F I L I N G 卝 অনুভূতি

Laughter is the greatest medicine for life ❤️❤️
27/11/2023

Laughter is the greatest medicine for life ❤️❤️

এই ব্যাক্তিকে কে কে চিনেন
14/10/2023

এই ব্যাক্তিকে কে কে চিনেন

11/10/2023
মেয়ে :প্লিজ ভিডিও করো না, যা দেখার এমনি দেখ।ছেলে : আরে নাহ, ভিডিও না, একটা পিক তুলতেছি।মেয়ে :না কোন পিক তুলবানা সুভন। কি...
26/09/2023

মেয়ে :প্লিজ ভিডিও করো না, যা দেখার এমনি দেখ।
ছেলে : আরে নাহ, ভিডিও না, একটা পিক তুলতেছি।
মেয়ে :না কোন পিক তুলবানা সুভন। কি করবা তোলে এগুলা
ছেলে : না এমনি দেখতেছি এভাবে কেমন আসে ক্যামেরাই।
মেয়ে :না তুলবানা, ডিলিট করো।
ছেলে: আচ্ছা্ছা।
সোহানা ওয়াশরুমের পানি ছেড়ে একটু সাবান লাগিয়ে পায়জামার দাগ তুলার চেষ্টা করতেছিল, ছোপ রক্তের দাগ।

কাপড়টা ফ্যানের বাতাসে শুকানোর আগ পর্যন্ত এভাবেই থাকা ছাড়া আর কোন উপায় নেই। সুভন কোটি পতি বাবার দ্বিতীয় সন্তান।

যেমন তার চেহারা, বডি ফিগার তেমন লম্বা। শহরের নাম করা এক প্রাইভেট ভার্সিটির ৩য় বর্ষের ছাত্র সুভন বন্ধুদের সাথে আড্ডা, ফান, রাজনীতি, আর সুন্দরী মেয়েদের তার বাইকের পেছনে বসানো যার নিত্য নৈমিত্তিক কাজ।

চেহারার মাধুর্যতা আর বাবার টাকা, যৌলস সুন্দরীদের ক্রাসের অন্যতম কারন সুভন। সেবার রমজানেরর ঈদের কেনাকাটা করতে মার্কেট গুলোতে যখন ভিড় লাগা এরই মধ্যে শুরু হয়ে গেছে তখন সুন্দরী মেয়েদের আনাগুনায় ভরপুর শপিংমলগুলো।

সুভন আর তার বন্ধুদের মার্কেটে আগমনও বেড়ে গেছে। হঠাৎ সেদিন বিকেলবেলা রহমান শপিং মলের সামনে বন্ধুদের সাথে আড্ডার ফাকে চোখ পড়লো এক মায়াবিনী অপ্সরী অপরুপা এক ললনার দিকে।

মেয়েটি সিড়ি বেয়ে উপরে উঠছে সাথে একজন মহিলা আর একটা বাচ্চা মেয়ে। সুভন তার বন্ধুদের নিয়ে তাদের গতিবিধি লক্ষ করে পিছু নিলো।

পুরো মার্কেট একসাথে পাশা পাশি কেনা কাটার ছল করে হালকা দুষ্টোমি চলতে থাকলো। কেনাকাটা শেষে মেয়েটি চলে যাওয়ার জন্য সি.এন.জি

তে উঠে বসে আছে সি.এন.জি টা এই ছাড়লো বলে হঠাৎ কেও একজন হাতে একটি চিরকোট বাড়িয়ে দিল।

: কি এটা

: নিন, প্লিজ...ওমনি গাড়িটা ছেড়ে দিল।
: আপনার অপেক্ষায় থাকবো.....কাগজটি পড়ে আছে সোহানার পায়ের কাছে।
হাতে নিয়ে খুলতেই সুভনের নামটি তার চোখের সামনে ভেসে উঠলো সাথে তার কন্ট্রাক্ট নাম্বার। ভ্যানিটি ব্যাগের সাইড পকেটটাই রেখে দিল নাম্বারটা।

ঈদের কেনাকাটা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, ঘুমুতে যাওয়ার আগে মনে পড়তে লাগলো ছেলেটির কথা। বিছানায় শুয়ে শুয়ে নাম্বারটা হাতে নিয়ে চিন্তা করতে লাগলো কি করবে, ছেলেটাকে ফোন দেবে কি দেবে না।

অনেক্ষন মনের সাথে বুঝা পড়া করে মুঠোফোনে নাম্বারটা উঠিয়ে কল দিয়ে আবার কি মনে করে কেটে দিল। সাথে সাথে কল ব্যাক, রিং বাজতে লাগলো।

: হ্যালো।
: ম্যানি ম্যানি থেংক্স।
: মনে হচ্ছে আপনি খুব খুশি।
: অবশ্যই। আপনার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি ফোন দিবেন।

: তাই নাকি
: হ্যা।
:তা কি বলবেন বলুন।
: আমি আপনাকে ভালোবেসে ফেলেছি।
: স্টপ স্টপ স্টপ। শুনুন মিষ্টার.....
: সুভন।
: শুনুন মিষ্টার সুভন, এসব ভালোবাসা টালোবাসা আমার এক দম পছন্দ না। কোন লাভ নেই। এসব আমার দ্বারা অসম্ভব।

: আচ্ছা্ছা ভালোবাসা দিতে হবে না, বন্ধু হয়ে তো থাকতে পারি...এভাবেই কথার পর কথা বন্ধুত্ব চলতে থাকলো। সুহানা গ্রামের সম্মানীত ব্যক্তির একমাত্র বড় মেয়ে তার বাবার দাপটের প্রভাবে আজ পর্যন্ত কোন দিন কোন ছেলে তার ধারে কাছে ঘেষার সাহস পায়নি।

এ বছর ফ্যাশান ডিজাইনে ২য় সেমিষ্টার চলছে সোহানার, পাশাপাশি কিছু শর্ট ফিল্মে মডেল হিসেবে কাজ শুরু করে দিয়েছে। যদিও পড়ালেখার চাপে বাসা থেকে এসব নিষেধ তবু তার একান্ত ইচ্ছায় কেও কোনদিন বাধা দেয় নি।

সুভন আর সুহানার বন্ধুত্ব খুব বেশিদিন টিকে নি, কারন একটা সমবয়সি ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হয়ে থাকতে পারেনা একটা সময় তাদের মাঝে ভালোবাসার ফুল ফোটে, সুভন আর সোহনার বেলাতেও ভিন্ন কিছু ঘটলো না।

শুরু হলো মধুমাখা সময়। নতুন নতুন গিফট, কেনা কাটা কসমেটিক্স, ফুসকা, কফিসপ, বি.এফসি, কে এফসি, বাইকে লংড্রাইভ, রাত জেগে কথা বলা ওফফ জীবনটাই স্বর্গ।

সুহানার মনে শুধু একটি কথাই প্রতিধ্বনিত হয়। আরো আগে কেন আসো নি, বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেল পেতে মনেরই ঠিকানা, জন্ম থেকেই হয়নি কেন তোমার আমার পরিচয়......।

মেয়েরা একবার যদি কাওকে বিশ্বাস করে ভালোবাসে তবে তার জন্য দেহ মন প্রাণ উজার করে দিতে প্রস্তুত থাকে, আর মনের মাঝে সুর তুলে....বুকের ভেতরে মনের গহীনে তুমি ছাড়া আর কেহ নাই, আমার এ রূপের সকল আমার এই দেহের দখল তোমায় দিলাম তাই।

সুহানার পৃথিবী এখন সুভন। সুহানাকে বিয়ের প্রস্তাব দিল সুভন, সুহানা ১০০% এর মধ্যে ১১০% বিশ্বাস করতে শুরু করলো কেননা মেয়েদের অর্থাৎ প্রেমিকার মনে পুরো পুরি বিশ্বাস স্থাপন করার জন্য এটা নিষ্ফল ঔষধ।

সুহানা চিন্তা করে দেখলো এখন তার বাবা তাকে বিয়ে দেবে না আর এ সম্পর্কের কথা এখন জানালে ছেলের সম্পর্কে জিঙ্গাসা করলে ছাত্র বললে বাবা কোনদিন বিয়ে দেবে না যদিও ছেলের বাবার অঢেল সম্পত্তি কিন্তু সুহানার বাবার পছন্দ একটা আত্নপ্রতিষ্ঠিত ছেলে।

তাছাড়া সুহানার স্টাডি কমপ্লিট করতে এখনো অনেক সময় বাকি। সব কিছু বিবেচনা করে সুহানা সুভনকে আপাতত বিয়ের প্রস্তাব দিতে নিষেধ করলো। সুভনও তো মনে মনে তাই চায়।

:সুভন তোমার তো এখনো পড়ালেখা কমপ্লিট হয়নি তাছাড়া আমারও সময় হয়নি, সময় হলে তোমাকে বলবো তখন আব্বুকে বলে আমাকে তোমার কাছে নিয়ে যেও।

: আচ্ছা্ছা জান, আমার পাখি। এখন একটু আদর করো...:ওমমমম আমার তো আর ভালোলাগেনা..তোমাকে কবে কাছে পাবো.আমার যে আর সহ্য হচ্ছেনা জানু। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে....।কাল দেখা করো।

: কালতো শুক্রবার
: আমি জানিনা কাল দেখা করো প্লিজ।
: বাড়ি থেকে কি বলে বের হবো
আমার লক্ষিসোনা বুঝার চেষ্টা করো।
: কোন বুঝাবুঝি নাই। তুমি আসবা কাল। ভালোবাসার আবদার পূরন তো করতেই হয়। সুহানা বাসায় বান্ধবীর কথা বলে বের হয়ে আসলো। সুভনদের ছয়তলা বাড়ির নিচ তলার ফ্লাটটা এখনো খালি। ভাড়া হয়নি।

বাড়ির সবাই আজ একটা বিয়ের অনুষ্ঠানে বেড়াতে চলে গেছে মকা মকা। পুরো বাড়ি সুভনের দখলে। সুভন জন্মনিরূধক বড়ি সহ সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছিল। অবশেষে ভালোবাসার পূর্ণতা পেল আজ।

ভেজা কাপড় শুকিয়ে গেছে। সুহানা বিদায় নিলো তার বিশ্বাসের মনিকোটার মনের মানুষের কাছ থেকে। শুরু হলো সুহানার জীবনের কালো অধ্যায়।

দিনের পর দিন ভালোবাসার মানুষের মন রক্ষা করার জন্য আর কিছুটা তার আবেগের যৌবনের তাড়নায় চলতে থাকলো এ অবৈধ প্রণয়।

কিন্তু এক তরকারি আর কয়দিন
মুখের রুচি নষ্ট হয়ে যাচ্ছে সুভনের। শুরু হলো সোহানাকে এভয়েড করা, অল্প অল্প সামান্য কারনে রাগা রাগি শুরু করে দিল সুহানার সাথে। ফেবুতে কয়েকবার নক করলে শুধু হুম উত্তর আসে।

সুহানা কিছু বললেই তার সাথে রাগারাগি ফোন অফ ইত্যাদি ইত্যাদি। একটা সময় ধৈর্যের বাধ ভেঙে সুভনকেও কথা বলতে ছাড়লোনা। শুরু হলো দূরত্ব।

অবশেষে একটা সময় দুজনার দুটি মন দু দিকে গেল চলে। কিন্তু সত্যি কি দুটি মন দু দিকে চলে গিয়েছিল
হ্যা গিয়েছিল ঠিকি কিন্তু দুটি নয় একটি। সুহানার মন তো সুভনকে সেই কবেই দিয়ে দিয়েছিল। তাই সুহানা এখন মৃত। কিন্তু না সোহানার নিশ্বাস এখনো বন্ধ হয়নি।

বন্ধ হয়ে গেছে বিশ্বাসের দরজাটা মরে গেছে বেঁচে থাকার সম্বল সেই পবিত্র মনটা। সোহানা কি আধো বেঁচে আছে নাকি বেঁচে থেকেও মরে গেছে আমরা তা জানিনা,(কবি এখানে নিরব)কিন্তু সুভনের জীবনে ঈদ আসে বার বার।

দিনে দিনে তার উন্নতি হচ্ছে ধরছে রাঘব বোয়াল, প্রতিনিয়ত ফাঁদ পেতে চলেছে হাসি মাখা মিষ্টি দুষ্ট চেহারাটা নিয়ে। পাল্টে চলেছে তার বাইকের পেছনে বসে থাকা বালিকা গুলো।

যারা তার বাইকে বিশ্বাসের দশ আঙুল দিয়ে বুকে চেপে লং ড্রাইভে পাড়ি জমাচ্ছে। সুভন থামেনি, সুভনরা হয়তো কখনো থামবেও না। থেমে যাচ্ছে শুধু সেই ভালোবাসার বিশ্বাসটা। বেঁচে থাকার সম্বলটা।

যা সুভনরা কখনো বুঝবেনা, আর যারা বুঝে তাদের কাছে সোহানারা কখনো ধরা দেয় না। (গল্প যখন গল্প নয় কিছু গল্পের মাঝে সত্যি লুকিয়ে রাখে)

