Muhammad atikur rahman

Muhammad atikur rahman আত্মনিয়ন্ত্রণ মানুষকে এমন কিছু দিতে পারে -যেটা আর কিছুর মাধ্যমে পাওয়া সম্ভব নয়!

অল্প টাকার মধ্যে চুল কাটার মেশিন। খুব চমৎকার কাজ করে। চুল কাটামোছ কাটাটাক হওয়ামেশিনটি পছন্দ হলে আগে নিজের এলাকার বাজারে ...
15/03/2024

অল্প টাকার মধ্যে চুল কাটার মেশিন।
খুব চমৎকার কাজ করে।
চুল কাটা
মোছ কাটা
টাক হওয়া
মেশিনটি পছন্দ হলে আগে নিজের এলাকার বাজারে দেখবেন না পেলে আমাদের থেকে নিতে পারেন।

হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুর হারিকেন
01609883107
01753560312

খাবেন যখন ভালো খাবার  খান। অনেকে জানেন না? এটা কি খাবার? এটা হচ্ছে মধু ও বিভিন্ন বাদাম ও কিছু পুষ্টিকর পণ্য দিয়ে প্রস্তু...
12/01/2024

খাবেন যখন ভালো খাবার খান।

অনেকে জানেন না?
এটা কি খাবার?
এটা হচ্ছে মধু ও বিভিন্ন বাদাম ও কিছু পুষ্টিকর পণ্য দিয়ে প্রস্তুত হয়।

হানি নাট বা মধুময় বাদাম।

আমার থেকে নিতে হবে তা না আপনার। নিকটবর্তী বাজারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বা আপনি যাকে চিনেন তার থেকে নিন।

ছোট ছোট বাচ্চাদের আজে বাজে খাবার না দিয়ে এটা সঙ্গী বানিয়ে দিন।

যারা কঠোর পরিশ্রম করেন তাদের জন্য খুব প্রয়োজনীয় খাবার। এতে শরীর দূর্বলতা কাটায় এবং শক্তি যোগায়।

আগে আইটেম এবং পরিমাণ জানুন পড়ে অর্ডার করুন।

আইটেম গুলো হচ্ছে।
১/ চীনা বাদাম - (৮০ গ্রাম)
২/কাঠ বাদাম - (১০০ গ্রাম)
৩/ কাজু বাদাম -(১০০ গ্রাম)
৪/আখরোট -(৪০ গ্রাম)
৫/সীমের বিচি -( ১০ গ্রাম)
৬/ তরমুজের বিচি -(১০ গ্রাম)
৭/ খুরমা খেজুর৷ -(৩ পিছ)
৮/তীল৷ - (পরিমাণ মত)
৯/কালিজিরা - (পরিমাণ মত)
১০/ গোল্ডেন কিচমিচ৷ -(৩০ গ্রাম)
১১/ ব্লাক কিচমিচ - (৩০গ্রাম)
১২/ আলু বোখরা ভিজা -(৩পিছ)
১৩/আলুবোখরা শুকনা - (৩পিছ)
১৪/ আম প্রসেস -( পরিমাণ মত)
১৫/ জাম্বুরা ছোকা -(পরিমাণ মত)
১৬/ কিউই - (১ পিছ)
১৭/ সাকুরা- (২ পিছ)
১৮/ কাতিলা - (পরিমান মত)
১৯/ত্বীন ফল -(১ পিছ)
২০/ গ্রাম্য চাকের মধু -(৫০০ গ্রাম মধু )

🚒সারা বাংলাদেশের যেকোনো জেলা ও থানা পর্যায়ে
হোমডেলিবারী দিয়ে থাকি।
🙏শুধু কুরিয়ার চার্জ অগ্রিম দিয়ে কনফার্ম করতে
হবে

আমি মোহাম্মদ আতিকুর রহমান
কাজ করি গাজীপুর হারিকেন থেকে
01609883107
01753560312

01/12/2023

12 th day :
56 .كَلَّا -[কুল্লা] nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] it is not (মতো নয়)
58.بَلَى
-[বালা] of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ'ম]-yes
60.مُؤْمِن -[মু'মিন] believer(বিশ্বাসী)

