Nasheed Film

Nasheed Film Assalamualaikum warahmatullah. Nasheed Film Poribar , An Islamic Video, and Audio Production and Dis
(1)

05/11/2024

হাফেজে কুরআন । Hafeze Quran। Moyaj Ali । নতুন গজল । Bangla Gojol 2024 । Nasheed Film

ভুল হলে ক্ষমা চাওভুল করাটা মানুষের স্বাভাবিক বিষয় বা বৈশিষ্ট্য। প্রথম মানব আদম (আ.) থেকে শুরু করে পৃথিবীর সব মানুষের দ্ব...
29/10/2024

ভুল হলে ক্ষমা চাও

ভুল করাটা মানুষের স্বাভাবিক বিষয় বা বৈশিষ্ট্য। প্রথম মানব আদম (আ.) থেকে শুরু করে পৃথিবীর সব মানুষের দ্বারাই ভুল ত্রুটি হয়েছে। পাপের পথে জীবনে কখনো না কখনো মানুষ মাত্র পা দিয়েছে বা গিয়েছে।

মানুষকে মহান আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা দিয়ে মানুষ পাপের পথে গিয়েছে, আবার পুণ্যের পথেও এসেছে। ইবলিস আর আদমের পার্থক্য এটাই, মানুষ ভুল করে আবার ক্ষমাও চায়। অনুতপ্ত হয়। কিন্তু ইবলিস তা করে না। এ কথাগুলোই কিন্তু আমরা হাদিস থেকেই জানতে পারি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ মাত্রই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তওবাকারীরাই হচ্ছে উত্তম।’ (তিরমিজি : ২৪৯৯)
পাপ হয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে সেই ভুল থেকে অনুতপ্ত হৃদয়ে রাব্বুল আলামিনের দরবারে ক্ষমাপ্রার্থনা করা। তওবা করা। ওই ভুল আর জীবনে দ্বিতীয়বার না করার ওয়াদা করা। এটুকু আমরা অনেকেই করি, সঙ্গে আরেকটি ভুলও করি। সেটা হচ্ছে আমরা যে এত দিন ভুল করে এসেছি, পাপ করে এসেছি, সেই ভুল বা পাপকে প্রকাশ করে বেড়ানো।

বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এ যুগে আমরা অনেকেই নিজের পূর্ব জীবনের কৃত ভুলকে বা পাপকে খুব রসিয়ে রসিয়ে প্রচার করে বেড়াই! পূর্ব জীবনে কী করেছি, কোথায় করেছি বা কীভাবে করেছি ইত্যাদি। আর অনেকেই এগুলো করে ‘দ্বীনে ফেরা’ নামক বয়ানের মাধ্যমে! আবার নানা রেডিওতে জীবনের গল্প নামেও এসব ঘটা করে প্রকাশ ও প্রচার করা হয়। অথচ এটা ইসলামি দৃষ্টিভঙ্গিবিরোধী কাজ। আমরা পূর্ব জীবনে ভুল করেছি মানে তো সে ভুলের জন্য রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত থাকব।
পাপ প্রকাশ করা মানে সেটার ব্যাপারে মানুষকে সাক্ষী বানিয়ে নেওয়া। মানুষ যখন পাপের সাক্ষী হয়ে যায়, তখন সেই পাপ কিন্তু সহজে ক্ষমাযোগ্য হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার বান্দাদের উদ্দেশে ঘোষণা দিয়েছেন, ‘তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ পরিত্যাগ করো।’ (সুরা আনআম : ১২০)

