আচঁল সামাজিক সংগঠন

আচঁল সামাজিক সংগঠন আচঁল সামাজিক সংগঠন, দেশের ত্বরে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে -

31/03/2024

জানলে হয়তো অবাক হবেন যে, এমন কিছু খাদ্যবস্তু আছে যেগুলি আপনার প্যানক্রিয়াসকে সুরক্ষিত রাখতে পারে !!

06/05/2023
https://youtube.com/
23/04/2023

https://youtube.com/

একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই বন্ধুর কাছ থেকে মমতা ,সমবেদনা , সহযেগিতা চাই , সেই ....

21/04/2023

সবাইকে অগ্রিম ইদ মোবারক,।
تقبل الله منا ومنكم

ইদুল ফিতরের সুন্নাহ গুলো--

-ইদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠা। অর্থাৎ সুবহে সাদিকের আগে বা সুবহে সাদিকের সময়ই ঘুম থেকে উঠে যাওয়া।

- ইদগাহে যাওয়ার প্রস্ত্ততি হিসেবে মিসওয়াক করা।

-ইদগাহে যাওয়ার আগে ভালোভাবে গোসল করা। সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর (রা.)সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি ইদুল ফিতরের দিন ইদগাহে যাওয়ার আগে গোসল করতেন।

-সুগন্ধি ব্যবহার করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন।

- ইদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া। হযরত আনাস রা. বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদুল ফিতরের দিন ইদগাহে যাওয়ার আগে কিছু বিজোড় সংখ্যক খেজুর খেতেন।

[সহীহ বুখারী : ৯৫৩]

খেজুর খাওয়া উত্তম। আর বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া আলাদা মুস্তাহাব।

- ইদের সালাত পড়তে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া। কেননা আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদের সালাতে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন।

[সহীহ বুখারী : ১৫০৩]

- উত্তম পোশাক পরিধান করা। নতুন হোক বা পুরাতন কাপড় হোক; কিন্তু পরিস্কার পোশাক পরা উত্তম। নতুন পোশাক অপরিহার্য নয়।

[সুনানে বায়হাকী; ৩/২৮০]

- সকাল সকাল ইদগাহে যাওয়া। সাহাবীগণ খুব তাড়াতাড়ি ইদগাহে যেতেন।

- ইদগাহে ইদের সালাত আদায় করা। এটা সম্ভব না হলে এ সময়ে প্রয়োজন নেই।

[সহীহ বুখারী, হাদীস : ৯৫৬]

- পায়ে হেঁটে ইদগাহে যাওয়া। হযরত আলী (রা.) বলেছেন, সুন্নত হলো পায়ে হেঁটে ইদগাহে যাওয়া এবং ইদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া।

[জামে তিরমিযী, হাদীস: ৫৩০]

- সম্ভব হলে ইদগাহে একপথে যাওয়া এবং অন্য পথ দিয়ে ফেরা। হযরত জাবির (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদগাহ থেকে ফেরার সময় ভিন্ন রাস্তা দিয়ে আসতেন।

[সহীহ বুখারী: ৯৮৬]

-ইদুল ফিতরে ইদগাহে যাওয়ার সময় অনুচ্চস্বরে তাকবীরে তাশরীক বলা। সাহাবীগণ এমনটাই করতেন।

তাকবীরে তাশরীক হল-

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلا اللهُ وَاللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ وَلِلّهِ الْحَمْدُ.

উচ্চারণ : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আল্ল

 #গাজীপুর  #জেলা  #প্রশাসন
19/04/2023

#গাজীপুর #জেলা #প্রশাসন

12/04/2023

নিরাপদ সড়ক চাই :
আসুন নিরাপদে পথ চলি। একটি দূ:ঘটনা সারা জীবনের কান্না....

Address

Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when আচঁল সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আচঁল সামাজিক সংগঠন:

Videos

Share

Category

Nearby media companies