13 th day :
61.سَبِيل -[সাবিল] way (পথ,উপায়)
62.أَمْر -[আম্র]command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা'দ] some (কেহ,কিছু)
64.خَيْر -[খইর] better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ

14 th day :
66.آخِر -[আখির] last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] বাগান
68.نَار -[নার] fire ( আগুন)
69.غَيْر -[গইর] without (ব্যতিরেকে,ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] heart ( অন্তর)

15th day :
71.عَبْد -[আব্দ]slave (গোলাম)
72.أَهْل -[আহল] family (দল,পরিবার)
73.يَد -[ইয়াদ] hand(আয়ত্তে,হাত)
74.قَالَ -[ক্বলা] he said (বলেছেন)
75.كَانَ [কানা] -he was

16th day :(verbal)
76.ءَامَنَ- [আমানা-he believed (তিনি বিশ্বাস করেছিলেন)
77.عَلِمَ -[আলিমা]he knew (তিনি জানতেন)
78.جَعَلَ -[জা'আলা]he made (তৈরী করেছেন)
79.كَفَرَ -[কাফার] he disbelieved (অবিশ্বাস করেছিলো)
80.جَآءَ [জাআ]-he came

17th day :
81.عَمِلَ -[আমিলা]he did (করেছিলেন)
82.آتَى -[আ—তা] he gave (তিনি দিয়েছেন/লেন)
83.رَءَا -[—রআ]he saw (তিনি দেখেছিলেন)
84.أَتَى -[আতা]he came (তিনি এসেছিলেন)
85.شَآءَ -[শা—আ] he wished (ইচ্ছে পোষণ করেছিলেন)

18th day :
86.خَلَقَ -[খলাক্ব] he created (তিনি তৈরী করেছেন)
87.أَنزَلَ -[আংযালা]he sent down(তিনি প্রেরণ করলেন)
88.كَذَّبَ -[কাযযাবা] he denied (মিথ্যে বলা অর্থে ব্যবহৃতও হয়,অস্বীকার করা অর্থেও)
89.دَعَا -[দা'আা] he invoked (প্রার্থনা করা অর্থে)
90.ٱتَّقَى -[আত্তাক্বা] he feared (ভয়)

19th day :
91.هَدَى -[হাদা] he guided (পরিচালিত করলেন)
92.هُوَ -[হুয়া] he (তিনি,সে)
93.هُمَا -[হুমা] they both (উভয়েই)
94.هُمْ -[হুম] they (male -তারা)
95.هِيَ -[হিয়া] she (এটা স্ত্রীবাচক)(সে)

20 th day :
96.هُنَّ -[হুন্না] they (female তারা)
97.أَنْتَ -[আংতা] you (male,তুমি)
98.أَنْتُمَا -[আংতুমা] you both (তোমরা উভয়েই)
99.أَنَا -[আনা] I (আমি)
100.نَحْنُ -[নাহঁনু] we (আমরা)

উপরিউক্ত শব্দগুলোর সম্ভাব্য বাংলা অর্থ দেয়ার চেষ্টা করেছি,তবে বিভিন্ন আয়াতে শব্দগুলোর অর্থ ভিন্ন হতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন।

যেহেতু কোরআনে কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সকাল, কিংবা রাতে অথবা সাহরির আগে-পরে তাফসির চর্চার কাজ করতে পারেন। কোরআনে কারিমকে বুক সেলফে সাজিয়ে রেখে লাভ নেই। অনুবাদসহ বাংলা তাফসির গ্রন্থ কিনে ঘরের শোভা বাড়িয়ে লাভ নেই। কোরআন শরিফ এবং তাফসিরগুলোকে সেলফ থেকে নামিয়ে পড়ার টেবিলে আনতে হবে, নিয়মিত পড়তে হবে।

আল্লাহ তায়ালা কোরআনে একবার নয়,দু'বার নয় বরং ৪ বার বলেছেন--

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি?
[সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০]

তাই চলুন কোরআনকে কোরআনের ভাষাতেই বুঝার চেষ্ঠা করি।

___ সংগৃহীত

01/12/2023

*এভাবে যদি আগে কখনও ভাবতাম!*

১২৫ টি শব্দের অর্থ জানলে কুরআনের ৫৫% শব্দের অর্থ জানা হয়ে যায় আর ৩২০ টি জানলে জানা হয় ৭৫%!!! (সুবহানাল্লাহ)

জ্বি, ঠিক তাই। কুরআনের শব্দ সংখ্যা ৭৭,৪০০ এর কিছু বেশি হলেও ধাতু ও মৌলিকত্বের বিচারে শব্দ মাত্র ১৮২০ টি। এই শব্দগুলোর অনেক শব্দেরই ঘটেছে পুনরাবৃত্তি। তাই, বেশি ব্যবহৃত শব্দগুলো আগে শিখলে কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝতে সহজ হয়।

আমার মত যারা মাদ্রাসায় পড়েনি বা আরবী যাদের ভাষা নয়, তারা এসব পুনরাবৃত্তিমূলক শব্দগুলো হতে ৫-১০ টি দৈনিক মনে রাখলে বেশিদিন লাগবে না এসব জানতে ইনশা-আল্লাহ। দ্রুতই তখন কুরআন পড়ার সময় দেখবেন অর্থ পুরো না বুঝলেও অনেক আয়াতেরই অর্থের অনুবাদ ছাড়াই অনেকটা কাছাকাছি যেতে পারবেন।

আল্লাহ আমাদের জন্য কুরআন বুঝা ও মানা সহজ করুন, আমীন।

আমাদের মাতৃভাষা বাংলা,সেজন্য আমরা যখন কোরআন পড়ি ,না বুঝেই তেলাওয়াত করতে হয় কারণ আমরা কোরআনিক আরবী জানিনা,কোরআন পড়ার পাশাপাশি বুঝে পড়াটা খুব জরুরী।

তেলাওয়াতের সময় যখন তেলাওয়াত করি তখন শুধু আবৃত্তি করি কিন্তু কী পড়তেছি কী এটার ব্যাখা, এটার অর্থ কী আমরা জানিনা!নামাযে যখন ইমামের পেছনে শুনি তখন যদি আমরা কুরআনের আরবী বুঝতে পারতাম তাহলে নামাযে খুশু খুযু আসতো,মনোযোগ দিতে পারতাম।কিন্তু আমরা কী করি?

সারাটা জীবনই এভাবে না বুঝে কাটিয়ে দেই ,কখনও কুরআনের আরবী শেখার চেষ্টাও করিনা!কতোই অভাগা আমরা!

পার্থিব জীবনের সফলতার জন্য বইয়ের পর বই আমরা মুখস্ত করতে পারি। গেগ্রাসে গিলতে পারি শত শত থিওরী,শুধুমাত্র এই দুনিয়ায় কয়টা বছর ভালো থাকার জন্য।অথচ কখনোই দ্বীনি ইলম জানার জন্য চেষ্টা করিনা আমরা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরয।
কোরআনিক আরবী শিখতে হলে আমরা ভয় পাই,মনে করি না জানি এটা কতো কঠিন।আসলে যারা শিখেছেন তাদের অভিজ্ঞতা মতে, এটা খুবই সহজ শুধুমাত্র একটু চেষ্টা দরকার।আপনাকে পুরো আরবী ভাষা শিখতে হবেনা।

Vocabulary শিখতে হবে যতো বেশি পারেন।আজকে ইনশা আল্লাহ পবিত্র কোরআনে অনেক বেশি ব্যবহৃত ১০০ টি শব্দ দেয়ার চেষ্টা করবো।এগুলো একদম বেসিক noun,pronoun, adjective, verb,preposition and question words.

জোড়া তালি দেয়ার শব্দগুলো শিখতে পারলে ইনশা আল্লাহ যখন Vocabulary আরো বেশি করে জানবেন তখন আরবী পড়ে নিজেই অর্থ বুঝে নিতে পারবেন। প্রতিদিন ইনশা আল্লাহ পাঁচটি করে শব্দ শিখবেন এটাই যথেষ্ট।
1st day:
1.هَذَا[হাযা](this(male-এটা
2.هَـذِهِ -[হাযিহি]this(female এটা)
3.هَـؤُلآءِ -[হা-উলা-ই]these (এইসকল)
4.ذَلِكَ -[যালিকা]that(male যাহা, যে)
5.تِلْكَ -[তিলকা]that(female যাহা,যে)

2nd day :
6.أُولَئِكَ -[উলাইকা]those(যাহারা,সেগুলো)
7.اَلَّذِىْ -[আল্লাযি]who(male যে)
8.اَلَّتِىْ -[আল্লাতি]who (female)
9.اَلَّذِيْنَ -[আল্লাযিনা]those who(তোমরা যারা)
10.تَحْتَ -[তাহতা]under(তলদেশে,নিচে)

3rd day :
11.فَوْقَ -[ফাওক্বা]above(উপর)
12.قَبْلَ -[ক্ববলা](before -(সামনে,আগে
13.ﺑَﻌْدَ -[বা'দা]after(পরে,পরবর্তী কালে,)
14.بَيْنَ -[বাইনা]between(মধ্যবর্তী স্থানে)
15.دُونَ -[দুনা]besides(তুলনায়,পার্শ্বে)

4th day :
16.عِنْدَ -['ইন্দা]near (নিকটবর্তী, প্রায়)
17.يَمِيْنْ -[ইয়ামিন]right(ন্যায়,ঠিক,সত্য)
18.شِمَالْ -[শিমাল]left(বাদিকে)
19.ٱللَّه -Allah
20.رَب -রব

5th day :
21.أَرْض -[আরদ্বা](পৃথিবী (World
22.قَوْم -[ক্বওম]nation জাতি
23.ءَايَة -[আয়াহ]চিহ্ন /আায়াত
24.كُل -[কুল্লু]every (প্রত্যেক, সব)
25.رَسُول -[রসূল]messenger (দূত)

6th day :
26.يَوْم -[ইয়াওম] day (দিন)
27.عَذَاب - ['আযাব] punishment (আজাব)
28.سَمَآء -[সামা'] sky(আকাশ)
29.شَىْء -[শাইই্] thing(জিনিস,ঘটনা,ব্যাপার)
30.كِتَاب -[কিতাব

7th day :
31.حَق -[হাক্ব] truth (সত্য)
32.نَاس - [নাস] people (সম্প্রদায়)
33.مِن - [মিন] from (হতে, থেকে)
34.فِى -[ফী] in (অভ্যন্তরে, মধ্যে)
35.عَلَى -['আলা] upon (সন্নিকটে)

8th day :
36.اِلَى -[ইলা] to (কাছে, প্রতি)
37.عَن -['আন] about (সম্পর্কিত,সম্পর্ক)
38.حَتَّی -[হাঁত্তা] until (যতক্ষণ না)
39.مَعَ -[মা'আ]with(একত্রে, সঙ্গে)
40.بِ -[বি]with(সাথে)

9th day:
41.كَ -[কা]like (মত,প্রায়)
42.لِ -[লি] for (জন্য)
43.مَن -[মান] who (যে)
44.مَا / مَاذَا -[মা যা] (what (কী, যাহা
45.أَيْنَ -[আইনা] where (যেথায়,কোথায়)

10 the day :
46.مَتى -[মাতা] when(কখন,তখন)
47.لِمَ / لِمَاذَا -[লিমা/লিমা যা] why(কেন,কী জন্য)
48.كَيْفَ -[কাইফা] how (কেমন,কিভাবে)
49.هَلْ -[হাল] are (হয়)
50.أَيُّ -[আইয়্যু] which (যেটি, যেগুলো)
11 the day :
51.كَمْ -[কামা] how much (কতোটুকু)
52.لَا -[লা] no(না)
53.مَا -[মা] not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] not (নয়)
55.لَنْ -[লান] never (কখনোও না)

দ্রুত ওজন কমাতে এবং গ্যাস্টিক থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে খালি পেটে একগ্লাস চিয়া-সীড শরবত  পান করুন!চিয়া-সীড মূলত ২ ...
01/09/2023

দ্রুত ওজন কমাতে এবং গ্যাস্টিক থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে খালি পেটে একগ্লাস চিয়া-সীড শরবত পান করুন!

