MD Shamim Reza.0.7

হায়রে পরকিয়া... 😋                 fans
05/01/2025

হায়রে পরকিয়া... 😋

fans

05/01/2025
05/01/2025

'ইসমে আজম পড়ে দোয়া করলে সে দোয়া বিফলে যায় না।
অনেকের জন্য পড়ে দিছি।

সবাই আমার জন্য ১ বার করে হলেও ইসমে আজম পরে দেও যেনো আল্লাহ আমার মনের নেক আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম।’ দোয়াটা পড়ে আমিন লিখতে অনুরোধ রইল। 🥺
fans

27/12/2024

আমাদের বন্ধু ও শত্রু-

মুমিনদের বন্ধুত্ব ও শত্রুতার কারন হবে শুধুমাএ আল্লাহর জন্য অর্থাৎ ইসলামের জন্য। কোন ব্যক্তিগত সংঘাতের কারনে নয়। কোন নিদ্দিষ্ট ব্যক্তি/ দল, সংগঠন শত্রু নয় বরং শত্রু হল এসকল সিস্টেম, আর্দশ যারা জুলুম ও ইসলাম পালন করতে বাধা দেয়।

আর যারা এসকল সিস্টেম, আর্দশ, রক্ষা ও পরিচালনা করে এবং এসব জুলুম নীতি ছেড়ে হক্বের পথে আসার আহ্বান করলে উল্টো মুমিনদের বিরুদ্ধে জুলুম করে তারাই ইসলাম ও মুমিনদের শত্রু।

বার বার জালেমের পরিবর্তন ঘটে,জুলুমের রীতিনীতি একই থাকে। সেই নীতিতে আবার নতুন কেউ ক্ষমতা পেয়ে জালেম হয়ে উঠে।

প্রকৃত ইসলাম বাদে অন্য কোন আইন দ্বারা শাসন করলে জুলুম হবেই। আর শতভাগ শরীয়া বাদ দিয়ে ধীরে ধীরে শরীয়া প্রতিষ্ঠা করতে চাইলেও কারো না কারো উপর জুলুম হবেই।

ধরুন- কোন রাষ্ট্রে মুমিনদের জন্য যাকাত,উসুর ফরজ করা হয়েছে, অথচ কাফেরদের জন্য জিজিয়ামুক্ত করা হলো।

তখন কাফের অর্থনৈতিক দিক দিয়ে মুমিনের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে।
আবার কোথাও চুরি শাস্তি দিলেও যাকাত ফরজ না করলে ক্ষুধা, অভাবের তাড়নায় চুরি বাড়বে।

জেনা করলে শাস্তি থাকলেও নারীদের অবাধ চলাফেরা,পর্দা প্রথা ইচ্ছেধীন করলে ফাসেক পুরুষ, নারী জেনায় জড়িয়ে যাবে।

আবার একদিকে পতিতালয় চালু থাকবে, অপরদিকে নারী পুরুষ জেনার সাজা দিবে,হালাল বিবাহ কঠিন ও ব্যয়বহুল করবে।

তাহলে ধনীর পতিতালয়ে ঠিকই যাবে কিন্তু গরীব হালাল বিবাহ করে নিজের চরিএ পাপমুক্ত রাখাটা কষ্টকর হবে।

তবে সর্বোওম মুমিন প্রতিটি ক্ষেএে নিজেকে পাপমুক্ত রাাখার চেষ্টা করবে।

ইসলাম হলো পরিপূর্ণ জীবনবিধান যা আদল(ভারসাম্য) ও ইনসাফ( ন্যায়বিচার) প্রতিষ্ঠা করে

বর্তমান হাস্যকর নীতি দেখুন- একদিকে পতিতালয়, মদ,সিগারেটের লাইসেন্স মিলে অন্যদিকে ভেজাল অভিযান,দ্রব্যমূল্য তদারকির নামে অনেক ছোট ছোট ব্যবসায়ীর উপর কঠোর ব্যবস্হা নিচ্ছে।

বহু অভিজাত হোটেল আছে - যেখানে অবৈধ আয়ের লোকগুলো লাখ লাখ টাকা খরচ করে মদ,প্রেমিকাকে নিয়ে আনন্দ উৎসব করে অথচ যাকাত ও আয়কর দেয় না।

এসব হোটেলে হালাল পানীয়,খাবারের দামও চরমমূল্যের।
এসব স্হানে কি অভিযান চলে বা কারা এত অর্থ ব্যয় করে কতটা হিসাব নেওয়া হয়।

যে কোন ব্যক্তি, আলেম ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমাদের উচিত তাদের সাহায্য, সমর্থন করা।

কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার নামে কুফর, শির্ক পদ্ধতি বর্জন করে না- তারা নিজে মুসলিম না হয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে।
বরং দেখা যায় ক্ষমতার জন্য তারা আরেকদল মুসলিম পরিচয়দানকারীর বিরোধিতায় কঠোর,জালেম ক্ষমতাসীনদের বিরুদ্ধে নিরব।

মসজিদগুলো দিকে তাকান-
মসজিদ, মাদ্রাসার নাম লক্ষীপুর, দুর্গাপুর, নারায়নের নামে। আর নামগুলো মসজিদ, মাদ্রাসার দেওয়ালে স্থান পায়। আমরা আজ পর্যন্ত মসজিদ হতে শিরককে মুক্ত করার সাহস অর্জন করতে পারি নি।

দূর্গা ও লক্ষী শিরকী দেবীর নাম আর পুর মানে শহর। আজ কোন মুসলিম তার সন্তানের নাম যদি দূর্গা, লক্ষী, নারায়ন রাখে তাকে কাফের ফাতওয়া দেওয়ার মানুষের অভাব হবে না। অথচ আল্লাহর পবিত্র ঘর মসজিদ ও দ্বীন শিক্ষার স্থান মাদ্রাসার পাশে এসব নাম স্থান পায় তখন সবাই চুপ। রসুল (সাঃ) ইয়াসরিবের নাম বদলে রাখেন মদীনা তাইয়্যেবা বা পবিত্র স্হান। আলহামদুলিল্লাহ অনেকে আমাদের আহ্বানে নাম পরিবর্তন করেছে।

মসজিদের অনেক সভাপতি- কুফর,শির্ক,দুর্নীতি,সুদ,জেনায় লিপ্ত।

অথচ ঈমাম অর্থ নেতা,সভাপতি তার নির্দেশে মসজিদ চলবে।যারা মসজিদে সালাত পড়াবার,খুতবা দেওয়ার যোগ্যতা রাখে না তারা কিভাবে সভাপতি হয়।

যেহেতু ওরা রক্ষনাবেক্ষনার দায়িত্ব পালন করে খাদেম বলা যেতে পারে।

আজও যদি মসজিদ হতে কুফর,শির্ক,বিদআতমুক্ত না করা হয় এবং ফাসেক,জালেমদের বদলিয়ে
দ্বীনদার ব্যক্তির হাতে নেতৃত্ব না দেওয়া হয় সমাজ,এলাকায়,রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে!!

এটা সিনেমা না বেডা সিনেমা মনে করছে                  fans
25/12/2024

এটা সিনেমা না বেডা সিনেমা মনে করছে

fans

20/12/2024

যশোরের মাদ্রাসার ঘটনাটা ত'দন্ত করে দেখা প্রয়োজন সেটা কি শুধুই যেমন খুশি তেমন সাজো, নাকি অন্য কোন উদ্দেশ্যে করা হয়েছিলো।
বাংলাদেশের বিশেষ কয়েকটা পত্রিকা, সজিব ওয়াজেদ জয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘর জামাই আব্দুস সালামের অপপ্রচার দেখে মনে হচ্ছে ঘটনাটা পূর্ব পরিকল্পিত। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর জন্যই এমনটা করা হয়েছে।

ইলিয়াস হোসেন

18/12/2024

বিএনপি নেতাদের বলছি কমিটি দেওয়ার সময় আত্মীয়-স্বজন না খুঁজে ত্যাগী কর্মী খোঁজ করুন!!

18/12/2024

ভারতে ১৫০ কোটির মধ্যে একটাও বাংলাদেশের দালাল খুঁজে পাবেন না। অথচ বাংলাদেশে ২০কোটির মধ্যে কয়েক কোটি ভারতের দালাল খুঁজে পাওয়া যায়।

fans

18/12/2024

ভারতে মসজিদে আযান দেওয়া, ঈমানের উপর জরিমানা করলো ২ লক্ষ টাকা- স্থায়ী থানা ‌।
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অচিরে ই তাদের মানচিত্র খন্ড হবে ইনশাআল্লাহ।

fans

16/12/2024

মানুষ বলতে যদি.... অর্থের খোলশের আবরণে ,গুছিয়ে মিথ্যে বলার দাম্ভিক সাংস্কৃতিকে বোঝায়....
তাহলে আমি....
নিঃসন্ধেহে একটা অমানুষ....
fans

16/12/2024

চল্লিশ ছুঁই ছুঁই হলে আরেকবার ইনবক্সে এসো-
ব্যার্থতার গল্প শোনাবো
তুমি, আমি কিংবা শেষ বিকেলের গল্প।
পঞ্চাশে বরাদ্দ থাকবে একটি অপ্রত্যাশিত কবিতা,
যার শিরোনাম হবে 'মরণ চুম্বন'
ষাটে থাকবে অযাচিত ১০১ টি অভিযোগ,
যার সবটা জুড়ে তুমি,
সত্তুরে পত্রিকার হেডলাইনে থাকবে একটি অপমৃত্যু,
পুরোটা পড়তে যেয়োনা চোখে জল আসতে পারে...।

fans

15/12/2024

💥ব্রেকিং নিউজ!!! 🔥💥
#ভারতকে ব'য়'ক'টে র ডাক দিয়েছে পুরো মুসলিম বিশ্ব।🚫

07/12/2024

৫ ই আগস্ট ২০২৪ বাংলার মাটিতে আরেকটা ইতিহাস রচিত দিন হয়ে থাকলো।
এই থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।
৫ ই আগস্ট আবার বুঝিয়ে দিয়ে গেছে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়।
ক্ষমতা চাইলেই ধরে রাখা যায়না।
মাটির তৈরী মানুষের ক্ষমতায় শোভা পায়না।
কেউ ক্ষমতাশালী নয়। ক্ষমতা ধরে রাখার সাধ্য কারো নেই।
ক্ষমতার মালিক শুধু একজন'ই, তিনি হচ্ছেন আল্লাহ।