এখন আপনি পাপ প্রকাশের মাধ্যমে আল্লাহর দুটো আদেশ অমান্য করেছেন। একটা হচ্ছে পাপ করেছেন, তা এখন করেছেন অথবা পূর্বে করেছেন, সেটা গোপনে বা প্রকাশ্যে। তো পাপ করার মাধ্যমে আল্লাহর আদেশ অমান্য করে একটা ভুল করেছেন। আবার সেটিকে প্রকাশ করে আরেকটি অন্যায় করেছেন। আপনি এটা প্রকাশের আগে এত মানুষ জানত না, যা এখন জানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না।’ (সুরা নিসা : ১৪৮)
এখন যেখানে আল্লাহ নিজেই মন্দ বিষয় প্রকাশ পছন্দ করেন না, সেখানে আপনি কী জন্য মন্দের প্রকাশ ঘটান? পাপ করে সেটা প্রকাশ ও প্রচার করা অনেক বড় একটি গুনাহ। আপনার আগের কৃত গুনাহটি যদি ছোট গুনাহ হয়, প্রকাশ করার ফলে এটি বড় গুনাহে রূপান্তরিত হয়ে যায়।

মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এ ধরনের ব্যক্তিকে ক্ষমা করবেন না। রাসুল (সা.) বলেছেন, ‘আমার সব উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী এর ব্যতিক্রম। আর নিশ্চয়ই এটা বড় অন্যায় যে, কোনো লোক রাতে অপরাধ করল, যা আল্লাহতায়ালা গোপন রেখেছেন। কিন্তু সে সকালে মানুষের কাছে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে আল্লাহ তার পাপকর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার ওপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল।’ (বোখারি : ৬০৬৯)
মহান আল্লাহ পাপ প্রকাশকারীর ব্যাপারে এত কঠোর কেন? কেন তিনি প্রকাশকারীকে ক্ষমা না করার ঘোষণা দিয়েছেন? এর কারণ হচ্ছে, একে তো আপনি গুনাহ করেছেন, আবার মুমিনদের মাঝে প্রকাশ বা প্রচারও করছেন সেই গুনাহকে। হয়তো এর মাধ্যমে আপনি নিজেকে ফুটিয়ে তোলা বা নিজেকে প্রচারের সুপ্ত ইচ্ছা পোষণ করে আছেন, বা একটুখানি ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষাতেই তা করছেন। আর নিজেকে প্রকাশ করার এ অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটা হলো এক প্রকার প্রদর্শনেচ্ছা। অথচ পাপের মাধ্যমে নিজেকে প্রদর্শন করা, প্রচার করা তো ভদ্রতা বিনয়হীনতার প্রমাণ।

ধরুন, দুনিয়ার জীবনে আমরা কেউ বড়দের আদেশ অমান্য করলাম বা বেয়াদবি করলাম, তখন কি আমাদের ভেতর অনুশোচনা বা অনুতাপ আসে না? আমরা লজ্জিত থাকি না সেটা নিয়ে? অথচ মানুষের চেয়ে আল্লাহর গায়রত বা আত্মমর্যাদাবোধ অনেক গুণ বেশি। সে কারণেই তিনি সর্বপ্রকার অশ্লীল ও পাপ কাজ হারাম করেছেন। (মুসলিম : ২৭৬০)

সুতরাং আমাদের পাপের কাজ থেকে দূরে থাকতে হবে, আর অচেতন মনে পাপ হলেও প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় ও সামাজিক নিয়মশৃঙ্খলা, আদব-কায়দা মেনে চলা উচিত।

প্রিয় খালাতো ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া: Abu Sayadat Lulu

23/10/2024

Dear Friends, A simple like and follow from you might seem small, but it can make a big difference in the life of a helpless and orphaned child. With your support, we are committed to providing meals to those in need, and your one small gesture can help us put food on the table for a child who struggles to find it.

🤲 Join us in spreading kindness and making a difference!
Your like and follow can be the start of something beautiful—a simple act of humanity that changes a child’s day.

"ঢাকা সাইনবোর্ড থেকে ৩ জন এসেছে ১৫০০টাকায় আমাদের স্টুডিওতে রেকর্ড ও ভিডিও করাতে নিজের চ্যানেলের জন্য, আপনিও আসতে পারেন আ...
18/10/2024

"ঢাকা সাইনবোর্ড থেকে ৩ জন এসেছে ১৫০০টাকায় আমাদের স্টুডিওতে রেকর্ড ও ভিডিও করাতে নিজের চ্যানেলের জন্য, আপনিও আসতে পারেন আমাদের স্টুডিওতে, আপনার স্বপ্নের অডিও এবং ভিডিও জন্য
মোবাইল: 01614747936

06/10/2024

সেরা নাতে রাসুল (সা:) সোনার মাদিনা | Sonar Modina | রোকনুজ্জামান | Rokonuzzaman | Nasheed Film

নতুন কিছু আসছে, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি আমরা
02/10/2024

নতুন কিছু আসছে, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি আমরা

27/09/2024

অপেক্ষা করুন সত্যের জয় হবে
ইনশাআল্লাহ

27/09/2024

প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে গজল

27/09/2024

দৈনিক যদি এক জন শিল্পী ৮/১০ গান রেকর্ড দেয় তাহলে মাসে কয়টা গান হয়, আর বাকি ৫/৬ শিল্পী মিলে কয়টা গান রেকর্ড হয় দৈনিক, আর মাসে কয়টা, কাজ করে কে এতো গুলো গানের, আপনারা নিজে না আপনাদের নিজে করে দেয়, আর নিজের না করলে যাহারা কাজ করেন তাদের বেতন আপনারা দেন,
কারো নামে অভিযোগ করার আগে তার সাথে কথা বলে নিতে হয়, আসলে বিষয় টা কি?
আমাদের নিয়ম অনুযায়ী যদি কনো শিল্পী আবাসিক থাকে তাহলে তাকে মাসে ১৫ টা গান রেকর্ড দিতে হবে, আর যদি অনাবাসিক থাকে তাহলে মাসে ৫ টা গান রেকর্ড দিতে হবে, কেবল মাত্র এই নিয়ম মানলেই আমরা ভর্তি নেই না মানলে ভর্তি নেই না।

নিয়ম অনুযায়ী একজন শিল্পী যদি আবাসিক থাকে তাহলে চুক্তি অনুযায়ী মাসে মোট, ১৫টা গান তাকে রেকর্ড দিতে হবে, আর সেই শিল্পী গান রেকর্ড না দিয়ে মোবাইলে কথা বলে সময় নষ্ট করেন তাহলে তাকে কি বলা যাবে, যেমন ধরেন ১মাস ২মাস ৩ মাস ৪ মাস দেখার পরে কি বলা যেতে পারে, আমি তো তার আব্বু লাগিনা যে তাকে বসে বসে খাওয়াবো, এবার আসি ছুটিতে যখন বাসায় যায় তখন তাকে বলা হয় তোমার বাকি গান গুলো সব কম্পিলিট করে বাড়িতে যাও, তখন বাড়িতে যাওয়ার জন্য সে ১০ টা ১৫ টা গান রেকর্ড দিতে পারে, এইটা তার বিষয়, আর হ্যা আমার সাউন্ড ইঞ্জিনিয়ারের সাথে বেয়াদবি করার কারনে মিটিংয়ের সময় থাপ্পড় খাওয়া কাজ করলে তো থাপ্পড় খেতে পারে, এটা নিয়ে যাদের অভিযোগ তারা কি সরাসরি আমাদের সাথে কখনো কথা বলেছেন, না কি ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফা লাফি করতেছেন, বিষয়টা নিয়ে সরাসরি যদি কেউ আমার সাথে কথা বলতে চায় তাহলে অভিযোগ কারি কে সাথে করে অফিসে চলে আসবেন, গাড়ি ভাড়া লাগলে আমি নিজে দিবো, শুধু এই বিষয় না যেকোনো বিষয় অভিযোগ থাকলে আসতে পারেন, আর হ্যা মানুষ ভুলের উর্ধে নয় যদি মনের অজান্তেই কোনো ভুল হয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিশেষ দ্রষ্টব্য: আমাদের দৈনন্দিন মাসিক ও বাৎসরিক কাজের হিসাব সম্পূর্ণ অনলাইন ভিত্তিক তাই যেকোন সময় আপনারা নিযেও দেখে নিতে পারেন যে, কে কয়টা গান রেকর্ড দেয়, কে কয় টাকা বেতন নেয় কাজ করে। অভিযোগের সাথে কাজের ও বেতনের হিসাবে ঠিক আছে কি না।

