Labu's Tinyworld

Labu's Tinyworld মজার মজার ধাধা পেতে আমাদের পাশে থাকুন।
(12)

মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অণুবীক্ষণ যন্ত্র....!
18/12/2024

মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ
আর অন্যের ভুল দেখার বেলায় অণুবীক্ষণ যন্ত্র....!

আলহামদুলিল্লাহ
17/12/2024

আলহামদুলিল্লাহ

একদিন আমাকে তোমার ভীষণ মনে পড়বে,কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায়নিজেকে সংযত করবে! আমাদের এতো এতোগল্প আর স্মৃত...
17/12/2024

একদিন আমাকে তোমার ভীষণ মনে পড়বে,
কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায়
নিজেকে সংযত করবে! আমাদের এতো এতো
গল্প আর স্মৃতি জমেছে যে, তুমি অন্য কারোর
মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে
পাবেনা। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার
ভেতর"।
রাত গভীর হলে আমার ফেসবুক প্রোফাইল টা
ঘুরতে মনে চাইবে। হয়তো সব বাধা ভেঙে লুকিয়ে
হলেও আমার পোস্টগুলো দেখবে, হাসবে ,রাগ
করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে
না এর চেয়ে বড় কষ্ট কি থাকতে পারে":)😅❤️‍🩹

আচ্ছা মানুষ কেনো প্রথম দিনের মতো থাকে না.!
16/12/2024

আচ্ছা মানুষ কেনো প্রথম দিনের মতো থাকে না.!

Reminder Post:আগামীকাল বিজয় দিবস, ভালোবাসা দিবস না। সুতরাং আপনার বাবু-সোনা নিয়ে পথে-ঘাটে ,পার্কে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘট...
15/12/2024

Reminder Post:
আগামীকাল বিজয় দিবস, ভালোবাসা দিবস না। সুতরাং আপনার বাবু-সোনা নিয়ে পথে-ঘাটে ,পার্কে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিজয় দিবসকে ভালোবাসা দিবসে পরিনত না করার অনুরোধ রইল..

শুকনো পাতার মতো,,,,,,ছড়িয়ে ছিটিয়ে ছিলাম কেউ একজন এসে কুড়িয়ে নিলোতাও আবার জ্বালানোর জন্য!!!!
13/12/2024

শুকনো পাতার মতো,,,,,,
ছড়িয়ে ছিটিয়ে ছিলাম
কেউ একজন এসে কুড়িয়ে নিলো
তাও আবার জ্বালানোর জন্য!!!!

সবকিছু শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমনই যথেষ্ট।আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আমার গল্পের...
12/12/2024

সবকিছু শেষে আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমনই যথেষ্ট।আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবই আমার গল্পের অংশ। Perfection বলে আসলে কিছুই হয় না। "I am enough just the way I am".🌻

পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা; অথবা অপেক্ষা। যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে ন...
11/12/2024

পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী।
হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা; অথবা অপেক্ষা।
যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে নিবে, নয় মেনে নিবে।
জীবন থেমে থাকবে না; কখনোই না, কারো জন্যই না!!!!!!!!

কিছু সম্পর্ক হলো,কার্পেটের মতো বাইরে ফিটফাটভেতরে ধুলোর রাজ্যপাট,,,,,,,,,★মানুষের বাহির দেখে ভিতর বিবেচনা করা বোকামি।। মা...
09/12/2024

কিছু সম্পর্ক হলো,
কার্পেটের মতো
বাইরে ফিটফাট
ভেতরে ধুলোর রাজ্যপাট,,,,,,,,,

★মানুষের বাহির দেখে ভিতর বিবেচনা করা বোকামি।।
মানুষ কল্পনাতেই সুন্দর🙂

হোয়াটসঅ্যাপে শাড়ি পরা প্রোফাইল পিক দিতে পারিনি বলে কেউ আমাকে  " good morning " বলে না  গাইসসসস🐸🐸🐸
09/12/2024

হোয়াটসঅ্যাপে শাড়ি পরা প্রোফাইল পিক দিতে পারিনি বলে কেউ আমাকে " good morning " বলে না গাইসসসস🐸🐸🐸

হৃদয়ের সব কিছু শব্দে প্রকাশ করা যায় না বলেই,, সৃষ্টিকর্তা দীর্ঘশ্বাস, অশ্রু,  শীতল হাসি ওকম্পিত  হাত- পা  সৃষ্টি করেছে...
06/12/2024

হৃদয়ের সব কিছু শব্দে প্রকাশ করা যায় না বলেই,,
সৃষ্টিকর্তা দীর্ঘশ্বাস, অশ্রু, শীতল হাসি ও
কম্পিত হাত- পা সৃষ্টি করেছেন!!!

পাতা ঝরার আগে,,, পাতার রং বদলে যায়! আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়।।।।
24/11/2024

পাতা ঝরার আগে,,,
পাতার রং বদলে যায়! আর মানুষ
বদলানোর আগে মানুষের কথা বলার ধরন
বদলে যায়।।।।

কর্ম করে যান, ফল দোকান থেকে কিনে নিবেন!!! 🐸🐸🐸
23/11/2024

কর্ম করে যান,
ফল দোকান থেকে কিনে নিবেন!!! 🐸🐸🐸

কাঁটার উপর কিভাবে দোষ দেই, পা তো আমি রেখেছিলাম, কাঁটা তো তার নিজের জায়গাতেই ছিল 💔💔💔
21/11/2024

কাঁটার উপর কিভাবে দোষ দেই, পা তো আমি রেখেছিলাম, কাঁটা তো তার নিজের জায়গাতেই ছিল 💔💔💔

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে আর ফিরে না তাকানোটাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ 🙂
21/11/2024

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে
পেছনে আর ফিরে না তাকানোটাই হচ্ছে
শ্রেষ্ঠ প্রতিশোধ 🙂

শীতের জন্য দরকারী পোস্ট 🙈
19/11/2024

শীতের জন্য দরকারী পোস্ট 🙈

সামাজিকতার খাতিরে  মানুষদের সাথে এড আছি...!আমি আসলে শুধু বিড়ালদের সাথে এড থাকতে চাই🙂
14/11/2024

সামাজিকতার খাতিরে মানুষদের সাথে এড আছি...!
আমি আসলে শুধু বিড়ালদের সাথে এড থাকতে চাই🙂

সব সমস্যার তিনটা সমাধান,,,,,মেনে নাও,বদলে যাওনয়তো ছেড়ে দাও .......................
13/11/2024

সব সমস্যার তিনটা সমাধান,,,,,মেনে নাও,বদলে যাও
নয়তো ছেড়ে দাও .......................

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labu's Tinyworld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share