Mobile Freelancing

Mobile Freelancing আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান ? কম্পিউটার বা ল্যাপটপ না থাকায় পারছেননা।মোবাইলে শিখতে যোগাযোগ করুন।

23/08/2023

পড়াশোনা, চাকরি, বা যে কোনো কাজের পাশাপাশি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন ঘরে বসে আই করুন। কাজ করতে চাইলে ইনবক্স করুন।

পড়াশোনা চাকরি, বা যে কোনো কাজের  পাশাপাশি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে আনলিমিটেট ইনকাম করুন।
22/08/2023

পড়াশোনা চাকরি, বা যে কোনো কাজের পাশাপাশি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে আনলিমিটেট ইনকাম করুন।

👑👑Content is king👑👑কন্টেন্টের সাথে আমরা  অনেকে অপরিচিত তাদের জন্য যতটুকুর সম্ভব নিচে আলোচনা করা হলো ।কন্টেন্ট রাইটিং কে ...
28/12/2022

👑👑Content is king👑👑
কন্টেন্টের সাথে আমরা অনেকে অপরিচিত তাদের জন্য যতটুকুর সম্ভব নিচে আলোচনা করা হলো ।

কন্টেন্ট রাইটিং কে বলাহয় কিং।কারন,ইন্টারনেটের দুনিয়ায় on line বা off line এ কন্টেন্ট ছাড়া কোন বিষয়ে মনের ভাব প্রকাশ,আলোচনা করা,বা লিখালিখি করা অসম্ভব কারন।
কন্টেন্ট রাইটিং এর অর্থ হলো, বিষয়বস্তু। কোন নির্দিষ্ট বিষয়ে ধারনা দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করে উপস্থাপন করা মনের ভাবকে প্রকাস করাই হলো কন্টেন্ট রাইটিং।

🌐 বর্তমানে আমরা সবাই ডিজিটাল হয়ে যাওয়ার কারণে একজন কন্টেন্ট রাইটার এর চাহিদা অনেক বেশি এবং আপনি যদি একজন ভালো মানের কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহালে আপনার জন্য প্রচুর পরিমানে online বা in house চাকরির সুযোগ রয়েছে।

🗒️🖊️ কিভাবে কন্টেন্ট রাইটার হব। আপনি যদি পড়ালেখা পারা একজন ব্যক্তি হন ভালো করে লিখতেও পড়তে পারেন। তাহলে আপনার দ্বারা কন্টেন্ট রাইটার হওয়া সম্ভব।

🗒️🖊️ Content writer কাকে বলাহয়। যে লিখে তাকে কন্টেন্ট রাইটার বলে। যে কোন বিষয়ে উপস্থাপন করা এবং কোন বিষয়ের উপর ১০০-২০০ বা তার থেকে বেশি শব্দে লিখা তৈরি করে যা কোন জায়গা থেকে কপি না করে নিজের ভাষায় লিখে। তাকে কন্টেন্ট রাইটার বলে। কন্টেন্ট মূল্যত চার ভাগে ভাগ করা যায়।

📝📰📘 ১/ Text Content : যে কন্টেন্ট লিখার মাধ্যমে তৈরি করা হয় তাকে টেক্সট নন্টেন্ট বলে। যেমন,বিভিন্ন পত্র পত্রিকা,ম্যাগাজিন,বই,ইত্যাদি।

📺🎥 ২/ Video Content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কন্টেন্ট গুলোকে ভিডিও কন্টেন্ট বলা হয়। যেমন,you tub,video,web series,movie ইত্যাদি।

🔈📻 ৩/ Audio Content: অডিও কন্টেন্ট হলো ভয়েস বা শব্দের উচ্চারণের মাধ্যমে তৈরি বা রেকর্ড করা কন্টেন্ট। যেমন,podcast,fm ইত্যাদি।

🎞️৪/ Image Content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয় বস্তু গুলোকে ইমেজ কন্টেন্ট বলে। যেমন,logo,templates,graphics ইত্যাদি।

🗒️🖊️ কিভাবে কন্টেন্ট রাইটার হব। আপনি যদি পড়ালেখা পারা একজন ব্যক্তি হন ভালো করে লিখতে ও পড়তে পারেন। তাহলে আপনার দ্বারা কন্টেন্ট রাইটার হওয়া সম্ভব।
আপনি কি নতুন করে কন্টেন্ট রাইটিং শিখতে চাচ্ছেন এবং এর মাধ্যমে অনলাইনে কাজ করে টাকা আয় করতে চাচ্ছেন।
তাহলে নিচে দেওয়া বিষয়গুলোর উপর আপনার আজ থেকেই অনুসরণ করতে হবে।

