Fahim Ahmed

Fahim Ahmed Hey I am Fahim Ahmed it’s My Official page

26/02/2024
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় "যেমন খুশি তেমন সাজো" ইভেন্ট এর একটি চরিত্র!! হা'মা'স এর সাজে কলে...
10/02/2024

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় "যেমন খুশি তেমন সাজো" ইভেন্ট এর একটি চরিত্র!!

হা'মা'স এর সাজে কলেজ ছাত্র। ভাবতেই খুশি লাগছে। এইতো কিছুদিন আগেও তো এই প্রজন্ম হা'মা'সকে চিনতো না। হা'মা'সের তু'ফা'ন আল আ'ক'সা শুধু দখলদারদের হৃদয়ে কম্পনই সৃষ্টি করেনি। ঘুমন্ত শার্দুলদের হৃদয়কেও জাগিয়ে তুলেছে।আমি মুগ্ধ 💔

🇵🇸 ❤️🇪🇭

সংগ্রহ

কোকা-কোলার দিন শেষ, পামির কোলার বাংলাদেশ। অরিজিনাল আ-ফ-গা-নি পণ্য।💙
09/02/2024

কোকা-কোলার দিন শেষ, পামির কোলার বাংলাদেশ।
অরিজিনাল আ-ফ-গা-নি পণ্য।💙

মিয়ানমারের ছোড়া বুলেট বাংলাদেশের হাড়িতে 🥹🥹
09/02/2024

মিয়ানমারের ছোড়া বুলেট বাংলাদেশের হাড়িতে 🥹🥹


ফটো রিপোর্ট || আফগান পুলিশের বিশেষ ইউনিট “ইয়ারমুক” ফোর্সইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধী...
08/02/2024

ফটো রিপোর্ট || আফগান পুলিশের বিশেষ ইউনিট “ইয়ারমুক” ফোর্স

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন একদল তরুণ। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ পুলিশ বাহিনী “ইয়ারমুক” ইউনিটে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের পুলিশ বাহিনীর মধ্যে এই ইউনিটকেই সবচাইতে দক্ষ এবং প্রশিক্ষিত বলে মনে করা হয়। ইউনিটটির প্রতিটি সদস্য হয়ে থাকেন একজন বিশুদ্ধ আকিদা ও মানহাজের অধিকারী, তারা আধুনিক অস্ত্রে সজ্জিত এবং উচ্চ সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত অভিজাত সৈন্য। তারা আল্লাহ তাআ’লার উপর ভরসা রেখে এবং নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে যেকোন ধরনের পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ইসলামি ভূমি ও এর জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

বিশেষ এই বাহিনীর প্রশিক্ষণের কিছু স্থিরচিত্র:

গাজা'য় বিদ্যুৎ সংকট থাকায় নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বাতাস থেকে বিদ্যুৎ তৈরী করে সে ব্যবহার করছে। তাই তাকে সবাই "Newton...
08/02/2024

গাজা'য় বিদ্যুৎ সংকট থাকায় নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বাতাস থেকে
বিদ্যুৎ তৈরী করে সে ব্যবহার করছে। তাই তাকে সবাই
"Newton of Gaza" নাম দিয়েছেন।❤️‍🔥🥰🥰























বিশ্ব ইজতেমা ২০২৪ ফটোগ্রাফার. ইংল্যান্ডের সাংবাদিক 🥰
05/02/2024

বিশ্ব ইজতেমা ২০২৪

ফটোগ্রাফার. ইংল্যান্ডের সাংবাদিক 🥰

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়েরকৃত ২ মামলায় জামিন বহাল....ফালিল্লাহিল হামদ্আল্লাহ তায়ালা মাওলানা মামুনুল হক হাফিঃ সহ ...
05/02/2024

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়েরকৃত ২ মামলায় জামিন বহাল....

ফালিল্লাহিল হামদ্

আল্লাহ তায়ালা মাওলানা মামুনুল হক হাফিঃ সহ কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করে দিন আমিন।
উনাদের ছাড়ার সময় হলে এমনিতেই ছেড়ে দেবেন তবে হুজুরদের আন্দোলনে কিছুই হয়নি হবেও না।

✌️🖤🥰

জেলেদের শিল্প চোখ জুড়ানো দৃশ্য.. 😍😍~সংগৃহীত
04/02/2024

জেলেদের শিল্প চোখ জুড়ানো দৃশ্য.. 😍😍

~সংগৃহীত

বী পোলেনঃমৌমাছিকে আমরা মধুকর হিসেবে চিনলেও মধু ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেয়ে থাকি মৌমাছি থেকে। তার মধ্যে অ...
02/02/2024

