আভা'স ডায়েরি

আভা'স  ডায়েরি Believer in the power of love to change lives and make the world a better place. ✨ I feel strong and confident, and i Won't say sorry for being myself.😃
(4)

27/11/2024

অর্থনৈতিক শুমারী-২০২৪।
তথ্যগ্রহনকারী সকল ভাই-বোনদের সকলে সহায়তা করবেন।

30/10/2024

শুটকি লারা😁🥰🤤

30/10/2024

চিংড়ির বালাচাঁও🤤🤤🤤

30/10/2024

চিকেন ভড়া🥰

26/10/2024

A gift from my boy🥰🥰
18/10/24

17/10/2024

😅😅😅

15/10/2024

যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনারা উদযাপন করুন,ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা করুন।সামনে এগিয়ে যান।

আর যারা যেমন ফলাফল চেয়েছিলেন পাননি, হতাশ হবেন না,বা এই অবস্থায় কোনো ভুল সিদ্ধান্ত নিবেন না।এটাই শেষ না।নিজেকে যাচাই করার আরো অনেক সুযোগ আছে মাথায় রাইখেন।। এটি কেবল একটি অধ্যায়, । নিজের উপর আস্থা রাখুন। পরিবারের কথা চিন্তা করুন।। অনেক মেধাবী শিক্ষার্থীরা বেকার, এই রেজাল্ট সব কিছুনা। নিজেকে উপরে নিতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা, নিজের উপর আস্থা ও সততা।
সবার জন্য দোয়া রইলো। নিজের উপর ভরসা রেখে সামনে এগিয়ে যান🌿।

যে মানুষটা তোমাকে মুল্য দিতে গিয়েনিজেকেই মুল্য দেওয়া ভুলে গেলোঅন্তত তাকে ছেড়ে দিও না।বিশ্বাসেরআকাশে যে তোমাকে চাঁদের ...
13/10/2024

যে মানুষটা তোমাকে মুল্য দিতে গিয়ে
নিজেকেই মুল্য দেওয়া ভুলে গেলো
অন্তত তাকে ছেড়ে দিও না।বিশ্বাসের
আকাশে যে তোমাকে চাঁদের মতো
কলঙ্কহীন করে রেখেছে তার বিশ্বাস
ভেঙে দিও না।
সুখী হতে মানসিক শান্তি
প্রয়োজন, যে শান্তি কেবল চোখ বন্ধ
করে বিশ্বাস আর ভরসার চোখে
হাতে পাওয়া যায়।
যে ঘরে ভালবাসা বিশ্বাস সন্মান
আর ভরসা আছে সেখানে সুখী হতে
টাকার প্রয়োজন সামান্য হলেই চলে।
কিন্তু অঢেল সম্পদ আর টাকা
থাকলেও যেখানে ভালবাসা,বিশ্বাস
ভরসা সন্মান নেই সেখানে সুখ ও বিলাসিতা
কিংবা দুরের চাঁদ হাত দিয়ে
ধরতে চাওয়ার মতো। ভালবাসাহীন
সম্পর্কে থেকে মরে যাবে ভেতর
ভেতর, কিন্তু টাকায় ভালবাসা
কিনতে পারবে না। বাঁচার জন্য
টাকার প্রয়োজন আছে ঠিক কিন্তু
সেটা খুব বেশি না ।

যে আপনারে ভালোবাসে না,আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে!💔😅
20/09/2024

যে আপনারে ভালোবাসে না,আপনার দুঃখও তার কাছে নাটক মনে হবে!💔😅

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।সবাই বিলাসিতায় সুখী হয়না।একজন স্বামী ...
15/09/2024

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।সবাই বিলাসিতায় সুখী হয়না।একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন।অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।
আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প,আপনার চোখে সে সর্বসুখী।এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও।আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা।একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।
স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা,আদর ও আহ্লাদের কাঙাল।এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।
আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা।অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে।যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে?মেয়ে বলে কি মানুষ না?আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও।আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে?না রাষ্ট্রীয় আইন এ।স্ত্রীকে সম্মান দিতে শিখুন।কেননা আল্লাহর কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়।উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন,মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকালে।

Collected

A mistake that makes you humble is much better than an achievement that makes you arrogant.🌿✌️
11/09/2024

A mistake that makes you humble is much better than an achievement that makes you arrogant.🌿✌️

02/09/2024

শুধু ৮ মিনিট বৃষ্টি হয়ছিল ফার্মগেট তলায় গেছে।।ইউনিভার্সিটি অব এশিয়া প্যাশিফিক এর সামনের অবস্থা 🙂🌿🥱

