মৌমাছি 2.0

মৌমাছি 2.0 ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা চেয়ে নিন এবং ক্ষমা করে দিন

29/10/2024

কষ্ট না পাওয়ার জন্যে "কষ্ট" করতেছি
যাতে আর "কষ্ট" না আসে এই কষ্টের জীবনে।

30/01/2024

ধাধা:
চন্দ্রও নয় সূর্যও নয় দিবা রাত্রি জলে.

30/01/2024

আপনি জানেন কি?
একটি চুল দুই থেকে চার বছর পর্যন্ত বাড়তে পারে। চুলের আয়ু গড়ে দুই থেকে আট বছর পর্যন্ত হয়ে থাকে। এই হিসেবে প্রতিদিন কিছু চুল স্বাভাবিকভাবেই ঝরে পড়ে। ঝরে পড়া চুলের ফসিল থেকেই নতুন চুল গজায়। এটাই চুলের জীবনচক্র।

30/01/2024

কোন প্রাণী তার নিজের ওজনের দ্বিগুণ ভার বহন করতে পারে?

30/01/2024

বাংলাদেশ ৬ ঋতুর দেশ। আমি তো শুধু গরম আর ঠান্ডার ফিল পাই। জাতি কি আমাকে মেনে নিবে?

27/01/2024

আজ একটা মজার হিসাব শেয়ার করবো
৯x১=০৯=(০+৯)=৯
৯x২=১৮=(১+৮)=৯
৯x৩=২৭=(২+৭)=৯
৯x৪=৩৬=(৩+৬)=৯
৯x৫=৪৫=(৪+৫)=৯
৯x৬=৫৪=(৫+৪)=৯
৯x৭=৬৩=(৬+৩)=৯
৯x৮=৭২=(৭+২)=৯
৯x৯=৮১=(৮+১)=৯
৯x১০=৯০=(৯+০)=৯

৯ এর গুনফল এর সংখ্যা গুলো যোগ করলে যোগ ফল ৯ হয়।
আবার গুনফলের সিরিজ ০-৯ এবং ৯-০ মিরর আকারে আসে।
নতুন কিছু জেনে থাকলে ধন্যবাদ দিতে ভুলবেন না।

24/01/2024

অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তাইলে সূর্য জ্বলে কিভাবে?

23/01/2024

হরর মুভি দেখে ঘুমাতে গিয়েছিলাম এখন রাত ৪:১৪। ঘুম খাটের নিচে বসে আছে বের হতে চাচ্ছে না।
😰😰😰😰😰😰

23/01/2024

রমণীর প্রেমের মধ্যে পরিতৃপ্তি আছে, নিষ্ঠা আছে, কিন্তু পুরুষের প্রেমের মধ্যে যে একটি চির অতৃপ্তিপূর্ণ অনিবার্চনীয় সুখ আছে তাহা বোধ করি খুব অল্প রমণী উপভোগ করিয়াছে।
♠রবীন্দ্রনাথ ঠাকুর♠ ゚

21/01/2024

ছুটির সময়টা সব সময়ই আনন্দের, হোক সেটা স্কুলের বা অফিসের 😎😎😎😎

20/01/2024

কর্ম জীবনে একজন শ্রমিক আর একটা মেশিনের মধ্যে খুব বেশি তফাৎ থাকে না।

16/11/2023

জীবনের বেশির ভাগ সময় আমরা কি করবো কি করবো করতে করতেই কিছুই করা হয়ে উঠে না।

নিজের হাতে লাগানো গাছের ফল দেখার মধ্যে অন্য রকম আনন্দ আছে
30/10/2023

নিজের হাতে লাগানো গাছের ফল দেখার মধ্যে অন্য রকম আনন্দ আছে

19/08/2023

শুক্রবার ছাড়া অন্যবারে ছুটি থাকলে সেটা ছুটি বলে মনেই হয় না

12/08/2023

মানুষের বৈধ চাপাবাজির একমাত্র যায়গা হচ্ছে তার
CV

12/08/2023

শরীরের পঙ্গুত্ব মানুষকে থামিয়ে রাখতে পারে না।
মানুষকে থামিয়ে দেয় তার মনের পঙ্গুত্ব।

12/08/2023

এক লোক বাজারে গিয়েছে মুরগী কিনতে।

দোকানী : স্যার আমার দোকানের সব মুরগী দেশি, এটা যশোরের, অইটা সিলেটের, অইটা নোয়াখালী।

লোকটি মুরগীর লেজের পালক সরিয়ে বলেতেছে এই ভাই এইটা যশোরের না মানিকগঞ্জের, এইটা সিলেটের না এইটা কুমিল্লার, আর এইটা নোয়াখালীর না এইটা বরিশালের।
এই মিয়া তুমি কি ব্যবসা করো সব ভুলভাল বলতেছো।
"তোমার বাড়ি কৈ? "
দোকানী তখন নিজের লুংগি তুলে দিয়ে বলতেছে
"মুরগীর পিছন দেখেই বলতে পারছেন তাদের বাড়ী কৈ তাইলে
আমারটা আর মুখে নাই বলি নিজেই দেখে নিন"।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when মৌমাছি 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category