

03/02/2023

মেয়েটির কান্না জড়িত ইমোশন গুলোর সাথে ম্যাসেজ গুলো দেখে ছেলেটি মুচকি মুচকি হাসে।
মনে মনে এক পৈশাচিক আনন্দ পায়।
মেয়েটির ম্যাসেজ গুলো সিন করে রেখে দেয়।
রিপ্লাই আসে না কোন মেয়েটির ইনবক্সে।
ম্যাসেজ জুড়ে মেয়েটির কতশত কাকুতি মিনুতি।
ছেলেটি ভাবে বাহ্‍ কেউ এমন করে ভালোবাসবে নাকি তাকে? তার মূল্যটাই না কি? এত কিছু হলেও মেয়েটির সাধ্য নেই তাকে ছেড়ে যাবার।
কারণ মেয়েটি তাকে অনেক ভালোবাসে।
. ফোনস্কিনে বার বার ভেসে উঠছে মেয়েটির নাম।
তবুও ফোন রিসিভ করছে না ছেলেটি।
আরেকটু মজা নিতে এবার ফোনটাই অফ করে দিলো ছেলেটি।
ওপাশ থেকে কতশত চেষ্টা কিন্তু বার বার ফোন থেকে একটা কথাই বলে যাচ্ছে সংযোগ দেয়া সম্ভব না ।
মেয়েটি নিরাশ হয়ে দুটো ম্যাসেজ দিলো।
কি মনে করে আবারও ফোনটা হাতে নিয়ে কিছু লিখলো।
লিখে সেন্ড বাটনে চেপে দিয়ে ফোনটা বিছানার পাশে রেখে দিলো।
. এটা নতুন কিছু নয়।
পুরোনো একটা গল্প।
হুটহাট ছেলেটি রাগ করে।
কারণে বা অকারণে তবে পরিষ্কার করে বলতে অনিচ্ছুক।
মেয়েটিকে কষ্ট দিতে নাকি ভীষণ ভালো লাগে।
মেয়েটির একটাই দূর্বলতা আর তা হলো ছেলেটি।
সে ছেলেটিকে অসম্ভব ভালোবাসে।
সেটা খুব ভালো করেই জানে ছেলেটি।
আর তাই তার এই প্রেম প্রেম খেলা।
হুটহাট রেগে গিয়ে কথা বলা অফ।
বার বার সম্পর্ক ভেঙ্গে দেয়া।
মেয়েটিকে কাঁদানো আর কষ্ট দেয়া।
রাতের গভীরে বালিশ চেপে কান্না করে মেয়েটি।
চোখের কোণে জল নিয়েই ঘুমিয়ে যায়।
এটা প্রায় হয় ছেলেটি প্রায় এমন করে মেয়েটির সাথে।
. মেয়েটি কত বারই বলেছে সে ছেলেটিকে ছাড়া বাঁচবে না মরে যাবে।
ছেলেটা এই কথাটা একবার নয় দু বার নয় বার্ং বার শুনেছে মেয়েটার কাছে।
তবে বেহায়া মেয়েটি বার বার নির্লজ্জের মতো বেঁচে থাকতো ছেলেটির কাছে ফিরে আসতো।
আজও মেয়েটার মরে যাবো ম্যাসেজটি দেখে ছেলেটি খানিকটা হাসলে।
মনে মনে ভাবলো আগের মতো তো বেঁচেই থাকবে ফিরেই আসবে।
ফোন অফ করে শুয়ে পড়ে।
. সকাল হলো ছেলেটি প্রতিদিনের মতোই ১০টার পরে ঘুম থেকে উঠলো।
ভাবছে এখনো মেয়েটির কোন ফোন এলো না কেনো? ফোনটি হাতে নিয়ে দেখে ফোন তো রাতে অফ করেই ঘুমিয়ে গেছিলো।
হয়তো মেয়েটি ফোন করেছিলো বন্ধ পেয়েছে।
ফোন অন করতেই সাথে সাথে ৩টা ম্যাসেজ এলো।
মুচকি হেসে ম্যাসেজে ঢুকে ছেলেটি।
