শীর্ষ সংবাদ

শীর্ষ সংবাদ Shirshosongbad.com - Check out the latest News on Bangladesh. Get breaking news updates on Banglades
(1)

21/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ,নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।
একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,
১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,
সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,
একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,
হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,
এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,
রক্তের দাগ এখনো শুকায় নাই ।
এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে।এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি!
এই শিক্ষক নামক কলংকগুলাই গত ১৫ বছরে ভোট চুরি করেছে,তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।
বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?
১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?
আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।
লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?
#কপি

12/08/2024

শহুরে মধ্যবিত্ত বাঙ্গালী কেন খালেদা জিয়াকে ঘৃণা করে সেটা চিন্তা করে আমি কয়েকটা কারণ বের করতে পেরেছি।

এক.
খালেদা এক বিরল গুনের অধিকারী। বাংলাদেশের রাজনীতি তো বটেই, সমাজেও এই গুন আপনি পাবেন না। এবং এই গুনটা খুবই আন্ডাররেটেড।

কিছু ডিগ্রিধারী লোক - আবরারকে খুন করা ডিগ্রিধারী শিক্ষিত লোক আর কি - খালেদাকে ব্যঙ্গ করবে যে খালেদা এইট পাশ। অথচ খালেদা যে এইট পাশ এই সত্যটা খালেদার চেয়ে বেশি আর কেউ জানে না। খালেদা নিজের অজ্ঞতা নিয়ে এতটাই সচেতন যে সে কখনো স্ক্রিপ্ট না দেখে বক্তব্য দেয় না। তার স্ক্রিপ্ট লিখে দেয় অভিজ্ঞরা। সে প্রতিটা সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট এক্সপার্টদের মতামত নেয়। সে জানে সে এইট পাশ, তার সীমাবদ্ধতা আছে।

এই যে নিজের অজ্ঞতাকে বুঝতে পারে এবং তদানুযায়ী জ্ঞানীদের পরামর্শ মত চলা - এই বিরল গুন আপনি বাংলাদেশ তো বটেই, সারা দুনিয়াতেই খুব কম পাবেন।

সক্রেটিস বলত সক্রেটিস অন্যদের চেয়ে বেশী জ্ঞানী এই কারণে না যে সক্রেটিস অন্যদের চেয়ে বেশী জানে। কিন্তু সক্রেটিস বেশী জ্ঞানী কারণ সক্রেটিস তার অজ্ঞতাগুলি জানে। আমি বলব না খালেদা সক্রেটিস। কিন্তু সক্রেটিসের এই বৈশিষ্ট্য আপনি খালেদার মধ্যে পাবেন।

এর ফলাফলও হাতেনাতে দেখতে পাবেন আপনারা। খালেদা কখনো অশ্রাব্য, বাজে, ফাউল কথা বলে না। অথচ তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বলা হয় যে সে যখন মুখ খোলে তখন তার দলের ভোট রাতারাতি কমে যায়। বেডরুমের নিরাপত্তা দেওয়া যাবে না কিংবা "দেই, ইলেক্ট্রিসিটি বন্ধ করে দেই" মার্কা কথা খালেদা কখনো বলে নাই। খালেদা কখনো ইম্প্রম্পটু স্পিচ দেয় না। খালেদা জানে সে এইট পাশ তাই সে তার অভিজ্ঞ পরামর্শকদের উপর নির্ভর করে। খালেদার মধ্যে বিন্ধুমাত্র প্রিটেনশাসনেস বা অহংকার নাই।

লাইফে শুধুমাত্র একবার খালেদা বেফাঁস কথা বলেছে। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর তাঁকে যখন বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হল, তাঁর গাড়ি বের করতে দেওয়া হল না, তখন খালেদা বলেছিলেন গোপালগঞ্জ জেলার নামই পালটে দেবেন। মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচীটার নামটাও ভুলভাল বলছিলেন। কারণ, আফটার অল, খালেদা তো এইট পাশ। এইরকম অসভ্য পরিস্থিতিতে স্ক্রিপ্টবিহীন অবস্থায় খালেদা পড়তে চানও না, তৈরীও ছিলেন না।