রাজনীতি যাবে আসবে, সরকার রদ-বদল হবে কিন্তু যারযার কৃতকর্ম প্রকৃতির কাছে জমা রয়ে যাবে। প্রকৃতি ঠিক সময়ে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে।
আমাদের মনে রাখতে হবে আজ যা দিব কাল তা দ্বিগুণ হয়ে আমার কাছেই ফিরে আসবে!
তাই কেউ বড়াই করবেন না।
ক্ষমতার অপব্যবহার করবেন না।
বর্তমানের কথা না ভেবে ভবিষ্যতের কথা চিন্তা করবেন।
মনে রাখবেন আজ যাকে আপনি বাশ দিবেন কাল সে আপনাকে খাম্বা দেওয়ার জন্য রেডি থাকবে!!

সুতরাং- সবার সাথে সুসম্পর্ক ও নমনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করতে হবে।
লুটপাট, জুলুম, জবরদস্তি, অন্যায়, অবিচার করা যাবে না।
উপর ওয়ালাকে ভয় করতে হবে।
তা-না হলে ধ্বংস অনিবার্য।

fans

সবাইকে জানাই জুম্মা মোবারক ❤️❤️❤️সত্যের জয় হবে ইনশাআল্লাহ... সারা বিশ্বে উড়বে কালিমার পতাকা।যতই শত্রুরা মুসলিমদের উপর ষড়...
06/12/2024

সবাইকে জানাই জুম্মা মোবারক ❤️❤️❤️

সত্যের জয় হবে ইনশাআল্লাহ...
সারা বিশ্বে উড়বে কালিমার পতাকা।

যতই শত্রুরা মুসলিমদের উপর ষড়যন্ত্র করুক না কেনো,,মুসলিমারাই ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উত্তলোন করবে। গাজাওয়াতুল হিন্দ সত্য।

ওই সব জালিম সমাজ যতই মুসলিমদের কোনঠাশা করতে যাক না কেনো, প্রতি প্রজন্মেই আলিফ ভাইয়েরা আবার ফিরে আসবে...ইসলামের পতাকা তুলবে

তোমাকেই লাগবে হে তরুন প্রজন্ম.....✍️

তাই আজ থেকে নিজেকে বীরের জাতি হিসাবে নাম লিখো,,বদরের যুদ্ধে যদি ৩১৩ জন সাহাবী নিয়ে যুদ্ধে জয়ী হওয়া যায়,,রব্বে কারীম চাইলে ২০ কোটি মুসলিম ইস*কন কে ধুলোয় মিশিয়ে দিতে পারবে।

"আমরা সত্যের পথের পথিক হবো,,
নয়কো মাথা নত করে...
সাহস রাখবো বুকের মাঝে..
মোরা বীর জাতির সৈন্য।"

রক্তাক্ত জুলাই যেমনে বিজয় এনেছো,
এবার না হয় ইসলামের জন্য আবার রক্ত দিলে❤️‍🩹

fans #জুম্মামোবারক

06/12/2024

ভারতীয়দের মধ্যে বাংলাদেশের পক্ষে কোনো দালাল নেই,
অথচ বাংলাদেশে ভারতীয় দালালের কোনো অভাব নেই।

fans

25/11/2024

আমরা অনন্ত শূন্যতা থেকে আসি আবার অনন্তকালের জন্য সেই অনন্ত শূন্যতায় ফিরে যেতে হয়। তাহলে সাময়িক সময়ের জন্য এই জীবন নামক দুঃখ কেন?

'ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন'

প্রতিদিনের একই কাজ; অর্থ, সম্মান অর্জনের সংগ্রাম, পারিবারিক কলহ, মানসিক যন্ত্রণা, খাওয়া-দাওয়া, যৌনতা এসবে আমাদের প্রাণ ক্লান্ত হয়ে যায়, মনের মৃত্যু ঘটে। কবির ভাষায় -

'শরীর রয়েছে তবু মরে গেছে আমাদের মন
হেমন্ত আসেনি মাঠে হলুদ পাতায় ভরে হৃদয়ের বন।'

এই অর্থহীনতাকে এবং এই অভিশাপ থেকে মুক্ত হতে পরম শান্তিদাতা মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছেন যে, ভালবাসতে ভালোবাসতে ক্লান্ত যে প্রাণ,
সে এবার মৃত্যুকে ভালোবাসুক।

'সব ভালোবাসা যার বোঝা হলো
দেখুক সে মৃত্যু ভালোবেসে'
fans

Address

Gazipur
364281

Alerts

Be the first to know and let us send you an email when MD Shamim Reza.0.7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share