বী পোলেনঃ

মৌমাছিকে আমরা মধুকর হিসেবে চিনলেও মধু ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেয়ে থাকি মৌমাছি থেকে। তার মধ্যে অন্যতম হলো বী পোলেন। নানা রকম ভিটামিন, মিনারেলস ও এন্টিএক্সিডেন্ট এর ভরপুর এই বী পোলেন। এই নিয়ে বিস্তারিত একটি পোস্ট দিব ইনশাআল্লাহ। সময় সল্পতার কারনে আপাতত আজ এর উপকারীতা সম্পর্কে একটু জেনে নিই

উপকারিতাঃ

১. বন্ধাত্ব দূরীকরনে এর ভুমিকা অপরিসীম ( যদিও গবেষণা এখনো চলমান)।

২. এতে ভিটামিন বি১, বি২ ও বি৩ থাকায় বাত ব্যাথাসহ পুরোনো যেকোনো ব্যথা নিরাময়ে ভাল কাজ করে থাকে বী পোলেন।

৩. ব্লাড প্রেসার ও হরমোন জনিত জটিলতায় খুবই উপকারী।

৪. প্রচুর এন্টিএক্সিডেন্ট থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

৫. প্রচুর প্রোটিন থাকায় শক্তি বা এনার্জি বাড়াতে কাজ করে। যাদের শরীর দুর্বল কিন্ত বিভিন্ন কারনে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে পারেন না তারা প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারেন।

৬. কোসঠ্যকাঠিন্য নিরাময়ে কাজ করে থাকে বী পোলেন।

৭. রক্তে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকনিকা বাড়াতে সহায়তা করে।

৮. যকৃতের বিভিন্ন রোগে বেশ উপকারী।

৯. জৈবিক উদ্দিপক হিসেবেও ভাল কাজ করে।

১০. শরীরের ত্বক মসৃন করে।

১১. শরীরের বিভিন্ন টক্সিন বের করে দেয়।

১২. অনিদ্রা ও বিষন্নতা দুরীকরনে খুবই কার্যকরী বী পোলেন।

এছাড়াও ক্যান্সার এর ওসুধ হিসেবে ব্যবহার এর জন্য বেশ কিছু গবেষণা চলছে, অদুর ভবিষ্যতে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ।

সতর্কতাঃ

যাদের পোলেন এলার্জি আছে তারা পোলেন ব্যবহার এ সতর্কতা অবলম্বন করবেন।

কিভাবে বুঝবেন আপনার এলার্জি আছে??

একদিন পোলেন খাবার পরে যদি এলার্জির সাধারণ লক্ষন গুলো আপনার শরীরে পরিলক্ষিত হয় তাহলেই বুঝবেন পোলেন এলার্জি আছে। এছাড়াও যাদের গাদযুক্ত মধু বা" র" মধু খেলে গলা বা শরীর চুলকায় তারাও পোলেন এলার্জিতে আক্তান্ত।

ব্যবহারঃ

প্রাথমিক অবস্থায় প্রতিদিন অল্প পরিমাণ পোলেন মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। এরপর আস্তে আস্তে পরিমাণ বাড়াবেন।

একজন এসইও এক্সপার্ট এবং একজন ওয়েব ডেভেলপার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু ওয়ার্ডপ্রেস আসার কারনে সেই বন্ধুত্ব আজ বিলুপ্তির ...
01/02/2024

একজন এসইও এক্সপার্ট এবং একজন ওয়েব ডেভেলপার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু ওয়ার্ডপ্রেস আসার কারনে সেই বন্ধুত্ব আজ বিলুপ্তির পথে |😃😃

👉 আলহামদুলিল্লাহ, বিকল্প এসে গেছে!🥰চোখ বন্ধ করে এইসব জুস বাচ্চাদের প্রাণ করা যাবে😋🇦🇫ই|মার|তে ইসলামিয়ার স্বনামধন্য পামির...
14/12/2023

👉 আলহামদুলিল্লাহ, বিকল্প এসে গেছে!🥰
চোখ বন্ধ করে এইসব জুস বাচ্চাদের প্রাণ করা যাবে😋

🇦🇫ই|মার|তে ইসলামিয়ার স্বনামধন্য পামির গ্রুপের প্রোডাক্ট। এই গ্রুপের রয়েছে লোভে পড়ে যাওয়ার মতো অনেকগুলো প্রোডাক্ট। বিশেষ করে তাদের আনার-জুসগুলো দেখলে জিভে জল এসে যায়। এক কথায় লাজিজুন জিদ্দান😋 সম্প্রতি জেনারেল মুবিন তাদের ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন। দেখলাম, অসাধারণ উৎপাদন-প্রক্রিয়া। যেখানে নিশ্চিত করা হয় সর্বোচ্চ গুণগতমান। এর পক্ষে একটি প্রমাণই যথেষ্ট, অতি সম্প্রতি তারা তাদের নিয়মিত রপ্তানির অংশ হিসেবে আমেরিকায় ৪৫ টন আনার-জুস পাঠিয়েছে।

মাগদুবদের বর্বরতার কারণে যখন বিশ্বব্যাপী পশ্চিমা পণ্য বর্জনের জোয়ার চলছে তখন বিকল্প পণ্য নির্দেশ করা জরুরি হয়ে পড়েছে। সেজন্যই মূলত আমরা এই প্রচারণায় অংশ নিয়েছি।

পামির গ্রুপের পণ্যগুলো বাংলাদেশে যদি কেউ আমদানি করেন অর্থাৎ, এদেশে কান্ট্রি-এজেন্ট হয়ে পরিবেশনার দায়িত্ব নেন তাহলে আমাদের বিশ্বাস, খুব সহজেই মার্কেট ধরতে পারবেন। যাদের সামর্থ্য আছে ভেবে দেখতে পারেন। আর হ্যাঁ, এই পোস্টটির প্রচার-প্রচারণায় যে-কেউ অংশ নিতে পারেন।😊

🥰😍👍Credit
30/11/2023

🥰😍👍
Credit

21/10/2023

What is your favourite 😍❤️💐?


👉 উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়।উচ্চশিক্ষা এখন আর কাজ পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। তরুণরা যত বেশি পড়ালেখা করছ...
31/08/2023

👉 উচ্চশিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়।

উচ্চশিক্ষা এখন আর কাজ পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। তরুণরা যত বেশি পড়ালেখা করছেন, তাদের তত বেশি বেকার থাকার ঝুঁকি তৈরি হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আঞ্চলিক কর্মসংস্থান নিয়ে এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি পাকিস্তানে ১৬ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে এ হার ১০ দশমিক ৭ শতাংশ, যা এ অঞ্চলের ২৮টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

‘এশিয়া-প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক-২০১৮’ শীর্ষক এই প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়। এতে ২০০০ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই অঞ্চলের ২৮টি দেশের বেকারত্ব, তরুণদের কর্মসংস্থান, নিষ্ক্রিয় তরুণের হার, আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কর্মসংস্থান, কর্মসন্তুষ্টি ইত্যাদির তুলনামূলক চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্ব ২০১০ সালের তুলনায় দ্বিগুণ হয়ে ২০১৭ সালে ১২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশের তরুণদের বড় অংশ আবার নিষ্ক্রিয়। তারা কোনো ধরনের শিক্ষায় যুক্ত নন, প্রশিক্ষণ নিচ্ছেন না, আবার কাজও খুঁজছেন না। দেশে এমন তরুণের হার ২৭ দশমিক ৪ শতাংশ। মেয়েদের মধ্যে এই হার বেশি, ৪৫ শতাংশের কাছাকাছি।

এই তথ্যটা যুগান্তর নিউজ প্রকাশ করেছে।

বর্তমান সময়ে চাকরির পিছনে না ঘুরে এমন কিছু করেন যা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।





👉 বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ফ্রিল্যান্সার ড্যান লক😱তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বা...
07/08/2023

👉 বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ফ্রিল্যান্সার ড্যান লক😱

তার ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মোট ইনকাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায়
(৮ ০৮,০০,০০,০০০ টাকা)💸💵😱

হংকং এর এই ড্যান লক আজ সকল ফ্রিল্যান্সারদের
আইডল ✊ ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করে আজ তিনি বিশ্বের অন্যতম একজন সফল উদ্যোক্তা।🤗

ফ্রিল্যান্সিং করতে লাগে প্রচুর পরিমাণ ইচ্ছা শক্তি এবং ধৈর্য

ধৈর্য ধরে কাজ করুন সৃষ্টি কর্তার উপর বিশ্বাস রাখুন আপনারও সফলতা আসবে ইনশাআল্লাহ

09/07/2023

Alhamdulillah ami Future-IT Institute ar akjon student.