একটি ম্যাসেজ বড় বাকি দুটি পরাপর ছোট।
ম্যাসেজ গুলো পড়ছে ছেলেটির হাত পা কেমন অবশ হওয়ার উপক্রম।
শেষ ম্যাসেজটি পড়ে সাথে সাথে ফোন দেয় মেয়েটির ফোনে।
ফোন অফ কয়েকবার চেষ্টা করার পরও কাজ হলো না।
দ্রুত ফেসবুকে লগইন করে ছেলেটি।
মেয়েটির ইনবক্সে কোন ম্যাসেজ নেই।
তার সাথে রাতে কথা হবার পর মেয়েটি আর অনলাইনে ঢুকেনি।
মেয়েটির টাইম লাইন জুড়ে তার বন্ধুদের পোষ্ট,
সে যেনো পরপারে ভালো থাকে ।
. ছেলেটি স্তব্ধ হয়ে বসে রইল।
তার পৃথিবীটা থমকে গেলো কয়েক মুহূর্তের জন্য।
মেয়েটার কথা গুলো তাহলে সত্যি ছিলো।
ম্যাসেজে বলে ছিলো সে এসব আর নিতে পারছে তার খারাপ লাগছে খুব।
ছেলেটি যেন সব ঠিক করে ভালোবেসে ভালো করে একটু কথা বলে ।
এই ম্যাসেজটা দেখে ছেলেটি জোরে হেসে উঠেছিলো।
তারপর ফোনটা অফ করে দিয়ে ছিলো।
মেয়েটির শেষ ম্যাসেজ দুটোতেও তার কষ্টের কথাই বলেছে।
তার শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ সে শ্বাস নিতে পারছে না।
তার দম আটকে আসছে।
সে কাউকে ডাকতেও পারছে না।
ছেলেটিকে বলে ছিলো প্লিজ এমন করো না কথা বলো।
ভালোবাসি তোমায় আমাকে বাঁচাও প্লীজ আমার কষ্ট হচ্ছে ভীষণ।
ছেলেটির কানে বার বার মেয়েটির এই আকুতি মিনতি কথা গুলো বাঁচতে লাগল।
. ছেলেটি ভাবতে পারেনি মেয়েটি সত্যি তাকে ছেড়ে চলে যাবে।
তাহলে হয়তো এমনটি হতে দিতো না।
মেয়েটি কাঁদলে তার শ্বাসকষ্ট উঠে যায়।
মেয়েটি গুছিয়ে ভালো করে কাঁদতে পারে না।
কাঁদলে মেয়েটির ভীষণ কষ্ট হয়।
ছেলেটি এই কথাটা ভালো করেই জানতো তবুও মেয়েটিকে কাঁদাতো।
প্রচন্ড কান্নাকাটিতে মেয়েটির শ্বাসকষ্ট বেড়ে যায় যার পরিনতি মৃত্যুতে চলে যায়।
ছেলেটি বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে।
. তবে সত্যি বলতে এমন কিছু হোক বা না হোক আপনার সম্পর্কটার মূল্য আপনার কাছে না থাকলেও বিপরীতে থাকা মানুষটির কাছে ঠিকই আছে।
কারো ইমোশন নিয়ে খেলা করা তো ঠিক নয়।
কারো ফিলিংস নিয়ে আপনি খেলছেন বা খেলবেন?? আপনার ফিলিংস নিয়েও কেউ না কেউ ঠিক খেলবে।
এটা গল্প হলেও সত্যি এটা যে সম্পর্ক গুলোতে সমস্যা হলে আমরা মৃত্যু কামনা করি।
অনেকে রাগের বসে সেটা করেও ফেলি আবার অনেকে ভেবেচিন্তে চুপ হয়ে যাই।
তবে এটা সিউর হয়ে আপনি/আমি কেউই বলতে পারবো না সম্পর্কটা ভেঙ্গে গেলে তখন কি করবো?

03/02/2023

একদম নিজের টাইপ একটা ফ্রেন্ড থাকলে আর কিছুই লাগেনা৷ দুজনেই হবে ফাঁকিবাজ! দুজনেই দুজন কে বলবে পড় পড়! নাহলে এক্সামে ফেইল! এরপর এক্সাম হলে দেখা যাবে দুজন দুজনের দিকে তাকাই আছে আর হাসতেছে,
কারন কেউ ই কিচ্ছু পারেনা! দুজনেই হবে প্যারা নাই,
চিল মুডের৷ দুনিয়ায় খারাপ যা ই হোক,
সব ই প্যারা নাই,
চিল! দুজনের ভাজাপোড়া খাওয়ারর অভ্যাস থাকবে,
দুজনের গানের চয়েস ও এক হবে,
দুজনেই দুজনের মনের কথা বুঝে ফেলবে আগে আগে,
প্রায় সব কিছুতেই মিল পাওয়া যাবে৷ আসলেই নিজের টাইপ একটা ফ্রেন্ড থাকলে আর কিছুই লাগে না

03/02/2023

আমি যাকে ভালোবেসেছিলাম তার চোখে আমি আমার জন্যে সম্মান দেখেছিলাম,
আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল;তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম! 🌸 বাস্তব বলে,
এই দুজন মানুষ নাকি একজনই,
কিন্তু আমি মানি না! কারণ প্রথমজনকে আমি আজও ভালোবাসি ;আর দ্বিতীয়জনকে আমি আজও চিনি না! 🖤

03/02/2023

একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা রিলেশন সৎ থাকতে চায়,
একজন নিয়ে পরে থাকেতে চায়,
নিজের কিছু গোপন করে না,
লুকায় না,
একটা মিথ্যা বলতে গেলে দশবার ভাবে,
একেবারে তার মতো চলে,
নিজের ব্যাক্তিত্ব বলতে কিছু নাই,
তাদের সম্পর্ক টিকে না! দিন শেষে তারাই মিথ্যাবাদী খারাপ বলে প্রমানিত হয়! তারা অল্পেই ভেঙে পড়ে! আর ওইদিকে খারাপরাই ভালো থাকে সবসময়,
খারাপরাই ভালবাসা পায়,
খারাপরাই সার্থক হয়! 🖤

03/02/2023

আমার নাম্বারটা ডিলিট করে দিও,
আমিও করে দিবো! আইডি থেকেও ব্লক করে দিও,
তোমাকে চ্যাট এ দেখলে টেক্সট করতে ইচ্ছে করবে,
তাই তুমিই ব্লক করে দাও,
যাতে মন চাইলেও আমি আর নক করতে না পারি! 🌸 কি লাভ হয় এই কথা গুলো বলে? সেই অন্যের আইডি থেকে হলেও লুকিয়ে চেক করাই হয়,
আর নাম্বারটা তো মুখস্থই,
ডিলিট করে কি লাভ! 🖤 কি অদ্ভুত আমরা! 🙂

03/02/2023

প্রেম করো? - করতাম! আর এখন? - সময় নেই! ছাড়লে কেন? - ছেড়ে গেছে! কারণ ছাড়াই? - ভেবে দেখিনি! আটকালে না? - থাকতে চায় নি! নতুন কেউ জুটেছিলো কি তার? - হতে পারে! নতুন কাউকে খোঁজ নি যে? - প্রয়োজন হয় নি ! মনে পড়ে না তাকে? - ভুলি নি তো! সে যদি ফিরতে চায় ? - আসতে পারে! আবার ভালোবাসবে তবে? - ভালোবাসার শেষ আছে নাকি! তার মানে,
,
,
দুজনের আবারো প্রেম হবে? - আর কেন! বাহ! তাকে ছাড়া ভালো আছো খুব? - মন্দও নেই জীবন শেষ দেখছি ? - শেষ আর হলো কই! এভাবে আর কতদিন? - যতদিন যায়....