অথচ তার রাজনৈতিক প্রতিপক্ষের কথা শোনেন। পার্থক্যটা বুঝতে পারবেন। আপনি ঘণ্টার পর ঘণ্টা খালেদার বক্তব্য শুনতে পারবেন। মনে হবে একজন স্টেটসম্যানের বক্তব্য শুনছেন। পরিষ্কার, ফর্মাল, নিখাঁদ। অথচ তার রাজনৈতিক প্রতিপক্ষের কথার মাঝে খিস্তি-খেউড় আর ব্যক্তিগত খোশগল্প ছাড়া কিছুই পাবে না। খালেদা তার কোন বক্তব্যে "আমি এইটা করেছি, আমি সেইটা করেছি; আমি অমুক বানিয়েছি, তমুক জায়গায় বিদ্যুৎ দিয়েছি" এইধরণের কথা বলেন নাই। কারণ খালেদা একজন এইট পাশ স্টেটসম্যান যার বক্তব্য সবসময় এক্সপার্টরা লিখে দেয়। খালেদা কখনো রাষ্ট্রকে তার ব্যক্তিগত সম্পত্তি মনে করেন না।

কিন্তু জাফরপড়ুয়া মধ্যবিত্ত জানোয়ার কেন এই অনেস্টি পছন্দ করবে বলেন? তার দরকার আবেগ। তার দরকার প্রিটেনশন। সে আবরার পিটিয়ে কামানো বুয়েটের ডিগ্রি নিয়ে বড়াই করতে চায়। আইবিএ পড়ে সিগারেট বিক্রির চাকরি করা নিয়ে তার বড়ই অহংকার। সে শুধু বোঝাতে চায় খালেদা এইট পাশ, খালেদা মূর্খ। খালেদাকে ঘৃণা না করলে আসলে তার শহুরে মধ্যবিত্ত জানোয়ার স্বরুপটা স্পষ্ট হয় না।

দুই.
খালেদার আরেকটা বড় দোষ খালেদার এলিটিজম। দেখেন, খালেদা কিন্তু আপা না। খালেদা ম্যাডাম। খালেদা এই ব্যাপারে খুবই ক্লিয়ার - সে স্টেটসম্যান। সে রাষ্ট্রের পলিটিকাল এলিট। সে বিরানী রান্নার ছবি ফেসবুকে ছড়িয়ে ইমোশন নিয়ে ব্যবসা করে না। নিজের আঁকা ছবি নিয়ে সে প্রদর্শনী করে না। বাচ্চাদের কোলে নিয়ে ফটোসেশন করে না। খালেদার মধ্যে এই ধরণের ইমোশনাল কাজকর্ম দেখবেন না।

খালেদা খুবই ফর্মাল এবং তার কথা খুবই স্পষ্ট - তার সাথে আমাদের সম্পর্ক পলিটিকাল লিডার এবং ভোটারের। পলিটিকাল লিডার হিসাবে সে এলিট। তবে এর মানে এই না যে ভোটাররা প্রজা। ভোটাররাই তাকে পলিটিকাল লিডার বানিয়েছে। কাজেই ভোটাররা চাইলে খালেদাকে গালিও দিতে পারে। এবং সেটা ভোটাররা দিয়েছেও। বিশ্বাস না হলে খালেদা আমলে প্রথম আলো খুলে দেখুন - শিশির ভট্টাচার্য খালেদাকে নিয়ে কি জঘন্য, অরুচিকর কার্টুন এঁকেছে নির্ভয়ে ও বিনা বাঁধায় সেইটা আজকের বাংলাদেশে বসে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এর মানে এই না যে খালেদা ক্রিকেট দলকে ব্যবহার করে, জাফর ইকবালকে লেলিয়ে দিয়ে, সোলায়মান সুখনের মাধ্যমে, মানুষের আপা সেজে, কওমীদের জননী সেজে আপনাদের ব্ল্যাকমেইল করবে।

খালেদা যেমন তার এইট পাশ অবস্থা নিয়ে সচেতন। তেমনি সে ফর্মার আর্মি চিফের ওয়াইফ, সাবেক ফার্স্ট লেডি, তিনবারের প্রাইম মিনিস্টার, একাধিকবারের লিডার অব দ্য অপজিশন স্ট্যাটাস নিয়েও সচেতন। খালেদা ইজ ক্লাস। শি উযেস ডিগ্নিটি এন্ড প্রাইড।

খালেদার এই ব্রুটাল অনেস্টি এবং ফর্মালিটি শহুরে মধ্যবিত্ত জানোয়ারের ভালো লাগে না। শহুরে মধ্যবিত্ত জানোয়ারের চাই ল্যাটকানো আবেগ। রাস্তায় খুন হতে, কার্টুন আঁকার কারণে জেলে যেতে, বা ফুডপান্ডার ডেলিভারিম্যানের ভয়ে তটস্থ থাকতে শহুরে মধ্যবিত্ত জানোয়ারদের আপত্তি নাই। তবে শর্ত হচ্ছে শি হু মাস্ট নট বি নেমড যদি একটু আবেগ দেখাতে পারে। সাকিবকে ডেকে নিজ হাতে রান্না করে খাওয়াতে পারে। সাকিবের বাচ্চাটাকে একটু কোলে নিয়ে আদর করতে পারে। মাছ ধরার ছবি ফেসবুকে দিতে পারে। রিকশায় চড়ার ছবি দেখিয়ে মাটির মানুষের ভাব ধরতে পারে। ম্যাডামের বদলে আপা ডাক শুনতে পছন্দ করে। এগুলা হইলেই সাত খুন মাফ।

