Master of automobile

Master of automobile I am Md. Jamal Hosen , Driving and Technical Instructor BRTC Central Training Institute Gazipur. Driving training and technical education is not a substitute.

You can follow my page to get information or services on driving and technical matters.

13/12/2024

গাড়ি ড্রাইভিং এবং কারিগরি রক্ষণাবেক্ষণ বিষয় নিয়ে আমার ভিডিও। প্লিজ ভাই আপনার সাপোর্ট চাচ্ছি।

13/12/2024

ড্রাইভিং লাইসেন্স করা কাদের জন্য প্রযোজ্য নয়। জানতে হবে না জানলে আপনার এবং আমার জীবন হুমকির মুখে থাকবে।

08/12/2024
গাড়ির যত্ন নিতে নিয়মিত কিছু কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ১০টি কাজ দেওয়া হলো যা আপনার গাড়িকে দীর্ঘস্থায়ী এবং ভালো...
08/12/2024

গাড়ির যত্ন নিতে নিয়মিত কিছু কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ১০টি কাজ দেওয়া হলো যা আপনার গাড়িকে দীর্ঘস্থায়ী এবং ভালো অবস্থায় রাখতে সাহায্য করবে:

১. ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
ইঞ্জিন অয়েল নির্ধারিত সময় বা কিলোমিটার পার হলে পরিবর্তন করা উচিত। এটি ইঞ্জিনের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।

২. এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করুন
নিয়মিত এয়ার ফিল্টার পরীক্ষা করে পরিষ্কার বা প্রয়োজনে পরিবর্তন করুন। এটি ইঞ্জিনে সঠিক পরিমাণে বাতাস প্রবেশ নিশ্চিত করে।

৩. টায়ারের চাপ পরীক্ষা করুন
গাড়ির টায়ারের সঠিক চাপ বজায় রাখা জরুরি। এটি জ্বালানি দক্ষতা এবং গাড়ির নিরাপত্তা নিশ্চিত করে।

৪. ব্রেক পরীক্ষা করুন
ব্রেক সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা নিয়মিত চেক করুন। অস্বাভাবিক শব্দ বা কার্যক্ষমতায় পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে সারাই করুন।

৫. কুল্যান্ট লেভেল ঠিক রাখুন
ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য কুল্যান্ট পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার। এটি নিয়মিত পরীক্ষা করুন।

৬. ব্যাটারি পরীক্ষা করুন
গাড়ির ব্যাটারির কানেকশন সঠিক এবং পরিষ্কার কিনা তা নিশ্চিত করুন। প্রয়োজনে ব্যাটারির পানি বা চার্জ রিফিল করুন।

৭. লাইট পরীক্ষা করুন
গাড়ির হেডলাইট, ব্রেক লাইট, সিগন্যাল লাইট এবং অন্যান্য লাইট সঠিকভাবে কাজ করছে কিনা নিশ্চিত করুন।

৮. ওয়াইপার ব্লেড চেক করুন
ওয়াইপার ব্লেডগুলো ঠিক আছে কিনা এবং প্রয়োজনে পরিষ্কার বা পরিবর্তন করুন।

৯. গাড়ির ধোয়া এবং পরিষ্কার করা
গাড়ি নিয়মিত পরিষ্কার রাখা উচিত। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, গাড়ির রঙ ও গঠন রক্ষা করতেও সহায়ক।

১০. পরিকল্পিত রক্ষণাবেক্ষণ করুন
নির্ধারিত সময়ে সার্ভিসিং করান এবং ম্যানুয়াল অনুযায়ী যত্ন নিন।

গাড়ির ভালো যত্ন নিলে তা দীর্ঘস্থায়ী হবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত করবে।

06/12/2024

গাড়ি ড্রাইভিং এবং গাড়ির ইঞ্জিন সংক্রান্ত সকল প্রকার সমস্যার সমাধান করার উদ্দেশ্যে আমাদের ভিডিও।

গাড়িচালক ভাইদের জন্য আই টেস্ট, এখানে চারটি সংখ্যা লেখা আছে কে কে বলতে পারবেন প্লিজ কমেন্টে লিখে দিবেন।
02/12/2024

গাড়িচালক ভাইদের জন্য আই টেস্ট, এখানে চারটি সংখ্যা লেখা আছে কে কে বলতে পারবেন প্লিজ কমেন্টে লিখে দিবেন।

29/11/2024

গাড়ির যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের পেইজের কমেন্ট বক্সে আপনার গাড়ির সমস্যার কথা লিখতে পারেন। আমরা দক্ষ ইন্সট্রাক্টর এবং দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা আপনাদের সেবায় নিয়োজিত।

25/11/2024

ইঞ্জিন অয়েল পাম্প ইঞ্জিনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঞ্জিন ভালো রাখতে অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন প্লিজ।

14/10/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Mohammed Farazi, Alameen Islam Din, Md Jakaria, দুঁষ্টুঁ ছেঁলেঁ লিঁটঁনঁ আঁহঁমেঁদঁ, Mohammad Rasel, MD Biplob Shake

08/10/2024

ফ্লাই হুইলের রিং গিয়ার পরিবর্তন করা সঠিক পদ্ধতি।

আমরা জানি কুলিং সিস্টেম দুই প্রকার, ১/ এয়ার কুলিং সিস্টেম। ২/ ওয়াটার কুলিং সিস্টেম। ১/কুলিং ফ্যান এর কাজ কি,রেডিওয়াটারে...
07/10/2024