অনুভবে_তুমি

সমাপ্ত..............💔

যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন
👉👉 NEXUS卝 SHAHADATツ

আবারো নিয়ে আসলাম বেবি মানুষের গল্প,,,,,,,,গল্পের নাম 👇'''''''''',,,,,,,,.....,,,,,,,,,,,বেবি মানুষ;;;;;;;;;;;;;>স্বামীক...
16/09/2023

আবারো নিয়ে আসলাম বেবি মানুষের গল্প
,,,,,,,,গল্পের নাম 👇''''''''''
,,,,,,,,.....,,,,,,,,,,,বেবি মানুষ;;;;;;;;;;;;;>

স্বামীকে পরীক্ষা করার জন্য স্ত্রীর ফেইসবুক ফ্যাক আইডি দিয়ে প্রেম আলাপ :🥀🌹💐
স্ত্রী ---Hi
স্বামী ---hello
স্ত্রী --- how are u?
স্বামী --- I'm fine..!
স্ত্রী --- can we be introduced to each other??
-- আপু আপনি বাংলাতে বলেন!
ইংরাজি তেমন বুঝিনা।
(স্বামী )
-- আপনি কি করেন?
--বসে আছি! আপনি??
--আরেহ্, আমি বুঝাতে চাইলাম
আপনি কি study করেন, নাকি job করেন?
--ওহ, আমি জব করি..। আপনি?
--আমি পড়ালেখা করি। বাই দ্যা ওয়ে আপনার
বাসায় কে কে আছে??
--আমরা দুই ভাই এক বোন আর আব্বু-আম্মু।
স্ত্রী মনে মনে বলতেছে সব ঠিক
আছে। দেখি বিয়ে করছে কিনা জিজ্ঞাস করি
--আচ্ছা, আপনি কি বিয়ে
করেছেন? নাকি
এখনো করেন নি?
--নাহ্, এখনও বিয়ে করিনি তবে
পছন্দমত পেলে করবো...! (মুচকি হাসির ইমো দিয়ে)
স্ত্রী-- যেটা ভাবছি, শালা
আমারে বাদ দিয়া দিছে শালা
ঘরে বউ রেখে আর আমারে বলে বউ নাই, লুইচ্চা তোরে
খাইছি
এভাবে প্রতিদিন বউয়ের সাথে
চ্যাট করে।
বউ আগের মতো তেমন কেয়ার করেনা।
করবেই বা কেন... ঘরে বউ রেখে
বলে বউ নেই
একদিন স্বামী বলতেছে দেখা করবে। বউ অনিহা প্রকাশ
করলো...
--নাহ, আমাকে বাসাতে থেকে
বেরোতে দেয়না আম্মু। (স্ত্রী)
-- আরেহ, শপিং করার বাহানা দিয়ে চলে আসবে।
তোমাকে অনেক কিছু শপিং করে
দিবো।
স্ত্রী, দাঁতে দাঁত চেপে -"শালা
লুইচ্চা, আমি শপিং করার কথা কইলে বলে টাকা নেই,
আর এখন
বলে শপিং করে দিবে বুঝবি মজা, আমি
দেখা করতে
যাব, দেখি কি করিস।
-- ইয়ে, মানে সত্যি শপিং করে
দিবা?
--হুম..সত্যি, তুমি আসবে কবে বলো?
--কালকে সকালে ১১টায় আসব,
আমি তোমার জন্য মার্কেটের সামনে অপেক্ষা করব।
এসে মেসেঞ্জারে কল দিবে
কেমন?
--আচ্ছা! দিবো, উম্মাহ। স্বামী
খুশিতে কুটকুটি হয়ে গেছে
স্ত্রী সকাল ১১টায়, পায়ে হিল
জুতো, জিন্স প্যান্ট, শর্ট বোরখায়
হিজাব পরে মুখ বেদে, চোখে
রঙিন সানগ্লাস দিয়ে মার্কেটে
যেতে রেডি হচ্ছে।
স্বামী বাসা থেকে বেরিয়ে গেল, আজকে দেখা করার
ডেট তাই।
--হ্যালো, তুমি কোথায়? (স্বামী)
--এইতো তোমার জন্য অপেক্ষা করছি।
বউ একটু স্টাইলিশ ভাবে কথা
বললো যাতে করে ধরা না পড়ে।
তারপর দুজন মিলে শপিং করলো।
বউ দামি দামি গিফ্ট কিনলো।
সব বিল দিলো স্বামী। সব শেষে বললো...
--চলো lunch করবো দুজনে ক্ষুধা
লাগছে। (স্বামী)
-- নাহ, আজকে লেট হয়ে গেছে অন্য একদিন করবো। (মনে
মনে ভাবতেছে বাসায় যাও চান্দু
তোমার গিফ্ট তোমাকে দিমু-- (স্ত্রী)
স্ত্রী, কিছুতেই রাজিনা, কারণ
খেতে গেলে ধরা খাবে।
স্বামী বেচারা হাসি চেপে রাখতে না পেরে হে, হে,হে
করে
হেসে দিয়ে বলে.....
--আরে পাগলি , তুমি ভাবছো আমি কিচ্ছু জানিনা?
বাসায় কে বকবে?
আমার বউয়ের সাথে আমি খাব! বকবেটা কে শুনি?
-- মানে কি! তুমি সব জানতে?
-- হ্যাঁ, আমি সব জানতাম আর
আমিও মজা করবো
বলে তোমাকে কিছু বলিনি।
এই বলে শপিং ব্যাগ দিয়ে ধুপধাপ বাড়ি দিতে লাগলো
স্ত্রী...
আজকে বাসায় চলো মজা দেখাব বলে হাসতে হাসতে খামছি দিলো। 🙂🙂
©©©©