চিয়া-সীড মূলত ২ টি কাজের জন্য সবচাইতে উপকারি:-

✅ শরীরের মেদ কমায়।

✅ গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।

এছাড়াও যে সব উপকার রয়েছেঃ-

১. এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে

২. গ্যাস্ট্রিকের জন্য সব চাইতে ভালো ওষুধ।

৩. চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে।

৪. চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।

৫. চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি।

৬. চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়

৭. চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়

৮. চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে।

৯. চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে।

১০. চিয়া বীজ ক্যান্সার রোধ করে।

১১. চিয়া সিড হজমে সহায়তা করে।

১২. চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।।

১৩. চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

☑️ আমাদের কাছে ধুলাবালি মুক্ত একদম ফ্রেশ চিয়া-সীড পাবেন ইনশাআল্লাহ।

🛒 আমরা সারাদেশে হোম-ডেলিভারি করে থাকি।

ডেলিভারি চার্জ-
ঢাকার ভিতরে ৭০/- টাকা,
সারাদেশব্যপী ১৩০/- টাকা।

🛍️ অর্ডার করার নিয়ম:
নামঃ-
নাম্বারঃ-
ঠিকানাঃ-
পন্য এবং পরিমানঃ-

আমি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান
কাছ করি গাজীপুর হারিকেন থেকে
01609883107
01753560312

স্পেশাল সুপার সফ্ট সুজ যে ভাবে খুশি ভাজ করতে পারবেন দেখতে সুন্দর ব্যবহারে খুবই আরাম দায়ক।আমিহাফেজ মুহাম্মাদ আতিকুর রহমা...
27/08/2023

স্পেশাল সুপার সফ্ট সুজ
যে ভাবে খুশি ভাজ করতে পারবেন
দেখতে সুন্দর ব্যবহারে খুবই আরাম দায়ক।
আমি
হাফেজ মুহাম্মাদ আতিকুর রহমান
কাজ করছি গাজীপুর হারিকেন থেকে
মোবাইল নাম্বার
01609883107
01753-560312

খাবেন যখন ভালো খাবার  খান। অনেকে জানেন না? এটা কি খাবার? এটা হচ্ছে মধু ও বিভিন্ন বাদাম ও কিছু পুষ্টিকর পণ্য দিয়ে প্রস্তু...
27/08/2023

খাবেন যখন ভালো খাবার খান।

অনেকে জানেন না?
এটা কি খাবার?
এটা হচ্ছে মধু ও বিভিন্ন বাদাম ও কিছু পুষ্টিকর পণ্য দিয়ে প্রস্তুত হয়।

হানি নাট বা মধুময় বাদাম।

আমার থেকে নিতে হবে তা না আপনার। নিকটবর্তী বাজারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বা আপনি যাকে চিনেন তার থেকে নিন।

ছোট ছোট বাচ্চাদের আজে বাজে খাবার না দিয়ে এটা সঙ্গী বানিয়ে দিন।

যারা কঠোর পরিশ্রম করেন তাদের জন্য খুব প্রয়োজনীয় খাবার। এতে শরীর দূর্বলতা কাটায় এবং শক্তি যোগায়।

আগে আইটেম এবং পরিমাণ জানুন পড়ে অর্ডার করুন।

আইটেম গুলো হচ্ছে।
১/ চীনা বাদাম - (৮০ গ্রাম)
২/কাঠ বাদাম - (১০০ গ্রাম)
৩/ কাজু বাদাম -(১০০ গ্রাম)
৪/আখরোট -(৪০ গ্রাম)
৫/সীমের বিচি -( ১০ গ্রাম)
৬/ তরমুজের বিচি -(১০ গ্রাম)
৭/ খুরমা খেজুর৷ -(৩ পিছ)
৮/তীল৷ - (পরিমাণ মত)
৯/কালিজিরা - (পরিমাণ মত)
১০/ গোল্ডেন কিচমিচ৷ -(৩০ গ্রাম)
১১/ ব্লাক কিচমিচ - (৩০গ্রাম)
১২/ আলু বোখরা ভিজা -(৩পিছ)
১৩/আলুবোখরা শুকনা - (৩পিছ)
১৪/ আম প্রসেস -( পরিমাণ মত)
১৫/ জাম্বুরা ছোকা -(পরিমাণ মত)
১৬/ কিউই - (১ পিছ)
১৭/ সাকুরা- (২ পিছ)
১৮/ কাতিলা - (পরিমান মত)
১৯/ত্বীন ফল -(১ পিছ)
২০/ গ্রাম্য চাকের মধু -(৫০০ গ্রাম মধু )