আমরা জানি কুলিং সিস্টেম দুই প্রকার, ১/ এয়ার কুলিং সিস্টেম। ২/ ওয়াটার কুলিং সিস্টেম।
১/কুলিং ফ্যান এর কাজ কি,রেডিওয়াটারের পানি ঠান্ডা করা। এই কুলিং ফ্যান রেডিওয়াটারের সাথে সংযুক্ত এবং বৈদ্যুতিক পাওয়ারে চলে। এই ধরনের কুলিং ফ্যান সাধারণত ছোট গাড়ি ও পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়,এই ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কম থাকে তাই তুলনামূলকভাবে ডিজেল ইঞ্জিনের তুলনায় তাপ কিছুটা কম হয়। এই ইঞ্জিনের সাথে সম্ভবত ইঞ্জিন ফ্যান সংযুক্ত করা থাকে না। তাই এই গাড়িতে যে ফ্যানটি ব্যবহার করা হয়েছে এই ফ্যানটির নাম হল রেডিওয়াটার কুলিং ফ্যান।এর মূল কাজ হল রেডিওয়াটারের পানিকে ঠান্ডা করা।এর পাশে আরেকটি ফ্যান আছে কনডেন্সার কুলিং ফ্যান। এই ফ্যানের মূল কাজ হল কনডেন্সারকে ঠান্ডা রাখা। এখানে আর কোন ফ্যান খুঁজে পাওয়া যায় কিনা আমাকে জানাবেন প্লিজ।
আমি ব্লাকবোর্ডে যে ড্রয়িং টি আর্ট করেছি, সেটি মূলত ইঞ্জিন কুলিং ফ্যান। এ ধরনের ফ্যান বড় গাড়ি ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়। যে ফ্যানটি ইঞ্জিনের সাথে সংযুক্ত এবং ইঞ্জিনের পাওয়ার দ্বারা পরিচালিত হয়। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি। তাই এ ধরনের ইঞ্জিন বেশি গরম হয়। আমি মূলত ডিজেল ইঞ্জিনের ইঞ্জিন কুলিং ফ্যানের কথাই বলেছি।
২/ইঞ্জিন কুলিং ফ্যানের কাজ কি, ইঞ্জিনকে ঠান্ডা করা। ইঞ্জিন কুলিং ফ্যান ইঞ্জিনের দিকে বাতাস দিবে। আর সে বাতাসটা টেনে নিবে রেডিওয়াটারের ভিতর থেকে যার কারনে রেডিওয়াটার আংশিক ঠান্ডা হয়। গাড়ি যখন চলবে তখন প্রকৃতির বাতাস রেডিওয়াটারের সামনের সাইটে স্পর্শ করবে এবং রেডিওয়টারের দুই সাইট দিয়ে বের হওয়ার যাওয়ার চেষ্টা করবে এমন অবস্থায় ইঞ্জিন কুলিং ফ্যান রেডিওয়াটারের ভিতর দিয়ে বাতাসটা টান দিবে যার ফলে প্রকৃতির ঠান্ডা বাতাস রেডিওটারের ভিতরে খুব সহজেই প্রবেশ করতে পারবে যেখানে টিউব এবং ফিন্সের ফাঁকা জায়গা আছে। ইঞ্জিন কুলিং ফ্যানের টেনে নেওয়া বাতাসটা কিছুটা গরম থাকবে সেই বাতাস সম্পূর্ণরূপে ইঞ্জিনের গায়ে দিবে যার ফলে ইঞ্জিনের উচ্চ তাপ অপসারণ হবে। এবার গাড়ি দাঁড়ানো অবস্থায় প্রকৃতির বাতাস রেডিওয়াটারের গায়ে লাগেনা তাহলে রেডিওয়াটারের পানি কিভাবে ঠান্ডা হয়। আমরা কি কখনো দাঁড়ানো গাড়ি এক্সেলেরেটর বেশি দিয়ে ধরে বসে থাকি। অবশ্যই না। এখানে যেহেতু ইঞ্জিন তার আপন গতিতে চলতেছে তাই ইঞ্জিনের তাপও খুব কম হচ্ছে, যতটুকু হচ্ছে ওয়াটার পাম্প কিন্তু বসে নেই ইঞ্জিনের সাথে চলছে আর রেডিওয়াটারের পানি সার্কুলেশন করতেছে।
এবার ইঞ্জিন কুলিং ফ্যান কোন ইঞ্জিনে ইঞ্জিনের গায়ে বাতাস না দিয়ে রেডিওয়াটারের গায়ে দিবে, যে গাড়ি স্লো গতি সম্পন্ন যেমন,পেলোডার,লিফটার, বল্ডোজার, জাহাজের ইঞ্জিন, স্টিমারের ইঞ্জিন, যে ইঞ্জিন একটা আবদ্ধ জায়গায় বসে কাজ করে, এই সকল ইঞ্জিন গুলোর ইঞ্জিন কুলিং ফ্যান রেডিওয়াটারের দিকে বাতাস দিবে। তবে ইঞ্জিনের আশে পাশে তাবযুক্ত গরম বাতাসটা টেনে রেডিওয়াটার কে দিবে।কারণ এ ধরনের ইঞ্জিনে প্রকৃতির বাতাস ততটা কাজে আসে না। ভাইয়েরা আরো অনেক আলোচনা আছে আপনারা বিরক্ত হবেন বলে আর লিখতে পারলাম না। ইঞ্জিনের প্রধান একটি সমস্যা হল ইঞ্জিন ওভার হিট হওয়া। ইঞ্জিনের এই উচ্চতাটাকে অপসারণ করার জন্য, ইঞ্জিন নির্মাতা গণ আরো অনেক পদ্ধতি ও কৌশল অবলম্বন করেছেন। মোঃ জামাল হোসেন।

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Md Jakaria, Purna Chandra Das
04/10/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Jakaria, Purna Chandra Das

শুভ সকাল, আমার প্রিয় ❤️❤️❤️ কলিজার ভাইয়েরা। আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কতটুকু উপকারে আসে কমেন্ট করে জা...
03/10/2024

শুভ সকাল, আমার প্রিয় ❤️❤️❤️ কলিজার ভাইয়েরা। আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কতটুকু উপকারে আসে কমেন্ট করে জানাবেন প্লিজ। 🙏

সবাই কেমন আছেন বন্ধুরা।
24/09/2024

সবাই কেমন আছেন বন্ধুরা।

23/09/2024

গাড়ির জ্বালানী তেল সাশ্রয় করার সঠিক পদ্ধতি কি? সম্পূর্ণ ভিডিও এখানে পাবেন ইনশাল্লাহ।

Address

Gazipur BRTC
Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when Master of automobile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share