বাংলাদেশ থেকে ইসলামী সংগীত পরিবেশন করতে মালয়েশিয়া যাচ্ছেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার অ্যাডভোকেট ”রোকনুজ্জ...
27/09/2024

বাংলাদেশ থেকে ইসলামী সংগীত পরিবেশন করতে মালয়েশিয়া যাচ্ছেন, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার অ্যাডভোকেট ”রোকনুজ্জামান” ও জনপ্রিয় আবৃওিকার ও মিডিয়া ব্যক্তিত্ব “শরীফ বায়জীদ মাহমুদ
নিরাপদ সফরের জন্য দোয়া করবেন সকলে

25/09/2024

আমার মনের ঘরেতে রেখেছি যারে |
Amar Moner Ghorete Rekheci Jare |

শেয়ার করে ইসলামের দাওয়াত পৌঁছে দিন সবার কাছে।

24/09/2024

"জরুরী এলান"
হা*মাস ও ফি*লি*স্তি*ন নিয়ে যতো গজলে ভিডিও আছে দ্রুত ডিলিট করুন সবাই, কমিউনিটি স্ট্রাইক ও চ্যানেল মনিটাইজেশন ডিজেবল হয়ে যাবে

23/09/2024

অন্ধকার কবর | Ondhokar Kobor | Rokonuzzaman Gojol | নতুন ইসলামিক গজল | Nasheed Film

22/09/2024

আমরা আন্তরিকভাবে দুঃখিত | সুরভিত ফুল | Surovito Ful | বিস্তারিত তথ্য

22/09/2024

একজন মানুষ ভুল করতেই পারে। যদি কোনো ভুল হয়ে যায়, বিনীতভাবে জানাবেন, আমি শুধরে নেবো। কিন্তু সেই ভুল নিয়ে ইস্যু বানিয়ে অন্যদের সামনে ট্রল করা বা অপমান করা আপনার জন্যও গোনাহের কারণ হতে পারে।

আসুন, আমরা সবাই সুন্দরভাবে পরস্পরের পাশে দাঁড়াই। অন্যের ভুল দেখলে তাকে ঠিক করে দিতে সাহায্য করি, নিন্দা না করে।

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং ভালো কাজের তৌফিক দান করুন।

#সম্মান #মানবিকতা #ভুলসংশোধন

22/09/2024

অনাকাঙ্খিত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী
ভুলটি শিল্পী উচ্চারণগত ভুল করছে এখানে হবে সুখের "খনি" শিল্পী ভুলে "রানী" বলে ফেলছে

20/09/2024

মানুষ তুমি মারো | সমসাময়িক গজল | Manus Tumi Maro | Moyaj Ali | নতুন ইসলামিক গজল | Nasheed Film

20/09/2024

সমসাময়িক গজল | কেমন মানুষ তোরা ভাত খাইয়ে মানুষ মারিস | Kemon Manush | Moyaj Ali | নতুন ইসলামিক গজল

16/09/2024
12/09/2024
11/09/2024
08/09/2024

হাউন আঙ্কেল পালাইছে | Moyaj Ali | নতুন ইসলামিক গজল

Address

Mouchak
Gazipur
1751

Alerts

Be the first to know and let us send you an email when Nasheed Film posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasheed Film:

Videos

Share

Category

Nasheed Film

প্রিয় ভিউয়ার্স,

নাশিদ ফিল্ম’এর পথচলায় আপনাদের মূল্যবান মতামত আশা করছি। ভালো লাগলে প্রচারে শরিক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি৷ ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই আমরা। আর মানসম্পন্ন অডিও-ভিডিও কন্টেন্ট তৈরিতে ডোনেট ও স্পন্সর একটা অপরিহার্য বিষয়। আশা করছি স্পন্সর ও ডোনেশনের মাধ্যমে আমাদের কাজ এগিয়ে নিতে আপনারা নাশিদ ফিল্ম’এর সহযোগী হবেন ইনশাআল্লাহ।

যোগাযোগ: 01614747936

Nearby media companies