TAQWA - তাকওয়া

TAQWA - তাকওয়া রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, প্রচার করো আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও..!! [সহীহ বুখারিঃ ৩৪৬১]
(1)

22/12/2024

শুধু পেয়ে নয়
কিছু হারিয়েও
আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহর সকল সিদ্ধান্ত সঠিক।

21/12/2024

মাজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা, তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোন পর্দা থাকে না।

সহিহ বুখারী - ২৪৪৮

20/12/2024

যেখানে আল্লাহ নিজেই উত্তম!
উত্তম পরিকল্পনাকারী, সেখানে হতাশ হবার কোন
প্রশ্নই আসে না!

19/12/2024

হারাম
রিলেশনশিপ থেকে বাঁচতে বিয়ে করুন,আর সেটা না পারলে রোযা
রাখুন এবং ধৈর্য ধারণ করুন।

19/12/2024

যাদের ইনকাম কম,
খরচ বেশি;
আল্লাহ্ তাদের রিজিকে পরিপূর্ণ বরকত দান করুন।
"আমিন "

18/12/2024

শিত কাল
একটি পর্দাশীল ঋতু যা মানুষকে অশ্লীল পোশাক থেকে দূরে রাখে।

17/12/2024

সুরা ফাতিহা
পড়ে, যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের শেফা চাইবে, আল্লাহ তাকে ওই রোগ থেকে শেফা দান করবেন।
(বুখারী ২২৭৬)

17/12/2024

আমি হোঁচট খেলাম,
তারপর সিজদাহ দিলাম, এরপর দোয়া করলাম; তিনি আমাকে দাঁড় করালেন।

16/12/2024

ভাঙ্গা জিনিস দুনিয়ার কাছে মূল্যহীন
তবে আপনার রবের নিকট আপনার ভাঙ্গা হৃদয়টার মূ্ল্য সীমাহীন 🖤

15/12/2024

পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার আমার চেয়ে অনেক খারাপ ভাবে বেঁচে আছে। আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল আছি।

14/12/2024

আল্লাহ আপনি সকলের মনের নেক আশা গুলো পুরন করে দিন
আমিন

13/12/2024

প্রতি রাতের শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ্ বলেন কে আমাকে ডাকবে আমি সাড়া দিবো, যে যা চাইবে তাই দিবো!
সহীহ বুখারী-(১১৪৪)

13/12/2024

"যার চাহিদা যত কম, তার জীবন তত সহজ।"
ইমাম মালিক রাহিমাহুল্লাহ।
[মওসূআতু ইবনে আবি আদ-দুনিয়া: ৩/৩১১]

12/12/2024

এমন নারীকে বিয়ে করুন,
যে পরপুরুষের চাকরানী (কর্পোরেট দাসী) হওয়ার চেয়ে আপনার ঘরের রাণী হওয়াতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করবে।

10/12/2024

গভীর রাতে সবার ঘরের দরজা বন্ধ থাকলেও,আল্লাহ তায়ালার রহমতের দরজা,
সবসময় খোলা থাকে।
আলহামদুলিল্লাহ

10/12/2024

"হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না"
বরং শুকরিয়া আদায় করুন আল্লাহ
আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন।
আলহামদুলিল্লাহ

09/12/2024

কতজন কে রাজি খুশি করবেন?
শুধু এক আল্লাহ কে রাজি খুশি করে নেন দেখবেন সব
সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশা'আল্লাহ!

09/12/2024

জান্নাতের পানি
দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি হবে।
(তিরমিজি- ২৫৪২)

Address

Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA - তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share