Ambag Pre-Cadet School

Ambag Pre-Cadet School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ambag Pre-Cadet School, Digital creator, Dhaka, Gazipur.

আমবাগ প্রি-ক্যাডেট স্কুল
19/12/2024

আমবাগ প্রি-ক্যাডেট স্কুল

19/12/2024
17/12/2024

সকালের স্নিগ্ধতা।

বল নিক্ষেপের জন্য তারা প্রস্তুত।
11/12/2024

বল নিক্ষেপের জন্য তারা প্রস্তুত।

প্রয়োজনে ফলো দিয়ে পাশে থাকুণ                                             আমবাগ প্রি-ক্যাডেট স্কুল                       ...
09/12/2024

প্রয়োজনে ফলো দিয়ে পাশে থাকুণ

আমবাগ প্রি-ক্যাডেট স্কুল
এসএসসি মূল্যায়ন পরীক্ষা-২০২৪
শ্রেণিঃ দশম বিষয়ঃ ব্যয়সায় উদ্দ্যোগ
সময়ঃ ৩০ পূর্ণমানঃ ৩০
বহুনির্বাচনী

১. কপিরাইট আইন ২০০৫ অনুসারে লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কত বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে? ক. ১০ বছর খ. ২০ বছর গ. ৪০ বছর ঘ. ৬০ বছর
২. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?
ক. চুক্তিপত্র খ. বিমাপত্র গ. বিমা চিঠি ঘ. আবেদনপত্র
৩. বিমা কী হিসেবে গণ্য?
ক. ঝুঁকি খ. ক্ষতি গ. ব্যবসায় ঘ. চাকরি
৪. বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু রয়েছে?
ক. ১৯০১ সালে খ. ১৯১১ সালে গ. ২০০১ সালে ঘ. ২০১১ সালে
৫. কোনো পণ্যকে অন্যের অনুরূপ পণ্য হতে আলাদা করে কোনটি?
ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক গ. পেটেন্ট ঘ. কপিরাইট |
৬. বিমার প্রয়োজন হয়— i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য ii. বর্তমানে সচ্ছলভাবে চলার জন্য iii. ভবিষ্যতের সঞ্চয়ের জন্য নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। গার্মেন্টস ব্যবসায়ী সালমানকে শিপমেন্টের জন্য প্রচুর তৈরি পোশাক মজুত রাখতে হয়। পণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি বিমাব্যবস্থা গ্রহণ করেন।
৭. বিমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. ঝুঁকিগত খ. জ্ঞানগত গ. স্বত্বগত ঘ. সময়গত
৮. জনাব সালমান কোন ধরনের বিমা গ্রহণ করেছেন?
ক. জীবন খ. দুর্ঘটনা গ. নৌ ঘ. অগ্নি
৯. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
ক. ব্র্যান্ডেড পণ্য খ. পণ্যের স্বীকৃত মান
গ. অর্থ উপার্জন ঘ. পুঁজি সরবরাহ
১০. কপিরাইট চুক্তিপত্রে উল্লেখ থাকে— i. মেয়াদ ii. রেজিস্ট্রেশন iii. রয়্যালটির পরিমাণ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ‘ঘুমন্ত অংশীদারে’র বৈশিষ্ট্য কোনটি?
ক. দায় অসীম খ. দায় সসীম গ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা
১২. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারী বলা হয়?
ক. অংশীদারি খ. সমবায় গ. একমালিকানা
ঘ. যৌথ মূলধনী
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রভা ও প্রত্যাশা একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করলেন। মিতা ও তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেন। উভয়েই নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করলেন, কিন্তু মিতা ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারলেন না।
১৩. প্রভাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি খ. প্রাইভেট লি. কোম্পানি
গ. পাবলিক লি. কোম্পানি ঘ. সমবায়
১৪. মিতা ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ— i. এটি পাবলিক লি. কোম্পানি ii. এটি প্রাইভেট লি. কোম্পানি iii. কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় চালু করতে চান। এই ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?
ক. চুক্তি খ. বিবরণীপত্র গ .উদ্বৃত্তপত্র ঘ. ঘোষণাপত্র
১৬. সমবায় প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য করণীয়— i. সমবায় সমিতির যথাযথ কাঠামো গঠন ii. ৩০০ টাকার ট্রেজারি চালান iii. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধিত শেয়ার মূলধন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. একমালিকানা ব্যবসায়ের জন্য প্রযোজ্য নয় কোনটি?
ক. পচনশীল পণ্যের ব্যবসায় খ. রাসায়নিক পণ্যের ব্যবসায় গ. ক্ষুদ্র কুটিরশিল্প ঘ. মনোহারি দোকান
১৮. ‘সকলে একমত হয়ে বিলোপ সাধনের’ কত নম্বর ধারা? ক. ৩৯ নম্বর খ. ৪০ নম্বর গ. ৪১ নম্বর ঘ. ৪২ নম্বর
১৯. ২০০১ সমবায় আইনে কত ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে? ক. ২ ধরনের খ. ৩ ধরনের গ. ৪ ধরনের ঘ. ৬ ধরনের
২০. অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা কীভাবে মূলধন সরবরাহ করে থাকেন? ক. সমান হারে খ. অসমান হারে
গ. আইনানুযায়ী ঘ. চুক্তি অনুযায়ী
২১. ‘পেটেন্ট’ কোন ধরনের সম্পদ?
ক. একধরনের সম্পদ খ. একধরনের প্রাপ্তি
গ. একধরনের মেধাসম্পদ ঘ. একধরনের মানবসম্পদ
২২. ক্ষতিপূরণের চুক্তিকে বলা হয়— i. জীবনবিমা ii. অগ্নিবিমা iii. নৌবিমা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের বৈশিষ্ট্য কী?
ক. উৎপাদন খ. বাজারজাতকরণ গ. চুক্তি ঘ. মুনাফা অর্জন
২৪. সর্বাধিক প্রচলিত বিমা কয় প্রকার? ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭ ২৫. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ে কোন কোন পক্ষ জড়িত থাকে? i. ফ্র্যাঞ্চাইজার ii. ফ্র্যাঞ্চাইজিং iii. ফ্র্যাঞ্চাইজি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. বিমাগ্রহীতা বিমাকারীকে কী প্রদান করেন?
ক. বিমা খ. প্রিমিয়াম গ. সুদ ঘ. মুনাফা

