![This post is for HSC 2026 (SSC 2024)⏩অনেকেই মেসেজ দিয়ে জানতে চেয়েছো, কোন কলেজ ভালো হবে। আমি Almost HSC শেষ করব। দুই ...](https://img4.medioq.com/931/461/435332329314618.jpg)
19/05/2024
This post is for HSC 2026 (SSC 2024)
⏩অনেকেই মেসেজ দিয়ে জানতে চেয়েছো, কোন কলেজ ভালো হবে।
আমি Almost HSC শেষ করব। দুই বছরের অভিজ্ঞতার আলোকে পোস্টটি করা।
↪️ কিভাবে কলেজ সিলেক্ট করবে তার কয়েকটি ধাপ :
১.আমরা অনেকেই মনে করি স্কুলের সব ফ্রেন্ডরা একসাথে এক কলেজে গেলে অনেক ভালো হবে। কিন্তু বিষয়টি পুরোই তার উল্ট হবে, কিছুদিনের ভিতরেই দেখবে আগের মত বন্ডিং থাকবে না, এতে ফ্রেন্ডশিপ আরো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি দুই বছর ধরে এটি হয়ে আসতে দেখেছি। তাই সব ফ্রেন্ডরা একসাথে একই কলেজে ভর্তি হব এই চিন্তাটা বাদ দিয়ে কলেজ সিলেকশন করা বেটার। এখন হয়তো তোমার কাছে মনে হইতে পারে যে আমাদের বন্ডিং অনেক শক্ত এরকম হবেনা। সেটা কলেজের কিছু মাস যাওয়ার পরেই বুঝতে পারবে।
২.তোমার পয়েন্ট অনুযায়ী কয়েকটি কলেজ সিলেট কর, সেইসব কলেজের সিনিয়রদের সাথে কথা বলো তাহলে কলেজ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। কিন্তু কোন কলেজেই ১০০% পারফেক্ট না তবে তুমি কলেজ গুলোর মধ্যে সিলেক্ট করতে পারবে সহজে।
৩.ভাইয়া কলেজ কি ফ্যাক্ট করে?
▶️ হ্যাঁ অবশ্যই করে। একটি ভালো কলেজ যে কলেজে এক্সাম সিস্টেম ভালো এক্সাম এর রেজাল্ট দুর্নীতি ছাড়া প্রকাশিত হয় যে কলেজে প্রাইভেটের সিন্ডিকেট নেই এরকম কলেজ তোমার পড়ালেখায় অনেকটা ভালো ইফেক্ট করবে। যেই কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্তই নেওনা কেন সিনিয়রদের থেকে এইসব বিষয়ে ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবে। একটি ভালো কলেজ যেমন তোমার রেজাল্ট ভালো করতে পারে তেমনি একটি খারাপ কলেজ তোমার স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। [very Important part]
৪. কলেজের বাহিরের চাকচিক্য দেখে কলেজ সিলেট করা মোটেও উচিত না। ভেতরের অবস্থা জেনেশুনে ভর্তি হবে।
৫.কারো কথায় প্রভাবিত না হয়ে নিজে সিদ্ধান্ত নেয়া উত্তম।
৬.কিছু কলেজ তোমার বেতন কমিয়ে দিবে। কিন্তু কোন না কোন ভাবে সেই টাকা ঠিকই তোমার থেকে আবার তুলে নেবে। কিছু টাকা সেভ করতে যেয়ে নিজের জীবনের দুটি বছর নষ্ট না করার করার অনুরোধ রইলো।
৭.এ বিষয়গুলো মাথায় রেখে কলেজ সিলেক্ট কইরো। আশা করি অনেক ভাল আউটপুট পাবে। গত বছর যাদেরকে আমি কলেজ সিলেক্ট করতে দিয়েছি তারা কেউই খারাপ অবস্থায় নেই এখন।
৮.Take your own decision. Don't be manipulated by anyone.
[Think it wisely]
বিষয়গুলো মাথায় রেখে কলেজ সিলেক্ট করিও আশা করি পরবর্তীতে কোন আফসোস থাকবে না।
Best of luck.
juniors ❤️🩹🌸
if you think this post can help someone plz share it✅