Md Abu Daud Sardar

Md Abu Daud Sardar Assalamuwalikum wa rahmatullah. (السلام عليكم ورحمة الله)

তোমার ছেলেকে উচ্চ শিক্ষা নয় সু-শিক্ষা দিও.... খোকা. 💖   ゚
11/01/2025

তোমার ছেলেকে উচ্চ শিক্ষা নয় সু-শিক্ষা দিও.... খোকা. 💖

অজু ভাঙার ৭ কারণ .নামাজের পূর্বশর্ত অজু করা। অজু ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ হবে না। আর সুন্দরভাবে অজু করার গুরুত্ব, ...
28/12/2024

অজু ভাঙার ৭ কারণ .

নামাজের পূর্বশর্ত অজু করা। অজু ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ হবে না। আর সুন্দরভাবে অজু করার গুরুত্ব, সওয়াব ও ফজিলত অনেক বেশি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে অবশ্যই অজু করার চেষ্টা করবেন। অনেকেই একবার অজু করে এক বা দুই ওয়াক্তের নামাজ পড়েন। এ সময়ে বিভিন্ন কাজ করতে হয়। অনেক সময় এসব কাজের মধ্যে কখন অজু ভেঙে গেছে, সেটা বোঝা যায় না। এ জন্য কী কারণে অজু ভাঙে এবং সেগুলো কী কী, তা জেনে রাখা জরুরি।
মৌলিকভাবে অজু ভাঙার কারণ সাতটি
একনজরে দেখে নেওয়া যাক কারণগুলো—

১. পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন—বায়ু, প্রস্রাব-পায়খানা, পোকা ইত্যাদি (হেদায়া, হাদিস : ১/৭)। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো, তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো এবং পদযুগল গিটসহ।
যদি তোমরা অপবিত্র হও, তবে সারা দেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্‌ণ হও, অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।’ (সুরা মায়িদা, আয়াত : ০৬ )

২. রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া (হেদায়া : ১/১০)। এ বিষয়ে হাদিসে এসেছে যে, আবদুল্লাহ বিন উমর (রা.)-এর যখন নাক দিয়ে রক্ত ঝড়ত, তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। (মুয়াত্তা মালিক, হাদিস : ১১০)

৩. মুখ ভরে বমি করা। এ বিষয়ে আয়শা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি (সহবাসের আগে বের হওয়া সাদা পানি) বের হয়, তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১২২১)

৪. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। এ বিষয়ে হাসান বসরি (রহ.) বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে, তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার ওপর অজু করা আবশ্যক হয় না। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ১৩৩০)

৫. চিত বা কাত হয়ে ঘুমানো। এ বিষয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) বলেন, ‘সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়।’ [ফলে বাতকর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে] (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩১৫; সুনানে আবু দাউদ, হাদিস : ২০২)

৬. পাগল, মাতাল বা অচেতন হলে। এ বিষয়ে হাম্মাদ (রহ.) বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয়, তখন নামাজের জন্য তার অজু করতে হবে। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস : ৪৯৩)

৭. নামাজে উচ্চ স্বরে হাসলে। এ বিষয়ে ইমরান বিন হুসাইন (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নামাজে উচ্চ স্বরে হাসে, সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। এ ছাড়া হাসান বিন কুতাইবা (রহ.) বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চ স্বরে হাসি দেয়, সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে।’ (সুনানে দারা কুতনি, হাদিস : ৬১২)

Big shout out to my newest top fans! 💎 Md Nahin Hasan
25/12/2024

Big shout out to my newest top fans! 💎 Md Nahin Hasan

F***y holew kothai lojik ase kotha tik.
15/12/2024

F***y holew kothai lojik ase kotha tik.

হৃদয়ে তো সবাই রাখে....!!আমি তোমাকে ফ্রিজে রাখবো প্রিয়....!!যাতে তুমি পরে খারাপ হয়ে না যাও 👉😉
11/12/2024

হৃদয়ে তো সবাই রাখে....!!
আমি তোমাকে ফ্রিজে রাখবো প্রিয়....!!
যাতে তুমি পরে খারাপ হয়ে না যাও 👉😉

Brother Love is a scam so focus only on making money.💰💴
11/12/2024

Brother Love is a scam so focus only on making money.💰💴

এক মহিলা একটা অজগর সাপ পুষতেন,সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো,অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান,হঠাৎ করেই এক...
07/12/2024

এক মহিলা একটা অজগর সাপ পুষতেন,
সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালবাসতো,
অজগরটা লম্বায় ৪ মিটার এবং বেশ স্বাস্থ্যবান,
হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো,
এভাবে কয়েক সপ্তাহ চলে গেলো,সাপ কিছুই খায় না,
আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন,
উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন,
ডাক্তার মনযোগ দিয়ে সব শুনে জিজ্ঞেস করলেন,সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়,
মহিলা উত্তর দিলেন,হ্যাঁ,
ডাক্তার,ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে,
‘হ্যাঁ’মহিলার উত্তর,
ডাক্তার, ‘তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে পেঁচিয়ে ধরে,
মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন,
তখন চিকিৎসক বললেন,ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে,কারণ এটা আপনার মাপ নিচ্ছে,নিজেকে প্রস্তুত করছে, আপনাকে আক্রমণ করার জন্য,আর হ্যাঁ,সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে,যাতে সহজেই আপনাকে হজম করতে পারে,
এই গল্পের একটা মোরাল আছে,আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছেন, যাদের আপনি কাছের মানুষ ভাবেন,যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসেন,কিন্তু আপনি জানেন না,আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য,আমাদের সমাজে এখন এমন সাপের অভাব নাই!

সংগ্রহীত।

একটু ভেবে দেখ।
04/12/2024

একটু ভেবে দেখ।

02/12/2024

নিঃসন্দেহে একজন আদর্শবান মা।
মায়ের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা!🥰🥀

আল্লাহ মহান।
01/12/2024

আল্লাহ মহান।

30/11/2024

সাংবাদিক ইলিয়াসের অনুসন্ধানী ভিডিও দেখুন।
ভ°য়ং°কর ব্যাপার।
🩸আসিফ নজরুল চব্বিশের রা°জা°কা°র।

30/11/2024

ব্রাহ্মণবাড়িয়া -র মানুষ সবসময় এভাবে মারামারি লেগে থাকে কিন্তু কেন এই প্রশ্নের কি কোন উত্তর আছে সেই প্রাচীনকাল থেকে নাকি তাদের এটা ঐতিহ্য হিসেবে তারা গণ্য করে কিন্তু তাদেরকে থামানোর সুযোগ আজও হয়নি তাই তারা তাদের এই মারামারি কে অনেক পছন্দ করে 🇧🇩😀

28/11/2024

কালিয়াকৈর চন্দ্রা মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বি'ক্ষো'ভ, মহাসড়ক অ'ব'রো'ধ।

Address

Shofipur
Gazipur
1751

Alerts

Be the first to know and let us send you an email when Md Abu Daud Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share