Sudeb Das sumon

Sudeb Das sumon সত্য প্রকাশে দুর্বার সাহস
(2)

ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। -জন ল্যাক হন
27/10/2024

ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। -জন ল্যাক হন

পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়- মানসিক কষ্ট।
25/09/2024

পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়- মানসিক কষ্ট।

প্রত্যেক কে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক। -আব্রাহাম লিংকন
24/09/2024

প্রত্যেক কে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক। -আব্রাহাম লিংকন

অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।
22/09/2024

অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না।

এমন মানুষের ভাগ্যে এমন ভাবে বিদায় লেখা ছিলো বুঝি?জীবনের বিনিময়ে ভাত চাইনা ...শান্তি চাই .....মানুষ গড়ার কারখানায় অমান...
20/09/2024

এমন মানুষের ভাগ্যে এমন ভাবে বিদায় লেখা ছিলো বুঝি?

জীবনের বিনিময়ে ভাত চাইনা ...শান্তি চাই .....

মানুষ গড়ার কারখানায় অমানুষের আধিপত্য কখনো মনুষত্ব তৈরি করতে পারে না।
এই ধরনের উচ্চ শিক্ষা জাত সমাজে বর্জনীয়,

সমাজে অমানুষের উৎপাত বন্ধের জোর দাবি জানাই।

আমাদের এনজিও পরিবারের অন্যতম লিডার, আন্তরিক অভিনন্দন! প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস, অন্তর্বতীকালীন সরকারের প্রধান।
07/08/2024

আমাদের এনজিও পরিবারের অন্যতম লিডার, আন্তরিক অভিনন্দন!

প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস, অন্তর্বতীকালীন সরকারের প্রধান।

05/08/2024

আগামীকাল থেকে খুলছে সকল সরকারি, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।

07/07/2024

আপনি সরকারি চাকুরিতে কোটার পক্ষে না বিপক্ষে ?

সবাইকে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ভেলুমিয়া শাখার পক্ষ থেকে জানাই  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা...ঈদ মোবারক।
17/06/2024

সবাইকে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ভেলুমিয়া শাখার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা...ঈদ মোবারক।

জীবনে আর কি দেখতে হবে......
15/06/2024

জীবনে আর কি দেখতে হবে......

তথ্য পেতে মাএ ৩০,০০০/-হাজার টাকা চাইছে....
15/06/2024

তথ্য পেতে মাএ ৩০,০০০/-হাজার টাকা চাইছে....

07/04/2024

হাঠাৎ কালবৈশাখীর ঝড়ে, লালমোহন এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

কালবৈশাখির ঘুর্নিঝড়ের আঘাতে ঘর চাপা পরে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর এলাকায় হারিছ নামের এক ব্যক্তি মারা যান। তার বাড়ি উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে। তিনি পেশায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানান স্থানীয়রা।

★ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী।★আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী।
30/03/2024

★ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী।
★আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী।

ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে।বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না।
07/07/2023

ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে।বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না।

ফেনীর ছাগলনাইয়ায় বোনের ইজ্জ্বত রক্ষা করতে গিয়ে ঈভটিজারদের ছুরিকাঘাতে সায়েদ হত্যা মামলার প্রধান আসামী ৩ দিনের রিমান্ডে আর...
03/07/2023

ফেনীর ছাগলনাইয়ায় বোনের ইজ্জ্বত রক্ষা করতে গিয়ে ঈভটিজারদের ছুরিকাঘাতে সায়েদ হত্যা মামলার প্রধান আসামী ৩ দিনের রিমান্ডে আর ৯ কুলাঙ্গার লাল দালানে।এদের কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে আর কোন ভাই কে বোনের ইজ্জ্বত রক্ষার জন্য জীবন না দিতে হয়।

01/07/2023

Address

Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sudeb Das sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sudeb Das sumon:

Videos

Share