30/12/2023
আমরা সব মানুষই এমন,ছেড়ে যাওয়া মানুষের জন্য সারাজীবন আফসোস পুষে রাখি। আর রেখে দেওয়া মানুষের জন্য অবহেলা।
যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে এমন-ই এমন-ই যায়নি, অনেক ভাবনা চিন্তা করেই গেছে। সে আসলে তোমাকে ছাড়তে চাইনি। কিন্তু মানুষটা তার জীবন খাতার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল সব অংকের সমীকরণ মিলিয়েই গেছে।
তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তার কাছে হয়তো অনেক কারণ ছিল। তুমি সে সব কারণ কখনো খুজে পাবে না, জবাব চাইলেও সঠিক জবাব পাবে না কখনোই। আমি বলছি মানুষটা তোমার জীবনে থেকে যাওয়ার হলে কারণ ছাড়াই থেকে যেতো।
তবে একটা স্পষ্ট কারণ তো অবশ্যই আছে, সেটা হলো প্রয়োজন। প্রয়োজন ফুরিয়ে গেছে বলেই মানুষটা তোমার জীবনে নেই।
আবার যদি প্রয়োজন পড়ে তবে ফিরে আসবে।প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ হারাবেই এটা জগতের আসল খেলা,এটাই জগতের নিয়ম,যাকে আমরা হেরে যাওয়া মানুষ নিয়তি বলি।
মানুষটা তোমাকে কে ছেড়ে গেছে সুখী হবার জন্যই তো,তুমিও তো চাইতে মানুষটা সুখী হোক। তবে মন খারাপ করে আছো কেন? তবে কেন বিষাদ ডাকো বুকে?কেন গালি দাও স্বার্থপর বলে?
জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না,সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি। ভেবে দেখো তুমিও কিন্তু স্বার্থপর, কারণ প্রয়োজনে তোমার নিজে সুখী করার জন্যই তুমি মানুষটা কে চাইছো।
আসল কথা হলো প্রয়োজনে সবাই স্বার্থপর!
★Abrar