🔹আপনাকে সর্ব প্রথমে নিজের একটি niche নিতে হবে। মানে আপনি কোন বিষয়ে ভালো জ্ঞান রাখেন কোন বিষয়ে ভালো লিখতে পারেন এবং কোন কোন বিষয় আপনার ভালো লাগে এবং পছন্দ করেন। আর সেটা খুজে বের করুন।


🔹শব্দের সঠিক ব্যবহার, নির্ভুল, এবং সহজ ভাষা থাকতে হবে। কারণ কন্টেন্ট এর লিখা যদি কঠিন হয় পাঠকদের বুঝতে সমস্যা হবে।

🔹আর যদি শব্দে কোন ভুল থাকে তাহলে পাঠকদের মনে কন্টেন্ট নিয়ে প্রশ্ন,অনিহা জাগবে আর আপনাকে অপেশাদার ভাববে। তাই যে ভাষাতেই লেখতে চান সেই ভাষা, শব্দ গুলো শিখুন ও জানুন।

🔹আপনার কন্টেন্টে একটি মূল বিষয় থাকতে হবে।এবং লিখাতে মনের ভাব প্রকাশ করতে হবে,ভালো ধারণা থাকতে হবে ।

🔹তাই নর্দিষ্ট কন্টেন্টকে আকর্ষণীয় করতে শব্দে সঠিক ও নর্ভুল এবং সহজ ভাষা ব্যাবহার করতে হবে।

নিজের জ্ঞান,, দক্ষতা,কৌশল এবং অভিজ্ঞতা কে কাজে 🔹লাগিয়ে কন্টেন্ট লেখার চেষ্টা করুন।

প্রতিদিন বেশি বেশি পড়ুন ও লিখুন। যেমন,বিভিন্ন ধরনের পত্র পত্রিকা,বই,অনলাইন, গুগল,ব্লগসাইড,ইত্যাদি। এগুলোর মাধ্যমে রিসার্চ করুন লিখালিখি করুন। নিজের লেখার ধারাবাহিকতা বজায় রাখতে নিজে একটি ফ্রি ব্লগ সাইড তৈরি করুন।সেখানে প্রতিদিন নিজের পছন্দের বিষয় লিখতে থাকুন।তার পর একটা সময় যখন দেখবেন আপনার উন্নতি হয়েছে। আর অন্ন কনটেন্টগুলোর সমপরিমাণ মনে হচ্ছে তখনি ভাববেন আপনি সফল কন্টেন্ট রাইটার।

দিন যত যাচ্ছে মানুষের জীবন যাত্রা ও ততই আধুনিক হচ্ছে। ব্যবসায়ি আর ক্রেতারাও অনলাইনের উপর নির্ভরশীল হচ্ছে। দিনে দিনে অনলাইনে কর্ম সংস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। শুধু তাইনা পড়াশোনা থেকে শুরু করে জীবন যাত্রার প্রয়োজনিয় সবকিছুই অনলাইনের মাধ্যমে ব্যাবহার করা হচ্ছে।আর ঠিক তাই বাংলাদেশ সরকার এখন ফ্রিল্যান্সিং এর দিকে নজর দিচ্ছ। ফ্রিল্যান্সিং খুব তারাতাড়ি অর্থনীতির অন্যতম ভূমিকা পালন করবে।

সব কিছুরি একটা সময় থাকে।সময় থাকতে নিজের ক্যারিয়ার সফল ভাবে গড়ে তুলুন।হাতে ফুল নিয়ে অন্য জুনের পিছনে না ঘুরে পড়া লেখা অবস...
17/12/2022

সব কিছুরি একটা সময় থাকে।সময় থাকতে নিজের ক্যারিয়ার সফল ভাবে গড়ে তুলুন।হাতে ফুল নিয়ে অন্য জুনের পিছনে না ঘুরে পড়া লেখা অবস্থায় হাতে মোবাইলটা নেন ফ্রিল্যান্সিং করে নিজেকে যগ্য করে তুলুন।দেখবেন ফুলের মানুষ আপনার পিছনে পিছনে ঘুরছে।এবং কি তাদের বাবা মা সহ।

16/12/2022

দিন যতই যাচ্ছে বেকারত্বর সংখ্যা ততই বাড়ছে।উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে অনেক যুবগ যুবতী বেকার আছে। আমরা সোশাল মেডিয়া ফেসবুক ইউটিউবে যে সময় নষ্ট করছি সেই সময়টা ফ্রিল্যান্সিং করে যেকোন ভালো চাকরি থেকে বেশি সফলতা পাবো।

Address

Gazipur
GAZIPUR

Telephone

+8801615315209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mobile Freelancing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies