Shoukhin agro - শৌখিন এগ্রো

Shoukhin agro - শৌখিন এগ্রো I have born to be true, not to be perfect.

28/11/2023
23/10/2023

আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান পূর্ণ সতর্কতার সাথে আপনার বাসায় গিয়ে সার্ভিস দেয়ার জন্য সর্বদা প্রস্তুত। ত্রুটিপূর্ণ কম্পিউটার ও ল্যাপটপ সারিয়ে নিন শুধু একটি কল বা ম্যাসেজ করে।
এছাড়াও ল্যাপটপ ও কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশ হোম ডেলিভারি পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
ঘরে বসেই যে সার্ভিসগুলো পেতে পারেন:
-> পাওয়ার নেই, ডিসপ্লে নাই (No Power, No Display)
-> পাওয়ার আছে, ডিসপ্লে নাই (No Display during having power)
-> মাত্রাতিরিক্ত গরম হলে (Overheating problem)
-> হাং করলে, ডিসপ্লে কাঁপলে, অদ্ভুত শব্দ হলে (Hanging problem, display and sound trouble)
-> ব্যাটারি অথবা চারজিং এ সমস্যা হলে (Battery or charging problem)
-> গ্রাফিক্স চিপস রিপ্লেস করা লাগলে (Replacement of graphics chips)
-> অপারেটিং সিস্টেম অথবা সফটওয়্যার ইন্সটল দিতে হলে (Installing OS and software)
-> ইন্টারনাল ওয়াশ করতে হলে ইত্যাদি (Internal wash)
->ব্যাটারি, চার্জার, হার্ডডিস্ক, র্যাম, ডিসপ্লে, কি বোর্ড, ল্যাম্প, মাদারবোর্ড ইত্যাদি পরিবর্তন করতে হলে
You can book any of our printing services, including:
✏ Printer Repair.
✏ Photocopier Repair.
✏ Cartridge and Toner Sell
✏ Software Installation
✏ Motherboard repair
✏ Hardware Service and More
✏ Networks and Sharing
✏ Sell Used/New Printers
✏ We are selling all Kinds of Accessories for Printers.
Computer Repair at Home & Office
House-26,Road-03,Sector-04,Uttara
(Phone:01771908299, 01624850622)
-MAIL
[email protected]
-SITE
nagartechnology.com

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়...
20/08/2023

রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন। নজরুল তো বেশি পড়তেই পারলো না। লালন তো বুঝলোই না স্কুল কি জিনিস।অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।

collected

Address

Dakkhin Khailkur, National Univercity, Gazipur Sadar
Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when Shoukhin agro - শৌখিন এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category