© Collect:

#শাহাদাৎ খান
📕-সাহিত্য কুটির-📗

💕মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প পড়তে পেইজটি ফলো করে রাখুন, 👉 NEXUS卝 SHAHADATツ

#শাহাদাৎ

গল্পের নাম 👉 নারী তুমি মহান 🤔সামান্য তেলাপোকা 🕷দেখে ভয় পাও অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকি সহ্য করো ❓👉 নারী তুমি  সন্ধ্যা...
14/09/2023

গল্পের নাম 👉 নারী তুমি মহান 🤔

সামান্য তেলাপোকা 🕷দেখে ভয় পাও
অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকি সহ্য করো ❓

👉 নারী তুমি সন্ধ্যার পরে বাহিরে যেতে ভয় পাও
অথচ তোমার সন্তানের সামান্য জ্বর হলে মাঝ রাতে ডাক্তারের কাছে ছুটে যাও ❔
👉 নারী তোমার অসুখ হলে নিজে ঔষুধ খেতে ভুলে যাও
অথচ তোমার সন্তানের কিছু হলে তিন বেলা ঔষুধ খাওয়াতে ঠিকি মনে রাখো ❔

👉 নারী তুমি হিসাব বোঝা না নিজের সন্তান ৫ টাকা চাইলে ১০ টাকা দিয়ে দেও ❔

👉 নারী তুমি সত্যি মহান
বিয়ের আগে কেউ তোমাকে কিছু বললে রেহাই পেতো না
সেই তুমি বিয়ের পরে অন্যের সংসারে সবার হাজারো অপমান সহ্য করে থাকো ❔

👉 বিয়ের আগে তুমি ঈদের শপিং সবার আগে করতে
সেই তুমি বিয়ের পরে অন্যের ঘরে ছেড়া কাপড়ের অংশটা ঢেকে দিব্যি চলাফেরা করো কাউকে বুঝতে না দিয়ে ❔

👉 বিয়ের আগে তুমি বাবা মাকে ছাড়া থাকতে পারোনা
সেই তুমি বিয়ের পরে বাবার বাড়ি গেলে তুমি মাত্র দুই দিনের অতিথি

👉নারী তুমিই মা, তুমিই মেয়ে,প্রক্ষান্তরে তুমিই বোন।
তাই তোমার প্রতি হাজার কৃতজ্ঞ

👉 নারী তোমার ‍ঋন এক পৃথিবী সমান ভালোবাসা দিয়েও শেষ করা যাবে না
তবুও তুমি সবসময় সন্তানকে ঠিক মোনাজাতে রাখতে কভূ ভুল করো না

👉নারী তুমি বাবার বাড়ি রাজকন্যা হয়ে থাকলেও
অন্যের ঘরে রাজকন্যা হয়ে থাকতে পারো না....!

নারী তুমি সত্যি মহান তুমি ছাড়া প্রত্যেকটা
ঘর অপূর্ণ!!!🥰🥰🥰

© Collect:

#শাহাদাৎ খান
📕-সাহিত্য কুটির-📗

💕মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প পড়তে পেইজটি ফলো করে রাখুন, 👉 NEXUS卝 SHAHADATツ F I L I N G 卝 অনুভূতি

আপু: তিশান আমার ব্যাগে ১০০০ টাকা ছিল তুই চুরি করে নিছস 🙄....বন্ধু : আপু তুই আমারে সন্দেহ করতাসোস আমার মতো নিষ্পাপ পোলাডা...
14/09/2023

আপু: তিশান আমার ব্যাগে ১০০০ টাকা ছিল তুই চুরি করে নিছস 🙄....

বন্ধু : আপু তুই আমারে সন্দেহ করতাসোস আমার মতো নিষ্পাপ পোলাডারে... 🥺

আপু: তুই নিয়ে থাকলে বলে ফেল ভাই আমি তোরে কিছু বলবো না... 😇

বন্ধু: টাকাটা তো আমি ওই নিছি ( মনেমনে )ভাবতেসি...

আপু: কিরে কী ভাবস চুপ করে আছোস কেন 🙄...

বন্ধু : না কই কিছু না তো... কী ভাববো আবার...

আপু: তুই নিয়ে থাকলে বলে ফেল ভাই আমি তোরে কিছু বলবো না তোর তো লেপটপ চুরি হয়ে গেসে তোকে নিউ একটা কিনে দিবো....

বন্ধু : না মানে আপু.... 😏

আপু: কী না মানে করছিস তুই নিয়ে থাকলে বলে ফেল লেপটপ পেয়ে যাবি 🥰...

বন্ধু : আপু টাকা টা আমি ওই নিছি সরি আপু 🥺

আপু:তরে তো আমি ডিসুম🤜 নাক এ 🤜মুখে গালে 🤛🤛

বন্ধু : আপু তুই আমারে মিথ্যা বলে এভাবে ধোঁকা দিলি আম্মু গো তোমার মেয়ে আমাকে মে/রে একদম মে/রে ফেলতাসে 😭😭😭

আপু: টাকা লাগবো না ভাই আমার 🤣🤣🤣

বন্ধু : 🤕🥹🦴

সমাপ্ত

বি:দ্র: : ফান করে লিখা আমার বন্ধুর আপু খুব ভালো🥰 🥰l

© Collect:

#শাহাদাৎ খান
📕-সাহিত্য কুটির-📗

💕মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প পড়তে পেইজটি ফলো করে রাখুন, 👉 NEXUS卝 SHAHADATツ F I L I N G 卝 অনুভূতি

গল্পের নাম: নতুন বউ 👩‍❤️‍👨------------------------------বাসর রাতে স্বামী জিজ্ঞেস করলো, -তুমি আমার কাছে কি চাও, বলো??-একট...
13/09/2023

গল্পের নাম: নতুন বউ 👩‍❤️‍👨
------------------------------

বাসর রাতে স্বামী জিজ্ঞেস করলো,
-তুমি আমার কাছে কি চাও, বলো??
-একটা কেঁচি।
-কেঁচি!
-হ্যাঁ কেঁচি। যাও নিয়ে আসো।

"ও" আমার দিকে কতোক্ষণ তাকিয়ে তারপর টেবিলের ড্রয়ার থেকে একটা কেঁচি এনে এগিয়ে দিয়ে চুপ করে আমার পাশে বসলো। আমিও ওর দিকে তাকিয়ে মিটমিটিয়ে হেসে বললাম,"পেছনে ফিরে বসো।" 😀😀

- মানে কি নেহা??
পেছনে ফিরবো কেনো?

- আমি বলছি যখন তখন কোনো কথা না বলে চুপচাপ পিছনে ফিরে বসো। মেয়েদের মতো চুলে ঝুঁটি করেছো কেনো??
ছেলেদের বড়ো চুল আমার পছন্দ না। তাই তোমার ঝুঁটিটা আমি এখন কাটবো। 😁😁

-প্লিজ!! এরকম করো না, এক বছর ধরে কত্তো যত্ন করে চুলগুলো বড় করেছি।

আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বললাম,"তুমি কি পিছনে ফিরবে??" 😡😡

- ইয়ে মানে ই ইয়ে.........!! 😔😌

-তুমি যদি না ফিরো তাহলে..

ও ভয়ে ভয়ে আমাকে জিজ্ঞেস করলো,"তাহলে কি হবে??"

- তাহলে আমি আমার নিজের চুল কেটে ফলবো।

-মানে!

-হ্যাঁ, যদি তোমার চুল বড় থাকে তাহলে আমি আমার চুল কেটে ফেলবো। আর যদি আমার চুল বড় দেখতে চাও তাহলে তোমার ঝুঁটি কাটতে হবে।

অনিচ্ছা সত্ত্বেও জামাই আমার মুখ কালো করে পিছনে ফিরে বসলো। আমি চুলগুলো কুচকুচ করে কেঁচি দিয়ে কেটে ফেললাম। তারপর ওর দিকে তাকিয়ে বললাম,
"ওলে আমার জামাইটা, রাগ করলা বুঝি। থাক শুনো, আমি তো আর নাপিত না যে অতো সুন্দর করে চুল কাটতে পারবো। কালকে সকালে সেলুনে গিয়ে সুন্দর করে চুলে একটা কাট দিয়ে আসবা।"

সকালে 'ও' রুম থেকে বের হওয়ার পরে সবাই তো দেখে অবাক। আমার ছোট ননদটা ওর দিকে তাকিয়েই খিলখিল করে হাসতে লাগলো। 😀😀

- কিরে ভাইয়া, "তোর ঝুঁটি কই??" 😱😱
শাশুড়ী মা তো একবার ওর দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। তারপর ওর দিকে তাকিয়ে বললো,"কিরে রাশেদ, তোর মোরগঝুঁটি উধাও হলো কি করে??" 😁😁

ও আমার দিকে তাকিয়ে তারপর হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। শাশুড়ী মা তো হাসতে হাসতে শেষ। আমাকে জিজ্ঞেস করলো,"কি করে করলে এই মহৎ কাজ??
যেটা আমরা কেউ পারিনি সেটা করে দেখিয়েছো দেখি বৌমা।"

আমি কি আর বলবো, লজ্জায় লাল হয়ে গেছি। ইতিহাসে আমিই একমাত্র বউ যে কিনা বাসর ঘরে জামাইয়ের ঝুঁটি কেটে দিয়েছি।

শাশুড়ী মা খুশি হয়ে বললেন,"যাক, অবশেষে মাথার মোরগঝুঁটি টা কাটতে পারলে। আজকালকার ছেলেমেয়ের কখন যে কি ভূত মাথায় চাপে কে যানে!! তবে কখনো যদি তোমাকে 'ও' এই ব্যাপারে কিছু বলে তাহলে আমাকে বলবে। ☺️😊

শাশুড়ী মায়ের সাপোর্ট পেয়ে আমার সাহসটা যেনো আরো বেড়ে গেলো। ছোট ননদ মাইশা খুশিতে গদগদ হয়ে বললো,"ভাবি এই খুশিতে বলো তুমি আমার কাছে কি চাও??"

আমি হেসে উত্তর দিলাম,"একটা নেইল কাটার চাই।"

- ভাবি তুমি নেইলকাটার দিয়ে কি করবে?? 🤔🤔

-নখ কাটবো। যাও নিয়ে আসো।
ননদিনী আমার, রুমে গিয়ে সুন্দর একটা নেইল কাটার নিয়ে এসে আমার হাতে দিয়ে বললো,"নাও, এটা আমি তোমাকে গিফট হিসেবে দিলাম।" 😘😘

- আচ্ছা ঠিক আছে, এবার আমার সামনে চুপটি করে বসো।
- কেনো?? 🤔🤔

- নখ কাটবো। 😃😊

- ইয়ে ভাবি, কার নখ কাটবে?? 😔😌

- তোমার নখ। এতো বড় নখ রাখা ভালো না, নখ বড় রাখলে পেটে জীবাণু যাবে। তারপর অসুখ হবে। 😁😁

মাইশা কি করবে বুঝতে না পেরে যেই রুমের দিকে দৌড় দিবে ওমনি রাশেদ এসে ওকে খপ করে ধরে আমার সমনে বসিয়ে দিলো। আমি ওর নখ কাটছি আর রাশেদ ওর দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। আমার শাশুড়ী মাও দেখছেন আর হাসছেন। আর আমি বলে যাচ্ছি,"মাইশা, এতো নড়াচড়া করো না, হাত কেটে যাবে।" 😀😃

এমন সময় আমার দেবর আসলো। এই অবস্থা দেখে 'ও' তো হেসেই গড়িয়ে পড়লো। ওর সাথে আমিও দাঁত কেলিয়ে বললাম,"রাহাত, একটা সুই আর সুতা এনে দিতে পারবে??" ☺️☺️

-কেনো ভাবি?? 🤔🤔

- তোমার ছেঁড়া প্যান্টগুলো সেলাই করবো। 😁😁

- আরে ভাবি, এটা ছেঁড়া না। এটা হলো স্টাইল। 😌😔

- হ্যাঁ স্টাইল। দেখছো না তোমার ভাইয়া আর মাইশার স্টাইল কেমন ফুসস হয়ে গেছে। এসব ফালতু স্টাইল বাদ দাও। আর যা বললাম নিয়ে এসো। 😊☺️

