Viral reels 11

Viral reels 11 আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আসমান থেকে সাজানো তাই চিন্তিত হবেন না, ভরসা রাখুন! 💖

জ্বি! কখনো কিছু নিয়ে চিন্তিত হবেন না! অসম্ভব বলতে কিচ্ছু নেই!)❤️
17/10/2024

জ্বি! কখনো কিছু নিয়ে চিন্তিত হবেন না! অসম্ভব বলতে কিচ্ছু নেই!)❤️

14/10/2024

দায়িত্ব কি বয়স মানে? 😅💔

13/03/2024

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

কথায় - Ashraf Ahmed

08/03/2024

এই যে তোমরা একজনের পর আরেকজনের সাথে সম্পর্কে জড়াও। কাউকে ভালোবাসি বলে আবার ভালোবাসি না বলে দাও। আজীবন পাশে থাকবো বলে হারিয়ে যাও। কথা দিয়ে কথাই ভুলে যাও।

তোমাদের কি কখনো অপরাধবোধ কাজ করে না? ভয় লাগেনা এই ভেবে আমিও তো মানুষ? নিষ্পাপ হয়ে জন্ম নিয়ে কি করছো তোমরা নিজের জীবন টার সাথে? আফসোস হয় না কখনো নিজের জন্য?

মানুষ কেনো নিজেকে মানুষ হিসেবে দেখতে চায় না?

কথায় - Ashraf Ahmed

07/03/2024

আমাকে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলার আগের সময় টুকুতে আমি যখন তোমার পাশে ছিলাম, তখন তুমি ধরেই নিয়েছিলে আমি বোধহয় পুরো জীবন তোমার সাথেই থেকে যাবো।

তোমার এই উপলব্ধিতে তুমি আমার দিকে এগিয়ে দিলে অবহেলা। তুমি ভেবে নিয়েছো আমাকে এখন যতই দূরত্ব দাও তুমি, আমি থেকে যাবো অপেক্ষায়। থেকে যেতাম।

থেকে যেতাম যদি একবার তোমার চোখের দিকে তাকিয়ে আমার জন্য কিঞ্চিৎ পরিমাণ ভালোবাসা দেখতাম। তোমার নজরে নিজের জন্য অসম্মান ছাড়া কিছুই দেখিনি।

তুমি আমাকে দুঃখ দিয়ে চূর্ণবিচূর্ণ করে দাও, আমি হেসে হেসে মানিয়ে নিতাম। অবহেলা করো, সহ্য করে নিতাম। কিন্তু অসম্মান মেনে নিতে পারিনা আমি। তুমি মূলত তখনই আমাকে হারিয়ে ফেলেছো, যখন তুমি আমার দিকে অসম্মানের নজরে তাকিয়েছিলে।

কথায় - Ashraf Ahmed

03/03/2024

যারা সম্মান দিয়ে ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে তারা মূলত পারিবারিক শিক্ষায় শিক্ষিত। এমন মানুষ কে দুর্বল ভাবা অসম্মান করা মানে আপনার পারিবারিক শিক্ষার অভাব। অনেকেরই হয়তো গায়ে লাগবে। লাগা উচিৎ।

ম্যানার্স না থাকা শিক্ষিত মূর্খের লক্ষ্মণ।

কথায় - Ashraf Ahmed

02/03/2024

নরম মনের হওয়াটা আসলে বিশাল বড় ঝামেলা। সবকিছুতে ঠকতে হয়। কেউ একটু আবেগ মাখা সুরে কিছু বললে বিশ্বাস করে ফেলি, গলে যাই। কেউ একটু আদুরে সুরে কিছু করে দিতে বললে যতই কষ্ট হোক করে দেই, মুখের উপর মানা করতে পারিনা।

কেউ নিজের বিপদের কথা শেয়ার করলে তার বিপদের সমাধান নিয়ে ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যেনো তার বিপদ টা উদ্ধার হয়ে যায়। আরও কতরকম ভাবে যে নরম মনের হওয়ায় বিপাকে পড়েছি হিসেব নেই।

সবশেষে এই নরম মনের হওয়ায় যেখানে সেখানে ব্যবহৃত হচ্ছি, এবং প্রয়োজন শেষে অবহেলিত।