২৭. বর্তমানে বাংলাদেশে কত সালের বিমা আইন চালু আছে?
ক. ২০০১ খ. ২০০৪ গ. ২০০৬ ঘ. ২০১০
২৮. মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা হয়?
ক. ৫ বছরের খ. ৭ বছরের গ. ১০ বছরের ঘ. ১৫ বছরের
২৯. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?
ক. দলিল খ. বিমাপত্র গ. বিমাকারী ঘ. চুক্তিপত্র
৩০. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের অসুবিধা হলো— i. যেকোনো সময় অর্থায়ন ব্যবস্থা ii. কড়া মনিটরিং iii. বেশি পরিমাণে বিনিয়োগ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

08/12/2024
07/12/2024

তোয়ামনি ও টুম্পামনির অসাধারন নাচ। ২০২২

06/12/2024

তানহার অসাধারণ নৃত্য
# আমবাগ প্রি ক্যাডেট স্কুল

04/12/2024

সতীনের ছেলে কার কোলে😇🤪

যেমন খুশি তেমন সাজো ।
03/12/2024

যেমন খুশি তেমন সাজো ।

01/12/2024

ছেলেমেয়েদের সাধারণ একটা পারফারমেন্স ।

বই মেলায়
30/11/2024

বই মেলায়

Address

Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambag Pre-Cadet School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ambag Pre-Cadet School:

Videos

Share