Md Abdur Rahim

Md Abdur Rahim

চরমোনাই ময়দানে জুম্মার নামাজ আদায় করব।ইনশাআল্লাহ।
01/03/2024

চরমোনাই ময়দানে জুম্মার নামাজ আদায় করব।
ইনশাআল্লাহ।

ভিসা দিবি আজকে টাকা নিয়ে খাছ কেআজকে না কালকেকালকে না পরশু আমারা কী নশুু 😅VFS মাইরে বাপ।
22/02/2024

ভিসা দিবি আজকে
টাকা নিয়ে খাছ কে
আজকে না কালকে
কালকে না পরশু
আমারা কী নশুু 😅
VFS মাইরে বাপ।

04/02/2024

আল্লাহ তায়ালার অনুমতি ব‍্যতিত কোন বিপদই আসে না; যে ব‍্যক্তি আল্লাহ তায়ালাকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন; আর আল্লাহ তায়ালা সব বিষয়েই সম‍্যক অবগত রয়েছেন।

শুধু তোমারই জন্যে   থুক্কু 😁😁😁আগামীকাল এর জন্যে আছি  🇧🇩🇧🇩🇧🇩মহান বিজয় দিবস  ১৬ই  ডিসেম্বর।
15/12/2023

শুধু তোমারই জন্যে থুক্কু 😁😁😁
আগামীকাল এর জন্যে আছি 🇧🇩🇧🇩🇧🇩
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর।

২০২১ সালের ৬ই ডিসেম্বর🌧🌧🌧
06/12/2023

২০২১ সালের ৬ই ডিসেম্বর🌧🌧🌧

যদি তোর ডাক শুনে কেউ না আসে তাইলে আমি একাই যামু🤣🤣🤣দেশের বহু যায়গা গেলাম আমি একা আমার সাথে কেউ নেই তাই আমি একাই সারাদেশে ...
26/08/2023

যদি তোর ডাক শুনে কেউ না আসে তাইলে আমি একাই যামু🤣🤣🤣
দেশের বহু যায়গা গেলাম আমি একা আমার সাথে কেউ নেই
তাই আমি একাই সারাদেশে ভ্রমণ করব ❤❤😍😍😍😍

গাজীপুর রাজেন্দ্রপুর 😍😍😍❤
04/08/2023

গাজীপুর রাজেন্দ্রপুর 😍😍😍❤

টাকা তুমি কোথায় তোমাকেই দরকার 😭😭😭👈👈আবার কবে টাকা আসবে আমার হাতে 😎😎😎
29/07/2023

টাকা তুমি কোথায় তোমাকেই দরকার 😭😭😭👈👈
আবার কবে টাকা আসবে আমার হাতে 😎😎😎

24/06/2023

টাইটানিক কোথায় ডুবে আছে জানেনতো?
কানাডার নিউ ফাউন্ড ল্যান্ড এর কোস্টাল লাইন থেকে প্রায় চারশো মাইল দূরের সমুদ্রের নীচে!
অতলান্তিক ( atlantic এর বাংলা) মহাসমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীর জলের নীচে!
ওশনগেইট ( oceangate) নামের একটা কোম্পানি আছে, ওরা টাইটানিক ট্যুরিজম করে!
আট দিনের একটা ট্যুর প্যাকেজ।
আপনাকে প্রথমে কানাডা থেকে জাহাজে করে আটলান্টিকের উপর টাইটানিক ডুবার জায়গাটায় নিয়ে যাবে, তারপর আপনাকে নিয়ে একটা ছোট্ট সাবমেরিনে করে, সার্ফেস থেকে সাড়ে তিন কিলোমিটার গভীরে, টাইটানিকের ধ্বংসাবশেষের মুখোমুখি করা হবে!
রীতিমতো ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স!
তবে পুরো প্যাকেজটা মারাত্নক এক্সপেন্সিভ।
বাংলাদেশী টাকায় প্রায় আড়াই কোটি টাকার উপরে লাগে !
এই সাবমার্সিবল, মিনি সাবমেরিনটার নাম হচ্ছে টাইটান! খুবই মাইক্রো সাইজের একটা সাবমেরিন। তাতে টেনেটুনে পাইলট সহ মোটে পাঁচ জনের জায়গা হয়!
সমস্যা হচ্ছে,
রবিবার সকাল বেলা, টাইটানে করে চারজনের একটা ট্যুরিস্ট দল, টাইটানিক দেখতে নেমেছিলো!
নামার কিছুক্ষণ পর থেকে, টাইটানের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা!
কোন সিগ্নাল নাই। ভিশন নাই। কিচ্ছু নাই!
ভ্যানিশ!
টাইটানে বড় জোর ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন সরবরাহ আছে। পানি খাবারও খুব একটা নেই!
এদের রেসক্যু মিশনে এখন আমেরিকা, কানাডার কোস্ট গার্ড নেভি নেমেছে তবু কোন হদিস পাওয়া যাচ্ছেনা!
সাবমেরিনে, ইংল্যান্ডের তিন জন আছে দেখলাম। একজন বিলিয়নিয়ার হামিশ হার্ডিং, আরেকজন পাকিস্তান বর্ন বিজনেস টাইকুন দাউদ আর তার ছেলে!
টাইটানিক ডুবে যাওয়ার সে অঞ্চলে আরেকটা বিয়োগ গাথা রচিত হচ্ছে?
টাইটানিক ব্যাপারটাই কি মৃত্যু ডেকে আনে?
টাইটান নামটাই কি ভ্যাজালের?
নাকি আসলে একট অতি ক্ষুদ্র কো ইনসিডেন্স?
নাকি শেষ পর্যন্ত কোন একট অলৌকিক উপায়ে টাইটানকে খুজে পাওয়া যাবে!
সময় ফুরিয়ে আসছে দ্রুত!
মোটে কয়েক ঘন্টার অক্সিজেন সাপ্লাই আছে আর!
( টাইটানের জন্য প্রার্থনা।)

Address

Gazipur City Corporation
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abdur Rahim:

Share

Nearby media companies