কথায় - Ashraf Ahmed

01/03/2024

একজন মধ্যবিত্ত পুরুষ বিশ হাজার টাকা কামাই করতে একটা মাস দিন রাত এক করে যে পরিশ্রম করে। একটা মেয়ে চাইলেই সেটা কয়েক ঘণ্টার মধ্যে কামিয়ে নিতে পারে। তাদের ওই টাকা কামানোর হাতিয়ার টা আবার ওই একজন পুরুষই।

যে কাজ গুলো ইসলাম নিষিদ্ধ করেছে, সে কাজ গুলোতেই অতি লাভ কেনো? এই প্রশ্নে আমি এখন আর বিভ্রান্তির মধ্যে পড়ি না। কারণ আমি জানি জান্নাতিদের মধ্যে গরীব মানুষের সংখ্যা কেনো বেশি হবে, আর জাহান্নামিদের মধ্যে কেনো নারীর সংখ্যা।

কথায় - Ashraf Ahmed

29/02/2024

একটা মানুষ আমাকে ভুল বুঝলো। কিন্তু সে জানে সে সঠিক। আমি তাকে আর তার ধারণা ভুল সেটা বোঝানোর চেষ্টা করলাম না।

একটা সময়ের পর কেনো জানি নিজেকে সঠিক বোঝানোর যে মনোবল সেটা হারিয়ে যায়৷ মনে হয় কি আসে যায়, যে যেটা ভেবে খুশি থাকে থাকুক।

কথায় - Ashraf Ahmed

24/02/2024

দীর্ঘ কয়েক বছর এক সাথে থেকে যখন বিচ্ছেদ হয় তখন মানুষ কিভাবে মাত্র এক-দুই মাসের ব্যবধানে অন্য কারো সাথে নিজেকে মানিয়ে নিতে পারে? কিভাবে এত অল্প সময়ে দীর্ঘদিনের সকল স্মৃতি উপেক্ষা করে অন্য কাউকে জড়িয়ে ধরতে পারে?

দীর্ঘদিন একই রাস্তায় চলাফেরা করলাম, রাস্তার পাশে থাকা প্রতিটা দোকানপাট থেকে শুরু করে গাছ-পালা চেনা হয়ে গেলো। কিছুদিন বাজার করলাম, বাজারের প্রতিটা পণ্যের নাম-দাম জানা হয়ে গেলো। দীর্ঘদিন একটা মোবাইল নামের যন্ত্র ব্যবহার করলাম, মোবাইলের শুরু থেকে শেষ যত ফাংশন আছে সব চেনা হয়ে গেলো।

কিন্তু এতগুলো বছর এতগুলো দিন এক সাথে থেকেও মানুষ চিনতে পারলাম না, মানুষ চেনা হলো না।

কথায় - Ashraf Ahmed

27/01/2024

যখনই বড় কোনো সমস্যার মুখোমুখি হই, তখন দুশ্চিন্তায় পড়ে যাই। তারপর যখন সমাধানের কোনো পথ খুঁজে পাইনা; হতাশা নিয়ে মন কে সান্ত্বনা দেই এই বলে- আল্লাহ তো আছেন। উনিই একটা সমাধান দিয়ে দিবেন। এরপর কিছুটা শান্ত হতে পারি।

দুশ্চিন্তা কেটে যায় তা না। শান্ত হতে পারি কারণ জীবনে যতবারই যতবড় বিপদে পড়েছি আল্লাহর সাহায্যে কোনো না কোনো ভাবে সমাধান পেয়ে গেছি। আমি জানি আমি গুনাগার তবুও মনের মধ্যে এই বিশ্বাস টা কখনো আমাকে হতাশ হতে দেয়না।

এমনও হয়েছে একটা সমস্যা নিয়ে খুব চিন্তিত ঠিক তখন ওই সমস্যার উছিলাতে আমার বড় কোনো উপকার হয়ে যায়। তাই শত সমস্যার মাঝেও হাসতে পারি কারণ আমি জানি আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ কাউকে হতাশ করেন না।

কথায় - Ashraf Ahmed

26/01/2024

এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে- নিজের পরিস্থিতি, খারাপ সময়, এবং কি চলতেছে আমার জীবনে; সেটা মানুষকে বলা বন্ধ করে দেওয়া।

যে যা ইচ্ছা ভাবুক, আমার আর কিচ্ছু যায় আসে না।

কথায় - Ashraf Ahmed

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral reels 11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viral reels 11:

Videos

Share

Nearby media companies