আরিফুল ইসলাম

আরিফুল ইসলাম বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র ♥

30/06/2024

অনেক বৃষ্টি হচ্ছে ....😭😭

আমার নতুন সঙ্গী.... 🖤💝   ゚
29/06/2024

আমার নতুন সঙ্গী.... 🖤💝

ভাতিজী আমার রাগ করেছে....  ゚
29/06/2024

ভাতিজী আমার রাগ করেছে....


শুপ্রভাত। Good morning.
27/06/2024

শুপ্রভাত।
Good morning.

একটা সন্তানের সর্ব কালের শ্রেষ্ঠ আশ্রয় এস্থানতাঁর (💝মা,বাবা💝)।
26/06/2024

একটা সন্তানের সর্ব কালের শ্রেষ্ঠ আশ্রয় এস্থান
তাঁর (💝মা,বাবা💝)।

শুপ্রভাত বন্ধুরা,সবাই কেমন আছেন...??
25/06/2024

শুপ্রভাত বন্ধুরা,
সবাই কেমন আছেন...??

নিজের চাওয়া গুলো ঠিক এভাবেই উড়িয়ে দিয়েছি স্রষ্টার কাছে।    ゚
24/06/2024

নিজের চাওয়া গুলো ঠিক এভাবেই উড়িয়ে দিয়েছি স্রষ্টার কাছে।

আকাশে মেঘ জমেছে মনে হয় বৃষ্টি হবে,সাথে হয়তো আমাকেও ভিজিয়ে দেবে।....🖤🥀
24/06/2024

আকাশে মেঘ জমেছে মনে হয় বৃষ্টি হবে,সাথে হয়তো আমাকেও ভিজিয়ে দেবে।....🖤🥀

মাঝে মাঝে সাহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলি!তবুও আলহামদুলিল্লাহ।....🖤🥀
22/06/2024

মাঝে মাঝে সাহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলি!
তবুও আলহামদুলিল্লাহ।....🖤🥀

ঈদ কেমন কাটলো....??
21/06/2024

ঈদ কেমন কাটলো....??

অনেক দিন পরে গ্রামের বাড়িতে।
18/06/2024

অনেক দিন পরে গ্রামের বাড়িতে।

ভাতিজা এবং ভাতিজীর ঈদ আনন্দ আজ।
17/06/2024

ভাতিজা এবং ভাতিজীর ঈদ আনন্দ আজ।

17/06/2024

অনেক দিন পরে চিরো চেনা কুলাঘাট ব্রিজের উপরে।

কিগো সাবাই ভুলে গেলে নাকি....??
16/06/2024

কিগো সাবাই ভুলে গেলে নাকি....??

With Umma Kulsum Popi – I just got recognized as one of their top fans! 🎉অবশেষে Umma Kulsum Popi apur top fans
13/06/2024

With Umma Kulsum Popi – I just got recognized as one of their top fans! 🎉
অবশেষে Umma Kulsum Popi apur top fans

ইদানিংআমার প্রতি আপনাদের ভালবাসা কমে গেছে।😭😭 জাই হোক ফটো খান ড্রোন দিয়ে তোলা তাই অতোটা ক্লিয়ার হয়নি।
13/06/2024

ইদানিং
আমার প্রতি আপনাদের ভালবাসা কমে গেছে।😭😭
জাই হোক ফটো খান ড্রোন দিয়ে তোলা তাই অতোটা ক্লিয়ার হয়নি।

ভালোবাসা এমন একটা জিনিস,শত কোটি টাকা দিয়েও,ক্রয় করা যায় না। 🖤💝
12/06/2024

ভালোবাসা এমন একটা জিনিস,শত কোটি টাকা দিয়েও,ক্রয় করা যায় না। 🖤💝

কথাটা তিতো হলেও বাস্তব। 🖤🥀🥀
11/06/2024

কথাটা তিতো হলেও বাস্তব। 🖤🥀🥀

তুমি যদি সন্ধ্যা হতে,আমি রোজ তোমাকে দেখতে যেতাম ....🖤🥀
11/06/2024

তুমি যদি সন্ধ্যা হতে,
আমি রোজ তোমাকে দেখতে যেতাম ....🖤🥀

গাজীপুর খামারবাড়ী।
11/06/2024

গাজীপুর খামারবাড়ী।

হ্যালো বন্ধুরা,তোমরা সবাই কেমন আছো....??
09/06/2024

হ্যালো বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো....??

08/06/2024

যে চাচা ভাতিজার ছন্দে পুরো ভারত বাংলা কাফতেছে, 😊😊

07/06/2024

আরিফুলের বুদ্ধি দেখে আমার মাথা ঘুরে। 🙄🙄

আবারো পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।😭😭
06/06/2024

আবারো পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।😭😭

30/05/2024

এসব মেনে চললে আগুনের গতিতে আপনার ফলোয়ার বারতে থাকবে ইনশাআল্লাহ।

With somoynews.tv – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
28/05/2024

With somoynews.tv – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

24/05/2024

আমি মনে হয় ১০০ বার দেখেছি। 🖤💝

বুঝলেন ভাবী...?
09/05/2024

বুঝলেন ভাবী...?

চারেদিকে গাছ রোপনের হিড়িক পরেছে, কেউ বুঝে আবার কেউ নাবুঝেই, কেউ প্রচারণার জন্য সস্তা গাছ লাগাচ্ছে কেউ আবার ট্রেন্ডিং এর ...
05/05/2024

চারেদিকে গাছ রোপনের হিড়িক পরেছে, কেউ বুঝে আবার কেউ নাবুঝেই, কেউ প্রচারণার জন্য সস্তা গাছ লাগাচ্ছে কেউ আবার ট্রেন্ডিং এর কারনে।

গাছ বা বন কে বলা হয় পরিবেশের রক্ষাকবচ। তবে এই গাছেই আবার হয়ে উঠতে পারে পরিবেশের জন্য বিপদজনক কারন সব গাছেই যে অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ব্যপারটা কিন্তু এমন নয়।

এমন অনেক গাছ আছে যারা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করাসহ আরো নানা ভাবে অনেক ক্ষতিকরে থাকে। যেমন:- ইউক্যালিপটাস, আকাশমনি, রেইনট্রি ইত্যাদি ইত্যাদি

আপনারা যারাই গাছ রোপণ কিংবা বিতরণ করবেন তারা অবশ্যই ইউক্যালিপটাস, আকাশমনি এবং রেইনট্রি চারা বাদে রোপণ করার চেষ্টা করবেন। সস্তায় গাছ লাগিয়ে পরিবেশের বিপদ টেনে আনবেন না প্লিজ।

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের ক্ষতিকর প্রভাব অনেক। ইউক্যালিপটাস গাছ প্রচুর অক্সিজেন শোষণ করে এবং নাইট্রোজেন ত্যাগ করে। প্রচুর পানি শোষণ করার ফলে এই গাছ আশ পাশের জমির পানি শুষে নেয়। এই গাছের আশ পাশে অন্য প্রজাতির গাছ জন্মাতে পারে না। এ গাছ মাটিকে শুষ্ক করে ফেলে, ফলে মাটির উর্বরতা কমে যায়। আর এ গাছ কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে।

তাই চেষ্টা করবেন কিছু টাকা বাড়িয়ে ফলজ এবং ঔষধি গাছ রোপণ করতে, এক্ষেত্রে- আম গাছ, নীম গাছ, তাল গাছ আদর্শ হতে পারে.......

বিশেষজ্ঞারা বলছেন, তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেল গাছ, সুপারি গাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকর।

যে যেমন....
03/05/2024

যে যেমন....

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when আরিফুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আরিফুল ইসলাম:

Videos

Share