Sad of Life ヅ

Sad of Life ヅ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sad of Life ヅ, Digital creator, Gazipur.

03/11/2024

তুমি তার সাথেই মেলামেশা কর যে তোমার অবর্তমানেও তোমার নাম ও ইজ্জতের যত্ন নেয়!

তুমি তাকেই গুরুত্ব দিও, যে তোমার অপেক্ষায় রাতকে দিন করতে জানে!

তুমি তাকেই আশ্রয় ভেবো, যে তোমার সুখের জন্য নিজের দুনিয়া তছনছ করে- তোমার তরে সুখ ছিনিয়ে আনে!

তুমি তাকেই ভালোবাসি বলো, যে তোমার মন্দবাসাকেও আপন করতে জানে!

তুমি তার অপেক্ষাতেই থেকো, যে জড়িয়ে নিলে তোমার সব দু:খ শান্তি হয়ে থামে!

12/09/2024

মানুষ মানুষের রিযিক নষ্ট করলেও,আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করে না, আল্লাহ কোনো না কোনো ভাবে তার বান্দাকে সাহায্য করেন এবং আমি এক আল্লাহর উপর বিশ্বাসী কারন রিযিকের মালিক আল্লাহ,কারো রিযিক কারো জন্য থেকে থাকে না, আল্লাহ কোনো না কোনো ভাবে তার বান্দাকে রিযিকের ব্যবস্হা করে দেন এবং সাহায্য করেন।

25/05/2024

আমি পড়েছি মায়ায়, ফেরার রাস্তা নেই ❤️‍🩹🌺

29/04/2024

একদিন তুমি নিজে থেকেই বলবে। হয়তো গো'প'নে, নয়তো প্রকাশ্যে! ওর মতো এত যত্ন করে আমায় কেউ কোনোদিনও ভালবাসেনি!🖤

17/04/2024

আমার মায়ের অসুখের দিনে
তাকে দেইখা রাইখো আল্লাহ,,
তুমুল গ্রীষ্মের দিনে মা যেইভাবে
যত্ন করে গলার নিচে পাউডার লাগিয়ে দিতো_💖❤️

14/04/2024

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা,
আর তোমাকে I Love you.😼❤️😒

30/01/2024

Some people will never understand how much their abuse and neglect has caused me, never mind Alhamdulillah for everything 🙂😅🥀

12/12/2023

দুর থেকেও ভালোবাসা যায়
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা না পেয়েও ভালোবাসা যায়
বহুদিন দেখা না করেও ভালোবাসা যায়
কখনও শরীর না ছুয়েও ভালোবাসা যায়
সামনের মানুষটা কি দিলো কতটুকু দিলো হিসাব না করেও ভালোবাসা যায়
মানুষটা অন্যকাউকে ভালোবাসে জেনেও বিনা শর্তে ভালোবেসে যাওয়া যায়
মানুষটার কি আছে কি নাই বিবেচনা না করেও ভালোবাসা যায়
মানুষটার চেহারা-সুরত কেমন না ভেবেও ভালোবাসা যায়
ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। শুধু প্রয়োজন একটা সুন্দর মন আর আদর্শ মানসিকতার।

রোজ দেখা করা, একসাথে ঘুরা, সময় কাটালেই ভালোবাসার নাম দেওয়া যাবে না।
শুধু পেয়ে যাবার নামই ভালোবাসা নয়। অনেক সময় মানুষটাকে না পেয়েও অসম্ভব ভালোবাসা যায়।
মন ছুঁয়ে যখন তার কাছের মানুষ হতে পারবে তখনই স্পর্শকে ভালোবাসার নাম দিও।
তুমি যদি হিসাব করতে বসো সামনের মানুষটা কি দিল কতটা দিলো তবে সেটা বড় জোর চুক্তি হবে ভালোবাসা না।
ভালোবাসার জন্য যদি শর্ত প্রয়োজন পড়ে যে সামনের মানুষটাও ভালোবাসবে তবে সেটাকেও তুমি ভালোবাসার নাম দিতে পারো না।
হিসাব করে, শর্ত সাপেক্ষে, বিবেচনা করে বড়োজোর চুক্তি হয় ভালোবাসা না।

11/12/2023

বছরের এই শে'ষটায় এসে অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে!
আপন সেজে পিছনে হিংসে করা মানুষগুলোকে ধন্যবাদ, কথা দিয়ে মন ভে''ঙ্গে দেওয়া মানুষগুলোকে ধন্যবাদ, ছেড়ে যাওয়া মানুষগুলোকে ধন্যবাদ, নানান ভাবে ঠ'কা'নো মানুষগুলোকে ধন্যবাদ,

আপনারা এইসব না করলে অনেক কিছুই শিখতাম না, এইভাবে আমাকে 'স্ট্রং' করে দেওয়ার জন্য, আপনাদেরকে মন থেকে ধন্যবাদ, অনেএএএএক ধন্যবাদ!💖🙃

25/10/2023

ফুল হচ্ছে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম 🌼🌺

17/10/2023

~এইযে হুটহাট মন খারাপ হয়।প্রচন্ড ভেঙ্গে পড়ি।স্বপ্ন গুলো পূরণ হয় না।‘‘নিজের মতো করে কিছু করতে পারি না’’।|অসময়ে প্রিয় মানুষদের হারাতে হয়।চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হয়।কাউকে কোনো কিছু বুঝানো যায় না,কেউ বুঝতেও চায় না।আর্থিক অবস্থা যাচ্ছে তাই,নিজের শখের কিছু কিনতে পারি না।;

এই সময়টা একদিন আর থাকবে না,সব প্রতিকূলতা কাটিয়ে নতুন করে সূর্য উঠবে।মেঘ সরে গিয়ে রোদ্দুরে সব আলোকিত হবে।সব অন্ধকার মিলিয়ে গিয়ে জ্যোৎস্না আসবে।‘‘এতো অল্পতে হতাশ হওয়া যাবে না ধৈর্য দরতে হবে,অপেক্ষা করতে হবে’’(: 💖🌺

28/09/2023

মাঝে মধ্যে আমারও কিছু মানুষকে বলতে মন চায়– আমাকে মনে রাইখেন আমাকে ভুলে যাইয়েন না!💔🙂🌺

27/09/2023

🗣️ Tamim Iqbal : আর একটাই রিকোয়েস্ট করব সবাই - কে আমাকে মনে রাইকেন মানে ভুলে যাইয়েন নাহ সবাই 🙂💔

ভালোবাসা সুন্দর, যদি মানুষটি সঠিক হয়!🥺❤️‍🌺
15/09/2023

ভালোবাসা সুন্দর, যদি মানুষটি সঠিক হয়!🥺❤️‍🌺

08/09/2023

আপনি আমাকে অবহেলা দিলেন, আর আমি আপনাকে ভালোবেসেই গেলাম। 🌼🌺

29/08/2023

মানুষ বদলাতে কতক্ষন? মানুষ হারাতে কতক্ষন? বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না! কেন জানেন? আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে, হারিয়ে যাবে 'আপনি বুঝতেও পারবেন না! একা আসছেন, একাই যাবেন এবং এটাই চিরন্তন সত্য!❤️

13/08/2023

আপনি যখন আমার ঠোঁটে হাসি দেখেন,
আমার রব তখন আমার অন্তরের ব্যথা দেখেন!

That's why I love him so much.❤️‍🩹

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sad of Life ヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share