![BRT লেনে বিআরটিসি’র এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাস র্যাপিড ট্রানজিট (BRT) লেনে শিববাড়ি, গাজীপুর থেকে গুলিস্তান ...](https://img5.medioq.com/755/004/914448707550045.jpg)
17/12/2024
BRT লেনে বিআরটিসি’র এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাস র্যাপিড ট্রানজিট (BRT) লেনে শিববাড়ি, গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি এসি বাসের মাধ্যমে বিআরটিসি'র পরিচালনায় সার্ভিসটি চালু করেছে বিআরটি কর্তৃপক্ষ।
রোড: গুলিস্থান - শিববাড়ী, গাজীপুর রোডের স্টপেজ সমূহ হলো- গুলিস্থান, শাহবাগ, ফার্মগেইট, এয়ারপোর্ট, কলেজ গেইট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী।