DUET: Crush & Confessions

DUET: Crush & Confessions আপনার মনের অব্যাক্ত কথা গুলো আমাদের মাধ্যমে বলুন!!

Confession No :47To:Aslam Hossen MonirDepartment: CSE 3/1আসলে, কথাগুলো বলা খুব কঠিন, কারণ জানি না আপনি কীভাবে নিবেন। আপন...
01/12/2024

Confession No :47
To:Aslam Hossen Monir
Department: CSE 3/1

আসলে, কথাগুলো বলা খুব কঠিন, কারণ জানি না আপনি কীভাবে নিবেন। আপনার প্রতি আমার এই অনুভূতিটা খুবই স্বতঃস্ফূর্ত, আর তাই তো আপনি প্রতিদিন একটু একটু করে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।

আপনার সাদাসিধে ভাব আর মিষ্টি হাসির জন্যই আপনি আমার কাছে এতটা স্পেশাল হয়ে উঠেছেন। মনে হয়, আপনার মায়াময় দৃষ্টিটা যেন আমাকে আরও কাছে ডাকে। আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাইনি, তবুও এই দুরত্বের মাঝেই আপনার প্রতি আমার মুগ্ধতা আরও বাড়ছে।
আপনার হাসির ঝিলিক মোর অন্তরে বাজে,
প্রতি কথায় আপনি , মনে সুরে সাজে।
আমার এই ভালোবাসা, নিঃশব্দের সুর,
আপনারই কাছে আসে প্রতিটি দূর।

আপনি যদি আমার এই অনুভূতিটা বুঝতে পারেন এবং যদি কখনো আপনি আমার অনুভূতির সাথে আপনি মনের একটু মিল খুঁজে পান,তবে আমার জীবনে নতুন এক রং আসবে। আশা করি, এই কথাগুলো আপনার কাছে একটু হলেও গুরুত্ব পাবে। আমার এই অনুভূতির গভীরতাটা আপনি অনুভব করতে পারবেন—এই আশা রাখি।

ইতি আপনার ফ্রেন্ডলিস্টের একজন।। ❤️

Confession:46From: Your Students. (SIT)To: Imran RaZaDepartment: CSE I have no idea how to even begin, but my feelings f...
26/11/2024

Confession:46
From: Your Students. (SIT)

To: Imran RaZa
Department: CSE

I have no idea how to even begin, but my feelings for you have reached a point where I can't keep them hidden much longer. It feels like they're too heavy to carry in silence anymore. I don't know when it even started, but from the moment I met you, something changed. I've had this unexplainable pull toward you since day one, even before the first "Departmental ShaPa Day". That day, I was mesmerized—completely taken aback, and to this day, I can't stop my eyes from searching for you whenever you're around. There's just something about you that captivates me.

Yet, despite all these feelings, I struggle with how to approach you. It feels like we belong to two completely different worlds, as if an invisible wall keeps us apart. Sometimes that distance feels painfully real, even though WE'RE LITERALLY IN THE SAME SECTION. Can you believe it? We sit so close, but it feels like you're miles away.

I guess part of the reason I'm writing this is because I'm not nearly as outgoing or confident as the people you hang out with, and it makes me doubt myself. I don’t have the courage to be that carefree or bold. Honestly, it makes me feel completely miserable at times, like maybe I’ll never be enough to even be noticed by you in the way I hope.

I just needed you to know, though I don’t expect anything from this. Maybe I'll regret sending this, or maybe I won't. I guess all I can do is hope you don’t recognize me. But if you do, please, just keep it a secret. And if you're taken, please ignore this complete BS.

And maybe, just maybe, one day our worlds will meet. That's all I have to say for now.

Confession No.:45To: WashimCSE 3/1নামহীন এ উড়োচিঠি পাঠিয়ে দিলাম আপনার ঠিকানায়। আপনার কাছে পৌছাবে কিনা সেটাও জানি নাহ। তব...
26/11/2024

Confession No.:45
To: Washim
CSE 3/1

নামহীন এ উড়োচিঠি পাঠিয়ে দিলাম আপনার ঠিকানায়। আপনার কাছে পৌছাবে কিনা সেটাও জানি নাহ। তবুও লিখছি। কারণ বুকের ভেতর চেপে রাখতে আর পারছি নাহ।

