24/01/2022
ফ্রিল্যানসিং কী? এবং কেনো করবো? 🤔🤔🤔🤔
ফ্রিল্যানসিং হলো একটি মুক্ত পেশা। যেখানে নিজের স্বাধীনমত, নিজের ইচ্ছামত কাজ করা যায়। নেই কোনো বাধ্য- বাধোকতা , নেই কারোর হুকুমজারি, আছে নিজের স্বাধীনতা।
আর ফ্রিল্যানসিং সেক্টরের মধ্যে আমি বেছে নিয়েছি Digital Marketing সেক্টরটি। যেটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। যেখানে কাজ শেখা বা করার জন্য ল্যাপটপ বা ডেক্সটপ না হলেও চলে। একটি মেবাইল ফোন হলেই যথেষ্ট। যেখানে আমরা মোবাইল ফোনে গেম খেলে,নাটক বা মুভি দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করি, সেখানে সেই সময়টা কাজে লাগিয়ে যদি কিছু ইনকাম করে নিজের খরচ এবং পরিবারের পাশে দাড়াতে পারি তাহলে সেটি কী বেটার নয়?????????
যদি বেটার মনে হয় তাহলে আমরা সময়কে গুরুত্ব দিয়ে একটি বিশ্বাসযোগ্য ভালো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা আজ থেকেই কাজে নেমে পড়ি।।