🚒সারা বাংলাদেশের যেকোনো জেলা ও থানা পর্যায়ে
হোমডেলিবারী দিয়ে থাকি।
🙏শুধু কুরিয়ার চার্জ অগ্রিম দিয়ে কনফার্ম করতে
হবে

আমি মোহাম্মদ আতিকুর রহমান।

কাজ করতেছি গাজীপুর হারিকেন থেকে
01609883107
01753-560312

ভালোবাসার আরেক নাম skm leather ltd.প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য নিয়ে আসলাম। skm সুজ এর কিছু কালেকশন। চমৎকার সব পণ্য পেয়ে য...
26/08/2023

ভালোবাসার আরেক নাম skm leather ltd.

প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য নিয়ে আসলাম। skm সুজ এর কিছু কালেকশন।
চমৎকার সব পণ্য পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ।

আমি
হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান
কাজ করছি গাজীপুর হারিকেন থেকে
মোবাইল নাম্বার 01609883107

আর নয় হতাশ, আর নয় চিন্তা, প্রতারণার ভয় আর নয়, বাজারে চলে এসেছে skm সুজ।
আমাদের SKM সুজ বর্তমান সারা বাংলাদেশের গ্রাম গন্জে এবং দেশের বাইরেও যাচ্ছে

SKM সুজ এর বৈশিষ্ট্য -

১/১০০% চামড়া দিয়ে তৈরী skm সুজ।

২/পেষ্টিং দিয়ে লাগানোর পরেও চতুর দিকে সিলি করা থাকে।

৩/সফ্ট এবং নরম পড়তে খুব আরাম দায়ক।

৪/আমাদের সুজ এ ওয়ারেন্টি দেওয়া থাকে।

আর দেরী কেনো মোবাইল টা নিন আর অর্ডার করে ফেলুন।

সারা বাংলাদেশে কুরিয়ার এর মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি।

শুধু কুরিয়ার খরচ অগ্রীম দিতে হবে। পণ্য হাতে পাওয়ার পর আগে বক্স খুলবেন পায়ে পড়বেন। পড়ে মূল্য পরিশোধ করবেন। সমস্যা হলে সাথে সাথে রিটার্ন করবেন।

SKM leather Ltd.
মালিক - মুফতি সাইফুল ইসলাম।

23/08/2023
চুল কাটার মেশিন। ডাবল ব্যাটারী।আমি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমানগাজীপুর হারিকেনমোবাইল নাম্বার0160988310701753-560312
23/08/2023

চুল কাটার মেশিন।
ডাবল ব্যাটারী।
আমি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান
গাজীপুর হারিকেন
মোবাইল নাম্বার
01609883107
01753-560312

খাবেন যখন কিছু ভালো জিনিস খান। বাদাম ও মধুতে যে এত উপকার যদি দৈনন্দিন খেতে পারেন। আমরা অনেকে জানি আবার কেউ জানি না। ছোট ...
22/08/2023

খাবেন যখন কিছু ভালো জিনিস খান।

বাদাম ও মধুতে যে এত উপকার যদি দৈনন্দিন খেতে পারেন। আমরা অনেকে জানি আবার কেউ জানি না।

ছোট বড় সবার জন্য খুবই পুষ্টিকর খাবার। দৈনিক এটা খান
সুস্থ থাকুন।

আমার থেকে নিতে হবে না ভাই।
বাজারে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।

যদি মনে হয় আমার থেকে নিলে আপনার সুবিধা তাহলে অর্ডার করতে পারেন।

🌀রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি, রোগ থেকে বাঁচতে পারে সে ততবেশি। তাই পুষ্টির ভাণ্ডার হানি মিক্সড ড্রাই ফুড খান। নিজেকে সুস্থ রাখুন। আল্লাহ তায়া’লার উপর পূর্ণ ভরসা রাখুন।

🔥একবার খাবেন তো আবার নিবেন ইনশাআল্লাহ।

🌴🌴নিজ হাতে প্রস্তুত করা শক্তির ভান্ডার ফ্রেশ "শাহী মিক্সড ড্রাই ফুড /"শাহী হানি মিক্সড ড্রাই ফুড" এখন দেশের বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে।

😋😋 স্বাস্থ্যে-সুস্থে এবং মেধা বিকাশ ও শক্তিবর্ধকে চাই প্রতিদিন হানি মিক্স ড্রাই ফুড। নারী-পুরুষ ছোট বড় সকলের জন্য প্রযোজ্য।

⚠️আপনার সন্তানকে আজেবাজে জিনিস না খাইয়ে প্রতিদিন সকাল-বিকাল এক/দুই চামচ "শাহী হানি মিক্সড ড্রাই ফুড" খাইয়ে দিন। এতে পেটও ভরবে আবার শক্তি, মেধা এবং সুস্থতাও বৃদ্ধি পাবে।

⚠️যারা অনেক পরিশ্রম করেন, ফলে শরীর দুর্বল থাকে, কিংবা শরীরে মেদ জমেছে, রক্তে চর্বি জমেছে, অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা প্রতিদিনের সঙ্গী বানিয়ে নিন "শাহী মিক্সড ড্রাই ফুড"কে।

উপাদান সমূহঃ
1. ব্লাক কিসমিস
২. কাঠ বাদাম,
৩. কাজু বাদাম
৫. চিনা বাদাম ভাজা,
৬. গোল্ডেন কিসমিস,
৭. ড্রাই আলু,
৮.আলু বোখরা ভিজা
৯. চেরি ফল ভিজা,
১০. সাকুরা প্লাম,
১১. সাদা তিল,
১২. তরমুজের বীচি
১৩. কুমড়ার বিচি
১৪. খেজুর,
১৫. আম ড্রাই,
১৬. জাম্বুরা ড্রাই,
১৭. কাতিলা
১৮. আখরোট
১৯.কালিজিরা
২০. কিউই
২১. গ্রাম্য চাকের মধু

⛔ ডেলিভারি চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ অগ্রীম পাঠাতে হবে

আমি মোহাম্মদ আতিকুর রহমান
কাজ করি গাজীপুর হারিকেন থেকে
মোবাইল 01609883107

Vip party grawon2piec = grawon+ ornaKamiz: vip lilen with secquence workUrna: suti 5hatজামাঃ 48+ লং। বডিঃ ফ্রী সাইজ .44G...
16/08/2023

Vip party grawon
2piec = grawon+ orna
Kamiz: vip lilen with secquence work
Urna: suti 5hat
জামাঃ 48+ লং।
বডিঃ ফ্রী সাইজ .44
Gher: 220+

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

রি‌যিক ও চাকরি 📖 প্রাপ্তির আমল 🤲১. গুরুত্ব আর মহব্বত নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি।২. নিয়মিত সালাতুল হাজত পড়তে ...
14/08/2023

রি‌যিক ও চাকরি 📖 প্রাপ্তির আমল 🤲
১. গুরুত্ব আর মহব্বত নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি।
২. নিয়মিত সালাতুল হাজত পড়তে পারি।
৩. বড় কোনও গুনাহের বদ অভ্যাস থাকলে তাওবা করা জরুরী।
৪) বে‌শি বে‌শি ই‌স্তেগফার করতে পারি।
৫) মা-বাবার প্রতি সাদাচার করা জরুরী। নিয়মিত আত্মীয়স্বজনের খোঁজখবর রাখতে পারি।
৬) হালাল রিজিকের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে পারি।
৭) নিয়মিত এই দোয়া করতে পারি,

رَبِّ إِنِّی لِمَاۤ أَنزَلۡتَ إِلَیَّ مِنۡ خَیۡرࣲ فَقِیرࣱ

হে আল্লাহ, আপনি আমার জন্য যে রি‌যিক না‌যিল ক‌রেছেন, আমি তার খুব মুখা‌পেক্ষী (কাসাস: ২৪)।

আবু সালমান আহমেদ 🌿 ১৩/০৮/২০২৩

Address

Gazipur

Telephone

+8801753560312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad atikur rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad atikur rahman:

Videos

Share

Nearby media companies