ঈশ্বর সাগর সৃষ্টির সময়ে নিশ্চয়ই আপনার চোখ সৃষ্টি করেছিলো।কিংবা আপনার চোখ সৃষ্টির পর সাগর!আপনার এ যুগে না এসে রবীন্দ্র যুগে আসলে নিশ্চয়ই রবীন্দ্রনাথ আপনাকে নিয়ে 'অপ্রিয় দর্শন' নামে একটা গল্প লিখে ফেলতো।অপ্রিয় দর্শন নাম দেয়ার কারন কি হতো জানেন?যে দর্শনে চোখ আটকে যায়, যে দর্শন অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না, অন্য কাজে মনোনিবেশ করতে দেয় না সেই তো অপ্রিয় দর্শন!ভাগ্যিস আপনি হুমায়ুন যুগে আসেন নি।তাহলে হয়তো মুনা আপনাকে বলে বসতো "আপনি একজন চমৎকার মানুষ।"আলাওল কিংবা মধুসূদন আপনার দেখা পেলে নিশ্চয়ই পদ্মাবতী ও কৃষ্ণকুমারির জন্য আপনাকে বেছে নিতো।কিন্তু আপনি এলেন না!
আপনি চলে এলেন আমার যুগে। আর হয়ে গেলেন আমারই 'অপ্রিয় দর্শন'।এখন বলেন আমি কি করে এই অপ্রিয় দর্শন থেকে চোখ সরাই?যেখানে কবি সাহিত্যিকরা হার মানতো সেখানে তো আমি এক সামান্য মানুষ!

ইতি
আপনার পত্রপ্রেমিকা।

confession no:44From: আপনার চেনা কেউ (DUET এর বাহিরের কেউ) To : Mahadi Hasan RifatNowdays whenever I listen to tylor swi...
26/10/2024

confession no:44
From: আপনার চেনা কেউ (DUET এর বাহিরের কেউ)
To : Mahadi Hasan Rifat

Nowdays whenever I listen to tylor swifts "GORGEOUS" you are the one comes to my mind. আজকাল মাধ্যাকর্ষণ বল হারিয়ে কেন যেন আপনার আকর্ষণ বলের দিকে ছুটে চলছি।
বড় অসময়ে আসলেন আপনি।
আরও কয়েক শতাব্দী আগেও তো আসতে পারতেন।তাহলে হয় তো সক্রেটিসকে বিষ পানে মরতে হতো না। নীল নদের পাড়ে আনমনা আপনাকে দেখে দর্শন চর্চা ছেড়ে প্রনয় কাব্যের সাধন করতো, গোপন চিরকুটে প্রেম বার্তা লিখে চুপিসারে পাঠাতো শিষ্য প্লেটোর হাতে।হয়তো ভিঞ্চির বিশ্বসেরা চিত্রটা আর বিমুর্ত থাকতো না। হয়তো আপনাকে দেখে অতীত ভুলতো হেরোডোটাস,ইতিহাস ছেড়ে ভবিষ্যতের হাজারো জল্পনা-কল্পনা সাজাতো আপনাকে নিয়ে।হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে একে একে তিন করতো পিথাগোরাস, চৌকাকারে বৃত্ত আঁকতো জ্যামিতির খাতায়। কিন্তু কি দূর্ভাগ্য দেখেন, আপনি জন্মালেন এসে আমার সময়ে।যে বেহায়ার মতো খালি হাতে আপনাকে নিজের করতে চলে এলো।হুম, খালি হাত বটে,তবে খালি বুক নয়।এক বুক ভালোবাসা নিয়ে এসেছি।কান পেতে শুনেন, প্রতিটা অনুচক্রিকায় অস্থিরতা। সুরে-বেসুরে,ছন্দে-বে­ছন্দে একটাই কথা বলে চলছে, আমি আপনাকে ভালোবাসি।

ইতি আপনার প্রেমে পাগল এক মেয়ে

Confession No-43From:তোমার আশে পাশের ই একজন☺️☺️☺️To: Ashiqul Zihad 💞💞💞Department -Cse(Duet)-would be final year. আমি জান...
03/09/2024

Confession No-43
From:তোমার আশে পাশের ই একজন☺️☺️☺️
To: Ashiqul Zihad 💞💞💞
Department -Cse
(Duet)-would be final year.

