Abrar Galib

Abrar Galib The way to get started is to quit talking and begin doing

08/11/2024

Beautiful place ❤️

22/08/2024

ফেনী বাসিদের দৃষ্টি আকর্ষণ:⛵🛶
সবাই কপি পেস্ট করুন।
কেউ না কেউ দেখবেই।

স্পিডবোট মেনেজ হয়েছে।
প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ: মেজর সানজিদ 01769331213

04/08/2024
11/05/2024

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊

Copy

30/12/2023

আমরা সব মানুষই এমন,ছেড়ে যাওয়া মানুষের জন্য সারাজীবন আফসোস পুষে রাখি। আর রেখে দেওয়া মানুষের জন্য অবহেলা।

যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে এমন-ই এমন-ই যায়নি, অনেক ভাবনা চিন্তা করেই গেছে। সে আসলে তোমাকে ছাড়তে চাইনি। কিন্তু মানুষটা তার জীবন খাতার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল সব অংকের সমীকরণ মিলিয়েই গেছে।

তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তার কাছে হয়তো অনেক কারণ ছিল। তুমি সে সব কারণ কখনো খুজে পাবে না, জবাব চাইলেও সঠিক জবাব পাবে না কখনোই। আমি বলছি মানুষটা তোমার জীবনে থেকে যাওয়ার হলে কারণ ছাড়াই থেকে যেতো।

তবে একটা স্পষ্ট কারণ তো অবশ্যই আছে, সেটা হলো প্রয়োজন। প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই মানুষটা তোমার জীবনে নেই।
আবার যদি প্রয়োজন পড়ে তবে ফিরে আসবে।প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ হারাবেই এটা জগতের আসল খেলা,এটাই জগতের নিয়ম,যাকে আমরা হেরে যাওয়া মানুষ নিয়তি বলি।

মানুষটা তোমাকে কে ছেড়ে গেছে সুখী হবার জন্যই তো,তুমিও তো চাইতে মানুষটা সুখী হোক। তবে মন খারাপ করে আছো কেন? তবে কেন বিষাদ ডাকো বুকে?কেন গালি দাও স্বার্থপর বলে?

জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না,সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। ভেবে দেখো তুমিও কিন্তু স্বার্থপর, কারণ প্রয়োজনে তোমার নিজে সুখী করার জন্যই তুমি মানুষটা কে চাইছো।
আসল কথা হলো প্রয়োজনে সবাই স্বার্থপর!

★Abrar

14/08/2023

☺️☺️

Address

Savar Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Abrar Galib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abrar Galib:

Videos

Share