Parjan BD

Parjan BD At first tack my Salam,Assalamu alaikum Welcome To My Page Parjan BD.This is blogging page.

অভিমান টা যেদিন জিদে পরিনত হবে তখন তোমার দিকে আর ফিরেও থাকাবো না...!!😊
16/12/2024

অভিমান টা যেদিন জিদে পরিনত হবে তখন তোমার দিকে আর ফিরেও থাকাবো না...!!😊

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে। তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একজন নারী মানসিক শান্তি...
10/12/2024

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে। তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদা দেখায়।নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে Physical Attachment এ থাকলে। আপনি যখন আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চাইবেন, তবে অবশ্যই তার সাথে শারীরিক Attachment হতে হবে এমনকি তা পুরোপুরি মন থেকেই।

পুরুষের তুলনায় নারীদের এই একটা কারণেই সবচেয়ে বেশি মুড সুইং হয়। নারী এবং পুরুষ দুই ভিন্ন মেরুর জিনিস। এখানে বুঝতে হবে, আপনার সঙ্গী ঠিক কিসে নিজেকে Satisfy মনে করে। সঙ্গীর চাহিদা অনুযায়ী যদি তা পূরণ করতে পারেন, তবেই আপনি একজন ভালো সঙ্গী। এখানে কেউ কারো চাহিদা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তবে নারীরা Physical Attachment এর চাইতে Mentally Attachment এ বেশি গুরুত্ব দেয়। আপনার নারী সঙ্গীর যদি মন ভালো থাকে, তবেই কেবল সে শারীরিক Attachment এ আগ্রহ দেখাবে। তবে মানসিক অবস্থা যদি ভালো না থাকে, তবে সে কোনোকিছুর প্রতিই আগ্রহ দেখাবে না।

নারীরা সবসময় তার মনকে গুরুত্ব দেয়।
মন যদি সায় না দেয়, তবে তার ধারেকাছেও যাওয়া যায় না। আপনি যখন আপনার নারী সঙ্গীর মনের প্রতি বেশি খেয়াল রাখবেন, সে তখন আপনাআপনিই আপনার ডাকে সাড়া দিবে।

পুরুষ এবং নারীর চাহিদার এই পার্থক্যের কারণেই দাম্পত্য জীবনে কেউ কাউকে বুঝতে চায় না সহজে। আর পুরুষ সঙ্গীর ক্লান্তি, হতাশা দূর করতে পারলে, সে অবশ্যই আপনার প্রতি দুর্বলতা দেখাবে। পরস্পর যদি পরস্পরের শরীর এবং মনের যত্ন নেয়, তবেই পরস্পরের চাহিদা পূরণ হয়। চাহিদা অপূর্ণ রেখে একে-অপরকে দোষারোপ করে, শুধুমাত্র দায়ে পড়ে সংসার করার কোনো মানে নেই

চাইলেই - একজন নারী একজন পুরুষকে বহু রকম ভাবে তৈরি করতে পারে।

একজন নারী চাইলেই - একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে উঠাতে পারে। আবার অসম্মানের একদম নিম্ন মানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী করে গড়ে তুলতে পারে। আবার সেই নারীই একজন পুরুষকে ভিক্ষুক হিসেবে কিংবা সমাজের একদম গরীব পুরুষ হিসেবে পরিণত করতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে মা-বাবা ভাই-বোন ছাড়া করে সে একাই রাজত্ব বহণ করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের, মা-বাবা ভাই-বোন এর সাথে মিলেমিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে পরিবার ছাড়া, ঘর ছাড়া, সমাজ ছাড়া, দেশ ছাড়া করতে- বাধ্য করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর, একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে- সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে!

একজন নারী চাইলেই - শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে গড়ে তুলতে পারে। আবার চাইলেই সে নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে! শুধু কেবল রব এর হুকুমের মৃত্যু ছাড়া।

একজন নারী চাইলেই - একজন পুরুষকে বস্ত্রহীন পাগল - উম্মাদ বানিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিক ভাবেও সুস্থ করে তুলতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন করাতে পারে। আবার চাইলেই সে নারী - পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে বদলে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে জাহান্নামের বাসিন্দা বানাতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে জান্নাতের পথ খুঁজে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষের সমস্যা কারণ হতে পারে। আবার চাইলেই সে নারী - একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে।

একজন নারী চাইলেই - একজন পুরুষের সুখ হতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে - আজীবন পুরুষের জীবননাশ করতে পারে! ইত্যাদি ইত্যাদি

একজন নারীর -

শিক্ষা, চিন্তা- চেতনা, শক্তি- ক্ষমতা, ভালোবাসার মায়া - মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয়।

তাই

নারী চাইলেই - অনেক কিছু করতে পারে!

প্রতিটা নারীর প্রেম হোক - তার সংসার।

প্রতিটা নারীর ভালোবাসা হোক- তার আপন প্রিয় স্বামী। প্রতিটা নারীর মায়ার বাঁধন হোক - তার বুকে আগলে রাখা ধন - প্রিয় সন্তান।

নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস - তুমি সব সময় "তোমার সৌন্দর্য" তোমার সকল গুণ দিয়ে আগলে রাখবে।

👉পোস্ট কেমন লাগল জানিয়ে দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। Parjan - Parvez

মনের মধ্যে অশান্তি থাকলে ঔষুধও কাজ করে নাহ 😅
16/11/2024

মনের মধ্যে অশান্তি থাকলে ঔষুধও কাজ করে নাহ 😅

একবার কারো প্রতি আসক্ত হয়ে গেলে তাকে ছাড়া সত্যি আর কিছু ভালো লাগে না..!!
16/11/2024

একবার কারো প্রতি আসক্ত হয়ে গেলে তাকে ছাড়া সত্যি আর কিছু ভালো লাগে না..!!

কি দরকার ছিল টাকার জন্য ট্রাকের নিচে চাপা পরার🥴
15/11/2024

কি দরকার ছিল টাকার জন্য ট্রাকের নিচে চাপা পরার🥴

১০ টা লাগে না জামাইয়ের মতো জামাই  একটা হলেই যথেষ্ট, দাম্পত্য জীবন সুখি হোক...🤓🙄🤭
14/11/2024

১০ টা লাগে না জামাইয়ের মতো জামাই একটা হলেই যথেষ্ট, দাম্পত্য জীবন সুখি হোক...🤓🙄🤭

হুট করে মন খারাপ হয়, কিচ্ছু ভাল্লাগে না, শুধু ফিল করি আমার কি যেনো নাই!💔😥
14/11/2024

হুট করে মন খারাপ হয়, কিচ্ছু ভাল্লাগে না, শুধু ফিল করি আমার কি যেনো নাই!💔😥

মায়ের হাতে মাখিয়ে দেওয়া ভাতের স্বাদ আপনি হাজার খুঁজলেও পাবেন না।❤️
14/11/2024

মায়ের হাতে মাখিয়ে দেওয়া ভাতের স্বাদ আপনি হাজার খুঁজলেও পাবেন না।❤️

নিজের বিরুদ্ধে গিয়ে মানুষের মন রেখে চলার চেয়ে, একাকিত্বে থেকে নিজের মন মতো চলা ভালো!❤️
14/11/2024

নিজের বিরুদ্ধে গিয়ে মানুষের মন রেখে চলার চেয়ে, একাকিত্বে থেকে নিজের মন মতো চলা ভালো!❤️

12/11/2024

দেখবেন অনেকেই আপনার ভালো চায় মুখে মুখে বলবে। কিন্তু আপনি ভালো থাকলে তারাই আবার জ্বলবে। 😄

12/11/2024

সামনে বিয়ের বছর 🙈 আপাতত মূল উদ্দেশ্য মোটা হওয়া। 💔🙂

মানুষ টি সঠিক হলে ৬০ বছর বয়সেও ভালোবাসা একবিন্দু ও কমে না 😍🤗
10/11/2024

মানুষ টি সঠিক হলে ৬০ বছর বয়সেও ভালোবাসা একবিন্দু ও কমে না 😍🤗

পরিবার একমাত্র শান্তির জায়গা আমার জীবনে ❤️🌸মা, বাবা কে একত্রে হাসতে দেখলে নিজেকে দুনিয়ায় সব থেকে বেশি সুখী মানুষ মনে হয়!...
10/11/2024

পরিবার একমাত্র শান্তির জায়গা আমার জীবনে ❤️🌸
মা, বাবা কে একত্রে হাসতে দেখলে নিজেকে দুনিয়ায় সব থেকে বেশি সুখী মানুষ মনে হয়! 🌸

তোমারে জাড়াইয়া আমি বাঁচতে চাই, যেমনে জড়িয়ে আছে দেহের শ্বাস❤️🥺
09/11/2024

তোমারে জাড়াইয়া আমি বাঁচতে চাই, যেমনে জড়িয়ে আছে দেহের শ্বাস❤️🥺

যারা নিজে থেকে বলেছিল পাশে থাকবো সব সময়, তারাই আগে ভুলে গেছে আমায় 💔
09/11/2024

যারা নিজে থেকে বলেছিল পাশে থাকবো সব সময়, তারাই আগে ভুলে গেছে আমায় 💔

মাঝে মাঝে মন খারাপের কোন কারণ খুঁজে পাই না,তবে মনে হয় আমার প্রিয় কিছু নেই। 💔😅
09/11/2024

মাঝে মাঝে মন খারাপের কোন কারণ খুঁজে পাই না,তবে মনে হয় আমার প্রিয় কিছু নেই। 💔😅

এমন এক জোড়া চোখের নজর আমার ওপর পরুক, যে চোখ আমার জন্য অফুরন্ত সম্মান আর ভালোবাসায় ভরপুর থাকবে, যার চোখে আমিই সেরা!🖤🫶
08/11/2024

এমন এক জোড়া চোখের নজর আমার ওপর পরুক, যে চোখ আমার জন্য অফুরন্ত সম্মান আর ভালোবাসায় ভরপুর থাকবে, যার চোখে আমিই সেরা!🖤🫶

কথা দিচ্ছি, এখন থেকে আঁধার নয়। তোমার পরিচয় হবে আলোতে, পুরো বিশ্ব দেখবে তুমি আমার প্রিয়তমা!🖤🌸
08/11/2024

কথা দিচ্ছি, এখন থেকে আঁধার নয়। তোমার পরিচয় হবে আলোতে, পুরো বিশ্ব দেখবে তুমি আমার প্রিয়তমা!🖤🌸

Address

Gazipur Dhaka
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Parjan BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share