👉 জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত । স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন , তুমি...
08/07/2023

👉 জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত । স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন , তুমি সেটিকে কখনো জানতেও পারবে না , যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো।



I'm Professional Digital Marketer I'm Canva Designer 🥰❤️
07/07/2023

I'm Professional Digital Marketer
I'm Canva Designer 🥰❤️

05/07/2023

Congratulations 🎉❤️❤️

আলহামদুলিল্লাহ আমি   it Institute এর একজন ছাত্র 🥰❤️
05/07/2023

আলহামদুলিল্লাহ আমি it Institute এর একজন ছাত্র 🥰❤️

আলহামদুলিল্লাহ,
আমরা এশিয়ার সবচেয়ে বড় "National Freelancee Conference 2023" (NFCON2023) এ "গোল্ড স্পনসর" হিসেবে যুক্ত হতে পেরে আনন্দিত ও গর্বিত।
--
সাল ২০২১, করোনা মহামারির পর পুরো পৃথিবী যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল, কর্ম ক্ষেত্রগুলো যখন সংকুচিত হতে থাকলো বেকার যুবক ও ছাত্রদের সংখ্যা বাড়তে থাকলে ঠিক ঐ সময়েই এই ব্যস্ত নগরীর এক ব্যস্ত এলাকায় ফিউচার আইটি নামে প্রতিষ্ঠানটির জন্ম হল কয়েকজন স্বপ্নবাজ তরুন উদ্যোক্তার স্বপ্নের প্রতিফলন হিসেবে। যাদের লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক অবস্থা যেমনি হোক না কেন এই দেশের বেকার তরুন ও ছাত্র সমাজ যেন অর্থের অভাবে তাদের স্বপ্ন যেন স্বপ্নই না রয়ে যায়।
--
তারই প্রেক্ষিতে অনলাইনে মাত্র অল্প কিছু স্টুডেন্টের সমন্বয়ে কয়েকটি ব্যাচের মাধ্যমে যাত্রা শুরু করে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রায় ৫০০০+ ছাত্রছাত্রী রয়েছে। যার মধ্য থেকে বাছাই কৃত সফল ফ্রিল্যান্সারদের নিয়ে গত বছর ঢাকা বিভাগে ৬০০+ এবং এ বছর রংপুর বিভাগে ৫০০+ ফ্রিল্যান্সারদের অ্যাওয়ার্ড ও সনদপত্র বিতরণ এক বড় প্রোগ্রামের আয়োজন হয়েছিল।
--
এই দুবছরে প্রতিষ্ঠানটি আপওয়ার্কে ২ জন টপরেটেড ও ফাইভারে লেভেল ২ এবং লেভেল ১ এর শতাধিক সেলার তৈরি সহ দেশ বিদেশে নানা প্রতিষ্ঠানের লোকাল এবং পার্মানেন্ট জবে নিযুক্ত করতে সক্ষম হয়েছে।
--
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সঠিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে প্রতি সপ্তাহে একটি সাপোর্ট ক্লাস, একটি প্রব্লেম সল্ভিং ক্লাস সহ প্রতিটি শিক্ষকগনের আলাদা সাপোর্ট প্রুপের মাধ্যমেও তাদের সাপোর্ট নিশ্চিত করা হচ্ছে। কারন লক্ষ্য একটাই লক্ষাধিক রেমিট্যান্স যোদ্ধা তৈরি করা পাশাপাশি উদ্যোক্তার জন্ম দেওয়া এবং একটি স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ভুমিকা রাখা।
--
ইন শা আল্লাহ প্রায় ৩০০০ মানুষকে নিয়ে ১৯ আগস্ট শনিবার National Freelancers Conference 2023 (NFCON2023) হবে International Convention City Bashundhara - ICCB হল ৪ এ।
---
এশিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সারস কনফারেন্সে যারা আসবেন তারা প্রত্যেকে এবার একটি ভালো কনফারেন্স পাবেন, যেখানে থাকবেন দেশ সেরা ফ্রিল্যান্সাররা, আইটি প্রফেশনালস, সফল উদ্যোক্তা এবং থাকবেন যারা আমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবেন শুধুমাত্র তারা।
---
শীঘ্রই আবার শুরু হবে দ্বিতীয় ধাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তাই বিস্তারিত জানতে গ্রূপ এবং ইভেন্ট এর সাথে যুক্ত থাকুন।
---
গ্ৰুপ: Freelancers of Bangladesh (FOB)
পেজ: Freelancers of Bangladesh - FOB
ইভেন্ট: National Freelancers Conference 2023 (NFCON2023)

Address

Sreepur. Gazipur. Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Ahmed:

Videos

Share



You may also like