তিন.
খালেদার আরেকটা বড় সমস্যা খালেদা ন্যাচারালি বিউটিফুল। শুধু যেই সেই বিউটি না, নিরানব্বই শতাংশ বাঙ্গালী মেয়ের স্বপ্নের বিউটি। ন্যাচারালি খালেদা শাদা। আভিজাত্যের কারণে খালেদার মেক আপও সর্বদা ফার্স্ট ক্লাস। তার রাজনৈতিক প্রতিপক্ষ যেখানে মাটির মানুষ সাজতে চায় পোশাকের মাধ্যমে, খালেদা সেইখানে তার এক্সট্রা অর্ডিনারি বিউটির সাথে মানানসই এক্সট্রাঅর্ডিনারি মেক আপ ব্যবহার করে। জামদানি শাড়ির বাংলাদেশে একমাত্র খালেদাকেই শিফন শাড়িতে মানায়।

এই জিনিসটা অনেকেরই পছন্দ না। শহুরে মধ্যবিত্ত জানোয়ারদের অনেকেই খালেদাকে ঘৃণা করে এই ঈর্ষা থেকে। কিভাবে একটা মহিলা ন্যাচারালি, উইদাউট এনি এফোর্ট এত এলিগ্যান্ট, এত ম্যাজেস্টিক, এবং এত সুন্দরী হইতে পারে! এতশত স্কিনকেয়ার দিয়েও যেইখানে তারা ফেয়ার কমপ্লেকশনেট হইতে পারতেছে না সেইখানে এই মহিলা কিভাবে এফোর্টলেসলি অনায়াশে সেন্ট্রাল এশিয়ান বিউটি হয়ে বসে আছে - এই আক্ষেপ শহুরে মধ্যবিত্ত শিক্ষিত মেয়েদের অনেকের মধ্যেই পাবেন।

যাহোক, খুব সম্ভবত খালেদা জিয়াকে কিছুদিনের মধ্যেই মেরে ফেলা হবে। আমার জেনারেশনের অধিকাংশেরই খালেদা শাসনামল মনে নাই। খুব অল্পবয়সে পত্রিকা পড়তে শুরু করায় (এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দল স্পেশাল একটা থ্যাংক্স পাবে) এবং অবজার্ভেশনের ব্যাপারে জন্মগত সচেতনতা থাকায় আমার মনে আছে কেমন ছিল খালেদার শেষ শাসনামল। কাজেই জাফর ইকবালদের রচিত ইতিহাসের বাইরে আমি জানি আসলেই কেমন ছিল স্বাধীন বাংলাদেশ। খালেদার শাসনামলে একসাথে ৬৩ জেলায় বোমা ফুটেছিল। কারণ সেসময় রাষ্ট্র সবার মোবাইলে আড়ি পাতত না। সন্ত্রাস ছিল, কারণ সার্ভেইলেন্স কম ছিল। খালেদার শাসনামলে সারের দাবীতে আন্দোলন করায় কৃষক মরেছিল। তারপর তার প্রতিবাদে তীব্র সরকারবিরোধী আন্দোলন হয়েছে। কারণ কেউ তখন বলে নাই "কৃষকদের আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিরোধী দল।" খালেদার শাসনামল অনেক খারাপ ছিল। একারণে চালের মূল্য দুই পয়সা বাড়লেও প্রথম আলোতে প্রথম পাতায় লিড নিউজ হত। এতই দমবন্ধকর ছিল খালেদা জিয়ার শাসনামল যে প্রতিদিন দেশের সব বুদ্ধিজীবী, এলিট নাগরিক, আর প্রথম আলো-ডেইলি স্টার খালেদা, খালেদার পরিবার, খালেদার ক্যাবিনেটের সব মিনিস্টারকে রুটিন করে গালি দিত, ব্যঙ্গ করত, অরুচিকর কার্টুন আঁকত। কিন্তু একদিনও এদের কেউ কারওয়ান বাজারে খালেদাকে গালি দিয়ে কার্টুন জমা দিয়ে বাসায় ফেরার সময় গুম হওয়ার বা মামলা খাওয়ার ভয় করে নাই।

আমি সেই বাংলাদেশ দেখেছি।

ভালো থাকবেন, বাংলাদেশ। আমরা স্বাক্ষী দিব, শিফন শাড়ি পরে আপনি যতটা ভাল মুসলমান ছিলেন ততটা ভাল মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে কালসিটা ফেলে দেওয়া বোনের জমি মেরে দেওয়া বুয়েট পাশ ঘুষখোর আলহাজ্ব সেকুলার মধ্যবিত্ত শিক্ষিত বাঙ্গালী কোনকালে হতে পারবে না।

ছবিঃ ২০১২ সালে বিরোধী দলীয় নেতা হিসাবে ভারত সফরকালে খালেদাকে সালাম দিয়ে স্বাগত জানাচ্ছেন ততকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই হাত জোর করে নমস্কার দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অবশ্য রাষ্ট্রীয় প্রটোকল অনুসারে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও সালাম দিয়েই নমস্কারের জবাব দেন।

PS: আমি সাধারণত যে ন্যারেটিভ জনগনকে দোষ দেয় সে ন্যারেটিভকে প্রত্যাখ্যান করি। তবে এই একবার আমি এই এক্সেপশন করতে রাজি আছি। আমি চাই যেই শহুরে মধ্যবিত্ত জানোয়ার আপনাকে মরতে দিচ্ছে সেই শহুরে মধ্যবিত্ত জানোয়ারের পাল যেন শেষ হয়ে যায়। তারা যেন করোনা, ডেঙ্গু, চিকনগুনিয়া, সড়ক দূর্ঘটনা, ধর্ষণ, র‍্যাগিং, ফুডপান্ডা ডেলিভ্যারিম্যানদের দৌরাত্ম ইত্যাদিতে ছাড়খাড় হয়ে যায়। খোদা যেন এদের প্রত্যেকের অপরাধের হিসাব চুকিয়ে দেন।

দ্য মিড্‌ল ক্লাস মাস্ট বি পানিশ্‌ড। দ্য মিড্‌ল ক্লাস ইজ হেভিলি আন্ডারপানিশ্‌ড। দ্য মিড্‌ল ক্লাস মাস্ট পেরিশ।

লেখকঃ - নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশী।

12/08/2024

সেনাবাহিনীর তরুণ অফিসারদের কথা। ধন্যবাদ সামি এই গুরুত্বপূর্ণ কাজটায় কো অর্ডিনেট করার জন্য।

এই চিঠিটা জুলকারনাইন সামি সেনাবাহিনীর কিছু তরুণ অফিসারদের সাথে কথা বলে কো অর্ডিনেট করেছে। একজন সাংবাদিক হিসেবে এই চিঠিতে যারা সহমত হয়েছেন বা সাইন করেছেন তার তালিকা সামির কাছেই আছে। একজন সাংবাদিক তার সোর্স প্রকাশ করবে না। হয়তো কোন সুবিধাজনক সময়ে নামগুলো জানতে পারবো। আমি কিছু নাম জানি কিন্তু আমিও বলবো না। সামি এটা নিয়ে গত কাল থেকে কাজ করছে, আমার সাথে এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলেছে।

এটা ব্যক্তিগত ক্যাপাসিটিতে কিছু তরুণ সেনা অফিসারের বক্তব্য সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্য না।

Muhammad Siraj

11/08/2024

🚅 মেট্রোরেলে ক্ষতি পরিমাণ
৩০০ কোটি টাকা বলা হলেও লাগবে না ৫০ কোটি ও।
সূত্র-মাছরাঙ্গা টিভি

03/08/2024
সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমাননারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরসহ ...
03/08/2024

সপরিবারে দেশ ছাড়লেন শামীম ওসমান

নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরসহ থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ৩০ জুলাই তিনি ও তার পরিবারের ৫ সদস্য থাইল্যান্ড গেছেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমী ও নাতী জোহা ইফ্রায়িম ওসমান আরজিয়ান।

গত ২৯ জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।



এ আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়নমেন্টের কাগজ দাখিল করেন।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে ৩০ তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার।

দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে এ ব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি

নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরসহ থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ৩০ জুলাই তিনি ও তার পরিবারের ৫ সদস্য থাইল্যান্ড গেছেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমী ও নাতী জোহা ইফ্রায়িম ওসমান আরজিয়ান।

গত ২৯ জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।

এ আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়নমেন্টের কাগজ দাখিল করেন।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে ৩০ তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার।

দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে এ ব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি
নারায়ণগঞ্জের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবারের সদস্যদেরসহ থাইল্যান্ড চলে গেছেন। বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ৩০ জুলাই তিনি ও তার পরিবারের ৫ সদস্য থাইল্যান্ড গেছেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, ছেলে ইমতিনান ওসমান, পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমী ও নাতী জোহা ইফ্রায়িম ওসমান আরজিয়ান।

গত ২৯ জুলাই শামীম ওসমান সংসদ সদস্যের প্যাডে ঢাকার থাই দূতাবাসে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভিসা চেয়ে আবেদন করেন। এতে তিনি কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করেন। এ ছাড়া তিনি তার সঙ্গের সবার যাবতীয় খরচ বহন করবেন বলে আবেদনপত্রে উল্লেখ করেন।



এ আবেদনপত্রের সঙ্গে শামীম ওসমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুপারিশপত্র এবং বামরুনগ্রাদ হাসপাতালের অ্যাপয়নমেন্টের কাগজ দাখিল করেন।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুত ভিসা পেয়ে ৩০ তারিখেই ব্যাংকক গেছেন শামীম ওসমান ও তার পরিবার।

দেশের বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন সব নেতাকে মাঠে নামার নির্দেশ দিচ্ছে তখন শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতার সপরিবারে দেশত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে এ ব্যাপারে শামীম ওসমানের মন্তব্য পাওয়া যায়নি

নরসিংদীতে আন্দোলনকারীদের ওপর হামলা, আহত অন্তত ১০নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ ...
02/08/2024

নরসিংদীতে আন্দোলনকারীদের ওপর হামলা, আহত অন্তত ১০

নরসিংদীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।

পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বিকেল ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তারা এ সময় নানা স্লোগান দিচ্ছিলেন। প্রেসক্লাবের সামনে আসার পর যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়ে মিছিলটি।

একপর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হয়।

এ বিষয়ে নরসিংদীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না। লাঠিপেটার বিষয়টি তিনি অস্বীকার করেন

02/08/2024

সূত্র জানিয়েছে, মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামও প্রথমবারের মতো ব্লক করা হয়েছে।

02/08/2024

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি সারা দেশে যে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের একটি বড় অংশকেই সমাধিস্থ করা হয়েছে ময়নাতদন্ত না করেই।

01/08/2024

Amnesty's Secretary General Agnes Callamard urges Bangladesh’s Prime Minister Sheikh Hasina to end the ongoing crackdown on protesters and cooperate with the UN to conduct a thorough, effective, independent, and impartial investigation into the deaths and injuries that have resulted from crackdown.

01/08/2024

আমরা কয়েকজন ব্যাচমেট(AE,CSE,EEE) মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ,বাংলাদেশ মিলিটারির এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করার জন্যে Unmanned Aerial Combact Vehicle(UCAV) ড্রোন বানাবো(তুর্কির bayraktar TB2 এর মতো)। সেখানে আমি মেকানিকাল লিডে ছিলাম।আমাদের UCAVটা মূল লক্ষ্য ছিল ফরেইন টেকনোলজির ডিপেন্ডেসসি কমানো,শত্রু পক্ষকে ঘায়েল করা এবং কোন প্রকার পটেনশিয়াল ট্রেট আসলে তা সামাল দেওয়া। মেশিন লার্নিং ব্যবহার করার পরিকল্পনা ছিল।আমাদের টিমের এডভাইসর ছিলেন একজন ইইই ডিপার্টমেন্টের প্রফেসর,যিনি বুয়েটের ইইই ডিপার্টমেন্টের হেড। ফান্ডিংও অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। আমাদের কাজ যদিও এখনো শুরু হয় নি,তবুও আমাদের কাজের পরিকল্পনা করে ফেলেছিলাম।
এখন আমরা সম্বিলিতভাবে এই কাজ থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ যদি আমরা সফল হই আজ আমরা তাদেরকে এই ড্রোন বানিয়ে দিলে তারা আমাদের ভাইদের উপর দিয়ে হয়তো এটা চালাবে,যেমন টা এখন বিভিন্ন হেলিকপ্টার,এয়ারক্রাফট চালাচ্ছে।ইন শা আল্লাহ আমাদের ভাইদের কিছু হবে তা আমরা কখনোই চাইবো নাহ।

Navid Newaz

Address

Sultan Market, Sardagonj
Gazipur
1202

Telephone

+8801836120413

Website

Alerts

Be the first to know and let us send you an email when শীর্ষ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies