Sabnaj Vlogs

Sabnaj Vlogs assalamu alaikum , shabnaz Vlogs, please supporting my page everyone
(1)

27/06/2024

দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে,
টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে! 😔😞🥀☘️

সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে। যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের নিচে ছ...
25/06/2024

সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে। যখন ভাঁজ পড়া চামড়ায় শরীরে শক্তি কমে আসবে, চেহারায় বয়সের ছাপ পড়বে, চোখের নিচে ছানি পড়ে যাবে, যখন চাইলেও একা পথ চলতে পারবো না। হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে।

বিষণ্ণতা, একাকিত্ব, ক্লান্তি, অবসাদ, শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখন গল্প করার একান্তই নিজের একটা মানুষ। একটু আদর যত্ন খেয়াল রাখার আপন একজন মানুষ। ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজ। একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব। তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারাজীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত!

দু- চার বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয়। ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বুড়ো হতে দেখেছে। যত্ন- আদর, ভালেবাসা আর পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে। সত্যিকারের ভালোবাসা তো সেখানেই।

দুঃখগুলো কাকে বলবেন, যাকে বলছেন, হয়তো দুঃখ দিয়েছে না হয় দেবে, মহান রব কে বলুন। গোপন ওথাকবে সমাধানও আসবে ইনশাআল্লাহ। 🤲
23/06/2024

দুঃখগুলো
কাকে বলবেন, যাকে বলছেন, হয়তো দুঃখ দিয়েছে না হয় দেবে, মহান রব কে বলুন। গোপন ওথাকবে সমাধানও আসবে ইনশাআল্লাহ। 🤲

তার পর, সবার ঈদ কেমন কাটলো 😜
18/06/2024

তার পর, সবার ঈদ কেমন কাটলো 😜

জীবনটা বড়ই অদ্ভুত 😔🥀🖤
16/06/2024

জীবনটা বড়ই অদ্ভুত 😔🥀🖤

15/06/2024

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “আরাফার দিনের (৯ই জিলহজ্ব) রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিঁনি এর দ্বারা পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।”

— (মিশকাতুল মাসাবীহ : ২০৪৪; সহীহ্ মুসলিম : ১১৬২;
আবূ দাঊদ : ২৪২৫; তিরমিযী : ৭৫২; ইবনে মাজাহ : ১৭৩৮)

একটা মেয়ে ততক্ষণই তোমার যতক্ষণ কিনা সে তোমার ওপর রাগ করে, অভিমান দেখায়, ঝগড়া করে, চিল্লা-চিল্লি করে!মেয়েরা কখনোই কাউকে ন...
14/06/2024

একটা মেয়ে ততক্ষণই তোমার যতক্ষণ কিনা সে তোমার ওপর রাগ করে, অভিমান দেখায়, ঝগড়া করে, চিল্লা-চিল্লি করে!

মেয়েরা কখনোই কাউকে নিজের না ভাবলে অধিকার খাটায় না, বিরক্ত করে না, আদর-যত্ন করে না, খেয়াল রাখে না! ❤️

উত্তম ব্যক্তিত্বের সর্বোত্তম গুন হলো কথা দিয়ে কথা রাখা,,,, ❤️🌿☘️❤️
14/06/2024

উত্তম ব্যক্তিত্বের সর্বোত্তম গুন
হলো কথা দিয়ে কথা রাখা,,,, ❤️🌿☘️❤️

হে আল্লাহ আপনার কাছে তিনটি জিনিস চাই,,,,। শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ঈমানের সহিত  মৃত্যুবরণ,, 🤲🤲আমিন🤲🤲
14/06/2024

হে আল্লাহ আপনার
কাছে তিনটি জিনিস চাই,,,,।
শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ঈমানের সহিত মৃত্যুবরণ,, 🤲🤲
আমিন🤲🤲

ইচ্ছে থাকলে কোটি টাকা কখন হবে সেই অপেক্ষায় থাকা লাগে না।🌿❤️🥰
13/06/2024

ইচ্ছে থাকলে কোটি টাকা কখন হবে সেই অপেক্ষায় থাকা লাগে না।🌿❤️🥰

নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয়, একা থাকা খারাপ কিছু নয়,মনে রাখবেন চাঁদ একা-তবুও জ্বলজ্বল করে। 🌿☘️
13/06/2024

নিজের আত্মসম্মান বাঁচাতে
একা থাকা শ্রেয়,
একা থাকা খারাপ কিছু নয়,
মনে রাখবেন চাঁদ একা-
তবুও জ্বলজ্বল করে। 🌿☘️

তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে।।
12/06/2024

তোমার কদর ততক্ষণ থাকে
যতক্ষণ তুমি অন্য কারো
কাজে লাগবে।।

মানুষ বলে: ভাগ্য যা আছে তাই হবে..!আল্লাহ বলেন:তুমি আমাকে ডেকো দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার কাছে..!🤲 সুবহা...
11/06/2024

মানুষ বলে: ভাগ্য যা আছে তাই হবে..!
আল্লাহ বলেন:তুমি আমাকে ডেকো দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার কাছে..!🤲 সুবহানাল্লাহ ❤️❤️

বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়,  আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় 🖤🥀😢
11/06/2024

বৃষ্টি এসেই বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় 🖤🥀😢

ইসলাম , অহংকার করতে শেখায় না  ইসলাম, শুকরিয়া আদায় করতে শেখায় আলহামদুলিল্লাহ, ❤️❤️
10/06/2024

ইসলাম , অহংকার করতে শেখায় না
ইসলাম, শুকরিয়া আদায় করতে শেখায়
আলহামদুলিল্লাহ, ❤️❤️

দুঃখ আছে বলেই আনন্দকে, এতো দারুণ ভাবে অনুভব করা যায়। 🤍❤️🧡আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤍❤️🧡
08/06/2024

দুঃখ আছে বলেই আনন্দকে,
এতো দারুণ ভাবে অনুভব করা যায়। 🤍❤️🧡
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🤍❤️🧡

06/06/2024

সফলতা,, না দেখা পযন্ত আল্লাহ তায়া’লা যেনো সবার মা বাবাকে বাচিয়ে রাখেন।
আমিন ❤️

আজকাল মানুষ, মজা কম করে, কিন্তু মজার ছলে অপমান টা বেশি করে,,,,, 😢🥀🖤
06/06/2024

আজকাল মানুষ,
মজা কম করে, কিন্তু মজার ছলে অপমান টা বেশি করে,,,,, 😢🥀🖤

বলেন তো এই ফলটির নাম কী?
06/06/2024

বলেন তো এই ফলটির নাম কী?

নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই  সুখী, আলহামদুলিল্লাহ,,, 🥰🥰🌿🌿
05/06/2024

নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী,
আলহামদুলিল্লাহ,,, 🥰🥰🌿🌿

05/06/2024

আল্লাহর নিকট
মাথা নত করুন তিনি আপনাকে পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দিবেনা 🌸

কেউ নিখুঁত নয়,,,,,অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত।🌿🌷🌸
05/06/2024

কেউ নিখুঁত নয়,,,,,
অথচ সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত।🌿🌷🌸

শৈশব স্মৃতিময় হয়ে থাকুক ❤️সালমান ফারসি তার দুই চাচ্চুর কোলে একজনের কাঁধে তার খুব পছন্দের জিহাদ চাচ্চু🥰❤️❤️
31/05/2024

শৈশব স্মৃতিময় হয়ে থাকুক ❤️
সালমান ফারসি তার দুই চাচ্চুর কোলে
একজনের কাঁধে তার খুব পছন্দের জিহাদ চাচ্চু🥰❤️❤️

জুম্মা মোবারক সবাই কে
31/05/2024

জুম্মা মোবারক সবাই কে

নিশ্চুপ আঁধার 😢
30/05/2024

নিশ্চুপ আঁধার 😢

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabnaj Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabnaj Vlogs:

Videos

Share