03/11/2024
তুমি তার সাথেই মেলামেশা কর যে তোমার অবর্তমানেও তোমার নাম ও ইজ্জতের যত্ন নেয়!
তুমি তাকেই গুরুত্ব দিও, যে তোমার অপেক্ষায় রাতকে দিন করতে জানে!
তুমি তাকেই আশ্রয় ভেবো, যে তোমার সুখের জন্য নিজের দুনিয়া তছনছ করে- তোমার তরে সুখ ছিনিয়ে আনে!
তুমি তাকেই ভালোবাসি বলো, যে তোমার মন্দবাসাকেও আপন করতে জানে!
তুমি তার অপেক্ষাতেই থেকো, যে জড়িয়ে নিলে তোমার সব দু:খ শান্তি হয়ে থামে!