- আচ্ছা ঠিক আছে আনছি।
বলেই আমার দেবর প্রায় এক সপ্তাহ নিরুদ্দেশ। আর আমার স্বামী তো চুল এক ইঞ্চি লম্বা হলেই ভয়ে সেলুনে গিয়ে ছোট করে আসে। মাইশা কাটার টা আমাকে দিয়েছিলো ঐটা গোপনে আমার রুম থেকে লুকিয়ে ফেলেছে, যদিও আমি তা জানি।


বিয়ের প্রায় এক মাস পরে আমার বার্থডে তে 'ও' আমাকে নিয়ে ঘুরতে যায়। সারাদিন ঘুরাফেরা করলাম তারপর শপিং করতে গেলাম। আমি তো খুশিতে গদগদ হয়ে ওকে বললাম,"ওলে আমার জামাইটা,,কত্তো ভালো।"
আচ্ছা বলো,"তুমি, আমার কাছে কি চাও??" 🤔🤔

- একটা টিস্যু।

টিস্যু, এ আর এমন কি! আমি ব্যাগ থেকে একটা টিস্যু বের করে ওকে দিলাম। আর ওমনেই ও আমার সাজগোজ, লিপস্টিক, আইলাইনার, মাসকারা, আইশেডো সব টিস্যু দিয়ে পুরো মুখ লেপ্টে পেত্নীর মতো করে দিলো। আর বললো,"এতো সেজেছো কেনো??
এতো স্টাইল করা মোটেও ভালো না।

আমি শপিংমলে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। ও তাহলে আমার কাছ থেকে চুল কাটার প্রতিশোধ টা নিয়েই নিলো!
~~~~~~~~ সমাপ্ত ~~~~~~~~

© Collect:

#শাহাদাৎ খান
📕-সাহিত্য কুটির-📗

💕মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প পড়তে পেইজটি ফলো করে রাখুন, 👉 NEXUS卝 SHAHADATツ F I L I N G 卝 অনুভূতি Suggested Post

সখ করে চাচাতো বোন কে বিয়ে করেছিলাম....হতোচ্ছাড়ি টা উঠতে বসতে ভাইয়া ডাকে....।আমিঃ ভাইয়া ডাকোস ক্যা...বর বলে ডাকতে পারোস ন...
05/09/2023

সখ করে চাচাতো বোন কে বিয়ে করেছিলাম....হতোচ্ছাড়ি টা উঠতে বসতে ভাইয়া ডাকে....।

আমিঃ ভাইয়া ডাকোস ক্যা...বর বলে ডাকতে পারোস নাহ...।

বউঃ নাহ আমার সরম করে...আমি ভাইয়াই বলবো...।

আমিঃ হায়রে আমার ফুডা কপাল....বউয়ের মুখে শুনতে হচ্ছে ভাইয়া...।

বিয়ের কয়েক মাস পর...আমি অফিসে বসে কাজ করতেছিলাম...হঠাৎ আম্মু ফোন দিয়ে বলে বউ আমার অসুস্থ হয়ে পড়েছে....। আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি...। বাড়িতে আসতেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে মিট মিট করে হাসতেছে...আমি কাউ কে কিছু নাহ বলে আমার রুমে চলে আসি....বিছানায় দেখি বউ আমার শুয়ে আছে...আমি বউয়ের কাছে গিয়ে কপালে হাত দিতেই...বউ ঘুম থেকে উঠে পড়লো...।

আমিঃ কি হয়েছে তোমার...।

বউ আমার কানে কানে ফিস ফিস করে বললো....আপনি মামা হতে চলেছেন!😐😐

©
© Collect:

#শাহাদাৎ খান
📕-সাহিত্য কুটির-📗

💕মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন গল্প পড়তে পেইজটি ফলো করে রাখুন, 👉 NEXUS卝 SHAHADATツ F I L I N G 卝 অনুভূতি #শাহাদাৎ

কার কার আমার মত  সব লাল হয়ে গেছে তারা একটু  হাত তুলুন।
05/09/2023

কার কার আমার মত সব লাল হয়ে গেছে তারা একটু হাত তুলুন।

11/08/2023

Address

Gazipur

Telephone

+8801645058007

Website

https://www.facebook.com/profile.php?id=100036955810742

Alerts

Be the first to know and let us send you an email when F I L I N G 卝 অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F I L I N G 卝 অনুভূতি:

Videos

Share