R a f i

R a f i “সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য”

20/01/2025

নিজেকে ভালো রাখার এবং অপরের কাছে ভালো থাকার মেডিসিন হলো_কম কথা বলা , লোক সমাগম এড়িয়ে চলা । তবে যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু বলা।

~আদিব সালেহ ।

18/01/2025

যারা Hotspot দেয়,
তারাই আপন মানুষ!🙂

28/12/2024

নিজেকে বড় ভাবার অসুখটাই আমাদেরকে জীবনে অনেক ছোট করে রাখে।

~আদিব সালেহ।

27/12/2024

Big shout out to my newest top fans! 💎 Sanjida Sanju

Drop a comment to welcome them to our community,

27/12/2024

চাচা আমিও কিন্তু পাই নাই .! 😩😁

27/12/2024

সমুদ্রের সৌন্দর্য।🌊😍

21/12/2024

একজন ব্যক্তির মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়।

—ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)

21/12/2024

মানুষের সুখের উৎসমূল হলো আল্লাহর আনুগত্য, কিন্তু মানুষ সুখ খোঁজে এমনকিছুতে যা দিনশেষে তাকে যাবতীয় অশান্তির দাবানলে নিক্ষেপ করে।

-আরিফ আজাদ

21/12/2024

দ্বীন পালন করুন কুরআন এবং হাদিস অনুযায়ী, কোনো ব্যক্তিকে দেখে নয়। যতদিন ব্যক্তিকে দেখে দ্বীন পালন করবেন, ততদিন হতাশ হবেন। মানুষ আপনাকে হতাশ করলেও, ইসলাম কখনোই আপনাকে হতাশ করবে না!

— মাহমুদুল হাছান

20/12/2024

🤩🤩

20/12/2024

❝যখন তুমি আকারে ছোট, তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির ওপর ভরসা করা উচিত।❞

~ জ্যাক মা

17/12/2024

মা-বাবার সাথে তেমন আচরণ করো—যা তুমি চাইবে, মন্দ হলে সইবে। বেঁচে থাকলে তো তুমিও একদিন তাঁদের জায়গায় পৌঁছবে ; তাই না?

~আদিব সালেহ।

17/12/2024

আবদুল্লাহ বিন মাসঊদ (রা.) থেকে বর্ণিতঃ রাসূল ﷺ বলেন,

অচিরেই আমার পরে এমন সব লোক তোমাদের নেতা হবে যারা সুন্নতকে বিলুপ্ত করবে, বি'দআতের অনুসরণ করবে এবং নামাজ নির্দিষ্ট ওয়াক্ত থেকে বিলম্বে পড়বে। আমি বললাম, হে আল্লাহর রাসূ্ল! আমি যদি তাদের (যুগ) পাই, তবে কি করবো? তিনি বলেন, হে উম্মু আবদ-এর পুত্র! তুমি আমাকে জিজ্ঞেস করছো যে, তুমি কি করবে? যে ব্যক্তি আল্লাহর অবাধ্যচরণ করে, তার আনুগত্য করা যাবে না।

— সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৮৬৫

16/12/2024

অনেক সময় আপনার অনেক দোয়া কবুল হয় না আপনার গোনাহর কারণেও।

16/12/2024

কিছুদিন যোগাযোগ বন্ধ করে দেন, দেখবেন কাছের মানুষ'রা ও হারিয়ে গেছে!

কিন্তু আপনি আল্লাহর সাথে অনেকদিন যোগাযোগ করেননি,
আল্লাহ কিন্তু আপনার সাথেই আছেন।

মানুষকে খুশি করার চাইতে আল্লাহকে খুশি করা সহজ।'

—শাওন

14/12/2024

সকল মন খারাপকে জানতে দিন-আপনার একজন রব আছেন, যিনি সকল মন খারাপের উপশম বিলি করেন।

— আরিফ আজাদ

14/12/2024

আপনি যখন একাকীত্ব অনুভব করবেন তখন নিজেকে স্মরণ করিয়ে দিবেন, আল্লাহ অন্য সবাইকে দূরে সরিয়ে নিয়েছেন যেন তখন আপনার অন্তরে শুধু তিনি থাকতে পারেন।

- মুফতি ইসমাইল মেঙ্ক

10/12/2024

' কবরের উপরিভাগ মাটি আর ভিতরে হায় হোতাশ ও শাস্তি। এর উপরিভাগ মাটি ও নকশী পাথর দ্বারা বাঁধানো আর ভিতরে বিপদ ও জ্বালা-যন্ত্রনার গোডাউন। রান্নার সময় পাত্রে কোনো জিনিস যেভাবে উতরে উঠে সেভাবে তারা আক্ষেপে উতরে উঠছে। তাদের জন্য ইহাই প্রযোজ্য; অথচ এগুলো কবর ও এর প্রবৃত্তি তাদের আশা আকাঙ্খার মাঝে বিরোধ সৃষ্টি করেছে।আল্লাহর শপথ! অবশ্যই আমি উপদেশ দিয়েছি, অন্য কারো জন্য তা বাকী রাখি নি, সেই সাথে আহ্বান করি যে, হে পৃথিবী আবাদকারীগণ! আপনারা এমন পৃথিবীকে আবাদ করছেন, যা আপনাদেরকে নিয়ে অতি শিঘ্রই নিঃশেষ হয়ে যাবে অথচ আপনারা সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন যার দিকে খুব দ্রুত ধাবমান হচ্ছেন। অন্যের উপকার এবং বসবাসের জন্য ঘর তৈরি করছেন, পক্ষান্তরে নিজের সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন যা ব্যতীত আপনার কোনো ঘর থাকবে না। তা চিরস্থায়ী ঘর, আমলের গোডাউন এবং ক্ষেতের বীজ, তা যেমনভাবে উপদেশ গ্রহণের জায়গা, জান্নাতের বাগিচা তেমনিভাবে জাহান্নামের গুহাও বটে।'

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ আর রুহ - ২১৫]

Address

Gazipur

Telephone

+8801618604324

Website

Alerts

Be the first to know and let us send you an email when R a f i posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R a f i:

Videos

Share