03/02/2023

আমি হুট করেই পড়ালেখা নিয়ে সিরিয়াস হয়ে যাই।
একটা রুটিন বানিয়ে ফেলি।
কখন কি পড়বো,
কতোক্ষন মোবাইল টিপবো,
কখন ঘুমাই যাবো এইসব এর সুন্দর একটা রুটিন বানাই ফেলি।
রুটিন বানানো পর্যন্ত ই! এরপর আর পড়িনা! মনের আনন্দে মোবাইল টিপতে থাক

03/02/2023

সম্পর্ক ভাঙার পর যখন তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না,
তোমার হাত পা কাঁপবে,
তুমি ভেঙে গুঁড়িয়ে যাবে,
যখন তুমি বীভৎস ভাবে কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইবে,
যখন তোমার মনে হবে তুমি আর পারছো না,
যখন তোমার মরে যেতে ইচ্ছে করবে.... তখন হুট করেই একদিন তোমার জীবনে একজন বোকা মানুষ আসবে,
যে তোমাকে হাত ধরে সমুদ্রে নিয়ে যাবে।
তোমার গা থেকে অবহেলা অসম্মানের ধুলোবালি কাদা ধুয়ে তোমায় সাবান মাখিয়ে স্নান করিয়ে দেবে... তোমার চোখের ভেতর থেকে খচখচে বালির মতো কান্না মুছিয়ে দেবে.... তোমায় হাতে করে সাজিয়ে গুছিয়ে ভাত খাইয়ে দেবে,
তোমার সাথে রাস্তায় হাঁটতে বেরোবে।
তোমার জন্মদিনে অনাথ বাচ্চাদের চকলেটস দেবে,
তোমার জানলার পর্দা সরিয়ে তোমায় আকাশ দেখাবে,
পাখিদের উড়ে যাওয়া দেখাবে,
আঁকার খাতায় তোমার ঠোঁট আকবে.... একদিন তোমার জীবনে একটা বোকা মানুষ আসবে,
যে তোমায় বিশ্বাস করবে অন্ধের মতো,
শীতের রাতে তোমায় আইসক্রিম খাওয়ার আস্কারা দেবে,
একদিন তুমি তাকে আঁকড়ে ধরে আবার শিরদাঁড়া উঁচু করে উঠে দাঁড়াবে... তোমার ছাদে আবার গোলাপ ফুটবে একদিন,
তোমার সমস্ত অসুখ একদিন ধুয়ে যাবে আদরের স্রোতে.... একদিন তোমার জীবনে একটা বোকা মানুষ আসবে,
যে শুধুই তোমার হবে,
যে তোমার বর বউ স্বামী স্ত্রী হতে চাইবে না,
যে তোমার বন্ধু হবে।
যে তোমায় জোনাকি ধরতে শেখাবে,
যে তোমায় ভোরবেলায় শিশির গায়ে মেখে পাহাড়ে উঠতে শেখাবে.... যে তোমায় আবার ভালোবাসতে শেখাবে.... যে তোমার রূপ,
রঙ,
গুণ,
শারীরিক অসুখ,
রুজি রোজগার সবকিছুকে উপেক্ষা করে স্রেফ তোমায় আগলে রাখবে! যাকে ভরসা করে তুমি আবার স্বপ্ন দেখতে শুরু করবে.... একদিন তোমার জীবনে সকাল হবে,
মেঘ কেটে তোমার ব্যালকনিতে একদিন রোদ উঠবে,
হাওয়ায় ভাসতে থাকা মনখারাপের সব পচা গন্ধ একদিন উবে যাবে..... আসলে সম্পর্ক ভাঙলে মানুষ নির্বোধ শিশুর মতো আচরণ করে,
তখন একটা এমন মানুষের দরকার পড়ে,
যে দায়িত্ব নিয়ে আবার সেই শিশুটিকে একটু একটু করে বাঁচার মানে শেখাবে.... একদিন আমাদের সকলের জীবনে একজন মানুষ আসবে যাকে আমরা ভালোবাসার চেয়েও বেশি শ্রদ্ধায় প্রার্থনায় অনুভবে ঠোঁটের হাসিতে তুলে রাখবো....

03/02/2023

একটা সময় পরে কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও তাকে বলা হয় না- তোমাকে আমার প্রয়োজন কাউকে প্রচণ্ড ভালো লাগলেও তাকে জানানো হয় না- তুমি মানুষটা আমার খুব পছন্দের কাউকে খুব করে চাইলেও তাকে একবারের জন্যও মুখ ফুটে বলা হয় না- আমার সাথে আজীবন থেকে যাও না,
প্লিজ. মনের অবস্থা শত খারাপ হলেও কাউকে বলা হয়না- আমার মনটা আজ খুব খারাপ নিজের পক্ষে করা কঠিন কাজগুলোর দায়ভারে পিষ্ট হলেও জানানো হয়না- আমি আর সহ্য করতে পারছি না কষ্টের তীব্রতায় বুকফেটে কান্না আসলেও কাউকে বলা যায় না- আমার ভেতরটা না,
ভেঙে-চুরে যাচ্ছে কারো জন্য বুকের ভেতর অনেক খানি ভালোবাসা লুকিয়ে রাখলেও তার সামনে আর প্রকাশ করা হয় না।
আবার,
কোন কারণে প্রচণ্ড কষ্ট হলেও ঠোঁটের কোণে মেকি হাসি দিয়ে সব কষ্টকে বুকের ভেতর চেপে দেওয়া হয়।
আমরা হয়তো অনুভুতিকে প্রকাশ করা বন্ধ করে দেই।
অথচ আমরা কিনা মনের ভেতরে প্রতিটা অনুভুতিই অনুভব করি।
আর সেসব অনুভুতিকে অপ্রকাশিত করে রাখার পেছনে থাকে অনেক তিক্ত কারণ।
যেসব কারণে আমরা স্পষ্টভাবে জেনে যাই যে--- সামনে মানুষটা বোঝার ভান করলেও,
আসলে সে কিছুই বোঝে না।
দিনশেষে নিজের বলে জানা,
নিজের কথা বলা,
নিজেকে বোঝার মতন বিশ্বস্ত মানুষটার বড্ড অভাব।

29/01/2023

তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো,
সে আমি নই।
খেয়াল করে দেখো,
ওই ছবিতে খুঁত নেই কোথাও।
ওই ছবিটা সুন্দর! দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে।
ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাঁজ নেই,
নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল,
কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ।
তুমি বলো,
ওসব ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলে টাঙ্গানো ছবিটা চুলে শ্যাম্পু করার পর তোলা।
বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না।
বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয়।
মজা করে বলছি না,
অমন অপরিপাটি চুল নিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাক এসে ডিম পেড়ে যেতেও পারে! ঠোঁটের কোণের চিলতে হাসি বাস্তবে সবসময় থাকে না।
কপালে বিরক্তির ভাঁজ থাকে।
চোখেমুখে বিতৃষ্ণার ছাপ থাকে।
ঠোঁটে ফেটে যাওয়া দাগ থাকে।
হাতে পায়ে রুক্ষতার ছাঁট থাকে।
গায়ে ঘামে ভেজা কাপড় থাকে।
গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে; থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না।
বিশ্বাস করো,
প্রোফাইলের হাসিখুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো।
মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন।
মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন।
মনে হতে পারে যাকে তুমি দেখেছ এ সে নয়; অন্য কেউ।
প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি।
কেন বলি? নিজের জন্য বলি।
জীবনের যাঁতাকলে পিষ্ট প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলেও নিজেকে সুখী-সুন্দর দেখতে চায়।
সুখী-সুন্দর মুখ দেখতে সবার ভালো লাগে।
মনোবিজ্ঞানীরা বলেন,
সুন্দর জামা-কাপড় পরে থাকলে,
মানুষের আত্মবিশ্বাস বাড়ে,
মন ভালো থাকে।
আমরা সবাই নিজেদের মন ভালো রাখতে চাই।
মিথ্যে করে হলেও চাই।
নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই চাওয়াতে দোষ দেখি না।
তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না! ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায়,
বাস্তবে আমি তার ধারে কাছেও নই।
ওই ছবি দেখে ক্রাশ পর্যন্ত ঠিক আছে।
ভুলেও ছবি দেখে আমাকে আবার ভালোবেসে ফেলো না।
ফেঁসে যাবে,
একদম ফেঁসে যাবে! প্রেমে পড়া বারণ