আমি জানি আপনার জন্য অনেক মেয়েরা পাগল।আমিও তার ব্যতিক্রম নই।সবাই যেখানে আপনার কাছে গিয়ে এক অদম্য ভালবাসায় আটকে যায় আমিও তাই।সবাইকে আর পাগল না করে শুধু আমায় কি পাগল করা কি যায় না???? 😔
আমি একান্ত আপনারই হতে চাই। শুধু আপনার আপনার আপনারই..... অন্য কোন মেয়ের ছায়াও দেখতে চাই না!😒😒
কোচিং এ এত হেসে হেসে কেনো ক্লাশ নেন? আপনি কি চান যে মেয়েরা আপনার আচরনে, চোখের মায়ায় পটে যাক???? আর কত প্রপোজাল জমাবেন? আমি কিন্তু এসব চাই না!! তাই নিজেকে বিলীন করে দিবেন না অন্যের মাঝে। বিলীনতা চাই শুধু আমার মাঝে?? হবে কি আমার???😌😌
আমাদের বাসার দূরত্ব খুব বেশি চলো হেলিকপ্টারে বিয়েটা করে ফেলি 😇😇

তোমারেই যেনো ভালোবাসিয়াছি
শত রুপে শত বার,
জন্মে জন্মে যুগে যুগে অনিবার 🥰🥰🥰

confession no:42From : বলতে ইচ্ছুক নাহ।To: S R Shuva Dev   নমস্কার   আমি যখন সর্টে ছিলাম তখন  আপনি চান্স পাইছিলেন।তখন থে...
02/07/2024

confession no:42
From : বলতে ইচ্ছুক নাহ।
To: S R Shuva Dev

নমস্কার
আমি যখন সর্টে ছিলাম তখন আপনি চান্স পাইছিলেন।তখন থেকেই পছন্দ করি। সর্ট-- লং দুই বছর ধরে আপনাকে চিনি। আসা যাওয়ার পথে কত দেখা হইছে আমি মুগ্ধতার সাথে তাকাই থাকছি আপনি তাকান নাই৷ মানুষ চোখে চশমা ইউজ করে কেন?? দেখার জন্য নিশ্চয়ই। চশমা পরে কি লাভ যদি ভালোবাসার মানুষকেই না দেখতে পান। ডুয়েট এ গিছিলাম দেখি মন্দিরের সামনে একদিন বসে আছেন। বিশ্বাস করেন ভগবানের কাছে আপনাকেই চাইছি সেদিন। শিবরাত্রি তে শিবের মাথায় জল ঢালি আপনার কথা চিন্তা করে। শিব ব্রত পালন করি। লং এ এসে ধরেই নিরামিষ খাই। চান্স পাইলেই অনেক কাছে থেকে দেখতে পাব। আপনি সেই ফুল যেটা ছুয়ে দেখার সাধ্য না থাকলেও দেখার সাধ্য আছে। মাঝে মধ্যে সাদে গিয়ে বসে থাকি আর ভাবি আপনার দেখা পাব। কিন্তু পাই না। পরে মনে পড়ে আমারজন সারাদিন ঘরে বসে থাকে। আবার প্রেম করছেন না তো। আপনার জন্য সারাদিন খেটে পড়ছি। আমার যে ডুয়েট & ডুয়েটিয়ান দুইটাই প্রয়োজন। প্রতিবেশী হয়েও প্রতিবেশীর মনের খবর রাখেন না। রাস্তায় চলার সময় একটু আশেপাশে দেখে চলবেন। একটা সময় আপনার সাথে আমার messenger এ কথা হতো। এখন সে উপায় ও নাই😥। জানেন,, আপনি আমার ব্যক্তিগত শিব। ফেসবুক আইডি ডিএক্টিভ কেন? কিভাবে কন্টাক করব? একটা মাধ্যম বলবেন যেখানে আপনাকে পাব। অবশ্যই বলে দিবেন। অনুরোধ।
ইতি
অপজিট ফ্ল্যাট এর কেউ☺️

Confession No-41From : তোমার স্টুডেন্ট😊To: Imran RazaCSE 2nd Year..অনেক আগে থেকেই ভালো লাগতো। তারপর যেদিন প্রথম ক্লাস নি...
01/07/2024

Confession No-41
From : তোমার স্টুডেন্ট😊
To: Imran Raza
CSE 2nd Year..