28/08/2024

শান্তিতে নোবেল বিজয়ী আমাদের ড. ইউনুস স্যার ভারতকে বাঁশ টাও দিল শান্তিতে।🌿😄

ভাবা যায়!! বন্যায় ভারতকে সরাসরি অভিযুক্ত করিয়ে CNN কে দিয়ে গ্রাউন্ড এ এনে নিউজ করিয়ে দিছে💪😁।

স্যার আপনার খেলার ধরন টা প্রো লেভেল এর💪

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই।  বিজয়ের উল্লাস এখানেই নয়-কো শেষ,  সবাই মিলে গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ।হিংসা ও...
25/08/2024

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই।
বিজয়ের উল্লাস এখানেই নয়-কো শেষ,
সবাই মিলে গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ।

হিংসা ও প্রতিহিংসা নয়,
ভালবাসাই চিরন্তন রবে সকলের মনে-প্রাণে।
যেখানে একজন সরকারি চাকরিজীবী নিজেকে জনগণের সেবক ভাববেন
এবং সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন।
একজন ভিক্ষুক কিংবা রিকশাচালকও এই মহা সংকটময় সময়ে
নিজেকে উদ্যোক্তা ভেবে বন্যার্তদের পাশে দাঁড়াবেন।
একজন জেলে তার নৌকা নিয়ে ছুটে যাবেন
বন্যার্তদের উদ্ধার করতে, ত্রাণ পৌঁছে দিতে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাত্র, যুবক, বয়স্ক, ব্যবসায়ী,
ধনী-গরিব সবাই একযোগে
অসহায় মানুষের প্রতি এবং দেশের প্রতি ভালোবাসার বাস্তব উদাহরণ তৈরি করবেন।
তাদের এই অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে
আমাদের অন্তরে।

** #স্বপ্নের_বাংলাদেশ**
** #মানবতার_বিজয়**
** #একতাই_শক্তি**

22/08/2024

ফেনীতে হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু হচ্ছে। কোনো জায়গা থেকে কাউকে উদ্ধার করা লাগলে যোগাযোগ করুন- 01968842962 যারা আটকে আছেন ছাদে, অনুগ্রহ করে লাল কাপড় 🚩টাংগিয়ে রাখুন, হেলিকপ্টার এর খুজতে সুবিধা হবে। ২০ মিনিট পর পর হেলিকপ্টার যাচ্ছে।🌿

পোস্ট টা সবাই বেশি বেশি শেয়ার করুন যাতে সকলের কাছে পৌঁছায় 🌿

22/08/2024

এক চব্বিশে
৫২,৬৯,৭১,৮৮,৯৮,২০০৪সব দেখা শেষ! হায়রে চব্বিশ 😅

আমরা বাংলাদেশের স্টুডেন্ট রা মাঠে নামলাম স্বৈরাচার  মুক্ত দেশ গড়লাম।আমাদের থেকে ইন্সপায়ার হয়ে পাকিস্তানের ছাত্র জনতা রুখ...
20/08/2024

আমরা বাংলাদেশের স্টুডেন্ট রা মাঠে নামলাম স্বৈরাচার মুক্ত দেশ গড়লাম।
আমাদের থেকে ইন্সপায়ার হয়ে পাকিস্তানের ছাত্র জনতা রুখে দাড়ালো তাদের স্বৈরাচারের বিরুদ্ধে। এখন ভারত এর সকল অ্যাক্টরস, ডাক্তার,ছাত্রজনতা, আমজনতা তারাও আন্দোলন করছে তাদের স্বৈরাচারের বিরুদ্ধে।

বাংলাদেশের এই ছাত্র আন্দোলন যেন একটি রোল মডেল বিশ্বের দরবারে ✌️✌️।

হাসু আপা আপনি তো উন্নয়ন উন্নয়ন করতে করতে কেন্দে দিয়েছেন😁, তাও কোনো দেশ আপনার থেকে ইন্সপায়ার হলোনা।।আর আমরা GEN-Z মাঠে নামলাম, রোল মডেল হয়ে গেলাম বিশ্বের কাছে।। তাহলে বুঝেন দেশের যোগ্য ক্ষমতার অধিকার কাদের।
বাংলাদেশের ছাত্র জনতার কাছ থেকে বিশ্ব এটাই শিখেছে অন্যায়ের কোনো আপোষ করলে হবেনা,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।। তাহলেই শান্তি মিলবে।

নিজেকে Gen-Z ভেবে গর্ববোধ করি ✌️✌️

বিকল্প কে?
তুমি,
আমি,
আমরা✌️✌️✌️💪💪💪💪





Take love from Bangladesh ❤️🌿

~আভা

Address

Dhaka-Joydevpur-Shimultoli
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when আভা'স ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আভা'স ডায়েরি:

Videos

Share