07/08/2024
এমন কোন অন্যায় করবেন না যেন সেটার জন্য এলাকার মানুষ, দেশের মানুষ মুখ ফিয়িয়ে না নেয়। অন্যায় কারী বিচার আল্লাহ দুনিয়াতেই দেখাতে পারে। ২০২৪ সালের কোটাবিরোধী আন্দোলন তার জল -জন্ত প্রমান। নন্দনবাসীর কাছে অনুরোধ কেউ সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জড়াবেন না। সাধারণ মানুষের কোন ক্ষতি করবেন না। নিজ নিজ জায়গা থেকে কল্যানময় দেশ গড়তে নিজ এলাকা ও দেশ কে সংস্কার কাজে সহযোগীতা করুন।