ইসলামিক ছাত্র শিবির

ইসলামিক ছাত্র শিবির Believe it or not,
Money can buy happiness 🥱 Dimla,Nilphami

04/01/2024

অনেক ভালো লাগলো

18/08/2023
বিশ্ববাসীর প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী মানুষের হৃদয়ে  প্রেরণা হয়ে জাগ্রত থাকবে শতাব্দীর পর শতাব্দী কাল!!...
15/08/2023

বিশ্ববাসীর প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী মানুষের হৃদয়ে প্রেরণা হয়ে জাগ্রত থাকবে শতাব্দীর পর শতাব্দী কাল!! তাদের এই ভালোবাসা আল্লাহর জন্য। আর খুনিরা লাঞ্ছিত, অপমানিত, ধিকৃত এবং পৃথিবীর আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে অচিরেই, ইনশাআল্লাহ।

°'পরিশ্রম আপনাকে করতেই হবে! হয় যুবক বয়সে, নয়তো বৃদ্ধ বয়সে।•`পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন। তাহলে আরাম করার বয়সে ...
28/06/2023

°'পরিশ্রম আপনাকে করতেই হবে! হয় যুবক বয়সে, নয়তো বৃদ্ধ বয়সে।

•`পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন। তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে।
মানসিকতা ঠিক রেখে আপনার পছন্দের একটা কাজ বেচে নিন সে কাজের প্রতি নিজেকে আকৃষ্ট করে তুলুন' কাজকে ভালোবাসুন সময়কে মূল্য দিন আজকের পরিশ্রম আগামীকালের সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ°💨

10/06/2023
10/06/2023
24/04/2023
07/02/2023

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের শুভেচ্ছা বক্তব্য



31/12/2022

#পুলিশের_অভিযোগ: গণমিছিলের জন্য জামায়াত অনুমতি নেয়নি!

#জামায়াতের_অভিযোগ : শান্তিপুর্ণ কর্মসুচি পালনে অনুমতি চাওয়া হয়েছে, পুলিশ কেন অনুমতি দেয়নি?

#জনতার_অভিযোগ: যার বিরুদ্ধে কর্মসুচি তার কাছেই কিনা প্রতিবাদের অনুমতি চাইতে হবে, কি হাস্যকর!!

31/12/2022

#পুলিশের ওপর হামলার #খবর সঠিক নয়ঃ কয়েকটি গণমাধ্যমে #অপপ্রচার চালানোর তীব্র #নিন্দা ও #প্রতিবাদ- মাওলানা এটিএম মা’ছুম

কয়েকটি গণমাধ্যমে ‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে’ মর্মে পুলিশের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রচারিত হচ্ছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৩০ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর গণমিছিলের আয়োজন করে। জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিলের শুরুতেই পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ওপর হামলা করে এবং লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন। পুলিশের নিক্ষিপ্ত রাবার বুলেটে একজন মাথায় আঘাত প্রাপ্ত হন। টিয়ারসেল ও রাবার বুলেটের আঘাতে ৫ জনের অবস্থা গুরুতর।

বিবৃতিতে তিনি আরো বলেন, জামায়াত পুলিশের ওপর হামলা করেছে এ কথা সঠিক নয়। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে জামায়াতের কোনো বিরোধ নেই। সুতরাং পুলিশের ওপর হামলা করার প্রশ্নই আসে না। জামায়াতের কোনো নেতাকর্মী পুলিশের ওপর হামলা করেনি। জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার হীনউদ্দেশ্যে এবং চলমান গণআন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত করার লক্ষ্যে ‘জামায়াত পুলিশের ওপর হামলা করেছে’ মর্মে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি।”

থার্টি ফাস্ট নাইটকে না বলুন আসুন সারা বছরের পাপের জন্য রবের কাছে ক্ষমা চাই, নতুন করে পাপ কাজে না জড়াই
31/12/2022

থার্টি ফাস্ট নাইটকে না বলুন

আসুন সারা বছরের পাপের জন্য রবের কাছে ক্ষমা চাই,
নতুন করে পাপ কাজে না জড়াই


30/12/2022

‘সাফল্য’ শব্দটি যেমন সংক্ষিপ্ত, তেমনি তা সুদূরপ্রসারী অর্থ বহন করে। যেকোনো মানুষের কাছেই সফলতার চেয়ে আরাধ্য আর ক...

25/12/2022
15/12/2022
14/12/2022

আমিরে জামায়াত Dr. Shafiqur Rahman ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ়_য_ন্ত্র_মূলকভাবে_জ/ঙ্গি_সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার হীন প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছি - Professor Mujibur Rahman

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে জ/ঙ্গি/বাদের অপবাদ দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৪ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশবাসীর নিকট একজন উদার, গণতন্ত্রমনা, মানবদরদী ও পরিচ্ছন্ন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে এমন একজন ক্লিন ইমেজের ব্যক্তির বিরুদ্ধে জ/ঙ্গি/বাদের অপবাদ দেওয়ার বিষয়টি দেশবাসীর নিকট শুধু হাস্যকরই নয়, সত্যের অপলাপও বটে। কারণ তাঁর প্রতিটি কথা ও কাজ প্রকাশ্য এবং নিয়মতান্ত্রিক। তিনি গণতন্ত্র এ নিয়মতান্ত্রিকতার বাইরে কখনো কোনো কথা বলেন না।

বিবৃতিতে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, জ/ঙ্গি/বাদের সাথে ডা. শফিকুর রহমান ও জামায়াতের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। দেশবাসী মনে করে, জামায়াতকে কোনোভাবেই দমাতে না পেরে জ/ঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আনার অপচেষ্টা চালানো হচ্ছে। তথাকথিত জ/ঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি গভীর ষড়যন্ত্রের অংশ। সরকারের মদদপুষ্ট এক শ্রেণির সংবাদপত্র হাস্যকরভাবে ডা. শফিকুর রহমান ও জামায়াতকে জ/ঙ্গিবাদের সাথে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, ডা. শফিকুর রহমান এবং জামায়াতে ইসলামী কখনো কোনো ষড়যন্ত্র ও দূরভিসন্ধিতে বিশ্বাস করে না। কোনো ধরনের জ/ঙ্গি/বাদের সাথে ডা. শফিকুর রহমান এবং জামায়াতের কোনো সংশ্লিষ্টতা এবং কোনো গোপণ তৎপরতা নেই। জামায়াতে ইসলামী কখনো কোনো জ/ঙ্গি সংগঠনকে ফান্ডিং করে না। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বাংলাদেশের সংবিধান মেনে ও জামায়াতের গঠনতন্ত্রে বর্ণিত পদ্ধতি অনুযায়ী জামায়াতের সকল কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তাঁর এবং জামায়াতের সকল কর্মকান্ড প্রকাশ্য ও সুষ্পষ্ট।

08/12/2022
22/11/2022
30/09/2022

Address

Gazipur

Telephone

+8801744252500

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক ছাত্র শিবির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক ছাত্র শিবির:

Videos

Share

Category

Nearby media companies