অনেক আগে থেকেই ভালো লাগতো। তারপর যেদিন প্রথম ক্লাস নিতে আসছিলেন সেদিন থেকেই ভালোবেসে ফেলছি।
ক্লাসে সব সময় আমাকে বকা দিতেন তবুও ক্লাসে যেতাম শুধু আপনাকে দেখতে। প্রতিদিন চুরি করে আপনার আইডি ভিজিট করি। স্টোরি চেক করি। এইভাবে খালি গায়ের ছবি কেন স্টোরিতে দেন? কত মেয়ে দেখে। আমার খারাপ লাগে। আর দিবেন না অনুরোধ করছি। আপনার সাথে যেদিন আমার দেখা হয় আমার সেই দিনটা ভালো যায়। আজ পরীক্ষার হলে আপনি শুধু বার বার আমার দিকেই তাকাচ্ছিলেন আমার পাশে এসে দাঁড়াচ্ছিলেন যতটুকু পড়ছি সব ভুলে গেছি। আজ এইভাবে খাতাটা না নিলেও পারতেন। আমি কিন্তু দেখে লিখছিলাম না। একটা কনফিউশান আমার দিকে তাকাচ্ছিলেন নাকি আমার পাশের আপুটার দিকে? আপুকে যখন বলছি আমি আপনাকে ভালোবাসি আপনি আপুর খাতাও নিয়ে নিছেন। এইরকম কেন আপনি? আমার অনুভূতি কি কখনও বুঝবেন না? কখনও কি আমি আপনাকে সামনে বসিয়ে প্রাণ ভরে দেখতে পারব না? আমি বেশি কিছু চাইনা। ব্যাস অতটুকুতেই আমি খুশি। আমাকে কি কখনো নিজের করে নিতে পারবেন না। মাঝে মধ্যে মনে হয় আপনাকে বলেই দিই কারণ অনুভূতি মনের মধ্যে পুষে রাখাটা খারাপ। কিন্তু পরমুহূর্তেই মনে হয় যদি না বলে দেন আমি যে শেষ হয়ে যাব। আমার প্রতি আগ্রহী হইলে জানাবেন। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব।

Confession No-40From: 🤫To: Mehadi Hasan CSE - 2nd year😊 সোনার তরীর সামনে ভাওয়াল পলিটেকনিকের  রাস্তায়  ২০২২ সালের ২১ ডিসে...
15/06/2024

Confession No-40
From: 🤫
To: Mehadi Hasan
CSE - 2nd year😊

সোনার তরীর সামনে ভাওয়াল পলিটেকনিকের রাস্তায় ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রথম তাকে দেখছিলাম। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায়। একটা মেয়ে হয়ে একটা ছেলেকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করব সেই সাহস কিংবা মানসিক শক্তি আমার ছিল না। ভালোলাগা কে দূর থেকেই সীমাবদ্ধ রাখি। তারপর রাস্তায় চলার পথে বহুবার তার সাথে দেখা হয়। একদিন একটা কাজের সূত্রে তার সাথে কথা হয়। জীবনে প্রথম তার সাথে কথা! আমি ভয়ে কাঁপছিলাম আর অবাক দৃষ্টিতে দেখছিলাম....
আর কখনও কথা হয় নি!!
দেখতে দেখতে ২৩ গেল.. তার সম্পর্কে জানতে শুনতে লাগলাম অবশেষে তার জীবনের বিরাট লিস্ট সম্পর্কে অবগত হলাম আর ভালো ভাবেই বুঝলাম আমার কোন চান্স নাই। অতঃপর বুঝলাম ছেলে সুন্দর আছে তাই তার অনেক ভালোবাসার মানুষ আছে। কিন্তু আমি যে এই মানুষটাকে সত্যিই অনেক ভালোবাসি। যেদিন তার এক একটা সম্পর্কের ব্যাপারে শুনতাম সেদিন সারাদিন খারাপ যেত আমি খেতে ঘুমাতে পারতাম না। রিলেশন করেন সমস্যা নাই। কিন্তু গোপনীয়তা বজায় রেখে করেন যেন কথাটা অন্য কারো পর্যন্ত না পৌঁছায়। অনেক গুলো ফেক আইডি দিয়ে তার সাথে কথা বলি কিন্তু কখন বলে উঠতে পারিনি অসম্ভব ভালোবাসি। এই একটা কথার জন্য আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। শুধু বলব আপনাকে আমার প্রয়োজন। ভিষণ ভাবে প্রয়োজন। আমার হবেন? কথা দিচ্ছি অভিযোগ করার কোন সুযোগ ই দিব না। জীবনে ভালো থাকার জন্য এত জন প্রয়োজন নাই। একটা সঠিক মানুষ থাকলেই জীবন সুন্দর যার কাছে বিনা দ্বিধায় সব কিছু শেয়ার করা যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করে যার হাতটা ধরা যায়। ভেবে দেখবেন, আর আমাকে জানাবেন। আমি আপনার অপেক্ষায় থাকব।ভালো থাকবেন

Confession no:39প্রাপক:সাকিরুল ইসলামমেকানিক্যাল ডিপার্টমেন্টওহে সুদর্শন, আর কত ঘায়েল করবেন আমার কোমল হৃদয় খানা?আপনাকে চি...
29/05/2024

Confession no:39
প্রাপক:সাকিরুল ইসলাম
মেকানিক্যাল
ডিপার্টমেন্ট

ওহে সুদর্শন, আর কত ঘায়েল করবেন আমার কোমল হৃদয় খানা?

আপনাকে চিনি বেশি দিন হয়নি। শান্ত মাঠ, ক্যাফেটেরিয়া, বকুল তলা, কম্ফোর্ট গলি,পুরো ক্যাম্পাসেই আপনার পদচারণা, এবং সব খানেই যেনো আমার নয়ন জোড়া আপনাকে খুজে পায়। কিন্তু আপনার আইডি, সম্পুর্ন পরিচয় পাওয়া হয়নি। কদিন আগে একটি পেজের কমেন্ট বক্সে আপনার কমেন্ট দেখে চমকে উঠলাম, আরেহ এই তো আমার সেই সুদর্শন যার খোজে ছিলাম আমি। এত দিন তার বাহ্যিক দিক, হাসি, প্রবল ভাবে আকৃষ্ট করেছে।আপনার সামনে গিয়ে কথা বলার সাহস এখনো হয়নি। দূর থেকেই শুধু দেখে যাই, এতেও আমার হৃদয় এর তৃষ্ণা মেটে। ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে আবার ডিলিট করে দিয়েছি, একসেপ্ট করেননি তাই, মেসেজ টাও চেক করেননি।

তবে সামনে থেকেই সাহস করে ডেকে ফেলব,আর মনের সকল কথা উপস্থাপন করব। আপনি কি রাগ করবেন এতে? আমার প্রতিটি মূল্যবান, সুন্দর সময় আমি আপনার সাথে কাটাতে চাই। আপনার সাথে পায়ে পা মেলাতে চাই।

ওহে সুদর্শন, আকুল করলে মোর প্রাণ,
তুমি অন্তরে বিরাজমান তুমিই স্মৃতিতে অম্লান!

প্রেরক:
আপনার অপরিচিতা সেই মেয়েটি

Confession no:38প্রেরক: এলাকার জুনিয়র ( আব্দুল হাদী কলেজ ব্যাচ ২৪)প্রাপক: Rahadul bari babu আর্কিটেকচার ডিপার্টমেন্ট, ডু...
19/05/2024

Confession no:38
প্রেরক: এলাকার জুনিয়র ( আব্দুল হাদী কলেজ ব্যাচ ২৪)
প্রাপক: Rahadul bari babu
আর্কিটেকচার ডিপার্টমেন্ট, ডুয়েট

আপনাকে আজ থেকে অনেক আগে ( করোনার সংক্রমণ এর সময়) দেখেছিলাম।।আমি আপনার লম্বা চুল গুলোর উপর ক্রাশ খেয়ে ফেলেছিলাম। প্রথমে আপনাকে বাইক দিয়ে যাওয়ার সময় লম্বা চুল গুলো উড়তে দেখে পুরো দুনিয়াটা থেমে গেছিলো আমার। আমি ভেবেছিলাম সরাসরি পরিবার এর মাধ্যমে বিয়ের কাজ সম্পূর্ণ করবো কোনদিন কাউকে ভালোবাসবো না। কিন্তু আপনাকে দেখার পর আমার ভালোবাসার ইচ্ছা জেগে গেলো। বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি । প্রথম এর দিকে মনে হতো সরাসরি আপনাকে আমার কথা গুলো বলবো, কিন্তু আপনার সাথে যোগাযোগ এর কোনো মাধ্যম এর সাথে সংযুক্ত ছিলাম না।
বহুদিন পরে আপনার যখন ডুয়েট এ চান্স হয়, তখন আজিজিয়া এলামনাই এ আপনাকে নিয়ে পোস্ট করে তখন আপনার লম্বা চুল সহ একটা ছবি দেখি ওটা দেখে আপনার ফেইসবুক আইডিটা খুজে পাই। যোগাযোগ মাধ্যম পাওয়ার পর আগের মতো সাহস পাই নাই আপনাকে যে কথা গুলো বলবো।
তাই আপনার DUET crush and confession এর মাধ্যমে জানিয়ে দিলাম। আপনার মনে একটু জায়গা থাকলে আমার কথা ভেবে দেখিয়েন । ও হ্যা আরেকটা কথা আপনার ফেইসবুকে আপনার সাথে অনেক মেয়ের ফটো পোস্ট করা, এগুলো করবেন না 🫣

Confession No:37Name: Md. AlaminME Department 19' seriesভালোলাগাটা শুরু হয় কোচিং একদিন আপনাকে হাসতে দেখে। বেশির ভাগ সময়ই...
16/05/2024

Confession No:37
Name: Md. Alamin
ME Department
19' series
ভালোলাগাটা শুরু হয় কোচিং একদিন আপনাকে হাসতে দেখে। বেশির ভাগ সময়ই ব্ল্যাক পরতেন (এখনো পড়েন, Man in Black 🖤), অফিসে যখন বসে থাকতেন তখন আপনার সাথে কথা বলার জন্য পানি খাওয়ার বাহানায় প্রায় প্রতিদিনের ক্লাসেই অফিসে যেতাম। সব সময় মুখে মুচকি হাসি, কিছু বললে একদম হাসি মুখে প্রতিটা কথার জবাব দিতেন! 🥰
আপনার কথা শুনলেই কেমন যেন মনের মধ্যে এক ভালো লাগা কাজ করতো তখন থেকেই।
শর্টে থাকতে আপনার ক্লাস করার খুব ইচ্ছা থাকলেও সেই আশাটা পুরন হয় লং এ এসে।
এক আশা পুরন হলেও লং এ এসে ভালো করে খোঁজ নিয়ে একজনের থেকে শুনি যে আপনার নাকি রিলেশন আছে!! 💔
ক্যাম্পাসে অনেক বার আপনার সামনে দিয়ে বা, পাশ দিয়ে গিয়েছি, দেখেছি আপনাকে, দেখলেই মনে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। হয়তো সেরকম ভাবে আপনি খেয়াল করেননি আমাকে। এমন ভাবে হাটেন মনে হয় পাশ দিয়ে কে যাচ্ছে তার মুখের দিকে তাকানোর সময়টাও নাই আপনার!! (এত্তো ব্যস্ত!!!)

আপনার হাসিটা সব সময় মুগ্ধ করে আমাকে, একদম অমায়িক, আপনার চোখের কথা আর কি বলবো এত্তো মায়াবী চোখ এর আগে দেখিনি আমি, আবদ্ধ করার জন্য আপনার চোখের একটা eye contact ই যথেষ্ট 💘

আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট এ আছি নাকি নাই সেটা বলবো না, তবে আপনার প্রতিটা পোস্ট সবার আগে যে আমিই দেখি সেটা অবশ্যই বলতে পারি। মাঝে অনেকদিন আইডি Deactivated করে রেখেছিলেন কেন?? দেখে কতোটা রাগ উঠেছিলো আপনার উপর জানেন??
আর Deactivate করলে কিন্তু একদম.........😁

কথা গুলো আপনার চোখে চোখ রেখে বলার ইচ্ছে ছিলো খুব। কিন্তু রিলেশন আছে জানার পর আর সেই সাহস টা হয়ে উঠেনি কখনো। 💔
বললে কি না কি ভাবেন সেই চিন্তায় ভেবে নিয়েছিলাম আর বলবো না!
কিন্তু, গতদিন আপনার farewell এর পোস্ট দেখে কেমন জানি খারাপ লাগলো অনেক!
চলে যাবেন!!
আর কয়দিন, তারপর আর থাকবেননা ক্যাম্পাসে!
ভাবলেই কেমন জানি লাগে!!

তাই এই বিদায় বেলা আর মনের কথা চেপে রাখতে পারলাম না,
"জানি হয়তো আপনি কখনো আমার হবেন না, তবু ভালোবাসি আপনাকে" 💓
জানিনা এই পোস্টও আপনার কাছে পৌছাবে কিনা। যদি সামনে যায় একটা লাভ রিয়েক্ট দিয়ে দিয়েন।
দোয়া করি যেখানেই থাকেন, ভালো রাখুক সৃষ্টিকর্তা।

নাম & ডিপার্টমেন্ট প্রকাশে অনিচ্ছুক
আপনার ক্যাম্পাসের এক জুনিয়র

Confession No:36নাম,পরিচয়, ব্যাচ কোন কিছু জানি না। শুধু জানি ২০১৮ সালে এসএসসি দিসো আর এখন ডুয়েট এ পড়োমেঘমল্লারে সারাদিনম...
06/05/2024

Confession No:36
নাম,পরিচয়, ব্যাচ কোন কিছু জানি না। শুধু জানি ২০১৮ সালে এসএসসি দিসো আর এখন ডুয়েট এ পড়ো

মেঘমল্লারে সারাদিনমান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা
পথ ভুলিবার খেলা।
হৃদয় জড়াতে চায় কারো চির ঋণে।
আজকের আবহাওয়াটা ই একটু কেমন।এই যেন দখিনা বাতাস,এই টিপটিপ বৃষ্টি,এই যেন ঝড়ো হাওয়া,আকাশে চলে মেঘের আনাগোনা।মন কেমন যেন উদাস উদাস করে,হঠাৎ হৃদয় মাঝে যেন একটা ধাক্কা অনুভব করলাম।ভাবলাম লিখেই ফেলি আমার প্রেমানুরাগের পত্র,আমার ভালোবাসার গল্প।

৪/৫/২৪ তারিখ রাতে সিল্ক সিটি ট্রেনে যখন তোমার সাথে প্রথম দেখা হয় তখনই ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ছিলো।বলতে পরো সেই নিষ্পাপ হাসি টার মায়ায় আটকে গেছি।তোমাতে এত মুগ্ধ ছিলাম আফসোস তোমার পরিচয় টাই জিজ্ঞেস করা হয়নি।

তথাকথিত কনফেশনগুলোর মত করে লিখতে মন চাচ্ছে না, প্রথম দেখায় ক্রাশ খেয়েছি,তোমাকে চাইই চাই আমার এমন কখনো বলতে চাইব না।
যেসব ছেলেরা কৈশোরে রবীন্দ্রনাথ,বুদ্ধদেব বসু আর একটু বড় হলে সমরেশ হ্যাগার্ডের বই পড়ে ভালোবাসার মানে শিখেছে তারা এমন কখনো বলবেও না,বলতে চাইবেও না। তুমি কি জানো ইবাদত আর মহব্বত না দেখেই হয়😊
তুমি অনেক মেধাবী,যোগ্যতাসম্পন্ন,অনেক গুণী মেয়ে ,এ কথা সার্বজনীনভাবে সবাই জানে,ভবিষ্যতেও জানবে।এসব কিছু বলতে চাচ্ছি না।
তুমি কি জানো,তোমার হাসিমাখা মুখ দেখলে আমার এ হৃদয়ে এমন এক প্রশান্তির সুবাতাস বয়ে যায় যেন মনে হয় স্বর্গের সব সুখ আর পবিত্রতা আমি এ পার্থিব জীবনেই সচক্ষে দেখে ফেলেছি।
তোমার কণ্ঠের সুধা আর বাচনভঙ্গির শৈল্পিকতার মায়ায় যেন আটকে যাই বারবার।
তুমি হয়তো বলবে 'আমি সাধারণ,তেমন কিছুই নই।'প্রত্যুত্তরে আমি বলবো,'এটাই তো ভালোবাসার মহিমা।সাধারণকেই অসাধারণভাবে ভাবে মায়াবী চোখে দেখা❤

অপেক্ষায় থাকলাম তোমার🥰


ইতি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কেউ একজন😊

Confession No: 35To: Tahsin HamimDepartment: MEFrom : অপেক্ষায় বসে থাকা একটি মেয়েওহে প্রিয় আমি তোমার নামে একটি কনফেশন দি...
23/04/2024

Confession No: 35
To: Tahsin Hamim
Department: ME
From : অপেক্ষায় বসে থাকা একটি মেয়ে
ওহে প্রিয় আমি তোমার নামে একটি কনফেশন দিলাম, তুমি কি আমার প্রেমে সাড়া দিবে?

Confession No: 34To: Sabbir HossainDepartment: EEEFrom : অপেক্ষায় বসে থাকা একটি মেয়েআমার মনের মতো একজন মানুষ আপনি, আপনার...
19/04/2024

Confession No: 34
To: Sabbir Hossain
Department: EEE
From : অপেক্ষায় বসে থাকা একটি মেয়ে

আমার মনের মতো একজন মানুষ আপনি, আপনার মনে হয় কোনো হেটার নাই। থাকবেই বা কি করে এমন অমায়িক ব্যবহার যার!!! আপনার কথাবার্তা, অ্যাটিটিউড সবকিছুই আমাকে আকৃষ্ট করে। আমি আমার লাইফে এই প্রথম কারো জন্য কনফেশন লিখলাম। আমার লাইফের প্রথম ভালোবাসা। মন থেকে আপনাকে চাই, আমি নিরাশ হবোনা আমার মনে হয় কারণ কেউ খুব করে মন থেকে কিছু চাইলে বিধাতা তাকে নিরাশ করেন না শুনছি। আর আপনার বিষয়ে আমি বেশি কিছু জানিনা, জানিনা আপনার লাইফে কেউ আছে কিনা। কেউ না থাকলেই ভালো কারণ আমার মতো কেউ আপনাকে এতটা ভালোবাসতে পারবেনা। গত তিন চার মাস যাবত শুধু আপনার কথায় ভাবছি। একটা মেয়ে কখনো সরাসরি তার মনের কথা বলতে চাইনা, আমারও বলার সাহস নাই আপাতত তবে খুব শীঘ্রই সেটা হবে হয়তো আপনার চোখের সামনে থাকার। শেষ কথা শুধু বলব ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি!!! খুব ভালোবাসি আপনাকে 🖤

আমি আপনাকে ছাড়া কখনো কাউকে বিয়ে করব না! আপনি আমাকে সারাজীবন অবিবাহিত রাখবেন না প্লিজ 🙏

16/04/2024

প্রিয় আকাশ আহমেদ।
আপনার প্রতি সবসময় ভালোবাসা, স্পেলিং মিস্টেক জন্য সবার কাছে দুঃখিত

Confession No:33প্রিয় আকাশ আহমেদ,থ্রিপোলি,তুমি সেই মানুষ,হাসির মাঝে থাকে লুকানো কষ্ট,রাগের মাঝে থাকে অনেক ভালোবাসা,নি...
16/04/2024

Confession No:33
প্রিয় আকাশ আহমেদ,
থ্রিপোলি,
তুমি সেই মানুষ,
হাসির মাঝে থাকে লুকানো কষ্ট,
রাগের মাঝে থাকে অনেক ভালোবাসা,
নিরবতার মাঝে অপেক্ষা, অনেক ভালোবাসি কিন্তু বলতে পারি না

Confession no: 32To : আরিফ হোসাইন Department :সিএসইকখনো ভাবি নাই যে আমার কারোর জন্য ফিলিংস অথবা মন থেকে  ভালোবাসা কাজ কর...
14/04/2024

Confession no: 32
To : আরিফ হোসাইন
Department :সিএসই

কখনো ভাবি নাই যে আমার কারোর জন্য ফিলিংস অথবা মন থেকে ভালোবাসা কাজ করবে । আশেপাশের অনেক মানুষদেরই প্রেম করতে দেখি কিন্তু আমি এইসব কখনও পছন্দ করতাম না । কিন্তু লাইফে হটাৎ কি যেনো হলো টেরই পেলাম না । আমি অন্যদের মতো বলবো না যে তোমাকে দেখে আমি ক্রাশ খেয়েছি, সত্য বলতে প্রথম দিকে আমি তোমাকে ততটাও পছন্দ করতাম না । কিন্তু পরে এটা বুঝতে পারি যে আসলে তোমার মধ্যে কিছু আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নাই । তোমার মধ্যে থাকা সেই বিশেষ কিছুর জন্য তোমার প্রতি কখন যে আমার ভালোলাগা টা কাজ করতে শুরু করে দিয়েছে আমি নিজেও বুঝি নাই । আসলে আমি কী করব বুঝতে পারছি না । সবার লাইফে কেউ না কেউ আসে যার জন্য সে অপেক্ষায় থাকে, আমার লাইফের সেই মানুষ টাকে মনে হয় আমি পেয়ে গেছি । তোমাকে হয়তো বলতে পারবো না, ঐরকম সাহস নাই আমার । কিন্তু সময় আসলে ঠিক ই তোমার সামনে গিয়ে হাজির হবো । আর যেটা বলা বাকি রইলো সেটা নাহয় যেদিন সাহস হবে সেদিনই বলবো ।

ইতি,
অজানাই থাকুক নাহয় ।

 :31প্রেরক - আশেপাশের কেউপ্রাপক - ইমন হোসাইনসিএসই ২য় বর্ষক্যাম্পাসে এখনো তো আর নতুন নও।সিনিয়র তো হয়ে গেলে।আর কতো একা থ...
01/04/2024

:31

প্রেরক - আশেপাশের কেউ
প্রাপক - ইমন হোসাইন
সিএসই ২য় বর্ষ

ক্যাম্পাসে এখনো তো আর নতুন নও।
সিনিয়র তো হয়ে গেলে।আর কতো একা থাকবে? গেটআপ তো তোমার ধানুশ ফেইল।
এইবার একটু আশেপাশে তাকাও।
হয়তো দেখতে পাবে,
তোমার হাসিমাখা মুখখানি দেখার অধীর আগ্রহের রেশ নিয়ে কেউ বসে থাকে।সেই অধীর ব্যাকুলতা থেকে যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ‌ না তোমার নয়নে নয়ন পরে।
এভাবেই হাসি মুখে থেকো সবসময়।
দূর থেকে তোমার সেই হাসি মাখা মুখটা দেখে নিস্তব্ধভাবে নয়ন জোড়া স্বস্তির পলক ফেলবে।
আশেপাশে একটু ভালোভাবে খুঁজলেই হয়তো পেয়েও যেতে পারো।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when DUET: Crush & Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category