TAQWA - তাকওয়া

TAQWA - তাকওয়া রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও..!! [সহীহ বুখারিঃ ৩৪৬১]
(1)

16/01/2025

ইমাম মাহদী কখন আসবেন ❤️🔥

15/01/2025

ভালো থাকার সিক্রেট হচ্ছে,ধৈর্য্য,অপেক্ষা,ও আল্লাহর
উপর পূর্ণ আস্থা রাখা
আলহামদুলিল্লাহ

14/01/2025

আল্লাহ বলেন:অবশ্যই আপনি
(মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
সর্বোত্তম চরিত্রের অধিকারী।
সূরা আল্ কালাম (৬৮):০৪

13/01/2025
13/01/2025

প্রতি রাতের শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ্ বলেন কে আমাকে ডাকবে আমি সাড়া দিবো, যে যা চাইবে তাই দিবো!
সহীহ বুখারী-(১১৪৪)

12/01/2025

মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা, তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না।

সহিহ বুখারী - ২৪৪৮

11/01/2025

তুমি কি জানো জাহান্নামের আগুন কী?
তা কাউকে জীবিতও রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। চামড়া ঝলসে দিবে!
[সূরা আল মুদ্দাসসির:২৭-২৯]

09/01/2025

শত শত দোয়া কবুল হওয়ায় ভিড়ে একদিন আমার দোয়াও কবুল হবে।
ইনশাআল্লাহ

08/01/2025

ইয়া আল্লাহ,
আমাদের এতো ধৈর্য দেন যেন হাজারো কষ্টের মাঝে মুখে হাসি রেখে বলতে পারি..!
আলহামদুলিল্লাহ!

07/01/2025

ঐ ব্যক্তির উপর জুলুম করার ব্যাপারে ভয় করো. যার কাছে জুলুমের জবাবে দুই চোখের পানি ছাড়া আর কিছুই থাকেনা।

06/01/2025

জীবন তখনই সুন্দর হবে, যখন আপনি না পাওয়ার অভিযোগ গুলো বাদ দিয়ে আল্লাহ যতটুকু দিয়েছেন, ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন,
আলহামদুলিল্লাহ

05/01/2025

ইয়া আল্লাহ আপনি আমাদের রিজিকে বরকত দিন।
আমিন সুম্মা আমিন

04/01/2025

রাসুল সা: বলেছেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করে তার সাথে আমার কোন সম্পর্ক নেই।
(সহীহ মুসলিম: ১০২)

03/01/2025

প্রায়ই আমরা ভুলে বসি যে মৃত্যু আমাদের হবেই,তখন রবের সামনে উপস্থিত হওয়া
লাগবেই।

02/01/2025

এতো চিন্তা কিসের!
আল্লাহ তো নিজেই বলেছেন;
ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়ে সুন্দর হবে।
- সূরা আদ দুহা: ০৪

02/01/2025

যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।
সহিহ বুখারী- ২৪৪২

01/01/2025

ইয়া গাফুরুর রহিম
আপনি আমাদের মোনাজাতের সকল দোয়া গুলো কবুল করে
নিন আমিন।

31/12/2024

আজ বছরের শেষ দিন।
আল্লাহ পেছনে রেখে আসা জানা,
অজানা সব গুনাহ ক্ষমা করে দাও,
আমিন

Address

Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA - তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share