29/01/2023

এক ধরনের মানুষ আছে দেখবেন,
এরা নিজে থেকে গিয়ে কারোর সাথে কথা বলবে না।
ফেসবুকেও কখনো নিজে থেকে নক দিবে না।
এ মানুষগুলো আসলে ভাব নেয় না।
তারা চুপচাপ থাকতে ভালোবাসে।
সারাদিন একা থাকলেও কাউকে ডিস্টার্ব করতে চায় না।
তারা একা বেঁচে থাকতে শিখে গেছে...

29/01/2023

মাঝেমধ্যেই হঠাৎ অনেক কান্না পায়! তখন চাইলেই কাউকেই কিছু বলতে পারি না! কারণ যদি কাউকে বলতে যাই তখন সে জিগ্যেস করবে কেন কান্না পাচ্ছে? কিন্তু আমি নিজেই তো কারণটা জানি না অন্যদের কিভাবে বুঝাবো?এমন পরিস্থিতি বড্ড খারাপ লাগায়!🖤

29/01/2023

মানুষ তখনই বদলে যায় যখন সে তার রাগ অভিমানের মূল্য পায় না! প্রতিবার নিজেই নিজের রাগ অভিমান ভাঙাতে হয়,
তখন সে ধীরে ধীরে রাগ অভিমান করা ভুলে যায়! মানুষটা ভিতর থেকে তখন একটু একটু করে মরে যায়!🖤

29/01/2023

না হলুদ,
না মেহেদী,
না কোন বিয়ের গহনা শাড়ী,
না কোন মেহমান,
গানবাদ্য!এমন কি নিজেরাও সেদিন নানান উৎকন্ঠায় সারাদিন কিছু খাইনি! বোকা বয়সের,
বোকা সিদ্ধান্তে,
আকাশ সমান বোকা করে দিয়েছিল দুজনকেই;চারপাশের স্বজনদের তিরস্কারে,
অভিযোগে,
আক্রোশে থেমে গেলাম আমরা।
এতটা হিসাব করে কিছু করার বুদ্ধি,
বয়স ছিল না!সে হিসাব করলে কি,
সারা পৃথিবীর সব মানুষ একদিকে রেখে কেউ অনিশ্চিত একটা পথ বা মানুষ বেছে নেয়? সেদিন থেকে ভালবাসতে ভুলে গেলাম!মুখরা- আড্ডা প্রিয় আমরা নিশ্চুপ হয়ে গেলাম! অনেক কথা হয়েছে,
নাটক-থিয়েটার,
দেশ-রাজনীতি,
চাল ডাল,
বাসা ভাড়া নিয়ে,
কিন্তু ভালবাসা নিয়ে নয়! অপরাধী ভালবাসাকে বাক্সবন্দী করে,
বাঁচতেই হবে; এমন পন করে ছুটলাম দুজন।
অবর্ননীয় কাঁটা দুহাতে তুলে,
ঘর বাঁধতে/বেঁচে থাকার জন্য ছোটা!আমাদের মতের অমিল অনেক হয়েছে,
কিন্তু মত বিরোধ হয়নি।
সিদ্ধান্ত গ্রহন করতে সংশয় হয়েছে অনেক,
কিন্তু সংঘাত হয়নি!প্রিয় সম্পর্ক গুলোর এত বেশী অবিশ্বাস্য/অচেনা নিষ্ঠুরতা আমাদের জন্য বরাদ্দ ছিল যে,
আজ আর কিছুতেই চমকে উঠি না! অবস্থা দৃষ্টে,
আমাদের স্বপ্ন গুলো বদলে গেল;অনেক সময় পারও হয়ে গেছে।
প্র্যাকটিক্যাল খাতা আঁকতে দিলে,
তার মধ্যে চিঠিসহ ফেরত দেয়া/গল্প বা কবিতার বই উপহার দিলে,
তার মধ্যে চ্যাপটা করা শুকনো গোলাপ ফুল দেয়া/চৈত্র সংক্রান্তির মেলায় এক টাকার শংখের আংটি ভরা প্রেম দেয়া-এসবের কোনটাই আর কাছে আসার পর হয়নি।
বেঁচে থাকার প্রয়োজনীয় ফর্দে ফর্দে ভাগ করে দিতে হয়েছে ধর্য্য/শক্তি/সুন্দর আযুকে! আর অপেক্ষা করেছি শক্তি নিয়ে নতুন করে বেঁচে উঠার! এখন আমাদের খেয়ে পরে বেঁচে থাকার কুৎসিত ব্যস্ততা কমেছে।
এখন অনেক ভালবাসার সময় হয়।
আমরা রোজ একই ঔষধের পাতা থেকে এসিডের ট্যাবলেট খাই/সুস্থ থাকার চিন্তায় খুব ভোরে হাঁটতে যাই/বাচ্চাদের স্কুল ব্যাগ কাঁধে আর দৌড়াতে হয় না বলে-চা খাওয়ার পরে অনেকক্ষন কথা হয়।
একই ব্যন্ডের কালার দিয়ে সফেদ চুল ঢাকি-একই ডাক্তার দেখিয়ে চশমার পাওয়ার বদলায়;ক্লান্তি এসে দুজনের চোখের বসার গল্পে হাসি।
তোমার আমার পথ চলা এত ভয়ংকর না হলে-কুসুমে আঁকা স্বপ্ন গুলো কেমন হতো সেটা বলি।
মাঝে মাঝে দুজন কিছু না বলে খুব কাঁদি,
এবং কিছু না বলার পরও আমরা দুজনায় জানি,
আমরা কেন কাঁদছি! আমাদের এখন অনেক ভালবাসার সময়।
২৬ বছর তবুও কেটে গেল,
এ কংকর বিছানো পথে! দ্রোহ,
যুদ্ধে,
প্রতিজ্ঞায়,
মমতায়।
কোন গিফট,
কোন আনুষ্ঠানিকতা দরকার হয়নি।
শুধু আমরা জানি আপন জন হীন হয়ে পড়ার এইদিন।
নিঃস্বতা অবধারিত হলে,
সেটাকে উৎসব মনে করায় ভাল।
তুমি,
আমি ২৬ বছর,
এ নিঃস্বতার উৎসব করি শক্তি ভরে; সময় আমাদের দুজনার জীবনের কাংখিত গল্পটা নিষ্ঠুর ভাবে বদলে দিয়েছে! কিন্তু ভালবাসাটা নয়।
যে ফুলের মালাটা গলায় পরা,
এটাও ২৩ বছর পর,
সন্তানদের উৎসাহে,
উপহারে পরা।
আর্শীবাদহীন এ পথচলা যেন থেমে না যায়।
ভালবাসা টুকু যেন গতি না হারায় জীবনের শেষদিন

29/01/2023

মুখ ভর্তি ব্রনের দাগ,
চোখের তলায় গর্ত পড়া ডার্ক সার্কেল,
অতি সাধারন অগোছালোভাবে যদি প্রেমিকের সাথে দেখা না করা যায়,
তবে সে প্রেমিক তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখেনা! তেল চিপচিপে চুল,
ঘুম ঘুম ফোলা চোখের চাহনি নিয়ে যদি তার সাথে ভিডিও কলে না বসা যায়,
তবে সে প্রেমিক তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখেনা! যে প্রেমিক তোমার তেল চিপচিপে চুল,
কপাল ভর্তি ব্রন দেখে নাক সিঁটকালো,
সে কিভাবে তোমাকে বিয়ের পর অগোছালোভাবে কোনো সাজ সজ্জা ছাড়া মেনে নিতে পারবে? যার কাছে তোমার মুখের ব্রনের দাগ কুৎসিত,
তার কাছে তোমার পেটের সাইডে অপারেশনের সেলাইয়ের বিদঘুটে দাগ কিভাবে সুন্দর লাগবে? যার সাথে সাধারন ভাবে একজোড়া স্যান্ডেল,
সালোয়ার কামিজ পরে দেখা করা যাবেনা,
তার সামনে কিভাবে ঢোলা নোংরা টিশার্টটা আর ছিপছিপে একটা প্লাজোতে নিজেকে উপস্থাপন করতে পারবে? স্ট্রেইট করা ঝরঝরে চুল ছাড়া যার তোমাকে ভালো লাগেনা,
কখনো ক্যান্সারে সব চুল ঝরে গেলে সে কিভাবে তোমার পাশে থাকবে? চামড়ার সৌন্দর্য,
ক্লিয়ার স্কিনের প্রতি মোহে পড়া যায়,
বড়জোর প্রেম করা যায় কিছুদিন! ভালোবাসা আর হয়না।
ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি।
এ অনুভূতির জোরে তুমি সফলও হতে পারবে আবার এ অনুভূতির আঘাত তোমাকে পাগলেও পরিনত করতে পারবে।
😊 কেউ যখন তোমাকে ভালোবাসবে,
তখন সে সম্পূর্ন তুমি টাকেই ভালোবাসবে৷ ভালো,
খারাপ হিসেব করে যদি কেউ ভালোবাসার কথা বলতে আসে,
তবে সেটা ভালোবাসা না!।
সেটা মোহ।

29/01/2023

ক্রাশ কে জাদু করতে গিয়ে ভুলে ক্রাশের মাকে করে ফেলছিলাম।
ক্রাশের মা নাকি এখন আমার বাসা খুজতেছে বিয়ের দাবিতে অনশন করতো😪

29/01/2023

দিনের বেলা সূর্য ঠাকুর ডুব দিয়েছে
রাতের বেলা চন্দ্র মামা ফিরে এসেছে
সূর্য ঠাকুর সেজে গুঁজে আসবে দিনের পরে
রাতের বেলা ঘুম টা দিয়ো চাঁদের আলো ধরে

29/01/2023

স্বপ্নে বন্ধু রাতের বেলা করবো খেলা খেলা
এভাবেই থাকবো পাশে কাটবে রাতের বেলা
দিনের শেষে নিশির রাতে ঘুম টা দিও টাইট
তোমায় বন্ধু এখন আমি জানাই Good Night

29/01/2023

আকাশে রয়েছে কতো মিষ্টি মধুর তারা
মনটা হারিয়েছে আজ ওই চাঁদের পাড়া
চাঁদের পাড়াতে বন্ধু আমি তোমার দেখা পাই
এখন শুধু শুয়ে শুয়ে Good Night গাই

Address

Gogoria Masterbari Gilarchala Sreepur Gazipur
Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Valobasar golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Valobasar golpo:

Videos

Share

Nearby media companies